Рет қаралды 92,994
A very beautiful Nazrul Sangeet
Prathamo Pradip Jalo Momo Bhabane
Singer- Raghab Chatarjee
প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে
শিল্পী- রাঘব চট্টোপাধ্যায়
প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুস্মতি
আঁধার ঘিরে আশার আলো আনুক তোমার দীপের জ্যোতি
হেরিয়া তোমার আঁখির আলোক
বিষাদিত সাজ পুলকিত হোক
যেন দুরে যায় সব দুঃখ শোক
তব শঙ্খ রব শুনি হে সতী।
কাঁকন পড়া তব শুভ কর
মুখর করুক এ নিরব ঘর
এ গৃহে আনুক বিধাতার বর
তোমার মধুর প্রেম আরতি।