@@namratadas1873 kintu mante khub kharap lage ami eka..pase keu nei..sobar ache Amar keno nei..bondhu hok ba kacher manus
@namratadas1873 Жыл бұрын
@@Vijay.actorofficial অপেক্ষা করুন, ধৈর্য্য ধরুন আর আশা রাখুন..ভগবান সবার জন্য কাউকে না কাউকে রেখেছেন..শুধু সময় হলে ঠিক তাকে খুঁজে পাবেন..😊😊
@payelpal4518 Жыл бұрын
সব হিরোর জীবনে একটা ভয়ংকর থাকুক, এই একতরফা ভালোবাসার কষ্ট টাও ওদের বন্ধুত্বের কাছে ফিকে হয়ে যায়, টিম মির্চি কে অনেক ধন্যবাদ প্রেম ডট কম এর জন্য, প্রেম ডটকম অনেকটা মির্চির ব্রহ্মাস্ত্র, আর সোমকদা তুমি যেওনা তোমায় যে দরকার, যাই হোক শুভ বন্ধুত্ব দিবস ❤
@ayanpaul1902 Жыл бұрын
এরকম কত হিরো ব্যানার্জী প্রতিদিন এই পৃথিবীর বুকে কষ্ট পাচ্ছে। কিন্তু ভয়ংকর এর মত বন্ধু পাশে থাকলে এইসব কষ্ট দূরে ঠেলে আবার নতুন করে জীবনটা শুরু করা যায়। সত্যি season 4 er শুরুতেই এরম একটা দারুন গল্প উপহার দেবার জন্য অনেক ধন্যবাদ ......অপেক্ষায় ছিলাম।। কিন্তু মাঝে 2 দিন youtube টা খোলা হয়ে উঠেনি তাই দেরি হয়ে গেল একটু শুনতে। Thanks team mirchi banala❤
@sahelibhattacharjee5484 Жыл бұрын
কতটা ভালো লেগেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় .. "হিরোর মতো ছেলেরা ভালোবাসার কাঙাল , প্রথম যৌবনের তপ্ত মরুভুমিতে যেদিকে জলের হদিশ পায় ছুটে যায়!" এই লাইনটা মনের অনেক কাছের ❤ HERO BANERJEE কে নিয়ে আরো গল্প চাই !😇
@sreyasardar7771 Жыл бұрын
আরে!!!!!!! পারফেক্ট মা ❤ এরকম মা থাকলে আর কি চাই......সত্যিই রকস্টার 🌝❤️
@PramitaChakraborty2003 Жыл бұрын
"আছি থেকে নেই হয়ে যাওয়া খুব সোজা...থাকাটাই কঠিন কারণ থাকাটাই সঠিক" - This Lines 😌♥️
@BappadityaGarai Жыл бұрын
এই Hero Banerjee series এর একটাই Unickness জীবনে যতই মেয়ে আসুক শেষ মেষ ভালো বন্ধুটাই পাশে থেকে যায়।।... হিরো & ভয়ঙ্কর Best❤❤
@summerbell00416 күн бұрын
অগ্নিদা তোমার কথা বলার মধ্যেই একটা ব্যাপার আছে, দারুন দারুণ... ❤🥰
@dawoodibrahim1993 Жыл бұрын
প্রেম ডট কম হলো ভালোবাসার 'বিদ্যালয়, যেখানে পড়ানো হয় ভালোবাসার বিভিন্ন 'chapter', শেখানো হয় ভালোবাসার মহিমা। আর আমরা সেই বিদ্যালয়ের 'students' ❤💙
@soumennaskar3554 Жыл бұрын
Hero Banerjee মানেই অন্যরকম... সোমকের এই গল্পটা আগেরটাকেও ছাপিয়ে গেছে... রবীন্দ্রসঙ্গীতটা বড় প্রিয় আর শেষের গানটা দারুণ... আর সব শেষে বন্ধুত্ব...আর শুনলাম সেই বন্ধুত্ব দিবসের দিনেই... এর থেকে ভালো শুরুয়াত আর হতে পারে না কোনও সিজন এর!
@Praloy108 Жыл бұрын
ভালোবাসা😂😂😂 সব সৌন্দর্যের জন্য। অপ্রিয় সত্য কথা হলো এই যে সবাই বাহ্যিক সৌন্দর্য কিংবা চাহিদার জন্য অন্য কাউকে ভালোবাসে।
@abhijitpal9553 Жыл бұрын
10:53 when it says "remember Ankita?"... A lot of old memories of your own story just flashback in your mind..❤️🩹
@soumyasubhraghosh5961 Жыл бұрын
চোখে জল চলে এল 🙂🙂🙂 কিছু বলার নেই..... জীবনে অনেক দুঃখ আসে,,কষ্ট এসে যায়,,,,মেনে নিতে হয়❤❤❤আর মাথার উপর মা বাবার হাত সব সময় থাকে😊😊
@IsmitaGhosh-rd4mf Жыл бұрын
ব্যস্ত শহর জীবন বন্ধুদের টেলিফোন তবু এর মাঝে আমি একা নিরসহায় আজ আমার এই মন বেদনার সিংহাসন আমি জানি নাহ কখন ভালোবেসেছি তোমায় ❤😊
@sumitapatra4372 Жыл бұрын
আমিও Electronics &Telecommunications er student ছিলাম, কিছুক্ষন এর জন্য কলেজ লাইফ এর ঐ স্মৃতি মধুর দিন গুলোতো ফিরে গেলাম, thanks Somak।
@Alochaya04 Жыл бұрын
Audio টা শুধু শুনছি তা নয় চোখের সামনে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘটনা। আর তার সাথে mr..mukherjeeর ধাক্কা টাও অনুভব করলাম❤❤❤
আমার মতো যারা overthinker লোকজন আছে, এক মাত্র তারায় জানে..... এই অনুভূতি টা কতটা গভীর, কতটা আনন্দের। সামান্য একটা মেসেজ তার কাছ থেকে পেলে , দিনটা যে কি সুন্দর কাটে... ওই অনুভূতি টা লিখে বোঝাতে পারবো না । সারা দিন একটা মেসেজের জন্য মন টা কেমন একটা চট ফট করে। এটা জেনে ও যে, ও শুধু বন্ধু হিসেবে কথা গুলো বলছে, ওর দিনের ,লাইফের কিছু কথা জাস্ট এমনি ই share করছে। সারাটা দিন একটা মানুষের কথা ভাবতে ভাবতে, এমনিতেই ভালোবাসা টা হয়ে যায়। ওটাকে আটকানো যায় না পরে যখন গোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, তখন অনেক কিছু পরিবর্তন হয়ে যায় লাইফের। নতুন করে আর অন্য কোনো মানুষের দিকে তাকানোর ইচ্ছে টা শেষ হয়ে যায়। লাইফের ওই পার্ট টা খুব ই বাজে। কোনো কিছু তেই মন বসে না , ভালোলাগার কাজ জিনিস গুলো ও ভালোলাগে না । একটা মনের মতো বন্ধু না থাকলে ওই সময় টা থেকে বেরোনো খুব ই মুশকিল হয়ে উঠে। ভয়ঙ্কর এর মত বন্ধু না থাকলে... Trumma থেকে বেরোনো টা খুব ই চাপের হয়ে যায়। ভগবানের আশীর্বাদ এ, সবার মত অনেক বন্ধু আমার নেই... তবে কিছু এমন বন্ধু আছে ,যাদের কাছে গেলে মন অটোমেটিক হালকা হয় যায় 🥺
@somnaths.m5774 Жыл бұрын
"কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা" রবি ঠাকুর ঠিক বলেছিলেন,আমারও ইচ্ছে করে প্রেমের আকাশে হারিয়ে যেতে। যেখানে মেঘের গর্জন নয়, প্রেমের বাতাস বইবে।☺️💙💜❤️
@ShirsenduPati5 ай бұрын
"Hero r moto chelera valobasar kangal " eta khoob sottie . Feel it
@dibyamanchakraborty5708 Жыл бұрын
31:57 এই feeling টা পৃথিবীর সবচেয়ে কষ্টকর কিন্তু unexplainable feeling. যারা এটা অনুভব করেছে তারা আর চার অক্ষরে সেই শব্দ টা বিশ্বাস করতে পারে না। 34:28 ভয়ঙ্করের মতো বন্ধু আছে বলেই হিরোরা এই পৃথিবীতে বেচে থাকতে পারে। আমার তরফ দিয়ে সব ভয়ঙ্করের মতো বন্ধুদের অনেক ধন্যবাদ।
@manturoy8204 Жыл бұрын
বিশ্বাস করাতো দূরের কথা এখন ওই শব্দটাই আর শুনতে ইচ্ছা করে না ।
@soundofhearts7345 Жыл бұрын
সত্যি বলতে প্রথমের কিছুটা অংশ শুনে এই গল্পটাকেও বাকি গুলোর মতোই নিছক একটা প্রেমের গল্প বলেই ভেবে নিয়েছিলাম ......... কিন্তু কখন নিজের অজান্তেই গল্পটা এতো চেনা আর একই মনে লাগলো বুঝতে পারিনি ............মনেই হচ্ছিলো নাহ যে অন্যকারোর লেখা অন্য একটা গল্প শুনছি ........... মনে হচ্ছিলো সেই দিন গুলো যেন আবার ফুটে উঠছে চোখের সামনে ........... গল্পের প্রতিটা লাইন যে এই ভাবে মিলে যেতে পারে ভাবতেই পারিনি ....... গল্পের শেষের দিকটায় আর চোখের জল গুলো ধরে রাখতে পারলাম নাহ জানো ......বালিশ টাও আগের মতোই ভিজে গেলো ........ তোমাদের অনেক ধ্যন্যবাদ উপহার টার জন্যে ........💓✨ ভুলবো নাহ ,,, ভুলে যাওয়া সম্ভব ও নয় লাইন গুলো ,,,,,,,,thanks ❤😅
@Piyalibali Жыл бұрын
আটমাসের অপেক্ষার ফলাফল এত সুন্দর হবে আশা করিনি... এককথায় অসাধারণ❤❤❤ এভাবেই চলতে থাকুক আমাদের হিরো ব্যানার্জী র গল্প
@adityaroyxa8204 Жыл бұрын
Ei series taa amr shob theke fav series er modhe ekta..... eitar jhono onek months wait korte holo thik e kintu ami jani amr ebong bakider o ei wait ta sarthak hobe ☺
@mou155 Жыл бұрын
অপূর্ব লাগলো গল্পঃ টা ,,,❤️ সত্যিই মানুষ কল্পনার জগতে এতটা হারিয়ে যায় যে সেখানে আমরা নিজের অনুভূতির পাশাপাশি নিজের জন্য ওপর প্রান্তের মানুষটার ও অনুভূতি টাকে মিলিয়ে দিয়ে খুশি হয়ে যেতে পারি । বাস্তব খুব কঠিন ,,,, কল্পনার জগৎটা অস্থায়ী হলেও সুন্দর 😊❤
@himadriroy7980 Жыл бұрын
"প্রথম যৌবনের তপ্ত মরুভূমিতে যেদিকে জলের হদিস পায় ছুটে যায়" কি সুন্দর বিবরন ❤️
@KeshabChowdhury Жыл бұрын
অনেক দিনের অপেক্ষার পর finally, খুব খুব ভালো লাগলো। আর একটা ভালো লাগা এই যে সোমকদা আর অগ্নিদা কে একসাথে আবার শুনলাম। আবার কবে শুনতে পাব, না আদৌও পাবনা জানিনা। হ্যাঁ, তবে এই পাওয়াটা স্মৃতিতে খুব যত্ন করে তোলা থাকল। 😊
@itsme2115 Жыл бұрын
The song tune behind the story.... একি লাবণ্যে পূর্ন প্রাণ....উফফফ ❤❤❤
@spiritcreation_ Жыл бұрын
Finally after ah long time......🌼💖😌 Just waiting for this new episode...... এবার একেবারে জমে উঠবে কলকাতার বৃষ্টির সন্ধ্যে গুলো❤️🥀🙃
@PriyaGhosh-ni7dv Жыл бұрын
গল্পটা শুনে কিছুটা নিজের জীবনের সাথে মিল পেলাম..oneside love গুলো সত্তিই খুব কষ্ট দেয়, না পারা যায় মন খুলে ভালোবাসার কথা বলতে আর না পারা যায় তাকে ভুলতে... তবুও আমরা বলি "******* : ভালোবেসেছি তোমায়"
@priyanshuganguly7820 Жыл бұрын
জানি না কোনো প্রেম.কম শুরু হলেই মনের মধ্যে অজানা একটা আবেগ এর সৃষ্টি হয়❤❤❤❤
@sohambangal9491 Жыл бұрын
এত দিন পরে যখন Prem dot kom এর গল্প শুনলাম তখন যেন আমাদের মতো ভালোবাসা পীপাষু মানুয়রা সত্যি বলতে যেন এক আলাদা Nostalgia অনুভব করলাম❤️🥺
@osimakhatun310 Жыл бұрын
নাহ্,,,mirchibangla and mirchi team with somak.. শেষ পর্যন্ত গল্পটা শুনে বেশ ভালোই হৃদয় বিদারক.. হিরো টা কী অগ্নি..?!? 😃 সে যেই হোক, খুব ভালো তার চরিত্র বিন্যাস.. দেবী মানে রিনি ও তদ্রুপ.. কিন্তু হিরোর পথ চলাটা দুর্দান্ত... ~~~~~ আর গানটা বীভৎস ভয়ংকর সুন্দর .. 🎉👍🎉🙏🙏✌️💞✌️💞✌️💞🥰😍🥰😍🥰😍
@শ্রুতিমাধুরী Жыл бұрын
ঘটনা গুলো খুব সাধারণ , যেগুলো সচরাচর ঘটেই থাকে কোথাও না কোথাও কারো সঙ্গে ... কিন্তু ভাষার প্রয়োগ , আর বলার যে ইমোশন ❤❤❤🥺🥺🥺.... গল্প টা থেকে বেরোতে 3 4 দিন সময় লেগে যায় । ❣️😌
@First_Rain_of_the_Year Жыл бұрын
কাল DSE-3 পরীক্ষা , ফোনে হাত দিয়ে youtube এ এসে দেখলাম প্রেম ডট কম এর গল্প ।।। অবাক হয়ে গেলাম। thank you team mirchi প্রেম ডট কম ফিরিয়ে আনার জন্য❤
@monkharapsudipta Жыл бұрын
Kon university
@First_Rain_of_the_Year Жыл бұрын
@@monkharapsudipta vidyasagar University
@biplabdasgupta Жыл бұрын
"সে বৃষ্টির ছিটে, গোপন কালশিটে সে দুপুরের প্রেম খোঁজে ম্যাটিনি টিকিটে..." এটাই বলতে ইচ্ছে করল গল্পটা শুনে।
@gourabdas5667 Жыл бұрын
আমরা যারা এত দিন ধরে বসে ছিলাম তারা আজ excitement এ ফেটে পড়েছি ❤
@agraj296 ай бұрын
ব্যাস্ত শহর জীবন,বন্ধুদের টেলিফোন তবু এর মাঝে আমি একা- নিঃসহায়| আজ আমার এই মন বেদনার সিংহাসন আমি জানি না কখন ভালোবেসেছি তোমায়||❤
@laden67876 ай бұрын
❤
@steadysloth96543 ай бұрын
Darun likhechen@@laden6787
@subhojit8552 Жыл бұрын
শেষমেষ অপেক্ষার অবসান 🙂🙂🙂 আবার ফিরে এসেছে প্রেম ডট কম 😊😊😊
@bikrambarai1570 Жыл бұрын
যেন বলার কোনো ভাষা নেই ভাষা হারিয়ে ফেলছি সব এত সুন্দর এত সুন্দর ভাবা যায় না❤❤😅 আমি গর্বিত আমি বাঙালি হয়ে জন্মেছি আমি বাংলা ভাষা বুঝি।। তা না হলে এত সুন্দর ফিলিংস কোন দিনও নেওয়া যেত না।। জীবনে নতুন নতুন মানুষ আসবে কিছু মানুষ ছেড়ে চলে যাবে কিন্তু জীবন কখনো থেমে থাকে না জীবন এভাবেই চলতে থাকবে আনন্দের সাথে দুঃখের সাথে কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে কারণ আমরা মানুষ❤❤❤❤❤
@subratamistri8104 Жыл бұрын
অপেক্ষার অবসান হলো. প্রেম. কম সিজেন শুরু মানেই দূর্গা পূজা আসছে আসছে মনেহয় ❤❤❤❤❤
@tremendous723 Жыл бұрын
গল্পটা শোনার পর কি বলব বুঝতে পারছিনা । কতো অপূর্ন ছেলেদের সেই কষ্ট দেওয়া lovestory টা তুলে ধরার জন্য thanku mirchi বাংলা। সাথে ছিলাম আছি থাকবো ❤
@sayanroy8978 Жыл бұрын
অনেকদিন এর অপেক্ষার পর নতুন করে প্রেম ডট কম শুরু হয়েছে আবার তার ওপর প্রথম গল্পই hero Banarjee সেটা দেখে দারুন এক্সসাইটেড হয়েছিলাম যে এইবার চরিত্র দুজনের কি হলো আবার কি অঙ্কিতা আর Hero Banarjee finally meet করবে সেটা জানার জন্য।। গল্প টা সত্যিই যে দারুন সেটা একেবারেই অস্বীকার করা চলেনা। কিন্তু পোস্টার টা দেখে মনে হলো আগের season এর গল্পটার একটা শেষ হয়তো এই গল্পে পাওয়া যাবে।।। সেইগল্প টার Hero Banarjee আর অঙ্কিতা র story টা এখনও বাকি ই রয়ে গেলো আর আপসোস এটাই যে ওই গল্পের চরিত্র টা আর Hero+অঙ্কিতা র গল্প আর পাওয়া যাবে না😢😢😢
@shasankanath8673 Жыл бұрын
আমরা বেশিরভাগ ছেলেরাই, বিশেষ করে মধ্যবিত্ত যাদের খুব বেশি বন্ধু নেই, তারা সবাই এক একজন হিরো ব্যানার্জী । শুধু সবার জীবনে সামাল দেবার জন্য ভয়ংকরের মতো বন্ধু থাকে না।
@subratamaji9662 Жыл бұрын
গল্পটা সত্যি অসাধারন। নিজের সাথে অনেকটা মিল খুঁজে পেলাম। শুধু ভয়ঙ্কর এর মতো একটা বন্ধু পেলাম না। তাই এই গল্পের সাথে আমার গল্পটা কিছুটা incomplete রয়ে গেলো।☺️☺️☺️ ভালোবাসা আসবে যাবে, দুঃখ কষ্ট আসবে যাবে। আর জীবনের শেষ ভালোবাসাটা যখন আসার সে ঠিক সময় চলে আসবে। 😊😊😊 সত্যি বলতে আমি এই সিঙ্গেল জীবনটাই সুন্দর ভাবে উপভোগ করছি।
@ananyadigar Жыл бұрын
ঠিক যেন আমার মতো কোনো কিছু ভালো হোক বা খারাপ নিজের মতো একটা কল্পনার জগত তৈরি করে নিই, আসলে এই রূক্ষ বাস্তবের থেকে কল্পনার জগতটা বেশি সুন্দর আমাদের মতো মানুষের কাছে।😊❤
@Soubhago Жыл бұрын
"চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছি কালো শশী" ঠিক এভাবেই প্রতীক্ষায় ছিলাম.. অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিম মিরচি বাংলা কে...🙏👍❤😊😊
@soumiksaha-ob3ew Жыл бұрын
মনে হচ্ছে যেন নিজের গল্পের প্রতিচ্ছবি দেখলাম।হয়ত মানুষ থাকে না তবে তাদের স্মৃতি সৃষ্টিতে বাঁচে। ভালো থাকুক সব অসমাপ্ত কাহিনী, ভালো থাকুক অপূনর্তা , ভালো থাকুক সব সৃষ্টি❤
অবশেষে অপেক্ষার অবসান। সিজন না করে বারোমাস চলুক না।।❤❤❤
@suvajitsamanta6151 Жыл бұрын
সত্তি নিজের জীবনের সঙ্গে পুরোটাই জেনো মিলে গেলো, মনটা ছুঁয়ে গেলো এটা শুনে ❤️✨ অনেকেরই এই রকম না বলা গল্প থাকে 🍂
@susmtachakraborty50153 ай бұрын
অসম্ভব ভালো লাগলো, ভীষণ ভীষণ ভীষণ মিষ্টি। এই রকম ভয়ংকর সবার জীবনে কেন আসে না....
@nileshjana9259 Жыл бұрын
হালকা বৃষ্টি, বারান্দা, এক কাপ চা, কানে হেডফোনে প্রেম ডট কম, Life settle Boss কি চাই লাইফ এ 😢
@susmitasahoo6074 Жыл бұрын
“ Ok friends✋ এবার তোমরা কাটো, নিজেদের বাড়ি গিয়ে ফুল হয়ে ফটো "...😂😂😂
@chandanbasu12632 ай бұрын
😊
@chandanbasu12632 ай бұрын
😊😊PpppppPaPpppplppppppLp😊
@smritikanadey3302 Жыл бұрын
Season 4..... চার গুণ আনন্দ নিয়ে এসেছে যেন❤
@pritamghosh4750 Жыл бұрын
40:02 থেকে 40:40 heart touching মনের কোথাও গিয়ে যেন কথা গুলো ধাক্কা খেলো.... 😇❤️❤️🌼
@alekhyamukherjee7595 Жыл бұрын
উফফফফ সোমক আছে। Thank u ভাই। আবার দুজনের জুটি.. ..
@ankitasaha2861 Жыл бұрын
'ভয়ঙ্কর'-কে ভয়ঙ্কর ভালো লাগল♥
@purbashabanerjee Жыл бұрын
কিছু কিছু গান থাকে শরীর মন সবকিছু কে ভরিয়ে দেয়,খুব connect করা যায় নিজের সাথে..এই এপিসোড টাও ঠিক সেরম,আসলে প্রেম ডট কমের অধিকাংশ গল্প গুলোই এরকম মন ভরিয়ে দেয়....😌
@sudiptostune1877 Жыл бұрын
খুব মনোযোগ দিয়ে শুনলাম,আর অনেক খুশি লাগছে টিম প্রেম ডট কম তোমরা আবার ফিরে এসেছো...
Finally season 4.....bohu din wait korechi.story ta darun chilo.
@DebdottaKundu Жыл бұрын
A lot of thanks to radio mirchi for again starting the Prem dot kom audio book stories for solicitous listeners like us .
@Taeshi_24 Жыл бұрын
সোমক দা গল্পটা অসাধারণ 🤍 জীবনে যাদের সদ্য প্রেমটা আসে, তাদের কাছে প্রেমটা খুব খুব গুরুত্বপূর্ণ। আর এই টিনএজ এর প্রেমটা সবার টেকেও না। ৯৯% এর কেটেছে। তবে প্রেমটা কাটার পরের অবস্থা হয়ে ওঠে শোচনীয়। ওই যে মন ভাঙলে আওয়াজ হয় না, তবে কষ্ট আর ব্যাথা দুই অনুভব হয়। তবে সবার জীবনে ভয়ঙ্করের মতো বন্ধু না থাকলে মন ভাঙাটা ট্রমা হয়ে যায়। তবে মুহূর্ত কেটে যায়, হয়তো একপাক্ষিক ভালোবাসা কখনো বলা হয় না, বললেও টেকে না । মাঝে মাঝে বন্ধুত্বের ভিড়ে ভালোবাসা হারিয়ে যায়, তবে প্রেমে পরার মুহূর্তটা খুব খুব সুন্দর হয়। ওই মুহুর্তটা সবাই ব্যানার্জীর মতো লিখে আজীবন গুছিয়ে রেখে দিতে পারে না। আর যারা পারে তারা অতীতে দিকে কখনো ঘুরে তাকায় না। আজকাল জীবনে সমস্ত কিছু টেম্পারারি তাও মাঝে মাঝে আকস্মিক অনুভূতি গুলোকে আমরা পার্মানেন্ট ভেবে বসি। প্রেম সুন্দর, মন ভাঙাটা ভয়ঙ্কর তবুও মাঝে মাঝে মন ভাঙার জন্য কিছু গান, লেখা বা যা কিছু সৃষ্টি হয় তা সুন্দর হয়। পরের গল্পের অপেক্ষায় থাকবো।
@ayanikaayanika1170 Жыл бұрын
কতটা ঠিক কতটা অপেক্ষার পর এলো , অবশেষে প্রেম ডট কম 🥺❤️
আবার নতুন করে অপেক্ষার শুরু হলো শুক্রবারের। এতোগুলো দিন মিস করেছিলাম প্রেম ডট কম কে আর প্রিয় wait কে। জানি সে ফিরবে না কখনো, তবে এটুকুতে শান্তি, সেও এই প্রোগ্রামটা ভালোবেসে শোনে।
@__ArpanChakraborty__ Жыл бұрын
এটা আমাদের এই জেনারেশনের জন্য খুব সুন্দর একটা গল্প। এখন এই রকম ঘটনা প্রতিনিয়ত ঘটে। আমার মাথার বালিশটাও আবার ভিজলো। ওই যে গানটা আছে- "এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে।"
@supriyahalder4426 Жыл бұрын
সবার জীবনে একটা ভয়ঙ্কর হোক ❤😊
@sabikunnahar8608 Жыл бұрын
আছে থেকে,নেই হয়ে যাওয়া খুব সহজ, থেকে যাওয়া টাই কঠিন,, কারণ থেকে যাওয়া টাই যে সঠিক........ ❤❤❤ কি সুন্দর কথা.......
@tarpandas5455 Жыл бұрын
Off! Soumok da ki lekhecho😘 I love HERO BANERJEE❤
@SusmitaMishra-n3v23 күн бұрын
Chele der friend ship....sotti sundor ❤❤😊😊
@BESTBOLLYWOODSONGS-p6i Жыл бұрын
মাঝরাতে আমার ভয়ংকর মেসেজ করে বললো, "ভাই তুমি তো হিরো। দেখো তোমার লাভ লাইফ নিয়ে স্টোরি বেরিয়েছে।" তাই আমিও তৎক্ষণাৎ গল্পটা শুনি এবং যে দুটি লাইন বিশেষ ভাবে আমার মন কেড়েছে তা হল - "হিরোর মতো ছেলেরা সত্যিই ভালোবাসার কাঙ্গাল।" আর "সত্যিই তো রিনির মেসেজে কোথাও বন্ধুত্বের বাড়তি কিছুই নেই, সবটাই হিরোর মনে, কল্পনার একটা জগত বানিয়ে নেয় হিরো খুব সহজে। একবার ভেবেও দেখে না সেখানে উলটো দিকের লোকটা আদৌ থাকতে চায় কি না।" গল্পের প্রতিটি চরিত্র কে আমি আমার জীবনের বাস্তব চরিত্র গুলোর সাথে মিলিয়ে নিতে পেরেছি, তবে গল্পের রিনির চরিত্রের সাথে আমার জীবনের রিনির চরিত্রের প্রথম দিকে যথেষ্ট মিল থাকলেও শেষটা কিন্তু পুরটাই আলাদা। আমার জীবনের রিনি সবটা জানার পরেও, বোঝার পরেও যে আমি দূরে চলে যাচ্ছি, একবার গল্পের রিনির মতো মেসেজ করে বললো না থেকে যেতে। উল্টো সে সহজেই ভুলে গেলো, আমায়- না ভোলার যন্ত্রণা দিয়ে । ধন্যবাদ Mirchi Bangla কে , এরম একটি গল্প তথা অনেকের জীবনের সত্যি ঘটনাকে শুধুমাত্র কণ্ঠের মাধ্যমে আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। ❤
@debnitasaha2438 Жыл бұрын
Friendship day te boshe boshe golpoti shunlam. Shotti bhoyonkor er moto bondhu bhoyonkor rare 😌 shundor ekti golpo 😀❤
@jitdas2236 Жыл бұрын
সোমক দা-র আগের সিজেনের "এই ফার্স্ট ইয়ার " এবং এই গল্পটি দুটোই বেশ ভালো...এ যেন আমাদেরই জীবনের পাতা থেকে তুলে নেওয়া একটা দুটো অধ্যায় ।
@sudippalta Жыл бұрын
Finally PREMDOTCOM ase galo 🎉🤟💖❤
@sumonpal2857 Жыл бұрын
Don't stop to create this stories... This are our unpaid therapy ❤💖✨
@shree9481 Жыл бұрын
"বসন্ত" is a state of mind ... just অসাধারণ ❤️ Hero banerjee is emotion 🌼❤️
@sannibhamitra Жыл бұрын
"বড়ো হওয়ার আরেক নাম কষ্ট পেয়ে সেটাকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া।"❤️ কথাগুলো কি বাস্তব আর রোজকারের সত্যি। 😢
@suryathevloger5616 Жыл бұрын
শুরুটা যে এই ভাবে হবে সেটা আশা করিনি। ।।একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে এসো হে আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণে এসো হে।। ❤❤❤❤❤❤
@ShusmitaBiswas Жыл бұрын
Darun laglo .... bhoyonkor sera ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ rini to kodin esheche or jonno mon kharap kore bose thakar kono mane nei jekhane rini kono hint dayni hero ke ... ha akdin thik amn keo asbe je hero ke sotyyyyy bhalobasbe
@akashsheikh264 Жыл бұрын
এই লাইন টা মন ছুঁয়ে গেলো ... আছে থেকে নেই হয়ে যাওয়া টা সহজ, থেকে যাওয়াটাই কঠিন কারণ, থেকে যাওয়াটা সঠিক। আমি তোমাকে খুব ভালোবাসি সুলতানা ❤️❤️
@akashsheikh264 Жыл бұрын
@@sahajansekh9973 যদি তুমি থাকতে চাও তাহলে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না
@akashsheikh264 Жыл бұрын
সেই তুমি চলেই গেলে, আর আমাকে ফেলে গেলে অন্ধকারে, মৃত্যুর মুখে । এখন আমার রাত কাটে দিন কাটে শুধু চোখের জলে। তবে যতক্ষণ আমার নিঃশ্বাস প্রশ্বাস চলছে কল্পনাতে হলেও তুমি আমার শুধু আমার। ছেড়ে চলে যেতে তুমি পারবে না তোমার সব কিছুতেই আমি মিশে আছি আর আমারও ঠিক তাই তুমি আমাকে তোমার গলায় প্রথম গান শুনিয়েছিলে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে..... আর আমি তুমি রবে নীরবে হৃদয়ও মম ..... আমি তোমাকে খুব ভালোবাসি সুলতানা
@pratyushbagbag9185 Жыл бұрын
Aladai legeche golpo ta aladai♥️♥️💞
@Music_exRiya Жыл бұрын
এই পার্ট 2 শোনার জন্য যে কত অপেক্ষা করতে হল। আর আবার কতদিন পর প্রেম ডট কম শুনবো । কি মজা।
@debabrataadakme-1460 Жыл бұрын
Somok da voice sune Kusi holam ❤🎉🎉
@bipasasutradhar3810 Жыл бұрын
হিরোর প্রথম প্রেম অঙ্কিতা আবার কবে ফিরবে?আজ খুব মিস করলাম তাকে।এভাবে অন্য কোনো মেয়ে না হয়ে যদি হিরো ও অঙ্কিতার গল্প হতো সব।আমার ভালো লাগত বেশি।আমি অপেক্ষায় থাকবো অঙ্কিতার।হয়তো হিরোর থেকেও বেশি।
@ipsitaroy1201 Жыл бұрын
ভয়ঙ্করের “আছি ভাই তোর জন্য”... it's really touching!🌼
@rajabanerjee4368 Жыл бұрын
সেই অঙ্কিতা থেকে ঋণী আমাদের ব্যানার্জী চিরকালই আবেগে ভেসে যাচ্ছে প্রথম ভালোবাসা অঙ্কিতা ছিল ঠিকই এর পরেও আবার ব্যানার্জী ভালোবাসবে আবার কষ্ট পাবে ঠিকই কিন্তু ব্যানার্জী'র সেই প্রেমে PHD করা ভয়ঙ্কর বন্ধু টা আজও কিন্তূ একই আছে তাই বলছি কেউ থাক আর না থাক ভয়ঙ্কর এর মত একটা বন্ধু থাক
@sunitmukherjee1348 Жыл бұрын
Being an engineer I really loved it ❤.... And tbh I was waiting for soo long for this season.... We engineering students who are now working professionals, we really need this weekly dose of love to overcome our stress ❤.... And aei story ta aro ekbar chokhe angul diye dekhiye dilo je chele der jonno marks matter! a good salary matter! success matter! .... And aei golper Hero ar amar moto kichu manush sottie bhalobasar kangal.... Tai keu ektu bhalo bebohar korle tar sathe ektu kolpona misiye amra hoyto setake bhalobasa bhebe feli.... Jeta hoyto amaderi bhul. 🙂 .... And thanks to those jigri friends jara amader sob heart breaks er por pase thake.🫂
@keyamajumder1970 Жыл бұрын
Bhoyonkor er moto bondhu jara pay tara to ei heartbreak theke utre jay r jara payna tader obostha ta kirom hoy bolun to 🙂
@krishnendu8-j1w11 ай бұрын
আসলে বাস্তবে মেদের কাছে বহু বিকলপ থাকে যাদের মধ্যে তারা কাউকে বন্ধু বা কাউকে প্রেমিকা হিসেবে রাখে। কিন্তু যেই ছেলে টার সাথে শুধুই বন্ধু সম্পর্ক, সেই ছেলে টা হয়তো বোঝেও না তার অবস্থান ওই মেয়ে টার কাছে কোথায় । সে তো কল্পনায় কতো কিছু ভেবে নেয় কারণ তার কাছে সেই বিকল্প বলে কেউ থাকে না । ❤
@sudipsamanta4643 Жыл бұрын
অনেক দিনের অপেক্ষার অবসান হলো। এই গল্পের প্রথম পাঠ শুনে খুপ ভাল লেগেছিল, আমি ভেবেছিলাম এই পাঠ টা ওই গল্পের সঙ্গে রিলেটেড হবে। কিন্তু এটা আলাদা তাও খুব ভালো লাগলো ❤। প্রথম পাঠ এর সঙ্গে রিলেটেড একটা গল্প বানাও প্লিজ।
@anirbandakua1043 Жыл бұрын
গল্পটা শুনতে শুনতে চলতে কখন যে চোখের কোনে জল চলে আসলো বুঝতে পারলাম না।।
@abhijitpal9553 Жыл бұрын
Hero Banerjee part - 3 ❤ Again waiting for another masterpiece
@pintudhibar2152 Жыл бұрын
ভালোবাসা তো আৱ হলো না গল্প শুনে কাটিয়ে দিলাম❤
@abhijitpal9553 Жыл бұрын
সত্যিই অসাধারণ গল্প। এতদিনের অপেক্ষা সার্থক।❤
@Swarnendu108 Жыл бұрын
বেশি কিছু বলব না শুধুমাত্র বলবো অসাধারণ সোমক দা এবং ধন্যবাদ পুরো মিরচী বাংলার টিমকে এত সুন্দর গল্প আমাদের শোনানোর জন্য ❤, প্রতিক্ষায় রইলাম পরবর্তী এপিসোডের জন্য ।
@simabiswas471 Жыл бұрын
ভয়ংকরের মতো বন্ধু সবার দরকার❤।
@pritharoychowdhury09 Жыл бұрын
সত্যি বড়ো হবার আরেক নাম "কষ্ট পেয়ে সেটাকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া" 🥀🍂 শুধু প্রেমের ক্ষেত্রে না জীবনের অনেক ক্ষেত্রে কষ্ট পেয়ে মানিয়ে নিতে হয়😊 এরই নাম বড়ো হওয়া 😅
@diyaganguly4250 Жыл бұрын
First sem er বাচ্চা 🤭...আমরা শ্রোতা রা বিশেষ ভাবে খুশি হয়েছি কিন্তু❤😊
@Aesthetic_sree Жыл бұрын
HERO BANARJEE er sesh prem er opekkhay achi....!!!❤️❤️