তাঁর বক্তৃতা শোনার সৌভাগ্য কখনো হয়নি। তাঁর এই রেকর্ডেড ভাষণ শুনে সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ।
@cutegirlsumona85352 жыл бұрын
জার্মানির Hamburg শহরে বসে, হরিপদ ডারতী মহাশয়ের যে ভাষন রবীন্দ্রনাথের ওপর শুনলাম , আমার জীবন ধন্য হলে গেলো। আমার স্বামীর মুখে ওঁনার কথা অনেক শুনেছিলাম, ওঁনার খুব ভক্ত ছিলেন আমার স্বামী,যাঁকে আমি সদ্য হারিয়েছি।আজ আমার মন কান্নায় ভেঙে পড়ছে। আপনাদের অনেক ধন্যবাদ জানাই এই অমূল্য পরিবেশনটি আমাদের শোনার সৌভাগ্য হয়েছে। কৃষ্ণা চ্যাটার্জি, জার্মানি।
বাংলার মুখ চ্যানেলকে আমার কৃতজ্ঞতা জানাই। অধ্যাপক হরিপদ ভারতীর অভিভাষণ শুনে আমি মন্ত্রমুগ্ধ। আর এক বিশ্রুত বাঙালি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠের সঙ্গে সাযুজ্য লক্ষ্য করলাম। সত:স্ফূর্ত বাংলা শব্দের যোগানে অনায়াস বাচন ভঙ্গিমায় রবীন্দ্র জীবন বিশ্লেষণ করতে এখনকার ক'জন বাঙালি সক্ষম, জানা নেই। আজকেই আপনাদের চ্যানেলের গ্রাহক হলাম। নমস্কার নেবেন।
শ্রদ্ধেয় দাদা, অসাধারণ ভাষণটি পরিবেশনের জন্য আন্তরিক ধন্যবাদ 🙏 একসময় সারা ভারতে বাঙালির সম্মান ছিল। আজ বাংলা সর্ববিষয়ে পিছিয়ে, দূর্নীতিতে এগিয়ে বাংলা। বড় কষ্ট হয় ☹️
@ashokekumardas89152 жыл бұрын
অধ্যাপক হরিপদ ভারতি কবিগুরু রবীন্দ্রনাথকে যেভাবে তার সংক্ষিপ্ত ভাষণের মধ্যে উপস্থাপন করলেন তা এক কথায় অতুলনীয়, হৃদয় স্পর্শী।
@gautamiganguli7492 жыл бұрын
অপূর্ব। মুগ্ধ হয়ে শুনলাম। রবীন্দ্রনাথ কে এমন অতুলনীয় ভাবে তুলে ধরলেন, এমন আগে কখনও শুনিনি। যেমন বাগ্মীতা, তেমনই কন্ঠস্বর। বক্তার প্রতি অসীম শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আমাদের দূর্ভাগ্য যে ওনাকে পাইনি আমরা । শ্রদ্ধেয় অধ্যাপক ভারতীর আরও বক্তৃতা শুনতে চাই। চ্যানেলের কাছে অনুরোধ রইলো।
অধ্যাপক হরিপদ ভারতীর বক্তৃতা KZbin এ শুনলাম। আমার সীমিত সাহিত্য বা ভাষাজ্ঞান নিয়ে এর প্রশংসা করা ধৃষ্টতার পর্যায়ে পড়ে, তাই সে চেষ্টা করছি না । শুধু আমার মনে যে অনুভূতি হয়েছে তা কয়েক পর্যায়ে বলার চেষ্টা করছি। প্রথমত - বক্তব্যের বিস্তৃতি। আলোচ্য বিষয়ের সুবিশাল পরিধি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুবিন্যস্ত ভাবে পরিবেশন এক উচ্চস্তরের শিল্পকলার পরিচায়ক। অন্তত আমার সীমিত অভিজ্ঞতা সেই কথাই বলছে। দ্বিতীয়ত - বক্তার অসাধারণ পরিবেশন ক্ষমতা , যা সহজেই শ্রোতাদের মন কেড়ে নিতে পারে। এই বক্তৃতা ব্রিগেডের "জ্বালাময়ী" রাজনৈতিক বক্তৃতা নয় - এ নিজের ছন্দে শ্রোতাদের "মরমে" প্রবেশ করে। শুনতে শুনতে কেন জানি না আমার সেই রেডিও যুগের মহালয়া শোনার কথা মনে পড়ে গেল। তৃতীয়ত - বিষয়টির জনমাধ্যমে সুসংবদ্ধ পরিবেশনা। বক্তার উদাত্ত কণ্ঠের সাথে ছন্দ মিলিয়ে বিষয়োপযোগী চিত্র সংযোজন এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করেছে। এর ফলে প্রতিবেদন টি আরো প্রাণবন্ত হয়ে উঠেছে । সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ।
@ashokechakraborty39502 жыл бұрын
এইরকম একটা শ্রেষ্টমানের মূল্যবান বক্তব্য শুনতে পাবার সুযোগ করে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই
এই ৭৫ বছরে এসে এক মধুর প্রায় বিস্মৃত গৌরবময় অতীত সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। নিজেকে ধন্য মনে হয় যে এই মহান বহুমুখী প্রতিভার অধিকারী বাগ্মীর বেশ কিছু ভাষন শোনার সৌভাগ্য আমার হয়েছিল। সেই স্মৃতি রোমন্থন ক'রে এক গভীর আনন্দ বোধ হচ্ছে।
খুব ভালো লাগলো। স্মৃতি মনে পড়ে গেল। ছোট বেলায় ওনাকে দেখেছি, আবছা আবছা মনে আছে। বক্তৃতা শুনেছি আমাদের স্কুলের মাঠে। উনি একবার জনসঙ্ঘের পক্ষে গাইঘাটা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । উনি পরাজিত হয়েছিলেন কংগ্রেসের ঁচণ্ডিপদ মিত্র এর কাছে। ওনার প্রতীক ছিল প্রদীপ🪔।
@dr.gurudaschatterjee24022 жыл бұрын
অনবদ্য ভাষণ মুগ্ধ হয়ে শুনলাম, আপ্লুত হলাম, অবশ্যই সমৃদ্ধ হলাম। এমন এক অনন্য বিষয় সর্বসাধারণের সামনে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
কি অসাধারণ অপূর্ব সুন্দর বাগ্মীতা,গভীর অফুরন্ত শিক্ষক, মাননীয় শ্রী হরিপদ ভারতী কে অজস্র নমস্কার ও প্রনাম 🙏🙏🙏
@shyamaltalukder3232 жыл бұрын
শ্রদ্ধেয় হরিপদ ভারতী মহাশয় অসাধারন বক্তা ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল একবার তাঁর বক্তৃতা শোনার। তখন তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে প্রার্থী হয়েছিলেন। তখন যে রাজনৈতিক বক্তৃতা শুনেছিলাম অসাধারন লেগেছিল। এই প্রতিভা সম্পন্ন মানুষ গুলি আজ রাজনীতিতে আসলে দেশটা ধন্য হয়ে যেত। প্রনাম জানাই তাঁকে।
@creativeurbanagriculture93792 жыл бұрын
অসাধারণ প্রতিবেদন। শ্রদ্ধা জানাই বক্তা কে।
@debeshmukherjee55162 жыл бұрын
BJP was not created at His lifetime it was Janasangha that time.
আসাধারণ, বস্তুনিষ্ঠ অনিন্দসুন্দর নান্দনিক ভাষা চয়ন ও কাব্যিক বাগ্মিতায় মুগ্ধ ও হৃদ্ধ হলাম পরিপূর্ণভাবে। প্রণাম।
@shouvikde5081 Жыл бұрын
কি অসাধারন বাক্য গঠন ও প্রয়োগ। পরিশীলিত উচ্চারন। গহন পাণ্ডিত্য। আমরা গৌরবান্বিত যে আমাদের মাতৃ ভাষা এক।
@drdebasisadhya45962 жыл бұрын
আমি অত্যন্ত ভাগ্যবান যে যখন সম্ভবত ১৯৭৯ সালে আমি যখন নরেন্দ্রপুর কলেজের ছাত্র ছিলাম তখন রবীন্দ্রজয়ন্তী র সন্ধ্যায় অধ্যাপক হরিপদ ভারতী বক্তা হিসাবে আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল কলেজের একটি ছাত্রাবাস,brahmananda ভবনের সামনের লনে উন্মুক্ত প্রকৃতির কোলে। কি অসাধারণ বক্তৃতা ই না তিনি করেছিলেন! আমরা ছাত্র শিক্ষক ও মিশনের অনেক মহারাজ ওই প্রায় একঘন্টা মন্ত্রমুগ্ধ ছিলাম। Pindrop সাইলেন্স বলতে যা বোঝায় ঠিক তাই ছিল। সে এক অনন্য অভিজ্ঞতা। এত বছর পরেও পরিষ্কার মনে আছে।
অসাধারণ অনবদ্য।যেমন ভাব তেমনি ভাষা।তেমনি উচ্চারণ।ৃঅভিভূত হলাম।এই ভাষণ বার বার শুনতে হবে।
@SamirDas-tk2vw Жыл бұрын
অসাধারণ একটা বক্তৃতা।1962 আর/63,তে উনার একটি বক্তৃতা শোনার সুযোগ হয়েছিল তারপর আপনাদের সৌজন্যে আজ শুনতে পেলাম। ধন্যবাদ। আরও শুনতে চাই হিরেন মুখার্জী সৌমেন ঠাকুর এবং অন্যান্য সমসাময়িক বাগমি দের বক্তৃতা।
@kabitabhattacharya14992 жыл бұрын
সমৃদ্ধ হলাম। প্রণাম জানাই প্রণম্য পদে।আর ধন্যবাদ জানাই বাংলার মুখ ও মননকে এই দুর্লভতম অভিভাষণটি আমাদের কাছে উপস্থাপন করার জন্য।
I was fortunate to listen to Prof Bharati only once on 23 January 1962 at my alma mater Ramakrishna Mission Vidyamandira The occasion wa was Netaji Jayanti.Not only we were impressed, we were inspired to study the life and writings of Subhas Chandra Bose .A great orator and above all a great teacher.
@woodyghosh2 жыл бұрын
সমৃদ্ধ হলাম। ।আর ধন্যবাদ জানাই বাংলার মুখ ও মননকে এই দুর্লভতম অভিভাষণটি আমাদের কাছে উপস্থাপন করার জন্য।
নমস্কার, আমি 1975, 1976, 1977 ঐ সময়ে 'রিষড়া প্রেম মন্দির আশ্রম' এ বার্ষিক অনুষ্ঠানে ওঁনার উদাত্ত ভাষণ শোনবার সৌভাগ্য হয়েছিল । ওঁনার যেমন গৌরাঙ্গ সুন্দর রূপলাবণ্য তেমনি ভাষার সৌকর্য এখনও আমাকে মুগ্ধ করে ॥ ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, শুধু জানাই প্রণাম তাঁর কণ্ঠ শোনাবার জন্য ॥
During my student days I never missed any opportunity to hear prof Bharati. You have indebted us in putting this lecture in the public domain. We shall be delighted if you can salvage any such lecture by Soumendra Nath Tagore. Many thanks for broadcasting this lecture.
@skm44332 жыл бұрын
I had the fortune to listen to both respected sir and soumendranath.grateful to Sanjay abuse.
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন প্রতিভা কে আমাদের সামনে নিয়ে আসার জন্য।1976 আমার জন্ম হয়। সেই বছরের এমন অসাধারণ অনুষ্ঠান এর কথা শুনতে পেয়ে ধন্য হলাম। আমি কৃতজ্ঞ। 🙏🙏
প্রখ্যাত অধ্যাপক হরিপদ ভারতীর ভাষণ শোনার অভিজ্ঞতা হয়েছিল যৌবনকালে। বয়স কম থাকায় তাঁর সব বক্তব্য অনুধাবন করা সম্ভব না হলেও মন্ত্রমুগ্ধের মতো তাঁর কথা শুনেছি ও বারবার সুযোগ পেলে তাঁর কথা শোনার চেষ্টা করেছি।
Listening to Prof.Haripada Bharati is a mesmerising experience- what an evaluation of multi-faceted genius of Gurudev.
@dipaknaha6759 Жыл бұрын
আমার বিশেষ সৌভাগ্য হয়েছিল ঐ বিখ্যাত ব্যাক্তির direct ভাষণ শোনার। ফাটাকেষট মহাশয়ের কালি পূজো উপলক্ষে অনেকেই উপস্থিত। বিশেষ করে আছেন সুব্রত মুখোপাধ্যায় সহ অনেকে। কিন্তু মধ্যমণি উনি। মায়ের রূপ বর্ননায় তৎসম শব্দের সঠিক প্রয়োগ, সমস্ত পরিবেশকে আধ্যাত্মিক রসে পরিপূর্ণ করে দিল। মনে হল মা নিজে জ্যান্ত রূপ নিয়ে তার সন্তানের মুখ থেকে উৎসারিত তার রূপ বর্ননা শুনছেন। এক অদ্ভুত আধ্যাত্মিক প্রভাব আমাদের ঘিরে রাখে। সুব্রত বাবুর মতন মানুষ তার বক্তব্য ছোট করে দিয়ে বলেন, ওনার ভাষনের পর আমার কিছু বলার নেই। ওনার বক্তব্যে তৎসম শব্দ প্রয়োগ আমার এখনো কানে লেগে আছে। কি জিনিষ আমরা হারালাম!
@nilanjon68883 жыл бұрын
অসাধারণ বক্তব্য। 🙏🙏🙏
@taslimrahman43022 жыл бұрын
অসাধারণ একটি বক্তৃতা। এমন মনোজ্ঞ রবীন্দ্র মানস বিশ্লেষণ আগে শুনিনি।
@himanshudas948 Жыл бұрын
আমি বিজেপি র সমালোচোক হলেও, এখনও হরিপদ ভারতীর ভক্ত,আর ভাবি কোথায় গেল সেই উচ্চশিক্ষিত লোকের রাজনীতি, আমি সিপিআই এর বিশ্বনাথ মুখার্জির অধ্যাপক হীরেন মুখার্জির ভাষণ শুনে মুগ্ধ হয়েছি। কোথায় গেল সেই সব রাজনীতিক,এখন তো লুম্পেন এর রাজনীতি। আমি সকল নতুন প্রজন্ম বিশেষত যারা বিজেপি করেন তাদের এই বক্তব্য শোনার অনুরোধ করছি।তারা দেখুক কি বিজেপি আগে ছিল,আর এখন কার বিজেপির তফাৎ
@chandanbasu71168 ай бұрын
হরিপদ ভারতি জনসংঘের বিখ্যাত নেতা ছিলেন❤
@mrinalkundu56788 ай бұрын
১৯৭৬ সালে অর্থাত্ ৪৮ বছর আগে বিজেপি ছিল? বিজেপি আছে বলেই আপনার নাম হিমাংশু, নাহলে আবু সিদ্দিকী হয়ে যেত। জাগো হিন্দু 🙏
@jabasengupta69499 ай бұрын
অসাধারণ। ভিডিও টি শেয়ার করার জন্য ধন্যবাদ।
@pranabkumarsen33232 жыл бұрын
বিশ্বমানবতার প্রতিক বিশ্বকবি রবীন্দ্রনাথের আলোচনা সভায় সুন্দর বাচনভঙ্গি ও পরম জ্ঞানের আলোয় যে বিচ্ছুরন ঘটালেন তা জীবনের পাথেয় হয়ে রইলো এটুকু বলেই কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করলাম মাত্র
I am lucky enough to hear the speech of Haripada Bharati on Rabindra Nath Thakur delivered before half century. Haripada Bharti was a great scholar. His valuation of the great works of Rabindra Nath attracts the attention of intellectuals . I am surprised and speechless by his wisdom and widespread knowledge.
I heard his political speech in 60’s. I was very much impressed with his eloquence but not the content. But today on Rabindranath his speech is unparalleled. No repeatation of word, total comprehension of Rabindranath, flow and choice of words and finish, remain one of the best speeches I ever heard. Two other speakers of past whom I have heard were Radhakrishnan and Prof. Hiren Mukherjee. Recent other speaker of note is Prof Sudin Chattapadhyay.
@ansarmandal52572 жыл бұрын
Thanks
@banglarmukhomonon24472 жыл бұрын
ধন্যবাদ। এই ক্লিপটিতে অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়ের রবীন্দ্রনাথ সম্পর্কিত একটি মনোগ্রাহী বক্তৃতা আছে। kzbin.info/www/bejne/aZqagZuled6rfq8 এটি শুনতে পারেন। আশা করি ভাল লাগবে।
@santoshpaul10 Жыл бұрын
ছোট বয়সেই শুনেছিলাম যে উনি বাগমী এবং সত্যিকারের জ্ঞানী বিদ্বান শিক্ষক।আজ নত মস্তকে ওনাকে প্রণাম জানাই।অসাধারণ।এই ছিল শিক্ষিত বাঙালি রাজনীতির নায়ক আর এখন যাদের কথা শুনি, বাঙালি হিসেবে লজ্জা বোধ করি।
@biswanathmukherjee49952 жыл бұрын
Think l am fortunate to hear this lecture. Congratulation.
এক মহামানবের উদ্দেশ্য আর এক মহামানবের ভাষণ এটি। রবীন্দ্রনাথ আমার কাছে একজন মানুষ নন, উনি আমার কাছে দেবতা, তাই আমার দেবতার সম্বন্ধে অনেক কিছু শুনলাম,যা আগে কখনও শুনিনি, শুনলাম এমন একজন থেকে যিনি নিজেও একজন মহা পণ্ডিত বা মহা মানব। ( 'বাংলার মুখ ও মনের' সকল সদস্য কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই,--এই audio-টি শোনার সুযোগ করে দেওয়া জন্য।)
I have listened the political lecture of Sri Hari pada Bharati it's also 👌 incredible intellectual
@krishnadhanray10332 жыл бұрын
ওনাকে সামনে থেকে দেখার, সামনে বসে বক্তৃতা শুনেছি। বঙ্গবাসী কলেজে অর্থনীতি নিয়ে পড়ার সময় বন্ধ বান্ধবের সংগে নরসিংহ দত্ত কলেজে চলে যেতাম ওনার ক্লাসে উপস্থিত থাকতে। মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম ওনার কথা। ওই সময় একটা প্রবাদ বাক্যের মত ছিল ঘেঁটু পুজো উদ্বোধন অনুষ্ঠানেও যদি হরিপদ ভারতীকে আমন্ত্রণ করে এনে কিছু বলার জন্য অনুরোধ করা হয় তাহলে উনি এক ঘণ্টা বলে যাবেন আর শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে। আমি বলছি ১৯৬৩ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত আমার কলেজে ও বিশ্ববিদ্যালয় জীবনে। আজ এই ৭৬ বছর বয়সে এখনো চোখের সামনে ওনার শান্ত, স্নিগ্ধ, সৌম্য দর্শন অবয়ব ভেসে ওঠে। কেন জানি না এখনো ওনার কথা মাঝে মাঝেই মনে পড়ে। আমার নাতনীকে এই বক্তৃতাটি শোনাবো।
@rajarshiroy75642 жыл бұрын
অসাধারণ। অখণ্ড মানবতাবাদ ই বিশ্বের ভবিষ্যৎ
@manoranjansarkar18702 жыл бұрын
I listened to his lecture in Legislative assembly.He criticized CPM but all listened to his lecture with rapt attention even speaker H. A Halim praised him.A eloquent orator like him will never be heard . You may be his anti but U r bound to listen to his speech.
এমন বাগ্মী, অসামান্য পন্ডিত, সৌম্য ব্যক্তিত্ব কি আমাদের এই প্রজন্ম পেতে পারে না? আসলে আমাদেরই দুর্ভাগ্য। এমন মানুষের নখের যোগ্য হতে পারলেও জীবন ধন্য। 🙏🏼🙏🏼🙏🏼
@debashissarkar6190 Жыл бұрын
মন ছুঁয়ে গেল আনমনে
@mihirkumarkumar2665 Жыл бұрын
Excellent❤❤❤
@amalenduchakraborty3798 Жыл бұрын
হরিপদ জ্যেঠুর বেশ কিছু অনবদ্য ভাষণ শোনার সৌভাগ্য হয়েছে 🙏