খুব বেশি শ্রদ্ধা ছিলো উনার প্রতি, উনার অধিবাস বা পূর্ণাহতি মানে আবেগ, কান্না। সবাই অজর নয়নে কান্না করতাম কিন্তু উনি কথা দিয়ে কথা রাখেন নি৷ অধিবাসের ঠিক আগে বলেন আসতে পারবেন না৷ সবার কাছে কেমন জানি মনে হলো৷ অনেক ভক্তবৃন্দ দুর-ধুুরান্ত থেকে আসেন৷ ভক্তদের জবাব দিতে লজ্জা পাচ্ছিলাম৷ আপনার প্রতি শ্রদ্ধা আর থাকলো না৷ দুঃখিত৷ ঈশ্বর আপনার মঙ্গল করুক৷