সৃষ্টিকর্তার উপর দোষ দিয়ে লাভ নেই, দারুণ একটা পরিবার ভীষণ মিস করি, যদি স্রষ্টা সত্যিই থাকে তাহলে তার কাছে নিজের কল্যাণ কামনা করি, শিক্ষার গুরুত্ব যথাসময়ে বুঝতে পারিনি, যখন বুঝেছি তখন একটা সচেতন পরিবারকে মিস করেছি, সেটা তো নেই, আমি জানি না যদি স্রষ্টা থাকে আমাকে নিয়ে উনার কি প্লান, আপনাদের দুজনের জন্যও অনেক শুভকামনা। একটা বিষাক্ত মানুষ বুঝি এভাবেই তৈরী হয়, যখন ভালো পরিবার থাকে তখন কন্ট্রোলে থাকে একটা ছেলে বা মেয়ে কিন্ত পরিবার এবং পরিবেশ যদি গালি বা শিক্ষিত না হয়ে বড় হয় সেই ছেলে ধিক্কার জানাবে নিজেকে, শিক্ষার উচ্চ শির যাই হোক অনুপ্রেরণা দেওয়ারও দরকার আছে সেটা পায়নি, জীবন্ত লাশ মনে হয় নিজেকে, আমি এখনো ইচ্ছা পোষণ করি অনারর্স পড়বো, উচ্চ মাধ্যমিক য়েষ করে আর ভর্তি হতে পারিনি, রেবেকা সুলতানাকে ভাগ্যবতী বলবো যে তিনি গ্রামের দরিদ্র পরিবারে অথবা বস্তির মেয়ে হিসেবে জন্মাননি, একটা ধাপ দূরে ইন্টার পাশ করেছি, অনার্স পাশ না করতে পারলে অনুশোচনা সারাজীবন থাকবে, ২০১৪-১৫ সালে ইন্টার দিয়েছিলাম, কোনো কারনে ভর্তি হতে পারিনি, জানি না এই মূহুর্তে ভর্তি হওয়া যাবে কিনা, যদি যায় জানাবেন? চিৎকার দেওয়া পাগলামি হবে তাই দেবো না, রেবেকা ম্যাম আপনি যত সহজে কথা বলছেন শিক্ষার গুরুত্ব বুঝাচ্ছেন, এমনভাবে পরিবারের সদস্য বোঝালে ভালো হতো, যারা শিক্ষিত এরা ভাগ্যবান আমাদের দেশে, অনেক কথা বলতে চাইলেও বলা হবে না। আমার আবেগের মূল্য পৃথিবীর কারও কাছে নেই, আমি ভাবছি ডাকাত বা ছিনতাইকারী অথবা চোর হবো কারণ সরকার জনগণকে বোঝা বানিয়ে রেখেছে জনসম্পদে রুপান্তর করতে পারেনি। আপনাদের দেখলে আমার হিংসা হয়। I will call destruction.