খুব খুব ভালো লাগলো। তোমার করতাল সহযোগে গৌরচন্দ্রিকা আমার কাছে সবসময়ই প্রিয়। অপরূপ পরিবেশনা,কত অজ্ঞাত বিষয় তোমার বাগ্মিতার মাধুর্যতায় জ্ঞাত হলাম। তোমার হৃদয় বিদারক সুমধুর সুরের রেশ রয়ে যায় হৃদয়ে মননে। সবশেষে পদকর্তা বলরাম দাশের এই পদটি যখনই গাও আমার মন প্রাণ ভরে যায়। জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। জয় শ্রী নিত্যানন্দ।। হরিবোল হরিবোল হরিবোল।👋👋👋👋👋👋👋
@bonglee64413 күн бұрын
,
@BikashRoy-q4x2 күн бұрын
🕉 ️সনাতনই ধর্মের ভিত 🕉️ ------------------------------------ সনাতন ধর্মগ্রন্থে কোথাও কি হিন্দুদের উদ্দেশ্য করে কোন কথা বলা আছে? নাই। এর কারণ, তখন অন্য কোন মতবাদই ছিলো না, তাই সনাতন ধর্মগ্রন্থে শুধু মানুষের কথাই বলা হয়েছে এবং প্রতিটি প্রাণীর মঙ্গল কামনা করা হয়েছে, নির্দিষ্ট কারো মঙ্গল কামনা নয়। সংসারে মা-বাবার কাছে যেমন সকল সন্তানই সমান, সবারই আলাদা আলাদা ভাবনা থাকতে পারে এবং প্রতিটি ভাবনাকে সম্মান দেওয়া অভিভাবকের দ্বায়িত্ব। কেহ যদি কারো প্ররোচনায় সংসার পরিবার ত্যাগ করে সুন্দর সংসার গড়ার স্বপ্ন দেখে শান্তিতে থাকতে চায়! তাহলেও মা-বাবা সদা তাদের মঙ্গল কামনাই করে থাকেন। তাঁদের নির্মূলের চক্রান্ত বা ধ্বংস করার চেষ্টা কখনো করে না। এতেই বুঝা যায় সনাতন হলো ধর্মের অভিভাবক বা ভিত আর বাকি সবই মতবাদ বা ভাবনা। ---------------------- হৃদয় খুলে দেখো ইনসাফ রয়েছে কোথায় কান পেতে শোন, সৃষ্টির গুণ গান গেয়ে যায়। সাগর-গিরী, পর্বত, নদ-নদী, চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, পশু-পাখি, আলো-বাতাস, কীট-পতঙ্গ ও রয়েছে সেথায়, নত করে শির পূজিছে সবাই। ধ্বংস নয়, হিংসা নয় প্রেমের মুরলী বাজিয়ে যায়, সে সুর প্রেমিকই কেবল শুনিতে পায়। ওই শোন.. ওমঃ শান্তি, ওমঃ শান্তি, ওমঃ শান্তিই কেবল শোনায়।
@budhhadebroy87083 күн бұрын
সনাতন হিন্দুধর্ম শুধু শ্রেষ্টই নয়, সব ধর্মের জননী এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।