No video

প্রিয় মতিহার-কাজী নজরুল ইসলাম( Priyo Motihar-Kazi Nazrul Islam)শিমুল মুস্তাফা(Shimul Mustapha)

  Рет қаралды 80,740

Shimul Mustapha Official

Shimul Mustapha Official

4 жыл бұрын

প্রিয় মতিহার
কাজী নজরুল ইসলাম
আবৃত্তি-শিমুল মুস্তাফা
ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যথায় বেদনাসিক্ত হৃদয়ের বহিঃপ্রকাশ,
কাজী মোতাহার হোসেনের কাছে লেখা কবি নজরুলের একটি চিঠি
১৫ জুলিয়াটোলা স্ট্রিট
কলিকাতা
৮/৩/২৮
সন্ধ্যা
প্রিয় মতিহার,
পরশু বিকালে এসেছি কলকাতা। উপরের ঠিকানায় আছি। ওর আগেই আসবার কথা ছিলো, অসুখ বেড়ে ওঠায় আসতে পারেনি। দু চার দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে। কোথায় যাই ঠিক করতে পারছিনে। হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাবো। অবশ্য দু দশ দিনের জন্য। যেখানেই যাই আর কেউ না পাক তুমি খবর পাবে।
বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। তোমার ঐ ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু শান্তনা নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্য আমার ! কেন এ কথা বলছি শুনবে? বন্ধু আমি পেয়েছি, যার সাক্ষাত আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার এরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে উঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম।
আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দিপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামেই তার নামকরণ করো। কেমন? মৃত্যু এতো করে মনে করছি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে, জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরলে সে আমায় বরণ করে নেবে।
সমস্ত বুকটা ব্যথায় দিনরাত টনটন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ঐখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যদি মুক্তি হয়, বেঁচে যাবো। কিন্তু কি হবে কে জানে? তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি - কতো কথা, কতো কি, তার কি কূল-কিনারা আছে? ভাবছি আমার ব্যথার রক্তকে রঙ্গীন খেলা বলে উপহাস যে করেন তিনি হয়তো দেবতা। আমার ব্যথার অশ্রুর বহু উর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাবো না। ফুল ধুলায় ঝড়ে পড়ে, পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এতো অনাদরের? ভুল করে সে ফুল যদি কারুর কবরীতেই খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রুব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুণি কারুর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা।
সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এতো জ্বালা। ভিক্ষে যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টের বিরম্বনায়, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করবার একটা সীমা আছে। সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে। আর তক্ষুণি তার নাম হয় অবমাননা।
ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি। যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কাঁনায় কাঁনায় তা কখনো কোথাও পাই নি আমি। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরী হয়ে গেলো। না জানি কতো উদ্বিগ্ব হয়েছো। কি করি বন্ধু, শরীরটা এতো বেশী বেয়াড়া আর হয়নি কখনো। অষুধ খেতে প্রবৃত্তি হয়না।
আমায় সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলোকে চিনি। তাদের সত্যিকারের নাম জানিনে। কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছেমতো। সেই কতোরকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোন তারা কোন ঋতূতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভেতর যখন সলিটারি সেলে বন্ধ ছিলাম তখন গরমে ঘুম হতো না। সারারাত জেগে কেবল তারার উদয়াস্ত দেখতাম। তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের পিচ্ছিল পথটি ধরে তুমি চলে যাও অস্তপারের পানে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাতকড়া। দেয়ালের সঙ্গে বাধা চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে, বুকে। আচ্ছা বন্ধু, ক'ফোটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞানে বলতে পারে? এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যার উত্তর নেই, মিমাংসা নেই, সেইসব জিজ্ঞাসা।
যেদিন আমি ঐ দূরের তারার দেশে চলে যাবো, সেদিন তাকে বলো, এই চিঠি দেখিয়ে, সে যেন দু'ফোটা অশ্রুর দর্পন দেয় শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশীতে উল্কা ফুল হয়ে তার নোটন খোঁপায় ঝড়ে পড়বো। তাকে বলো বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছুই নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি, আমার বুকের রক্তে, চোখের জলে। আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই, সে আমারে সর্বান্তকরণে ক্ষমা করেছে। ফুলের কাঁটা ভুলে গিয়ে তার উর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে।
ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি। কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি, দুই-ই শুকিয়ে গেলো। তোমরা কেমন আছো, জানিও। তার কিছু খবর দাও না কেন? না কি সেটুকুও মানা করেছে? ঠিক সময়মতো সে ওষুধ খায়তো? কেবলই কীটস্‌কে স্বপ্ন দেখছি, তার পাশে দাঁড়িয়ে ফেমিব্রাউন পাথরের মতো। ভালবাসা নাও।
ইতি,
তোমার নজরুল

Пікірлер: 85
@mominulislam2839
@mominulislam2839 5 ай бұрын
নজরুলের কথা ও শিমুল মুস্তাফার আবৃত্তি দুই মিলে অসাধারণ।
@samara.3811
@samara.3811 3 ай бұрын
যতবার শুনি একইরকম ভালোলাগা। আহা! দুঃখ প্রকাশের ভাষাও যে এমন সুন্দর হতে পারে তা প্রিয় দুখুর লেখা না পড়লে জানাই হতো না। প্রিয় কবি নজরুল, আমাদের দুখু মিয়া!
@nuralam9571
@nuralam9571 2 ай бұрын
অসম্ভব সুন্দর আবৃত্তি,,কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি প্রিয় আবৃত্তিকার শিমুল মোস্তফা ❤❤
@akmabdullah9873
@akmabdullah9873 Ай бұрын
ভালবাসা অসম্ভব সুন্দর যদি ভালবাসার মতো মন থাকে।
@maysharahman3377
@maysharahman3377 3 жыл бұрын
উফ কি অসহ্য সুন্দর আবৃত্তি, শুনতে শুনতে মন ভরে না
@ahsanhabibapu7237
@ahsanhabibapu7237 3 ай бұрын
২০০৯,সাল থেকে শুনে আসছি এই চিঠি,টি শুধু শুনতে মন চায় কিযে, চমৎকার আবৃত্তি বলার ভাষা নেই ♥🎁♥
@shamsularefin9592
@shamsularefin9592 4 жыл бұрын
এতো আবেগ বুঝার মতো যোগ্যতা কতোজনের হয়।
@subhanmashfiqshawon
@subhanmashfiqshawon 22 күн бұрын
😮😮😮 কতটা গভীর আর অর্থপূর্ণ কথা হতে পারে! আহা কি ভাড়ি! আপনার আবৃত্তি খুব চমৎকার 💙
@BashirAhmed-eb9nu
@BashirAhmed-eb9nu 2 жыл бұрын
সেই ৯০ এর দশক থেকে শুনছি আজো শুনি হয়তো আগামীতেও তারপরও ভালো লাগে, মূগ্ধতা শুধু মূগ্ধতা
@anmonasobuz5597
@anmonasobuz5597 2 жыл бұрын
কষ্টের কবিতা আমি অনেক শুনেছি,, অনেক কষ্টের লেখা পরেছি এটা আমার জীবনের শুনা শ্রেষ্ঠ কবিতা
@nawshadmunna4451
@nawshadmunna4451 6 ай бұрын
এই চিঠির সেরা আবৃত্তি
@helalarifeen
@helalarifeen 4 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা কবি কাজী নজরুল ইসলামের প্রতি। আর আপনাকে সশ্রদ্ধ সালাম ও ভালোবাসা এত সুন্দর আবৃত্তির জন্য। শুভকামনা রইল।
@user-ug3hx4wc9p
@user-ug3hx4wc9p 4 жыл бұрын
দাদার হাজার কবিতা আবৃত্তির মধ্যে এটা আমার একটা খুব খুব খুব খুব প্রিয় আবৃত্তি 😍😍😍খুবই ভালো লাগে 😍😍
@mdrazabali2535
@mdrazabali2535 4 ай бұрын
ক,ফোটা টা রক্ত দিয়ে এক ফোটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞানে বলেত পারে? আহ প্রিয় কবি
@suvrosuvo1266
@suvrosuvo1266 2 жыл бұрын
এতো সুন্দর লিখতেন আমার প্রিয় কবি!
@travelhelpline
@travelhelpline 3 жыл бұрын
"অসাধারণ " "অসাধারণ " ...................অসাধারণ আবৃতি।বিনম্র শ্রদ্ধা জানাই।
@manikchandra6853
@manikchandra6853 4 жыл бұрын
"অসাধারণ " হয়েছে। আপনি যুগের তালে অতুলনীয় হয়ে উঠেছেন আমাদের কাছে এবং সেটা আপনার নিজের অক্লান্ত পরিশ্রমে, প্রতিভায়। আপনাকে শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধেয়। ভালো থাকুন।
@Muhib_recitation
@Muhib_recitation 2 жыл бұрын
আহা!অসাধারণ আবৃত্তি। আপনাকে শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধেয়। ভালো থাকুন।
@rifatshahinara3478
@rifatshahinara3478 4 жыл бұрын
আমার ফেভারিট,, প্রতিটি কথা যেনো হৃদয়ে দোলা দিয়ে উঠে,,,😥😥😍😍
@VoiceOfJoyBD
@VoiceOfJoyBD 2 жыл бұрын
আমারও প্রিয়
@shakilkhan9451
@shakilkhan9451 3 жыл бұрын
আহা!অসাধারণ আবৃত্তি। হৃদয়ের মাঝে একটা আন্দোলন সৃষ্টি করে।ধন্যবাদ আপনাকে ❤️
@md.akborhosen2910
@md.akborhosen2910 3 жыл бұрын
ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে, অদৃষ্টের বিড়ম্বনায়। তাহলে তাকে ভিক্ষা না-ই দাও, কুকুর লেলিয়ে দিও না!
@MdMunjurulIslam-fk8ii
@MdMunjurulIslam-fk8ii 3 жыл бұрын
এতো সুন্দর আবৃতি কেও করতে পারবে কিনা জানি না।। খুব সুন্দর হইছে😍
@nusratkamal9884
@nusratkamal9884 6 ай бұрын
অনবদ্য !!!
@techgaintbd
@techgaintbd 3 жыл бұрын
কতবার যে আবৃত্তি শুনি তারপর মন ভরে না আর সবসময় আপনার মতো করে আবৃত্তি করতে চাই কিন্তু গলার স্বর আবৃত্তি করার মতো না
@MSLI.
@MSLI. 2 жыл бұрын
যতটা আবেগ নিয়ে কবিতাটা আবৃত্তি করেছেন,, হয়তো কাজী নজরুল ইসলাম কবিতাটি লেখার সময়ও এতোটা আবেগাপ্লুত হয়নি! শুধু শুনতেই মন চায়!
@VoiceOfJoyBD
@VoiceOfJoyBD 2 жыл бұрын
সকলে গুনি মানুষ
@mdmotinparis6317
@mdmotinparis6317 3 жыл бұрын
পৃথিবীটা সত্যিই সার্থ পর ।
@user-bo6sd3bw8o
@user-bo6sd3bw8o 4 жыл бұрын
যত শুনি তত মুগ্ধ হই
@AminurRahman-px4sz
@AminurRahman-px4sz 2 жыл бұрын
শ্রেষ্ঠ আবৃত্তি অসম্ভব সুন্দর লিখনি ছিল
@subajkhan6308
@subajkhan6308 3 жыл бұрын
স্যার আমি আপনার এক অন্ধ ভক্ত। আপনার আবৃতি শুনলে আমার কাছে মনে হয় স্বয়ং নজরুলের কন্ঠ।
@shamolikhatun2599
@shamolikhatun2599 Жыл бұрын
অসাধারণ একটি চিঠি
@user-mi4fg9wc4e
@user-mi4fg9wc4e 4 жыл бұрын
বাহ্ চমৎকার।
@azizulhaque5038
@azizulhaque5038 Жыл бұрын
Asadharan very very good
@multiblog54
@multiblog54 4 жыл бұрын
আকাশ সমান জলের ধারা, তারার মতন বসেছে হাট। তুমি যদি সময় পাও- দেখে যেও আমার, পদ্মপাতার মাঠ। -আহমেদ লিটন
@iqbahm
@iqbahm 10 ай бұрын
Love love love love love it
@abusayemkhan2855
@abusayemkhan2855 3 жыл бұрын
অসাধারণ অসাধারণ স্যার। আমি আপনার কাছে কবি হুমায়ুন আজাদের কবিতা -গোলামের গর্ভধারিণী। শুনবার আবদার রাখলাম।
@choqor5908
@choqor5908 3 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা 💗
@smritimazumder4644
@smritimazumder4644 2 жыл бұрын
আহা মধুর লেখা,মধুর কণ্ঠ
@probinkumarnazir1955
@probinkumarnazir1955 4 жыл бұрын
অসাধারণ
@bmtv3539
@bmtv3539 Жыл бұрын
প্রথম শুনি ২০১২ সালে। তখন ইউটিউব ছিলো না। একটা সাদামাটা এমপিথ্রি ফোন।
@khalidsaifullah1234
@khalidsaifullah1234 4 жыл бұрын
স্যার, এরকম আরো আবৃত্তি চাই।
@sujitdebroy8077
@sujitdebroy8077 3 жыл бұрын
বার বার শুনি
@VoiceOfJoyBD
@VoiceOfJoyBD 2 жыл бұрын
প্রিয় শিমুল
@mdmusa7040
@mdmusa7040 3 жыл бұрын
অসাধারণ ভালো লাগলো
@Kkrdon
@Kkrdon 4 жыл бұрын
Emon clips aro thakle upload dn plz... Love his voice ...
@mahfuzrahman7983
@mahfuzrahman7983 2 жыл бұрын
চমৎকার 👌👌👌
@whidujjamanrazon3534
@whidujjamanrazon3534 6 ай бұрын
আঘাত করার একটা সীমা আছে আহা আহা ফেটে যাই রে
@sompritirgan2522
@sompritirgan2522 Жыл бұрын
❤❤❤
@SJamil-ok8lx
@SJamil-ok8lx 4 жыл бұрын
অসম্ভব সুন্দর আব্ব্রিতি। ইনশআল্লাহ আমি চেষ্টা করব।স্যার আপনার সাথে জোগাজোগ করতে চাই
@jarnasultana1194
@jarnasultana1194 3 жыл бұрын
নির্বাক
@Iftikher_English_Academy
@Iftikher_English_Academy 3 жыл бұрын
কাজী নজরুল পৃথিবী তে আর একটিও হবে না আমার বিশ্বাস।
@user-zv6kc6lv7g
@user-zv6kc6lv7g 2 жыл бұрын
ঐশ্বরিক কণ্ঠ
@TamannaFerdous-iw8pl
@TamannaFerdous-iw8pl 2 ай бұрын
To: The Unresolved Album cover with the null and void album Cc:Involved parties in disputed acquittal Bcc: Ownership of microfiche Subject: “I let the fish go” Dear concerned parties (To whom it may concern) After writing free verse for quite a few years, I am feeling my free verse is hurting me too much these days. Most of these are like daily writing, as I simply register the day to day in trivialities. Why will one care about your stuff anyway, if these are always tracing back to the ridicule zone, almost always? They were cathartic reasons, but they were never torturing this much, they were, whence time was true.I hold no grudges, and I stop unfolding there, as I care deeply, and vulnerably. Let them know. Let them grow. Thanking, A writer.
@lovelyhiya_official143
@lovelyhiya_official143 2 жыл бұрын
Big fan of you sir ❤️
@golabaz
@golabaz 3 жыл бұрын
Nice Recitation
@kobitube2923
@kobitube2923 4 жыл бұрын
সুন্দর
@rekhamallick8761
@rekhamallick8761 4 жыл бұрын
অসাধারন কবিতা...অসাধারণ আবৃতিকার।বিনম্র শ্রদ্ধা জানাই।
@subajkhan6308
@subajkhan6308 3 жыл бұрын
স্যার আপনার কাছে আমার আকুল আবেদন আপনি আমার লেখা এই কবিতাটি একবার আপনার ইচ্ছেমত আবৃতি করেন। বুকের ব্যাথা ---------------------- মোঃ সুবাজ খান এখন বুঝি আসার সময় হলো পশ্চিমে তাকিয়ে দেখো বেলা বয়ে গেলো এখন বুঝি আসার সময় হলো সেদিন তুমি বলেছিলে কাঁটা হয়ে বাধা দিলে আমার অপ্রসন্নে জীবন করবে এলোমেলো এখন বুঝি আসার সময় হলো।। ব্যাথার পাহাড় বইছে বুকে বলতে নাহি পারি মুখে শুন্য বুকটি পুর্ণ হতো বাসতে যদি ভালো এখন বুঝি আসার সময় হলো।। প্রেমটুকু আর নাহি দিলে তাইতো হেলা করেছিলে আধারে ডুবিয়ে আমায় নিভিয়ে দিলে আলো এখন বুঝি আসার সময় হলো।। দুই নয়নে জমে আছে নীল দরিয়ার ঢেউ, আমার ব্যাথা আমি ছাড়া বুঝলো না আর কেউ। তখন যদি বুঝতে তুমি আমার হিয়ার অনুভূতি, ফিরিয়ে তুমি দিতে না আর বাসতে আমায় ভালো। এখন বুঝি আসার সময় হলো।। ঝড় ও হাওয়া অশ্রুই মিশে লাগলো ধুলো চোখে, বিনা চিতায় আগুন জ্বলে আমার রিক্ত বুকে সূর্য ঢলে,সন্ধ্যা নেমে, রাত্রি হয়ে গেলো এখন বুঝি অাসার সময় হলো।।
@chandanade2799
@chandanade2799 3 жыл бұрын
কি ভরাট গলা👍
@md.abdussalam7507
@md.abdussalam7507 Жыл бұрын
মনে হয় নজরুলের আবেগ আপনি প্রকাশ করছেন
@mokaddesali8152
@mokaddesali8152 Жыл бұрын
স্যার মনে একটা কষ্ট রয়ে গেলো। আপনি কেন চিঠির সব টুকু আবৃত্তি করলেন না? 😭😭😭😭 আপনার কন্ঠে চিঠিটা এত প্রাণ পেয়েছে যা বলে বুঝানো যাবে না। যদি পারেন সময় করে পুরো চিঠিটা আবার পাঠ করে পোস্ট দিবেন।
@mehedihasan2750
@mehedihasan2750 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@sanjidaamy.
@sanjidaamy. 2 жыл бұрын
সম্ভব হলে সুনীলবাবুর 'হঠাৎ নীরার জন্য' বইয়ের কবিতাগুলো আবৃত্তি করার অনুরোধ রইলো স্যার।
@kabitaychondo21294
@kabitaychondo21294 3 жыл бұрын
অসাধারণ,,,🥰 আপনারা কাছে আমার একটা অনুরোধ আছে। নার্গিস কে লেখা নজরুলের প্রেমের চিঠি টা আবৃত্তি করবেন??
@tuhinmazhar9665
@tuhinmazhar9665 2 жыл бұрын
উফ 🥺🥺🥺
@md.rashedraiyan3187
@md.rashedraiyan3187 3 жыл бұрын
😍😍😍
@mokaddesali8152
@mokaddesali8152 Жыл бұрын
আমার খুব কষ্ট হয়, কেন আপনি বাংলা সাহিত্যের এত সুন্দর বেদনাদায়ক চিঠির অর্ধেক আবৃত্তি করলেন? পুরো চিঠিটি আবৃত্তি করলে এমন কি ক্ষতি হতো? আপনার মন এত যথার্থ আবৃত্তি আর করতে পারেনি।
@taherislam3462
@taherislam3462 3 жыл бұрын
ব্যাকরাউন্ডে যে গানটা বাজতেছে গানটার নাম কেউ বলতে পারবেন?
@shahadatkhandaker4431
@shahadatkhandaker4431 3 жыл бұрын
See one Life i's
@rahadhossainmizi3969
@rahadhossainmizi3969 4 жыл бұрын
😓😓😓
@tasniachowdhury9136
@tasniachowdhury9136 2 жыл бұрын
Beshi pulle comment
@ashrafulfuad2967
@ashrafulfuad2967 3 жыл бұрын
suntesi ar programmming kortesi
@rncq2094
@rncq2094 2 жыл бұрын
এত মায়া নিয়ে লিখেছেন বলেই তিনি কালজয়ী
@gazitowhidhassan4069
@gazitowhidhassan4069 3 жыл бұрын
kzbin.info/door/ul45K8LL-4TxqeJY_NMNrA আমার আবৃত্তিগুলো শুনতে পারেন।
@rezaulkorim9868
@rezaulkorim9868 4 жыл бұрын
কি বলবো আর
@mowmitamisti6700
@mowmitamisti6700 2 жыл бұрын
mrittu kothata thik bhalo lagena
@u.sdrycleaning1970
@u.sdrycleaning1970 Ай бұрын
পপি ে্ ৃপপ
@nadimmahmud5162
@nadimmahmud5162 3 жыл бұрын
অসাধারণ
@jabedhossain9046
@jabedhossain9046 2 жыл бұрын
❤️❤️❤️
كيف نفهم الحياة من حولنا؟ مع د. عبد الكريم بكار
2:13:20
تنوين بودكاست | Tanween Podcasts
Рет қаралды 81 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН