ঠেকের উপস্থাপনা এতোটাই দুর্দান্ত যে, গল্পের চরিত্রগুলো যেন সশরীরে সামনে এসে দাঁড়ায়। আমি তাদের স্পষ্ট প্রত্যক্ষ করি। তাই অনুরোধ রাখলাম ভাই তোমার কাছে.... এই ঠেকে ঋষি বঙ্কিমচন্দ্রের 'দেবী চৌধুরানী' এবং 'দুর্গেশনন্দিনী' উপন্যাস শোনার বিশেষ ইচ্ছে রইল। মীরভাই, সম্ভব হলে শুনিও। তাহলে অত্যন্ত খুশি হব। অফুরন্ত শুভেচ্ছা রাখি তোমার এবং তোমার দলের জন্য। আরও... আরও এগিয়ে চলো সামনে.......!!❤❤❤
@tanvir___mehedi9 ай бұрын
সবার প্রিয় ক্যাপ্টেন, শার্লক, তারানাথ Congratulations ❤️❤️।যখন সানডে সাসপেন্স ছেড়ে গিয়েছিলে তখন যতটা কষ্ট পেয়ছিলাম এখন ততোটাই ভালো লাগছে এতো বড় পারিবার দেখে।।সানডে সাসপেন্স এর প্রথম এপিসোড থেকে শোনার সৌভাগ্য না হলেও "গপ্প মীরের ঠেক" এর প্রথম এপিসোড থেকেই তোমার গল্প শুনে আসছি।শুভ কামনা❤❤❤
@aakashagarwal34209 ай бұрын
Same pinch ❤😊
@Santanubagdi079 ай бұрын
Eke bare thik bolecho ❤
@SamarGhoshal-qf7lx9 ай бұрын
হোক শার্লক হোমস কিম্বা ব্যোমকেশ গপ্পো মীরের ঠেকে গপ্পের নেইকো শেষ। শীতের কনকনে ঠান্ডায়, গ্রীষ্মের ভর দুপুরে তোমার গল্প শোনার আশা শিহরণ জাগায় অন্তরে। ছোটগল্প, উপন্যাসের পুরোটাই মন দিয়ে শুনি তোমায় ছাড়া তারানাথ তান্ত্রিক মনি ছাড়া ফনি। এই বাঁকুড়ায় গ্রীষ্মকালে গরম যতই দেক ঠাণ্ডা হতে শুনতে হবেক গপ্পো মীরের ঠেক।
@chandreyeebose28807 ай бұрын
Sottie ki voyonkor temni durdanto
@trix65649 ай бұрын
অসংখ্য ধন্যবাদ মীরদা কে, মনিক বন্দ্যোপাধ্যায়ের, এই গল্পটা 4 বছর আগে পড়েছিলাম,,,, আহা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনী অসাধারণ।
@souravpaul57969 ай бұрын
এত সুন্দর একটা গল্প , একটা খারাপ মানুষের মধ্যে ও যে একটা ভালোবাসা থাকে ,অন্ধকারের মধ্যেও যে একটা ক্ষিন আলো থাকে সে আলো তে চারপাশ দেখা না গেলেও যতটুকু দেখা যায় সেটার এক সুন্দর উদাহরণ ভিখু। মীরদা ধন্যবাদ ❤ বাংলাদেশ থেকে ❤
@archismandas77607 ай бұрын
Aeta ki sottie bhalobasha ?
@dilipojha52448 ай бұрын
অসাধারণ ❤ এর পরে একটা জমজমাট গ্রামবাংলার ভূতের গপ্পো হোক 😁 যারা সহমত like করবেন।
@ahanatribedi53119 ай бұрын
তোমার দৌলতেই গল্প শোনার নেশা টা তৈরী হয়েছিল মীর দা ।। এখন মনে হয় জীবনের সব চেয়ে শ্রেষ্ঠ উপহার এটাই । অনেক ধন্যবাদ ❤️ Big fan of your dada ...
@realmir9 ай бұрын
তোমাদের জন্যই তো এতধরনের গপ্পো নিয়ে আসা ❤❤❤❤
@ahanatribedi53119 ай бұрын
❤️❤️ অনেক ধন্যবাদ
@pencil8419 ай бұрын
@@realmirধন্যবাদ ক্যাপ্টেন ❤️❤️
@subhankarmanna64118 ай бұрын
@@realmir❤❤❤❤❤
@rajeshmitro23738 ай бұрын
পথের পাঁচালী কবে দিবেন 🇧🇩
@ProloyN8 ай бұрын
অন্যতম সেরা একটা গল্প। অসাধারণ। টিম মীরকে অনেক ধন্যবাদ।
@avijitsengupta19999 ай бұрын
Another superb presentation carrying hallmark of one & only one its presenter Sri Mir, our beloved source of pure entertainment , in our present hard times. Kudos to Sri Mir & all his co-artists of this beautiful programme.
@realmir9 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ তোমাকেও এত্ত ভালোবাসার জন্য ❤❤❤❤।
@anirbanchanda88919 ай бұрын
@@realmirbangladesh kore khacche, NRC ASCHE
@avijitsengupta19999 ай бұрын
আপ্লুত হলাম। ধন্যবাদ। শুভ রাত্রি।
@rumkiroybanik81659 ай бұрын
1 Million Subscribers !! Congratulations Mir Afsar Ali and co. অনেক ধন্যবাদ আমাদের সাহিত্যের ভাণ্ডার উপহার দেওয়ার জন্য !
❤❤ মানিক বন্দ্যোপাধ্যায় এর এই মনস্তাত্ত্বিক উপন্যাসের পাঠ শোনার জন্য মুখিয়ে আছি।❤❤
@realmir9 ай бұрын
জানিও কিন্তু কেমন লাগল... 😊😊
@mitalidasgoswami49179 ай бұрын
❤❤কি যে ভালো লাগছে।দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে ঠেকের কাছে।ভালো লাগা রইলো অফুরান।❤❤
@userRaghu3699 ай бұрын
খুব ভালো লাগছে এই গরমে ছাদে গিয়ে গল্পো শুনার মজা তাই আলাদা ব্যাপার। 🥰❤️
@anirbanchanda88919 ай бұрын
@@realmirPapers ready rakho, NRC special
@prahladdas31509 ай бұрын
খুব সুন্দর, মানিক বন্দোপাধ্যায় এর আরো গল্পঃ চাই ঠেকে ❤❤
@pathikrupokaar45938 ай бұрын
আমাদের "সমকালীন শিল্পীদল" এর অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাকশন ছিল এটি। 1984-90 পর্যন্ত একাডেমি ও মুক্তাঙ্গনে এই নাটকটির প্রচুর শো হয়েছিল।❤❤❤
@indranilsaha33739 ай бұрын
Golpo ta khub bhalo laglo 😊 Mission 1 Million complete howar jonyo agam subhecha 🎉
@skyisthelimit64345 ай бұрын
অসাধারণ গল্প ❤ আর অভিনয়ের কথা আলাদা করে বলতেই হয়... ভীষণ ভালো লেগেছে ❤ অনেক ধন্যবাদ আপনাদের।
@osimakhatun3109 ай бұрын
দেখেছি গো মীর আফসার আলী, ভিখু-র মত মানুষ.. তাই তো এত জীবন্ত প্রাগৈতিহাসিক কাহিনী.. ❤❤❤আমরা গ্রামের মানুষ, তাই এরকম জীবন যাপনের সাথী হতে গর্ব বোধ করি.. খুব খুব খুব ভালো লাগলো আজকের গপ্পো.. শরীরে মনে আলাদা অনুভূতির স্পন্দন জাগানো গল্প.. 🙏🌹🙏🌹🙏🎉🎉🔥
@realmir9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@osimakhatun3109 ай бұрын
@@realmir😘🙏😘🙏😘🙏😘✌️🥰❤️❤️
@AjogyaAmi4 ай бұрын
@@realmir 'পদ্মানদীর মাঝি' হোক সেপ্টেম্বর মাসে
@AnuNazsh123._TI9 ай бұрын
মীর স্যার এর গল্পচয়ন,কোনো কথা হবেনা।আজ অস্বাভাবিক গরমের পর অল্প বৃষ্টি,আর সাথে মির স্যার এর গল্প। স্বর্গের অনুভূতি ❤
এইমাত্র শোনা শেষ করলাম, অন্য জগতে চলে গিয়েছিলাম ❤❤❤ বাংলা সাহিত্যে এত বৈচিত্র্য হয়তো কোনো সাহিত্যে আর নেই।
@realmir9 ай бұрын
সত্যিইইই তাই। ❤❤❤
@bengalispark2799 ай бұрын
@@realmir ❤️❤️❤️
@_Anonymous0109 ай бұрын
Khub tara tari 1M hote choleche ❤❤❤❤ . Thank you mir da. Golpo gulo ke chokher shamne porishkar ghotte dekhte pai tomar channel shunle .
@supravatjana38199 ай бұрын
নিজের পছন্দের লেখকের গল্প শুনে আলাদাই অনুভূতি হচ্ছে।মানিক বন্দ্যোপাধ্যায়❤❤❤ আরও শোনার জন্য অপেক্ষায় রইলাম। এর পর পদ্মা নদীর মাঝি উপন্যাস ও গল্প অসহযোগী হলে কেমন হয়।
@realmir9 ай бұрын
হবে তো 😊😊😊
@supravatjana38199 ай бұрын
@@realmir হলে তো আর কথাই নেই😍😍😍🥰অপেক্ষায় থাকব মীর দা।
@nilanjandey149 ай бұрын
অনবদ্য। গল্প টা তো পড়েইছিলাম আগে। শুনে আরেকবার ভাবছি সত্যি মানিক বন্দ্যোপাধ্যায় কি জিনিস লিখেছিলেন। বাঙলা সাহিত্যের এইসব মণি মাণিক্য আমাদের গর্ব। আর সত্যি মীর আফসার আলি দাদার চ্যানেল, গল্প গুলো আরেকবার অন্যভাবে পাচ্ছি শ্রবণযন্ত্র দ্বারা অনুভব করে। ধন্যবাদ দাদা আপনাকে, আর বাকি কুশীলব দের। শুভেচ্ছা নিরন্তর।
এখনকার গুগল সার্চ করে কন্টেন্ট বানানো লেখক লেখিকা দের মধ্যে এমন মনস্তাত্ত্বিক বাস্তবতা নিয়ে সৃষ্টি অসম্ভব
@TanzilaMonee9 ай бұрын
পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকি তোমায় শুনবো বলে দাদা, তোমার কন্ঠ শুনলে মনটা শীতল হয়ে যায়❤️❤️❤️❤️❤️
@realmir9 ай бұрын
❤❤❤❤❤
@theordyh21029 ай бұрын
বাংলাদেশ থেকে অবিরাম ভালোবাসা.... আমার পুরো চাইল্ডহুড জুড়ে রয়েছেন আপনি মীর দা 🥀🤍🤍
@abirmandal29969 ай бұрын
Darun laglo Mir da❤❤❤ valobasa nio... Goppo Mir r thek evabei proti sonibar bosuk .. byas r ki chai❤️❤️❤️
@realmir9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopalmondal95459 ай бұрын
Captain mission 1 Million is almost completed, Congratulations in advance 🎉 কালকেই মনে হচ্ছে পুরো হয়ে যাবে, তার সাথে কালের মন্দিরা তো আসছেই, একেবারে Double Celebration!🍾🎉🎉🍾
@realmir9 ай бұрын
এক্কেবারে ❤❤❤❤
@gopalmondal95459 ай бұрын
@@realmir 1 Million এ তুমি আমাদের সেরা উপহার দিচ্ছ 'কালের মন্দিরা' আর কী বা আমাদের চাই! Congratulations again Captain❤🎉 ঠেক বহুদূর এগিয়ে যাবে এই কামনা করি..❤️🙏
@@realmir ek matro amarjibon e paree taranath k ferate.🤭😀
@anirbanchanda88919 ай бұрын
@@realmirPAPERS READY KOR, NRC ASLO
@somanandi16689 ай бұрын
@@anirbanchanda8891 আপনি বার বার NRC er প্রসঙ্গ আনছেন কেন?
@anirbanchanda88919 ай бұрын
@@somanandi1668 tate apnar Ki??
@AmiyoHasanLaskar9 ай бұрын
অনেক আগে ছোট মামার প্রাতিষ্ঠানিক বইয়ে গল্পটা পড়েছিলাম। আজ আবার গপ্পো মিরের ঠেকে শুনে কি যে ভালো লাগছে। ❤
@official_abhijitray8 ай бұрын
Mission One Million complete ❣️❣️. Congratulations ✨🎉
@realmir8 ай бұрын
থ্যাংক ইউ ❤❤❤❤
@official_abhijitray8 ай бұрын
@@realmir you come come☺️😀
@hatiengineer26518 ай бұрын
অদ্ভুত আদিমতার ভয়ঙ্কর অনুভূতি এই গল্পে। তবে আধুনিকতার অহঙ্কারের বর্তমান সময়েও এই হিংস্রতা - আদিমতা - প্রাগৈতিহাসিক মনোবৃত্তি আমাদের মাঝে মাঝেই আতঙ্কিত করে, আমারা শিহরিত হই, ভীষণ ভাবে ভয় পাই। মীর ভাইকে কুর্নিশ, আর পুরো টিমকে স্যালুট জানাই। 👍👌💙🌹
@bornitamondal62899 ай бұрын
আশাপূর্ণা দেবীর ট্রিলজি টার জন্য,,, অনেকদিন থেকে আশান্বিত হয়ে আছি,,,, কয়েকবার পড়েও ফেলেছি গোটা বই গুলো,,,, তাও এই outfit এর সাথে তোমার studio থেকে শোনার জন্য খুবই আশাবাদী মীর দা,,,, Plz 🙏 সুযোগ হলে এই request টা একটু রেখো,,, Sunday suspense to gopper thek,,,,, অনেকখানি ভালোলাগা জুড়ে আছে❤❤
@realmir9 ай бұрын
অবশ্যই চেষ্টা করব ❤❤❤।
@architabanerjee41819 ай бұрын
অনুজয়দা as 'ভিখু ' , অভিনয় দারুন লাগলো।এত সুন্দর উপস্থাপনায় অংশ নিয়েছেন যারা, সেই সকল শিল্পীর পরিশ্রমকে কুর্নিশ।
@avishekroy85209 ай бұрын
Dada darun golpo. Shunte shunte time kete galo aar moja to aar bolben na. Darun golpo hoyeche. Keep it up
@mithubhattacharyadas9 ай бұрын
পদ্মা নদীর মাঝি হলে কেমন হয় ❤
@realmir9 ай бұрын
হবেই ❤❤❤❤
@mithubhattacharyadas9 ай бұрын
@@realmir অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের প্রিয় গল্প, উপন্যাস গুলো আবার ফিরিয়ে আনার জন্য এইগুলো এক অন্য অনুভূতি 😇😊
@fazlehasanrabby99838 ай бұрын
শিকারের গল্প আনুন না দাদা
@HPrithaRoy9 ай бұрын
অসাধারণ একটা গল্পঃ মীর দার কণ্ঠে শুনে মনটা অদ্ভুত প্রফুল্লিত হয়ে উঠলো। খুবই সুন্দর।
@chandraroymondal55248 ай бұрын
শেষটায় চমকে দিলো ভীকুর মনের হঠাৎ ভালোবাসার প্রতি পরিবর্তন।
@santanubiswas50978 ай бұрын
গল্পের উপস্থাপনা খুব সুন্দর, প্রতিটি চরিত্র খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ❤❤❤
@rupkumarroy1029 ай бұрын
অপেক্ষা রইলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত উপন্যাস শোনা জন্য
@BasantiBera-mz8xq8 ай бұрын
প্রাগৈতিহাসিক ❤❤❤❤ ভয় মিশ্রিত ভাললাগা তৈরি করলো মনের মধ্যে।
@Nurnisa7079 ай бұрын
আমি আপনার প্রথম থেকে সব গল্প শুনছি। আমি একজন housewife অর্ধেক অংশ premier এর সময় শুনেছিলাম, আর বাকি অংশ আমার ১১ মাসের বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে এখুনি শুনে শেষ করলাম। হাজারো কাজের মধ্যে আমি আপনার গল্প ঠিক শুনি। 'প্রফেসর শঙ্কুর ডায়েরি' গল্পটা শোনানোর অনুরোধ রইল আপনার কাছে।
@syedjamirali66958 ай бұрын
hlw didi
@Nurnisa7078 ай бұрын
Hm bolo
@NIGHTMARE-di6tz8 ай бұрын
Bolo vai @@syedjamirali6695
@GoutamNaskar-ee8rm8 ай бұрын
🎉😂❤
@Crpyto_Earning8 ай бұрын
Wah i like your dedication.kothai taken apni?
@pampadutta64899 ай бұрын
অপূর্ব বিশ্লেষণ সম্পূর্ণ ঘটনা টি যেনো চোখের সামনে ঘটতে দেখলাম। ❤️
@Rajib_Basak9 ай бұрын
Sunday Suspense শুনছি ২০১০ থেকে। মীরদা যখন ছেড়ে গিয়েছিল তখন খুব কষ্ট হয়েছিল। তবে এখন সব পুষিয়ে গিয়েছে। খুব ভালো থেকো মীরদা। আমরা সবসময় সাথে আছি।
@realmir9 ай бұрын
তোমরা আছ বলেই আমি আছি ❤❤❤❤❤।
@indraji014 ай бұрын
Ei golpo ti prothom sune chilam sotinath babur voice ,, r ebare mir dar konthe ,, duto experience iii darun ❤❤
@DEBLINADAS-x8e9 ай бұрын
একটা ভালো খাবার খেলে তার স্বাদ যেমন মনে গেঁথে যায় তেমনি একটা সুন্দর গল্প শুনলে সেই স্বাদ টা মনে গেঁথে যায়। অনেক ধন্যবাদ আপনাকে মীর দা এতো সুন্দর সুন্দর গল্প উপহার দেবার জন্য।
@realmir9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sudiptamukherjee68519 ай бұрын
Asadharon Bhikhu .... adbut jiboner ekta golpo sunlam aj ..Manik Bandopadhyay er ekta asamanya golpo ja sahityer prati rosobodh ke jagiye tolar moto🙏
@realmir9 ай бұрын
❤❤❤❤
@BaishaliBiswas189 ай бұрын
"তাহলে শুরু করা যাক!" শুনলেই দারুন লাগে🌝 And advance congratulations captain 🎉 1m❤️🔥💥
@realmir9 ай бұрын
থ্যাংক ইউ ❤❤❤। তোমাকেও অভিনন্দন। এই এক মিলিয়নে তুমিও একজন ❤❤❤।
@BaishaliBiswas189 ай бұрын
@@realmir🥰🥰🥰
@mukeshroy29648 ай бұрын
মীর দা তুমি আমাদের বাংলার গর্ব, তোমাকে আমার প্রণাম জানাই 🙏🙏🙏🙏
@Friendzone-ld1ll9 ай бұрын
মীর ভাই, 🇧🇩 ওপার বাংলা থেকে বলছি, তোমার গল্পে গল্পে দিন চলে যায় সুন্দরভাবে। ঘুমের ঔষুধ প্রিয় মীর ভাইয়ের গলা❤️
@realmir9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@anirbanchanda88919 ай бұрын
@@realmirBANGLADESHI KORE KHACCHE, NRC WELL COME
@debitkumarghosh94188 ай бұрын
Etao kintu Indian golpo etao boycott koro
@abusayemkhan-r5l8 ай бұрын
ভাই বিএনপি জামাত ছাড়া কেউ ভারত বয়কট করছে না। তারাও শুরু সোশ্যাল মিডিয়ায়ই বয়কট করছে।ওদের সামর্থ্যই নেই ভারতীয় পণ্য কেনার😂
@somnaths.m57749 ай бұрын
আশা করি "প্রাগৈতিহাসিক" গল্পের মাধ্যমে 1.M সম্পূর্ণ হবে। এবং তার ফল স্বরূপ, পরের সপ্তাহে "কালের মন্দিরা" আসবে।🙏🏻❤️
@sbanik26078 ай бұрын
Apanr kotha puro fole geche
@arunasishdasgupta65319 ай бұрын
Finally Mission 1 Million Achieved. Hats off & Congratulations Captain and your Extra Ordinary Team
@KoushikPore-d9m9 ай бұрын
1 M পূর্ণ হবার দিন একটি গল্প চাই
@realmir9 ай бұрын
এই রে 🫢🫢🫢
@KhonjNkghosh9 ай бұрын
ঠিক , ওটা বাড়তি পাওনা ।
@nupurdutta74219 ай бұрын
না না একটা গল্প চাইই চাই
@anirbanchanda88919 ай бұрын
@@realmirPapers ready rakho, NRC special
@priyanshu16569 ай бұрын
@@anirbanchanda8891😂 o dada
@Aviation-2208 ай бұрын
গপ্পো মিরের টিমের সেই মানুষ গুলো যাদের গমন গলার স্বর যেনো জাদু যেনো সত্যি মনে হয় আমি সেই জগতে হারিয়ে গিয়েছি সেই মানুষ গুলোকে আমার তরফ থেকে স্পেশাল ধন্যবাদ ❤❤🎉
@santanureviews84549 ай бұрын
এই গরমের রাত্রে ছাদে কিংবা বাইরে বসে গল্প শোনার আলাদাই একটা উৎফুল্লতা ❤❤ ভালোবাসা নিও বাঁকুড়া থেকে
@realmir9 ай бұрын
ছাদে হাওয়া দিচ্ছে?
@santanureviews84549 ай бұрын
@@realmirহুম খুব অল্প অল্প মীর দা ❤️🤩
@anirbanchanda88919 ай бұрын
@@realmirPapers ready rakho, NRC special
@sohampanja39 ай бұрын
What u mean?@@anirbanchanda8891
@sportsdrugger7989 ай бұрын
এখানেও অন্ধভক্তদের আবির্ভাব😂
@sayanpatra63349 ай бұрын
1 million subscribers completed মীর দা 🎉🎉 অনেক অনেক শুভেচ্ছা রইল ❤ আমরা সবসময় তোমার পাশে আছি এইভাবেই আমাদের entertain করো ❤❤ অনেক অনেক ভালোবাসা ❤
@snehadatta938 ай бұрын
আমি দুনিয়ার কনো সেলিব্রিটি র সথে দেখা করতে চাই না কেনো নেশা নেই যদি পাশ দিয়ে যায় কখনো তাকাবো না হয়তো শুধু দুজন ছাড়া একজন শারুখ খান একজন মীর দা ❤
@Allinone-xk3me8 ай бұрын
Saruk to celebrity
@snehadatta938 ай бұрын
@@Allinone-xk3me thik kore porun ... Likhechi ai dui celebrity chara❤
@bongboy45718 ай бұрын
মীর দা, congrats for 1M ❤️❤️❤️ আরও এগিয়ে যাক তোমার গপ্পের ঠেক 👍 একটা ছোট্ট আবদার-যদি কখনো মনে হয়, একটা অভীক সরকারের গল্প দিও ☺️।
@@realmir😘 🔥 ❤❤❤❤ আমার গপ্পো চাই চাই বলতে ভাল্লাগেনা.. শুধু দেবদাস বলেছিলাম, আর খোকা বাবুর প্রত্যাবর্তন.. 😅😅একটা শুনেছি.. পরের টা পরেই শুনিও মীর আফসার আলী.. 😂🙏✌️🎉✌️🙏🙏🙏🌹🌹
@anirbanchanda88919 ай бұрын
@@realmirkata hatao, NRC WELL COME
@Nurulla-sn6sz9 ай бұрын
Congratulations to 1 million subscribers Mir sir and your team.❤❤❤❤
@srijitaghosh89189 ай бұрын
Soumen + Anujay= 🔥 the best pair 💗💗
@realmir9 ай бұрын
একদম। রৌণকও আছে ❤❤❤
@srijitaghosh89189 ай бұрын
@@realmir Raunak da r voice ta is just... ❤️
@ramamondal26868 ай бұрын
Akdom thik Dujone puro manikjor, ar Raunok er voice o darun
@saikatkarmakar84928 ай бұрын
দুর্দান্ত লাগলো! SUNDAY SUSPENSE কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে গপ্পো মীর এর ঠেক
@rupokAhmed7809 ай бұрын
জীবনের অসংখ্য হতাশার দিনে আল্লাহর দোয়ায় আর মীর দা'র গলায় কাটানোর চেষ্টা করেছি। ২০১০ সালের মাধ্যমিক কিংবা ২০১২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন রেজাল্টের পূর্বের কয়েক ঘন্টা মানুষটার কন্ঠ শুনে ভয়টা কাটিয়েছিলাম। গত বছর ঠিক মার্চ কিংবা এপ্রিলে হতাশায় ছিলাম।রামের সুমতি কিংবা শ্রীকান্ত শুনে প্রাণের সঞ্চার ফিরিয়ে এনেছিলাম। মানুষটা অন্য দেশের অন্য সীমানার।তবে কত যে আপন।সেই ২০০৫/০৬ হতে মানুষটাকে চিনি।মানুষটার মাথার পাকা চুল থেকে মাঝে মাঝে ভাবি মানুষটার বয়স হয়ে গেলো,আমিও তো কত বড় হয়ে গেলাম। ভালো থাকবেন মীর দা। আমার মতো হাজার মানুষের প্রাণের মানুষ আপনি❤️
@MartinaSahaMitra8 ай бұрын
Anujay, papiya & soumen tmra to akebare fatiye diyecho
@kajalrakshit58798 ай бұрын
এরকম একটা মাস্টারপিস, অসম্ভব সুন্দর উপস্থাপনা, আলাদা করে কার নামই বা উল্লেখ করি? গপ্পো মির এর ঠেক যুগ যুগ জিও! ❤❤ শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসটির উপস্থাপনার অনুরোধ রইলো! ❤❤
@SourojeetMoitra8 ай бұрын
Sera laglo golpo ta❤❤❤thank you Mir da🥰🥰🥰
@Noname1243.9 ай бұрын
আমি পুলিশের চাকরি পেয়েছি খুব সদ্য। আমার সেই স্কুল, কলেজ ইউনিভার্সিটির সেই দিন থেকে মির স্যারের কণ্ঠস্বর এক শিহরণ জাগানো অনুভূতি। এখন ও নাইট ডিউটি করছি আর এই গল্পের ভান্ডার আছে বলেই আমাদের মত মধ্যবিত্ত ঘরের বিলাসিতার ওপর নাম গপ্পো মিরের ঠেক। আমার বাড়ি মুর্শিদাবাদ কিন্তু থাকি কলকাতায়। কোনোদিন ঈশ্বর চাইলে স্যারের সাথে কোথাও না কোথাও ঠিক দেখা হয়ে যাবে। ভালো থাকবেন গপ্পো মিরের ঠেকের সকল সদস্য/সদস্যা 😊❤❤।
@realmir9 ай бұрын
অবশ্যই দেখা হবে ❤❤❤❤❤
@nandinichakraborty51786 ай бұрын
দারুন গল্প 👌ভিক্ষু অসাধারণ লাগলো, তবে যিনি করেছেন নাম জানালে খুশি হব মীর । অশেষ শুভেচ্ছা
@sportsindia90748 ай бұрын
এই গল্পের ভাষা এবং অভিনয় দুটোই অসাধারণ মির দা এর তুলনা হয়না thankyou
Mission 1 Million complete hoyar jonyo congratulations Dada R Ekta request Chilo jodi Mary Shelley r Frankenstein ta koren to khub bhalo hoy Ektu bhebe dekhben 😊