অসাধারণ এক অপূর্ব সুন্দর সুরের মূর্ছনায় মন শান্ত হয়ে গেল ।এ তো শুধু সুর নয়, সুরের নির্যাস টুকু বাহির হয়ে মনের গভীরে গিয়ে সবরকমের মন বেদনা কে ধুয়ে মুছে শান্ত করে সে তার কাজ করে চলে গেল । কি সুন্দর আপনি গীটার কে দিয়ে কথা বলিয়ে নিলেন,আমি শুনে ধন্য হলাম আমর মত অনেকেই ধন্য হবে যা দের কে সুর আকৃষ্ট করে।অবশেষে বলি এত নিখূত বাজনা আর হয না। অসাধারণ , এমনি করেই সকলকেই আনন্দ দিয়ে যান। ভগবান্ যেন আপনাকে সুস্থ রাখেন এই কামনা রইল ।