Рет қаралды 2,522
"প্রজেক্ট সুরক্ষিত বাংলাদেশ" এর সুরক্ষা সৈনিক হিসেবে রেজিষ্ট্রেশন করুন 🇧🇩
🏆 রেজিষ্ট্রেশন লিঙ্ক - bytecapsule.io
দেশের ৮ টি বিভাগের ৬৪ টি জেলার ৪৯৫ টি উপজেলায় চলবে এ প্রজেক্ট!!
মূলত বাংলাদেশ এর সাধারন মানুষকে নিরাপদ অনলাইন এবং ডিজিটাল সুরক্ষা প্রদান নিশ্চিত করতে দেশের সর্ববৃহৎ সাইবার সিকিউরিটি লার্নিং প্ল্যাটফর্ম " Byte Capsule " গত ২১শে ফেব্রুয়ারী, ২০২৪ থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে প্রজেক্ট সুরক্ষিত বাংলাদেশ এর। এ প্রজেক্ট এর সার্বিক সহযোগিতায় থাকছে দেশের অন্যতম বৃহৎ Gray Hat Hacker's কমিউনিটি Bengal Black Diamond উল্লেখ্য সাইবার নিরাপত্তা এবং সচেতনতায় অগ্রণী ভূমিকা পালনের কৃতিত্ব স্বরুপ বাইট ক্যাপসুল ২০২৩ সালের ১৯শে অক্টোবর আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সচেতনতা স্বীকৃতি " Bangabandhu International Cybersecurity Awareness Award " এ ভূষিত হয়।
এরই ধারাবাহিকতায় দেশের সাইবার নিরাপত্তা সচেতনতায় আরও এক ধাপ এগিয়ে নিতে প্রজেক্ট সুরক্ষিত বাংলাদেশ এর যাত্রা শুরু হয়।
📌 প্রজেক্ট সুরক্ষিত বাংলাদেশ কাদের জন্য?
প্রজেক্ট সুরক্ষিত বাংলাদেশ মূলত দেশের সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা এবং স্বাক্ষরতা নিশ্চিত করণে সর্বস্তরের জনগণ কে সাথে নিয়ে পরিকল্পিত একটি প্রজেক্ট। ডিজিটাল লিটারেসি এর মডিউল সম্পন্নের পাশাপাশি ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কীভাবে আমরা নিরাপদ থেকে একটি স্মার্ট বাংলাদেশ তৈরীতে অগ্রণী ভূমিকা পালন করতে পারি সে লক্ষ্যেই সাজানো হয়েছে প্রজেক্ট সুরক্ষিত বাংলাদেশ।
📌 প্রজেক্ট সুরক্ষিত বাংলাদেশ আসলে কী?
প্রজেক্ট সুরক্ষিত বাংলাদেশ কেবল সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে শুধু তাই নয়, বরং সাইবার নিরাপত্তায় স্যোশাল মিডিয়া সিকিউরিটি ( ফেসবুক একাউন্ট, ইমেইল একাউন্ট কিংবা যেকোনো অনলাইন সার্ভিসে নিরাপত্তা) সহ সে বিষয়গুলোতে দক্ষতা সম্পন্ন স্মার্ট জাতি গঠনে কাজ করছে। এছাড়াও অনলাইন জগতে নিরাপদ থাকতে দেশের প্রতিটি উপজেলায় আমাদের সুরক্ষা সৈনিক দের মাধ্যমে নিজের তথ্যকে সুরক্ষিত রাখতে করণীয় দিকনির্দেশনা গুলো পৌঁছে যাচ্ছে সাধারন মানুষের কাছে৷
📌 সুরক্ষা সৈনিক হিসেবে যুক্ত হলে কী লাভ?
প্রজেক্ট সুরক্ষিত বাংলাদেশ এর সুরক্ষা সৈনিক যারা হতে আগ্রহী তাদের জন্য Micro Earning এর সুযোগ থাকছে!! আপনার মাধ্যমে যিনি সুরক্ষা সৈনিক হিসেবে যুক্ত হবেন তিনি রেজিষ্ট্রেশন এর সময় যে ৫৫০/- রেজিষ্ট্রেশন ফি প্রদান করবেন সেখান থেকে ২৫ টাকা আপনার একাউন্টে জমা হচ্ছে, আপনি যত বেশি মেম্বার কে সুরক্ষিত বাংলাদেশ প্রজেক্ট যুক্ত করতে পারছেন, প্রতিবারই আপনি ২৫ টাকা আয় করতে পারছেন, অর্থাৎ বেকার খাটনি করতে হচ্ছে না.. এতে করে আপনার উপজেলায় কিংবা জেলায় ততজন সুরক্ষা সৈনিক দের সাথে নিয়ে সহজেই সাইবার নিরাপত্তা সচেতনতায় ভূমিকা পালন করতে পারবেন৷ এছাড়াও দেশের প্রতিটি উপজেলায় সকল মেম্বার্সদের মাঝে কমপক্ষে ৩ জন সুরক্ষা সৈনিক থাকবেন যাদের ১ জন হবেন সাইবার নিরাপত্তায় সচেতনকারী দের নেতৃত্বে, ১ জন থাকবেন Volunteer দের নেতৃত্বে এবং অন্যজন থাকবেন স্যোশাল মিডিয়া বিষয়ক নিরাপত্তায় সহযোগী! আমরা ট্রেনিং দেবো আপনাদের..
কেবল শেখা ও চর্চার মাধ্যমেই নয়, বরং ভালো উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে নিজের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে আপনাদের অবদানে থাকছে আমাদের ছোট্ট Contribution 🙏
📌 কীভাবে সুরক্ষা সৈনিক হিসেবে কাজ করবো?
এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সুরক্ষা সৈনিক হিসেবে যুক্ত হবার পর আপনাদের কনফার্মেশন মেইল এ পাওয়া ফেসবুক গ্রুপে!! তবে আমরা কেবল অনলাইন ভিত্তিক ই নয় বরং অফলাইনেও সুরক্ষা সৈনিক দের কার্যক্রম এর ভিত্তিতে বিভিন্ন অনুষ্ঠান এবং সেমিনার এর আয়োজন করবো দেশের প্রতিটি জেলায়
📌 কোনো স্পেশাল সুযোগ?
সাইবার নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন এর পাশাপাশি সাইবার সিকিউরিটি ফিল্ডে ক্যরিয়ার গড়তে আগ্রহীদের ফ্রি মেন্টরিং পাওয়ার সুযোগ থাকছে, এছাড়াও সুরক্ষা সৈনিক হিসেবে সর্বমোট ৫ টি ধাপে আপনি নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার মাধ্যমে সরাসরি আমাদের Social Media Security Experts দের সাথে সরাসরি দেশের মানুষের প্রয়োজনে সহযোগী হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগ পাচ্ছেন৷
📌 ধাপ গুলো কী কী?
প্রথম ধাপ ছিল ওয়েবসাইট এ রেজিষ্ট্রেশন, অত:পর এখন সুরক্ষা সৈনিক হিসেবে রেজিষ্ট্রেশন এর মাধ্যমে আপনি ২ টি ধাপ সফল ভাবে সম্পন্ন করতে যাচ্ছেন, পরবর্তীতে আরও ৩ টি ধাপ আপনাকে অতিক্রম করতে হচ্ছে.. যা পর্যায়ক্রমে " রেফার করে সুরক্ষা সৈনিক তৈরীতে সহযোগিতা, ডিজিটাল লিটারেসি এর মডিউল সম্পন্ন করণ এবং সর্বশেষ ধাপ আপনার উপজেলার মানুষকে সচেতন "
আমাদের স্লোগান একটাই - " আমি সুরক্ষিত মানেই, আমার দেশ সুরক্ষিত "
#cybersecurityawareness #DigitalBangladesh #SmartBangladesh #bytecapsule #bbd #shurokkhitobd