সঙ্গীতেশ্বর হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিবাদের গান তাঁর সঙ্গীতজীবনের একটি অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ বা অধ্যায়। সংকলনে উৎকলিত অতিসুন্দর কিংবদন্তী গানগুলি ছাড়াও আরো বহু এমন প্রকৃতির সঙ্গীত তাঁর আমলে নানান বছরে স্বকণ্ঠে কিংবা সুরারোপিত হিসাবে অপরকণ্ঠে সৃষ্টি হয়ে এসেছে। হেমন্ত মুখোপাধ্যায়ের নিজেরই কোনো তুলনা নেই; গানগুলি তো তুলনাতীত বটেই। সঙ্গীতেশ্বর তথা বাংলার মহাগায়ককে নিয়ে আপনাদের সম্প্রতি অনেকদিন ধরে বিবিধ বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলি মুগ্ধ করার মতোই। আশা করি ভবিষ্যতে এনাকে নিয়ে আরো গভীর গবেষণাধর্মী কাজ আপনারা উপহার দেবেন।
@tandraadikari14902 күн бұрын
কি অপূর্ব ভাব ঐশ্বর্য, মনের ভিতরদেশটাকে ছুঁয়ে যায়। 🙏