আভম্বর সর্বস্ব যজ্ঞ ক্রিয়া- ভীষণ ভাল লেগেছে।একেবারে thought provoking, বিষয়টি অত্যন্ত গুরুত্বপৃর্ণ। যজ্ঞ ভাবনায় কেমন করে মানুষ দেবতাকে বড় না করে পুরোহিত ও ঋত্বিক দের মান দিয়ে বড় করে তোলেন তা অতি চমৎকার ভাবে আলোচনা করেছেন। নিজেদের কামনা পুরনের উদ্দেশ্যে ভক্তি ও শ্রদ্ধাঞ্জলি র পরিবর্তে আড়ম্বর ও জাকজমক কে প্রধান করে তোলেন। ব্যর্থ হয় পূজা, আরাধনা। নমস্কার।