সকাল হতেই ঠাকুমা ও দিদাকে ফোন নাতি নাতনির,আমরা দেশে আসছি..কত খুশি ওরা.বানালাম মুড়িভাজা আজ সন্ধ্যেতে

  Рет қаралды 553,490

Probase Ghorkonna

Probase Ghorkonna

Ай бұрын

সকাল হতেই ঠাকুমা ও দিদাকে ফোন নাতি নাতনির,আমরা দেশে আসছি..কত খুশি ওরা.বানালাম মুড়িভাজা আজ সন্ধ্যেতে

Пікірлер: 1 000
@surojitpal4746
@surojitpal4746 Ай бұрын
ঠিক যেনো অপু ও দুর্গা
@Yetahost
@Yetahost 14 күн бұрын
Sir, you 😂
@sataruparoy9906
@sataruparoy9906 Ай бұрын
দেশে আসবে শুনে মায়ের কি আনন্দ। মায়েরা হয়তো এভাবেই অপেক্ষা করে থাকে মেয়েদের জন্য। আমার মা বাবা কেউ নেই। থাকলে তারাও হয়তো এইভাবে অপেক্ষা করতো আমার জন্য। খুব ভালো থেকো ❤️
@sarmisthanath3674
@sarmisthanath3674 Ай бұрын
এই ভাবে মন খারাপ করো না, সারা জীবন কেও থাকে না ,
@sonalisantra9001
@sonalisantra9001 Ай бұрын
✈️তোমাদের দেশে আসার ভিডিওটা মনেকরিয়ে দিল আমাদের বাড়ি যাওয়ার সময় টিকিট কাটা হলেই একটা অদ্ভুত আনন্দে মনটা ভরে ওঠে ,কবে যাওয়ার দিনটা আসে ,কি কি গোছাতে হবে ,অনেক অপেক্ষার পর যখন সেই দিনটি আসে তখন আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা হবার উত্তেজনায় মনটা ভরে ওঠে। তাই তোমাদের অনুভুতিটা কিছুটা হলেও বুঝতে পারছি।ভাল থেকো মহুয়া পরিবার নিয়ে।❤❤❤
@sonalipatra4425
@sonalipatra4425 Ай бұрын
তুমি আসবে বলে তোমার বাড়ির লোক যতটা খুশি আমরা ততটা খুশি ❤❤ রামকৃষ্ণ কথা শুনতে বেশ ভালো লাগে
@mitapaul4125
@mitapaul4125 Ай бұрын
মায়ের মতো আনন্দ মনে হয় এ পৃথিবীতে কারোর হয়না। আমরা দিন গুনতে থাকি। খুব ভালো থেকো ❤️❤️❤️
@maahirai9564
@maahirai9564 Ай бұрын
তোমার ইন্ডিয়া আসার সংবাদ পেয়ে মনে হচ্ছে নিজের কাছের মানুষ ঘরে ফিরছে!!❤Love From Siliguri ❤
@BipashaBBDCREATION
@BipashaBBDCREATION Ай бұрын
Sotti tai❤
@devarshiroy3374
@devarshiroy3374 Ай бұрын
Ekdom thik...R ami Jalpaiguri te thaki
@maahirai9564
@maahirai9564 Ай бұрын
@@devarshiroy3374 Bhaa
@aniruddhamondal9926
@aniruddhamondal9926 Ай бұрын
@nehamondal3561
@nehamondal3561 Ай бұрын
Maa লক্ষ্মীর দেশে ফেরার অপেক্ষায় আমরাও রইলাম ❤🎉
@nabanitachakraborty6228
@nabanitachakraborty6228 Ай бұрын
Akdm sotti kotha❤️👈
@ArixxWhite
@ArixxWhite Ай бұрын
Jake taka god er sathe compare kno didi?
@nabanitachakraborty6228
@nabanitachakraborty6228 Ай бұрын
@@ArixxWhite uni lokhir theke kichu kom o noi...
@shilpagarai7371
@shilpagarai7371 Ай бұрын
অতিরিক্ত বাড়াবাড়ি 😅😂
@ribumom9474
@ribumom9474 Ай бұрын
Uni laxmi to hobei..tobe deser jonno noi..uni onar ghore laxmi. Karon mase 10 lakh income from social media, kom bepar na...tai darsak jara dekhe internet kharoch kore...tader katota lav tarai jane?
@sumanmanna6739
@sumanmanna6739 Ай бұрын
তোমার মাকে দেখতে এবং ওনার গলার আওয়াজ অবিকল তোমার মতো মহুয়া।কত্ত খুশি হয়েছেন মা !!❤❤❤❤❤❤
@rumpamandal1842
@rumpamandal1842 Ай бұрын
তোমাকে মায়ের সাথে ফোনে কথা বলতে দেখে আমার মায়ের কথা মনে পরে গেল,একদম এভাবেই আমাদেরও কথা হত বিশেষ করে মায়ের বাড়ি যাওয়ার সময় হলে আমার মাও বলতেন সব গুছিয়ে তাড়াতাড়ি আসিস ছেলেকে বলতেন কি খাবি বল আমার বাড়ি এসে.....পৃথিবীর সব মায়েরাই মনে হয়ে একরকম.....ভালো থেকো তোমরা সবাই.....
@barnalimondal7343
@barnalimondal7343 Ай бұрын
তোমার দুই বাড়ি তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কবে তোমরা দেশে ফিরবে, কবে ওনারা চাক্ষুষ ভাবে দেখতে পাবে, কত কি যে ভালো ভালো রান্না করে খাওয়াবে, কত কি উপহার দেবে, ঘুরতে নিয়ে যাবে, কত আদর যত্ন করবে, কত যে পরিকল্পনা করে রেখেছে,, শুধু তোমাদের দেশে ফেরার অপেক্ষায়। একেই বলে পরিবার। আমরা ও তোমার দেশে ফেরার অপেক্ষায় রইলাম, চাক্ষুষ তোময় দেখতে না পাই, এটা জেনে খুশি হবো তুমি দেশে ফিরেছো ❤
@kabitakarmakar231
@kabitakarmakar231 Ай бұрын
তোমারা যখন ভিডিও কল a কথা বলছিলে আমার চোখে জল চলে এসেছে যেনো, কি সুন্দর লাগছিল তোমাদের কথা বলা গুলো, আজ তুমি আর দাদা সবাইকে ছেড়ে কত দূরে , চাইলো হঠাৎ করে কাউকে দেখতে পাওনা,, খুব ভালো লাগে তোমাদের জন্য পুরো নিজের মনে হয়,, তোমারা কলকাতায় আসবে আর আমার খুব খুব আনন্দ হচ্ছে জানো,,
@srabonichowdhury3943
@srabonichowdhury3943 Ай бұрын
মেহা আর রামা খুব মিষ্টি। আপনারা ওদের এত সুন্দর ভাবে মানুষ করেছেন। খুব ভালো লাগে দিদি।❤❤
@barnalide885
@barnalide885 Ай бұрын
তুমি আসবে বলে তোমার বাড়ির লোক যতটা খুশি আমরা সবাই ও ঠিক ততটাই খুশি❤❤
@jKDas-ue1tj
@jKDas-ue1tj Ай бұрын
Thik tai
@nibeditasadhukhan3390
@nibeditasadhukhan3390 Ай бұрын
Ekdom thik kotha.
@dishaishere
@dishaishere Ай бұрын
Meha ke dekhe mone hoy na or brought up California te... She is so well in bengali also❤
@aditibiswas2464
@aditibiswas2464 Ай бұрын
তুমি এতো সুন্দর করে বললে " চার বাক্স মেঘ কুরিয়ার করেছি.......ছাতা হাতে বেরোবেন।" নিজের অজান্তেই হেসে ফেললাম জানো। এতো মিষ্টি করে তুমি কথা বলো মনটা সত্যিই সারাদিনের জন্য ভালো হয়ে যায়। আজকের video টা দেখে মনটা ভালো হয়ে গেল। দিদা-ঠাম্মার সঙ্গে মেহু আর রামার কথা বলা দেখে কী যে ভালো লাগলো। তোমাদের অপেক্ষায় উনারা পথ চেয়ে বসে আছেন। খুব খুশি হয়েছেন তোমাদের দেশে ফেরার খবর পেয়ে। আমরাও ভীষন খুশি তোমার দেশে আসার কথায়। খুব ভালো থেকো তোমরা ❤️🫶🥹
@shuvamsardar8201
@shuvamsardar8201 Ай бұрын
আমরা যখন ছোট ছিলাম আমাদের গরমের ছুটিতে আমাদের দিদার ঠাম্মা আমাদের অনেক ভালবাসত ঠিক এরকম ভাবে আদর করত কিন্তু তারা নেই তারা মারা গেছে সত্যি খুব কষ্ট হয়।😢😢😢
@lakshmibera6227
@lakshmibera6227 Ай бұрын
মা দূর্গা কৈলাশ থেকে দেশে ফিরেছেন মহা আনন্দ
@pritammistry2292
@pritammistry2292 25 күн бұрын
নেহার বাংলা কথা গুলো আমার খুব ভালো লাগে শুনতে, সারা জীবন সবাই সুখে থাকুন 👍🏻❤
@moumitaninddroy
@moumitaninddroy Ай бұрын
Darun bolle ... eata I tomar khub bhalo lage ... "megh courier korechi .... chata hate barobem" mone hoy samne bose Katha sunchi jano ... nijer ajante eak gal hasi chole ealo .... joto I serious hoye thakina kano .... tomar video eak rash halka batash😊 Dada r hat ta better mone hoche ... bandage ta choto hoyche ... sabdhane e theako sobai mile. Love Rama's expression .... barite Katha bolar somoy ... Mehu r oneak mature ... Tao khub misti maye😍
@MithuBiswas-ob4ub
@MithuBiswas-ob4ub Ай бұрын
তোমার পাঠানো মেঘ আমরা পেয়েছি,,আর ওই মেঘে খুব বৃষ্টি হয়েছে ❤
@shampadas3985
@shampadas3985 Ай бұрын
তোমার কুরিয়ার করা মেঘ এসে পৌঁছে গেছে..কোথাও কোথাও বর্ষণও হয়েছে🌧..এবার শুধু তোমার আসার অপেক্ষায় রয়েছি..তোমাদের দেশে আসাতে তোমাদের পরিবারের লোকেরা যতটা খুশি ঠিক ততটাই খুশি আমরা 🤗...তাড়াতাড়ি চলে এসো..🙂🙂
@pinkamaulik8251
@pinkamaulik8251 Ай бұрын
Mahua ***Tomar kotha bolar style ta vison sundar . Lakhya manuser valobasa aadhay kore niyecho. God may bless you . From kolkata.
@sayanbej8869
@sayanbej8869 Ай бұрын
তোমার পরিবারের মতোই আমরাও অপেক্ষায় আছি তোমার দেশে আসার । আশা করি খুব শীঘ্রই তোমার ভিডিওর মাধ্যমে তোমাকে এই দেশে দেখতে পাব । 😊❤️
@piyalimajumder111
@piyalimajumder111 Ай бұрын
খুব সুন্দর লাগলো দিদিভাই 😊 আপনারা দেশে আসবেন আমার কেমন যেন আনন্দ লাগছে ❤, রামা র কথা শুনে খুব মজা লাগলো যতই হোক বাঙ্গালী বলে কথা ভাত এর নেশা তো থাকবেই 😊 মেহা ওর দিদুন এর সাথে কথা বলা শুনে আমার চোখ এ জল চলে আসলো আনন্দে😊 দিদা আর নাতি নাতনী র ভালোবাসাটাই এমন❤ভালো থাকবেন দিদিভাই ❤
@PujaDhar-hx2jj
@PujaDhar-hx2jj Ай бұрын
অনেক ধন্যবাদ৷ তোমাকে🙏🏻 তুমিতো এর আগের ভিডিওটিতে বাচ্চা কে শাসন নিয়ে একটা কথা বলেছিলে তারপর থেকেই যেন আমার মনে হয়েছে৷ রাগ করা একদোমি উচিত নয় ।আমার বাচ্চার বয়সে এখন মাত্র এক বছর চার মাসে ওই খুবই দুষ্টুমি করে কিন্তুু বিশ্বাস করো আর তোমারা সেই দিনের ভিডিওটার দেখে আমার রাগকে সংযোত করে অনেকটাই এখন যখন রাগ টা বয় তখন তোমার কথাটা মাথায় আসে ☺️ বড়ো দিদি মতনকরে বুঝিয়ে ছো ধন্যবাদ তোমাকে 🙏🏻🥰 কথাটা সারাজীবন মনে রাখবো 🤗 আর আসায় আছি তুমি তোমার পরিবার নিয়ে দেশে আসছো খুব ভালোভাবে এসো এই কমনা করি ভগবানের কাছে 🙏🏻❤️আসার সংবাদ শোনার পরথেকেই যেনো মনে হচ্ছে নিজের আপনজন আসছে খুব খুশি ☺️🥰
@pujasaha7729
@pujasaha7729 Ай бұрын
Thik bolechen. Amio tai. Amar meye 5 bochor.
@shilpisaha1574
@shilpisaha1574 Ай бұрын
বাড়ির লোক গুলো কত খুশি হয়েছে দেখে খুব ভালো লাগলো ❤️
@amartyaroy3170
@amartyaroy3170 Ай бұрын
কী মিষ্টি সম্পর্ক! বড়ো আন্তরিক। বড়ো মধুর। এগুলোই থেকে যায় সারাজীবন।
@tjunog
@tjunog Ай бұрын
তোমায় পুরো মা'য়ের মতো দেখতে😍 সবাই খবর টা পেয়ে কতো খুশি🥺 দেখেও কতো খুশি লাগছে😍❤️ সবাই শুধু অপেক্ষায় ❤
@ninamodak9789
@ninamodak9789 Ай бұрын
তোমার মা আর তোমার কথার ধরন এক ই ❤
@shyamolidutta4704
@shyamolidutta4704 Ай бұрын
দিদি তোমার এই দেশে আসার খবর শুনে তোমার বাপের বাড়ী বা শ্বশুর বাড়ির লোকজন এতো আনন্দ পাচ্ছে সেটা দেখে আমারও ভীষণ আনন্দ হচ্ছে, মনে হচ্ছে ঘরের মেয়ে ঘরে ফিরছে, হয়তো আবার তোমায় ওখানে ফিরতে হবে, তবুও যে'কটা দিন নিজের দেশে কাটানো যায় সেই আনন্দটা কম কিসের। যাই হোক দিদি তুমি লাগেজ গোছানো শুরু করে দাও আর মানিকদার হাতটা এখন কেমন আছে? সবাই ভালো থেকো।
@user-wd7tj1qm4h
@user-wd7tj1qm4h Ай бұрын
দিদি তোমার মা এর সাথে কথা বলতে দেখে আমার ও মা এর কথা মনে পড়ে গেল । মা আমার পরলোক গমন করেছেন 😢 আমার মা ঠিক এই ভাবেই খুশি হতেন আমি বাড়ি যাবো শুনে ।তোমার মা কে দেখে নিজের মা এর কথা মনে পড়ে গেল ,একটু কান্না😢 ও করে নিলাম ।পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক ❤
@abantikamondal2837
@abantikamondal2837 Ай бұрын
I love your blogs a lot....its my night time routine to listen to you and go to sleep❤
@pinkiguha7497
@pinkiguha7497 Ай бұрын
Tomar r tomar maer kotha sune khub valo laglo r ramar thammir kotha sune anande chokher jol chole alo so sweet 💗💗
@jayachatterjee6788
@jayachatterjee6788 Ай бұрын
তোমরা দেশে আসবে জেনে আমি খুব খুশি। ঘরের মানুষ ঘরে ফেরার আনন্দই আলাদা ❤❤❤❤
@WbpAyan
@WbpAyan Ай бұрын
দিদি সুস্বাগতম তোমার ইন্ডিয়া তে,, খুব তাড়াতাড়ি এসো তোমারা ❤❤😊😊
@mousumibose1679
@mousumibose1679 Ай бұрын
মেহা রামা যখন পাশের বাড়ির দিকে যাচ্ছিল তখন বাইরে বাড়ি গুলো কে কি সুন্দর লাগছিল । ওখানে তো ছাদের থেকে ছাদে গল্প হয় না।এক দিন তোমার বাড়ি বাইরে থেকে দৃশ্য ব্লগ করো । ভালো থোকো। সাবধানে এসো । ঘরে লোক ঘরে ফিরলে মনে হয় "আমার সবাই রাজা আমাদের ই রাজা রাজত্বে"
@munmunmitra3481
@munmunmitra3481 Ай бұрын
কি সুন্দর ভাবে ছোট্ট রামাসোনা আর মেহা ঠাম্মি,জেঠু ,দিদামা সবার কথা বলল দেখে মনটা ভরে গেল। তোমরা দুজনে ভাল থেকো,সুস্থ থেকো। ভগবানের আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাক।🙏🏻 আমার অনেক ভালবাসা র‌ইল তোমাদের জন্য।❤️❤️❤️
@soumennandi2335
@soumennandi2335 Ай бұрын
Happiness of parents really matters on return of children frm à distance after a long time। we do feel ❤
@chiragahmedMalik
@chiragahmedMalik Ай бұрын
মহুয়া দি কে পুরো ওনার মায়ের মতো দেখতে। কথা বলার ধরণ টাও প্রায় একই। অবিকল একরকম। এখানে অবাক হওয়ার কিছু নেই। মেয়ে মায়ের মতোই তো হবে। কিন্তু তাই বলে এতটা মিল যে সত্যি ই আশ্চর্য লাগছে। ❤
@asimasahoo88
@asimasahoo88 Ай бұрын
দিদি তোমার এই দেশে আসার সময় মনে হচ্ছে দূর্গা পূজা আসছে 😊😊 সবাই অপেক্ষায় দিন গুনছে ।❤❤❤
@manasichakraborty-yj3ie
@manasichakraborty-yj3ie Ай бұрын
দিদি ভাই, আজ তোমার ব্লক টা খুব ভালো লাগলো, তুমি যে তোমার মার সঙ্গে কথা সেয়ার করলে এতে আরো ভালো লাগলো সত্যি মার মতন আর কেউ হয় না।যাক তোমরা সকলে ভালো থেকো।
@dr.shellyroy8238
@dr.shellyroy8238 Ай бұрын
তুমি সবাইকে নিয়ে দেশে আসবে জেনে খুব আনন্দ হচ্ছে গো। রামা ও মেহাও খয়ব খুশি হয়েছে। তাড়াতাড়ি এস তোমরা ❤️
@priyasardar2329
@priyasardar2329 Ай бұрын
First a like Diya toba video ta dakha suru krlam aunty ❤ .. ph hata nilam r tmr video r notification 😌😌 tmr gola r voice ta sunlai মন vlo hoya Jai 🥰
@user-mh9rp7qg7f
@user-mh9rp7qg7f Ай бұрын
এতদিন পরে দেশে আসা ❤❤সত্যিই খুব আনন্দের দিদিভাই 💙💙💙
@soumitapaul8800
@soumitapaul8800 Ай бұрын
Meha khub valo bangla bole ❤ Tomader sushikhay dhere dhere sundor bhabe Bere uthche
@somabanerjee1034
@somabanerjee1034 Ай бұрын
Valo thakben r susto thakben didi. Happy to hear that you all r coming home
@user-fi1nm5ps8w
@user-fi1nm5ps8w Ай бұрын
Mother's day te maa meyer conversation dekhe mon vore gelo .amio amr maa sathe koto din kotha boli ni ,ai jonme hoito seta r possible na ... khub valo theko jethima r didi ...
@runudas9645
@runudas9645 Ай бұрын
আপনার দুই বাড়ির লোকের পাশাপাশি আমরাও বহু মানুষ দিন গুনছি আপনার ফেরার❤
@nehamondal3561
@nehamondal3561 Ай бұрын
কথাটা সত্যি
@shilpagarai7371
@shilpagarai7371 Ай бұрын
যত সব বেশি
@sipraparuadas3800
@sipraparuadas3800 Ай бұрын
দিদি আমরাও যে অধির আগ্রহে অপেক্ষা করছি, তুমি কবে আসবে ❤️❤️❤️❤️। সত্যি বলছি সেদিন তোমার ওই ভিডিও টা দেখে এতো আনন্দ হচ্ছিলো, মনে হচ্ছিলো আমার নিজের কেউ যেন আমার কাছে আসছে ❤️❤️❤️❤️❤️
@jhumagoswami7966
@jhumagoswami7966 Ай бұрын
তোমারা দেশে আসছো শুনে আমার জানিনা খুব আনন্দ হচ্ছে,তোমাকে সামনা সামনি না দেখেও, তোমার ব্লগ গুলো দেখে মনে হয় তোমার সাথে কতোদিনের চেনা,রামার আধো আধো কথা শুনতে খুব ভালো লাগে। তোমারা হালিশহরে রামপ্রসাদের ভিটে গেছো, আমার বাপের বাড়ি কাঁচরাপাড়ায় আমি প্রায়ই রামপ্রসাদের ভিটে যায়।দাদু দিদারআনন্দ, পরিবারের সবার আনন্দ দেখে খুব ভালো লাগছে। তোমারা সবাই সাবধানে থেকো ❤❤❤
@jhinukbose7509
@jhinukbose7509 Ай бұрын
খুব সুন্দর vlog টা❤❤ আপনারাও ভালো থাকবেন ❤❤❤❤
@modhushreenaskar9473
@modhushreenaskar9473 Ай бұрын
দিদি কেমন আছো সবাই। তোমরা দেশে ফিরছ শুনে মনটা ভরে গেল।
@Bijoybiswas3375
@Bijoybiswas3375 Ай бұрын
আমরা যতোই বড়ো হয়ে উঠি না কেন মা বাবার কাছে কিন্তূ ছোটোই থেকে যাই তাই না 😊❤
@modhumitaghosh3945
@modhumitaghosh3945 Ай бұрын
মহুয়া দি তোমার আর তোমার মা আর শ্বাশুড়ির কথা শুনে বেশ লাগলো, কতো অপেক্ষা করে তোমাদের জন্য কবে আসবে ।মা ,মাই হয়।
@siddharthabose4668
@siddharthabose4668 Ай бұрын
খুব ভালো লাগলো দিদি দেশে এসে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে দেখবো তাই অপেক্ষাতে রইলাম। আপনারা সবাই খুব ভালো ভাবে দেশে আসুন।
@pujachandra473
@pujachandra473 Ай бұрын
তোমরা আসবে বলে বাড়ির সবাই জেমন খুশি তেমন খুব আমার ও আনন্দ লাগছে❤❤❤
@AmitRoy-jw7te
@AmitRoy-jw7te Ай бұрын
দিদিভাই খুব ভালো লাগলো তুমি মেঘ পাঠিয়েছো আর এইদিকে বৃষ্টি শুরু হয়েছে। সাবধানে আসবেন ❤❤❤
@ankurbhowmik4
@ankurbhowmik4 Ай бұрын
দিদি, তোমাদের বাড়ীতে আসা উপলক্ষ্যে তোমাদের সব্বার নির্মল আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগছে। আসলে কান্নার মতো আনন্দটাও সংক্রামক। Thanks and Take care.
@lopapaul9121
@lopapaul9121 Ай бұрын
Maa.......ei dakta...j kotto prayer kotto adorer...khub bhalo chilo ajker vlog ta bhalo theko bhalo rekho ❤ ♥ ❤❤
@chumkipal764
@chumkipal764 Ай бұрын
Meha,Rama koto innocent,khub bhalo laglo,khub bhalo theko anande theko ❤❤❤
@Bonjini
@Bonjini Ай бұрын
Didi, 4 box megh pathabar jonno tomake thank u....Akhon weather amader besh bhalo....❤😍
@pratikash67
@pratikash67 Ай бұрын
তুমি আসবে শুনে আমারো না জানি কেন একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি হচ্ছে। ভালোভাবে আসো দিদি সকলকে নিয়ে।
@tandradas3468
@tandradas3468 Ай бұрын
তুমি দেশে আসছো জেনে,, তোমার বাড়ির সবার মতো আমারও খুব আনন্দ হচ্ছে। যদি একবার কাছ থেকে দেখে জড়িয়ে ধরতে পারতাম দিদি তোমাকে,, তাড়াতাড়ি চলে এসো । কতো তারিখে তোমরা আসছো সেটা জানতে পারলে খুব ভালো লাগতো 😊😊 যদি সম্ভব হয় একটা দিন রেখো তোমার সঙ্গে দেখা করার জন্য আমার খুব খুব ইচ্ছে তোমাকে কাছের থেকে দেখার। তোমার দেশে ফিরে আসার অপেক্ষায় রইলাম দিদি। ভালো থেকো ❤❤❤❤
@runudas9645
@runudas9645 Ай бұрын
আগের বারের ভিডিও গুলো দেখলেই মনে হয় আবারো কবে আপনার camera বন্দী মুহূর্ত গুলো দেখবো বড্ড ভালো লাগে আপনার ভিডিও এর মাধ্যমে চেনা জায়গা কে দেখতে বড্ড ভালো লাগে
@pinkipaul3251
@pinkipaul3251 Ай бұрын
দিদিভাই 🥰 তোমার মতো এই পৃথিবীতে আর কেউ নেই ❤ you are the best, love from tripura,,,,❤😘
@anusmitamukherjee5478
@anusmitamukherjee5478 Ай бұрын
ফুলটার নাম hydrangea ... নাম টার পিছনে বেশ সুন্দর একটা গল্পঃ আছেন জানেন ...ওই পাতা গুলো একটু ডাল সমেত কেটে well drained মাটিতে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায় , চেষ্টা করে দেখতে পারেন
@Tumpasimplevlog
@Tumpasimplevlog Ай бұрын
খুব আনন্দ করলাম ফোনে কি সুন্দর করে কথা বললে মায়ের সঙ্গে ❤❤
@sambhubasu3258
@sambhubasu3258 Ай бұрын
Mahua you and your family is a learning for many of us......specially who all staying abroad like you for a longest period....so much PURE you people are....
@gitabarmaroypramanik6975
@gitabarmaroypramanik6975 Ай бұрын
এই ফুলের নাম হাইড্রেনজিয়া আমার ছাদ বাগানেও ফুটেছে❤
@user-tw6jl2kr8d
@user-tw6jl2kr8d Ай бұрын
17 minute er modhye 10k plus views.eta thekei bojha jay video ta koto valo❤
@debayanbera605
@debayanbera605 Ай бұрын
This vlog made me so emotional. My eyes were oiling up again and again. Stay well Rama and Mehu and their grandparents.❤❤
@kousikmondal1012
@kousikmondal1012 Ай бұрын
Sotti khub sundor laglo aber India te ascho. So proud of you guys Stay safe and happy.❤❤
@anshushreedas8276
@anshushreedas8276 Ай бұрын
Sotti tomar moto jodi sobai hoto...sobar theke alada tumi❤❤
@simasaha752
@simasaha752 Ай бұрын
তোমার মা তোমার মত সুন্দর। আর কথা শুনে মন ভরে গেল ।সব মা এই রকম হয়। আমি আমার ছেলেদের জন্য এই ভাবেই অপেক্ষা করে থাকি। আমার দুই ছেলে কানাডা থেকে পড়াশোনা করে।
@somamandal1541
@somamandal1541 Ай бұрын
Bhishon khusi je tumi India ascho......tomar sob viewer's wait korche..... tomra valo vabe sustho vabe eso❤❤❤
@rebabiswas6852
@rebabiswas6852 Ай бұрын
দিদি আজকে ব্লগটা ভীষন ভালো লাগলো,কারণ বাড়ির লোকদের সাথে কথা বললে,দিদি এসো দেশে খুব আনন্দ করো সবাই , দাদার হাত কেমন আছে ,দিদি খুব ভালো থেকো
@tapasroy7633
@tapasroy7633 Ай бұрын
খুব সুন্দর লাগলো ।। এক কোথায় অসাধারণ ❤❤😊
@Soma.Haldar.
@Soma.Haldar. Ай бұрын
মনটা খুশি হয়ে গেলো নোটিফিকেশন পেয়ে ❤
@sujatachandra3185
@sujatachandra3185 Ай бұрын
তোমরা বাড়ি আসছ জেনে, তোমার বাড়ির সবার মতো, আমরাও খুব আনন্দিত। কত তারিখে তোমরা আসছ সেটা জানতে পারলে খুব ভালো লাগতো। ভালো থেকো।
@SatarupaSarkar-um5ho
@SatarupaSarkar-um5ho Ай бұрын
দিদি আমি কোনো দিন তোমাকে কোনো কমেন্টস লিখিনি অনেক বার অনেক কিছু লিখবো ভেবেও লিখে উঠতে পারিনি আসলে আমি এই সোশ্যাল মিডিয়া তে খুব 1টা একটিভ নই।।।তোমার র এরকম কিছু ভিডিও দেখি কিন্তু আজ লিখলাম।। আমি তোমার মতো এতো দূরে না থাকলেও।। কলকাতা থেকে অনেক দূরে থাকি আমার স্বামীর চাকরি সূত্রে।। আমার স্বামী এই দেশের 1জন রক্ষক।। তার সাথে থাকার জন্য আমি কলকাতা থেকে অনেক দূরে অরুণাচল অসম বর্ডার এর কাছে থাকি।।আজ তোমার মার 1টা কথা শুনে আমার চোখে জল এসে গেলো আমার মা ও বলে বাবু অল্প অল্প করে গোছা আবার যখন আসবি দেখবি কত জিনিস ভুলে গেছিস।।।আচ্ছা দিদি সব মা রা কি এক হয়ে শুধু চেহারা গুলো আলাদা।।।।
@Ankonalife
@Ankonalife Ай бұрын
তোমার মতই ফুলগুলো সুন্দর । দাদাভাই কে আমার প্রণাম ও মেহা ও রামার কে ভালোবাসা জানিও দিদিভাই
@the_cosmoholic_8
@the_cosmoholic_8 Ай бұрын
Kiram jano emotional hoe gelam tomar r tomar maa er conversation sune
@rakhisarkar1378
@rakhisarkar1378 Ай бұрын
তুমি দেশে ফিরে আসার অপেক্ষায় আছি জানি না কোনদিন ও দেখা হবে কিনা তবু ও খুব আনন্দ হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ❤️❤️❤️❤️❤️❤️ রামা, মেহা 🥰🥰🥰🥰🥰 খুব ভালো লাগলো ব্লগটা মহুয়া দি ❤️❤️❤️❤️❤️❤️
@atoshidas2100
@atoshidas2100 Ай бұрын
দেশ ও ফেরার কথা টা শুনে আমার ই খুব আনন্দ হচ্ছে। আপনারা অনেক ভালো থাকবেন
@sakshibose4840
@sakshibose4840 Ай бұрын
তোমার দেশে ফেরার কথা শুনে খুব ভালো লাগলো দিদিভাই ❤️❤️❤️❤️
@dipdebnath2754
@dipdebnath2754 Ай бұрын
, রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।মেহা দিদিভাই আর রামা দাদা ভাই এর ভিডিও কল এ কথা বলা দেখে আমার মনে এতো আনন্দ হলো।যেন মনে হচ্ছে আমার সঙ্গেই কথা বলছে দুই ভাই বোন।কতো দিন পর হালি শহরের ছেলে বৌমা নাতি নাতনি।আর মেদনি পুরের মেয়ে জামাই নাতি নাতনি।দেশে ফিরছে।!ওনাদের আনন্দের কথা বলে বোঝানো যাবেনা।সেই সঙ্গে আমরাও খুশির অংশীদার হতে পেরে ভালো লাগছে।ভালো থেকো।👌👌👌😃☘️🌷☘️❣️❣️❣️❣️😆😄🥰🥰
@user-fl6xo9rf5v
@user-fl6xo9rf5v Ай бұрын
দেশে থেকে দেশ কে মর্যাদা দিতে পারি না, যারা বিদেশে থাকে তাদের দেখলে বুঝতে পারি নিজের দেশের মাটি কতটা টানে
@rumasingha677
@rumasingha677 Ай бұрын
Chokhey jol choley aslo😢khub valo laglo suney tomra Indian tey ascho❤
@Soumarjita455
@Soumarjita455 Ай бұрын
পোশাকে কি যায় আসে।। মহুয়া দি তো আমাদের ভালোবাসা, আবেগ ❤❤ এমনিতেই আমাদের দিদি সেরা ❤
@sharmilachattaraj5545
@sharmilachattaraj5545 Ай бұрын
তুমি আসবে বলে মা কত খুশি সাথে আমরাও❤
@diaryofronnmom6679
@diaryofronnmom6679 Ай бұрын
Tomar ma koto sweet jamai k koto valobase🥰🥰
@user-sd6qo9db2f
@user-sd6qo9db2f Ай бұрын
Ki ja valo sundor apnader life style
@miskatulhasan8573
@miskatulhasan8573 Ай бұрын
Take love from Bangladesh 🇧🇩
@user-oq4ns9yp5v
@user-oq4ns9yp5v Ай бұрын
দিদিভাই সত্যি বলছি মাসিমার সঙ্গে যখন মেহা কথা বলছে তখন আমার চোখে জল চলে এসেছে। সত্যি দিদিভাই দিদা আর নাতি নাতনীর সম্পর্ক সম্পুর্ণ আলাদা ❤❤❤❤❤
@sumanachatterjee1811
@sumanachatterjee1811 Ай бұрын
Amar o ekdam Tai holo,choke jal ese gelo
@somachatterjee8459
@somachatterjee8459 Ай бұрын
আমরা সকলেই অপেক্ষায় রইলাম তোমাদের দেশে দেখার জন্য। ❤❤❤❤❤সাবধানে সব জিনিস মনে করে গুছিয়ে নিয়ে চলে এসো । তুমি একটু মেঘ পাঠালে বলে আমরা একটু স্বস্তির বৃষ্টি পেলাম😊😊😊😊😊😊😊
@Shreya-302
@Shreya-302 Ай бұрын
তুমি আসবে বলে, আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে, কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি,,, আমি তোমাকে আজ প্রথম কমেন্ট করলাম অনেক ভালোবাসা❤❤
@spread_joy_with_pallabi.
@spread_joy_with_pallabi. Ай бұрын
Jemon nijera kothao ghurte gele anondo hy temon apnara aschen sune khub valo lagche❤
@arindamsantra8537
@arindamsantra8537 Ай бұрын
সত্যি দিদি আপনার মেয়ে ছেলে খুব ভালো।
@adityajana8900
@adityajana8900 Ай бұрын
দিদি কেমন আছ ,মা দুর্গার মত আসছে। সন্তান নিয়ে ,তোমার বাড়ির লোকের আপেক্ষা শেষ হতে চলছে
@rumelaghosh2724
@rumelaghosh2724 Ай бұрын
Khub bhalo lglo didi ....tomra ascho sune amader o khub moja lgche ....❤️❤️
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 52 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 51 МЛН
Srabanti is back to her schedule
18:17
AS Family
Рет қаралды 12 М.
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 52 МЛН