সর্বপ্রথম গনহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে মানবিক আইনে সাহায্যে।
@MdRakibul-cr8ek3 ай бұрын
আল্লাহর অশেষ রহমতে আজ আমরা স্বাধীন,,
@nasrinjahan30503 ай бұрын
ছাত্রদের দাবিকে স্বাগত জানাই এবং সেই সাথে বিচার বিভাগের কাছে কিছু দাবিও জানায়। ১।নিগোসিয়েশনমুক্ত স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গঠনের লক্ষে আইনজীবীদের ফি গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতার সাথে অর্থের একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া উচিত যাতে সাধারণ নাগরিক সহজেই আইনি সহায়তা গ্রহণ করতে পারে এবং আইনজীবীরা নিগোসিয়েশনের নাম করে ভুক্তভোগীর কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করতে না পারে। ২।বিগত দিনে নিগোসিয়েশনের নাম করে যে সমস্ত দলবাজ ও দুর্নীতি পরায়ণ আইনজীবী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের পক্ষে কাজ করতে সক্ষম না হয়ে থাকলে এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করে থাকলে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্তদের সে টাকা ফেরত দিতে হবে। এবং পুনরায় স্বচ্ছ বিচার এর মাধ্যমে সঠিক রায় প্রদান করতে হবে। ৩।প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ন্যাশনাল কারিকুলামে আইন বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে যাতে আইনের অজ্ঞতার কারণে দেশের আর কোন সাধারণ নাগরিক কোন আইনজীবী বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিষ্পেষিত না হয় এবং একটি সচেতন নাগরিক সমাজ গড়ে উঠতে পারে, যারা দেশের প্রয়োজনে যেকোনো মুহূর্তে কাজে এগিয়ে আসতে পারবে । দেশের একজন সাধারন নাগরিক হিসেবে বর্তমানে সরকারের কাছে এটুকুই চাওয়া।