Рет қаралды 1,664
পৃথিবীর জন্য গান 'ও মানুষ...'। Prithibir Jonno Gaan 'O Manush' Bangla Song presented by Mime TV.
কণ্ঠশিল্পী- ইফাত রাখিল রাতিন
গীতিকার ও সুরকার- কবীর হোসাইন
মিউজিক কম্পোজার- শাহরিয়ার আলম মার্সেল
অভিনয়ে- মীর লোকমান, আনিসুর রহমান সৈকত, শরিফ ভূঁইয়া তানিম, ইফাত রাখিল রাতিন, সাবরিন সুলতানা জেরিন, রিচি আহমেদ, মুহাম্মাদ লুৎফর রহমান, প্রসেনজিৎ ঘোষ, সুলতানুল আরেফিন ইমন, মিশতাহুল মেহেদী তাহসিন এবং ফাহাদ হোসাইন
পরিকল্পনা ও নির্দেশনা- মীর লোকমান
ভিডিওগ্রাফি- ইকবাল শেখ, শুভনীল শোভন এবং আরিফুল ইসলাম জিহাদ, মারিয়া সুলতানা মুন, জিৎ দে এবং জহিরুল ইসলাম ভূঁইয়া সেতু
সম্পাদনা- জাহিদুল ইসলাম পলাশ
প্রডিউসার- সামসুল আলম ভূঁইয়া রাখিল এবং ওয়াজডা নিউজিল্যান্ড
পরামর্শ প্রদান- শাহীন রেজা রাসেল, আহমদ বারী, হাম্মাদ সোহাগ
পর্দার পেছনে- সুরাইয়া জেসমিন, শাহাদাত হোসেন, আলাদিন আল আসাদ, আজিজুর রহমান, কামরুল হাসান রাফি
ভিডিও লোকেশন- শিবপুর, নরসিংদী, বরিশাল, শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা নবী, লক্ষ্মীপুর, ঢাকা
(সম্পূর্ণ গানের কথা)
ও মানুষ…
এবার অন্তত মানুষের মতো ভাবতে শেখো
এমন ভাবার সুযোগ অল্প মেলে
মানুষ হয়ে মানুষের মতো থেকো
এই ভাবনা ভুলো না অস্তিত্বের সঙ্কট কেটে গেলে।
যদি ভেবে থাকো মেরে প্রকৃতিকে পাঠিয়ে মর্গে
তুমি বাঁচবে, তাহলে তুমি এখনো বোকার স্বর্গে
এই পৃথিবীর মালিকানা মানুষ নয়তো তোমার একার
ফুল পাখি গাছ সবারই রয়েছে সমান অধিকার
পৃথিবী বাঁচবে সবার অধিকার সসম্মানে পেলে
এই সত্য ভুলো না অস্তিত্বের সঙ্কট কেটে গেলে।
মহামারী আসে মহাসমারোহে মানুষ তোমারই দায়ে
যুগে যুগে তুমি মৃত্যুবেড়ি পরেছো নিজেরই পায়ে
মানবিকতার বিপর্যয়ে আধুনিকতার ভূমি
জেগে ঘুমানোর দিন ফুরোলো টের পাচ্ছো না তুমি
ভড়ংবাজি বন্ধ করো আবারও জীবন পেলে
এই বিপদ ভুলো না অস্তিত্বের সঙ্কট কেটে গেলে
আসন্ন দিন যৌথ পৃথিবী মননে এবং সত্ত্বায়
পারস্পরিক বিশ্বাস থাক পারস্পরিক শ্রদ্ধায়
বিতর্ক রাখো কে বাঁচালো ধর্ম নাকি বিজ্ঞান
মনে রেখো শুধু পৃথিবী তোমার তুমি পৃথিবীর সন্তান
তুমি পৃথিবীর সন্তান আর প্রকৃতি তোমার ছেলে
এই শিক্ষা ভুলো না অস্তিত্বের সঙ্কট কেটে গেলে।
কবীর হোসাইন
২৫ মে, ২০২০
ধানমণ্ডি, ঢাকা।