Рет қаралды 24,963
প্রথম প্রেমের মত এলবাম - প্রতিশ্রুতি (১৯৯১) ব্যান্ড - মাইলস
কথা - ফেরদৌস নাহার, সুর - হামিন আহমেদ কণ্ঠ - শাফিন আহমেদ
প্রথম প্রেমের মত প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে
প্রথম প্রেমের মত প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে
কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি
পাইনি তো আজও তোমায়
কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি
পাইনি তো আজও তোমায়
সেই পথ চলা শেষ হলে কাছে এসে যেও বলে
এই তো আমি এই তো আমি
প্রথম প্রেমের মত প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে
প্রথম প্রেমের মত প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে
তোমারই আশায় বসে থেকেছি
নাম ধরে ডাক দিলে কে গো তুমি?
তোমারই আশায় বসে থেকেছি
নাম ধরে ডাক দিলে কে গো তুমি?
ফিরে এলে আজ কাছে ভালোবাসা যত আছে
দিলাম তুলে দিলাম তুলে
প্রথম প্রেমের মত প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে
প্রথম প্রেমের মত প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে
গানটি ভালো লাগলে এরকম গান আরো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
If you like the song, Please don't forget to Like and Subscribe the channel.
This channel reserves the copyright of the video used here.
This channel is not the copyright owner of the song, used in this video.
Copyright of song : The Orchard Music, Qinetic Music LLC (On behalf of: Miles)