পৃথিবীর প্রত্যেক মা মেয়ের যেনো ঠিক এরকমই মিষ্টি মধুর সম্পর্ক আজীবন অটুট থাকে ❤...
@rinku1986-h8m2 ай бұрын
Sotti tai
@aditirsadharonlifestyles1192 ай бұрын
হ্যাঁ, ঠিক সত্যি তাই
@fatiarahaman07Ай бұрын
I wish
@KakaliMitra-p7q2 ай бұрын
মহুয়া, তোমার ব্লগ দেখতে সবাই কেনো এত ভালোবাসে ...সেটা কি তুমি জানো? অসাধারণ কে আমরা সবাই অসাধারণ বলি এটা খুব স্বাভাবিক। কিন্তু তুমি অতি সাধারণ জিনিস কে তোমার বাচনভঙ্গি, ব্যক্তিত্ব দিয়ে এমন অসাধারণ করে তোলো যা আমাদের সবাইকে মুগ্ধ করে❤❤👍👍
@rinku1986-h8m2 ай бұрын
Sotti tai
@aditirsadharonlifestyles1192 ай бұрын
সত্যি মহুয়াদির ব্লগ এই জন্যই খুব ভালো লাগে ।
@mausumidasgupta53162 ай бұрын
Sotti, ak nesher moto
@Sumitadey6972 ай бұрын
Ekdom thik kotha.
@Sumitadey6972 ай бұрын
আহা মনে হচ্ছিল ছুটে গিয়ে পাশে বসে পড়ি।
@sudeshnamukherjee6772 ай бұрын
"ভালো মন্দ তো সবাই খাওয়ায়, পান্তা ভাত একমাত্র মা খাওয়াতে পারে" হাসতে হাসতে বড়ো দামি কথা বললেন দিদি ❤
@RatnaChoudhury-uc8rcАй бұрын
সত্যি ,মা ছাড়া সন্তানের মনকে কেউ বুঝতে পারেনা। মায়ের অভাব প্রতি মূহুর্তে অনুভব করি। তোমাদের দেখে মন জুড়িয়ে গেল।❤
@priyankisarkar14692 ай бұрын
মা মেয়ের কি অসাধারণ বন্ধন। সেই কোন ছোটবেলায় মা কে হারিয়েছি। চোখ ভরে এই দৃশ্য দেখতে দেখতে আনন্দে চোখে জল চলে এল।
@tanushreenath45262 ай бұрын
এ জগতে সবথেকে সুখী সে যার কাছে মা আছে ❤️
@dipikaacharya98092 ай бұрын
2nd nov maa k hariye ei kotha ta valo moto ter pachhi
@advayatales2 ай бұрын
Theek katha
@arpitamanna8740Ай бұрын
ঠিক বলেছেন,পৃথিবীর সব দুঃখ একদিকে হয়ে যায় মা এর সঙ্গ পাওয়া গেলে
@aditichatterjee33182 ай бұрын
মায়েরা কেন এত ভালো হয়? কেন সবার থেকে আলাদা হয়? মায়ের থেকে দূরে গেলে যেন আরো বেশি মনে হয় এসব। এই ভ্লগটা দেখে কি যে শান্তি হল। পৃথিবীর সব মায়েরা যেন ভালো থাকে,সুস্থ থাকে। ❤
@dishascorner57342 ай бұрын
Stti❤
@monikanandi52472 ай бұрын
Ekdom thik kotha bolecho bon ❤
@sharbantidmondal-62952 ай бұрын
মা পৃথিবীর একমাত্র যে সন্তানের সব ইচ্ছে পূরন করে❤❤
@sreejitachanda67872 ай бұрын
Sobai eto lucky hoye na... 😢
@rinabasak8172 ай бұрын
Jamon ami
@arpitachatterjee11832 ай бұрын
Sotti ❤
@shampapaul56632 ай бұрын
Asadharon
@dishaghosh41742 ай бұрын
Akdm thik bolechen ❤
@sutapakuity6888Ай бұрын
আজকের ভিডিও টি অসাধারণ লাগলো। সত্যিই মায়ের মমতার কাছে সবকিছুই তুচ্ছ ।আমি খুব ছোট বেলায় মাকে হারিয়েছি ,তাই এই ভিডিওটি দেখে চোখের জল আর ধরে রাখতে পারলাম না ।ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা।
@aparnasarkar-sf5lhАй бұрын
আজ বুঝতে পারলাম।।।তুমি এত ভালো কি করে।।যার মা এত ভালো সে তো ভালো হবেই❤
@mithunroy123332 ай бұрын
কি শান্তিই না লাগছে মা মেয়েকে একসাথে পান্তা ভাত খেতে! চোখ, মন জুড়িয়ে গেল। ❤
@poulomibhattacharjee8562 ай бұрын
ঠিক বলেছেন
@smritighosh99102 ай бұрын
পানতু না পানতা
@subhraghosh97062 ай бұрын
Panta ba panto
@runamallick80182 ай бұрын
এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। কত যত্ন করে মাসিমা, পান্তা ভাত টা তৈরি করেছেন। খুব খুব ভালো লাগলো, প্রবাসের মাটিতে, দেশের মতো বসে পান্তা ভাত খাওয়াটা। অসাধারণ। খুব ভালো থাকবেন মাসিমা, মহুয়া খুব খুব ভালো,ওর Blog খুব ভালো লাগে, অপেক্ষায় থাকি, নতুন Blog এর। প্রবাসী হয়ে ও নিজের দেশের সন্মান সবসময় বজায় রাখে, খুব বড় মনের মানুষ মহুয়া।
@Sam95b-123p2 ай бұрын
আমি বাংলাদেশী।আমার মা চিকিৎসার জন্য আজ মাসখানি হলো ইন্ডিয়ার ভেলুড়ে আছে। খুব মনে পড়ে মাকে।আজ কত দিন হলো মাকে দেখি না ।সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন যেন সে সুস্থ হয়ে দেশে ফিরতে পারে আমার কাছে।
@SOMENMANDAL7862 ай бұрын
অনেক অনেক শুভকামনা রইলো...
@kanizfatema34532 ай бұрын
Fee Amanillah
@kingshukgupta45172 ай бұрын
অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন। ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই। চিন্তা করবেন না।
@barshaaseth2 ай бұрын
Nischoi khub taratari sustho hoye Tomar ma Tomader ghore firbe
@pampaghosh53052 ай бұрын
অনেক শুভ কামনা রইলো
@sikharoychowdhury35212 ай бұрын
মা, মেয়ে কে এভাবে পান্তা খেয়ে দেখে মন ভরে গেলো..❤
@gopadutta87602 ай бұрын
এই পৃথিবীতে যার মা আছে সে সব থেকে সুখী তোমরা ভালো থেকো
@sanarkitchen30092 ай бұрын
দেশের যেই প্রান্তে থাকো না কেন পান্তা ভাতের প্রতি প্রেম কিন্তু বাঙালির মনে সারাজীবন থেকেই যাবে ❤❤❤❤
@poulomibhattacharjee8562 ай бұрын
একদম
@Gungunaa_le2 ай бұрын
Ekdom❤
@sumanaghosh84142 ай бұрын
Thik .khai majhe moddhei kintu oi j chop dia alumakha oi swad ta kothay pabo 😢
@PriyaRudra1602 ай бұрын
Kintu seta gorom kale
@RIMAYARAAllINONE2 ай бұрын
ঠিক কথা
@RATAN5s2 ай бұрын
সত্যি মা এর বিকল্প নেই।
@aninditabristihalder2 ай бұрын
কি সুন্দর আজকের ভ্লগটা। আমিতো শ্বশুর বাড়ি তে থাকি। তাই মা কে ভীষণ মিস্ করি। খুব মনে পড়ে আমাদের একসাথে কমলা লেবু খাওয়া। আমার গায়ের বালাপোস প্রতি মুহূর্তে ঠিক করে দিত মা। ভালো থেকো দিদি তোমরা।
@tapatisworld74992 ай бұрын
খুব ভালো লাগলো তোমাদের মা মেয়ের একসাথে পান্তা খাওয়ার যুগলবন্দী দেখতে। সত্যি ই একেই বলে মা বাক্যটা ছোট হলেও এই ডাকটার আলাদা বৈশিষ্ট্য আছে।কবে তুমি খেতে চেয়েছিলে তিনি ঠিক মনে রেখেছেন। চোখ জুড়িয়ে গেল। মায়ের কোন বিকল্প হয়না।"অতল অপার মাতৃস্নেহ পারাবার।"ভালো থেকো সবাই❤❤❤❤❤
@LaxmiMondal-jn7prАй бұрын
মা মেয়ের মধুর সম্পর্ক দেখে আমার বড় মেয়ের কথা মনে পড়ে গেল । মেয়ে অনেক দূরে থাকে ।আমাদের সম্পর্ক টাও এই রকম ♥️
মন ভোরে গেল... মা মেয়ের এই আড্ডা দেখে চোখে জল চলে এল।
@aninditadutta26622 ай бұрын
মা ও মেয়ের পান্তা ভাতের আড্ডা টা দারুন 👍 তবে মা সাথে থাকলে সব খাবার ই অমৃত লাগে মা মেয়ে র পান্তা ভাত অপূর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 🥰
@sadhanghosh942028 күн бұрын
এতো সুন্দর বন্ডিং মা মেয়ের।মন ছুঁয়ে যায়।
@somasarkar13362 ай бұрын
এই হল মা | পান্তা দেখে জিভে জল চলে এল | খুব ভালো থেকো |
@surjoghosh97712 ай бұрын
সেই ছোট্ট বেলায় মা কে হারিয়েছি। তোমাদের মা মেয়ের ভালবাসা দেখে খুব ভাল লাগে।
@devpriyakirtania27782 ай бұрын
মা এর সাথে এই প্রাণ খুলে গল্প হাসি চোখে জল এনে দিলো 🥺, থাম্বনেলটা দেখেই তো খিদে পেয়ে গেলো গো , একাকিত্ব জীবনে এই স্মৃতি গুলোই হবে তোমার খুশির কারণ.......❤
দারুন !দারুন ! মা মেয়ের আন্তরিক একটা গল্প । আর সত্যিই পান্তাভাত দারুন লাগে, ছাতু মাখা দিয়ে খুব ভালো লাগে।
@rahulseema81392 ай бұрын
দিদি আমি বাংলাদেশ থেকে বলছি আমি ঢাকা থাকি আমি যখন বাবার বাড়ি তে যেতাম তখন এই পান্তা ভাত, কচুর শাক এই গুলোই খেতে চাইতাম আমার মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে তাই আপনি আর আপনার মায়ের এই ভিডিও টা আমার মন ছুয়ে গেলো দিদি।
@mallikaroy69092 ай бұрын
নিঃস্বার্থ ভালোবাসার আধার মা❤। তার মতো যে কেউ হয় না , ভীষণ ভালো লাগছে। ❤❤❤
@sweetysingha80882 ай бұрын
এই মা মেয়ের গল্প শুনলে মন একদম ভরে যায় ❤
@SomaMukherjee-y4i2 ай бұрын
মা ও মেয়ের এই মুহূর্ত দেখে মন ভরে গেলো এক দম মন থেকে বলছি দিদি ❤❤
@mahuyabaidya80512 ай бұрын
🎉কবে ছোটবেলায় খেয়েছি এভাবে দারুন লাগল্ পান্তার পিকনিক
@samiranbiswas71892 ай бұрын
মা ও মেয়ের মধুর কথাবার্তা মন ছুয়ে গেল
@moumitamajumdar69582 ай бұрын
একেই বলে মায়ের ভালোবাসা, এই ছোটখাটো নানারকমের জিনিস আমাদের মনের ভেতরের ফিলিংস এটা মা ছাড়া কেউ আর বোঝেনা। এই পান্তা ভাত খাওয়া বা যেকোনো আবদারের জিনিস সেটা মা রাই একমাত্র মনে রেখে আমাদের আগলে খাওয়ায়। মা ছাড়া আর কেউ এসব মনে রাখেনা এই গোটা পৃথিবীতে আমরা কি চাই আমরা কি ভালোবাসি। সেইজন্য মা একমাত্র মা ই হয়। ❤ তোমাদের দুজনকে দেখে দিদি আমার চোখে জল চলে এসেছে। আমার মা ও দীর্ঘদিন আমার কাছে এসে থাকতে পারে না, তাই তোমার আর মাসিমার এই অভূতপূর্ব সুন্দর মুহূর্তটা দেখে নিজের চোখের জলের বাঁধ মানাতে পারলাম না। খুব ভালো থেকো তোমরা, ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা ❤️🙏🏻🙏🏻 খুব সাধারন কিন্তু দারুন একটা ভিডিও দেখলাম আজকে।🥰
@sutapasaha44462 ай бұрын
পান্তা, দারুণ দারুণ। আমারও খুব পছন্দের খাবার। এখন কলকাতায় যা গরম পরে তাতে পান্তা একমাত্র নিরাপদ খাবার। পেট ও মন সব শান্ত থাকবে।
@smritikadawn65252 ай бұрын
কি ভালো একটা পরিবারের বন্ধন তোমাদের দেখলেই মন ভালো হয়ে যায় , তোমার মধ্যে একটা মানুষকে ভালো রাখার অদ্ভুত ক্ষমতা রয়েছে জানো ,, প্রতিদিন অপেক্ষা করে থাকি তোমার এই সুন্দর মুহূর্ত গুলো দেখার জন্য আর তোমার থেকে অনেক ভালো কিছু শেখার জন্য এরমি থেকো দিদি খুব ভালো থাকো খুব ভালো থাকো অনেক অনেক ভালোবাসা ❤
@modhumitaghosh39452 ай бұрын
মহুয়া দি আজকের ভিডিও টা সত্যিই তোমার ব্লগের প্লাস পয়েন্ট,এটা একটা বিশাল স্মৃতি হয়ে থাকলো চিরদিন। ভালো থেকো তোমরা, মায়ের সাথে থাকো,কতো দুরে থাকো মায়ের কাছ থেকে,যে কদিন থাকো মন খুলে এনজয় করে নাও।
@sukladas37342 ай бұрын
পান্ত ভাত খেতে কে না ভালো বাসে।কিন্তু অদ্ভুত ব্যাপার তুমি বিদেশে থেকে এত সুন্দর করে খাওয়ায় পরিবেশ তৈরি করেছো এটা আমরা দেখে মন খুশি হয়ে গেছে ।তুমি এত সুন্দর করে ব্লগ করতে থাকো দিদি ।
@piupaul15372 ай бұрын
সত্যি মহুয়া তুমি খুব ভাগ্যবতী যে মায়ের এত যত্ন ও ভালোবাসা পাচ্ছ...মায়েরা এরকম হয় মেয়ের মনের কথা বোঝে...আমার মাও এরকম ছিলো...এখনো আছে কিন্তু অসুস্থতার জন্য কিছু করে উঠতে পারেনা...এই ব্লগ দেখে মনটা অতীতের পিছনে চলে গেলো....ভালো থাকুক প্রতিটা মা মেয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা
@SuchetanaGupta2 ай бұрын
ভীষণ ভালো লাগলো। মা মেয়ের সম্পর্ক সত্যিই, অসামান্য। মায়ের মতো ভালো কেউ বাসতে পারে না।
@souravsen86422 ай бұрын
তোমার এত জনপ্রিয়তার প্রধান কারণ যে ,তুমি দিদি ছোটো ছোটো জিনিস এর মধ্যে অসম্ভব আনন্দ খুঁজে পাও ❤।অনেক ভালবাসা আর শুভেচ্ছা রইলো দেশের এই ছোট ভাইয়ের তরফ থেকে। 🙂
@gitikabanerjee1452 ай бұрын
দূর্দান্ত উপভোগ করলাম ! সাথে তৃপ্তি করে খেলাম ও ! মা , মেয়ের জোড়ি যুগ যুগ জিও এই মাত্র মহিলা কে দেখলাম, বিদেশে র মাটিতে নিজের বাঙ্গালী ত্ব সুন্দর বজায় রেখেছেন !সম্ভ্রম সম্মানিত বোধ খুব খুশি করলো! অনেক কে দেখি , বিদেশে গিয়ে ই জিন্স ধরেন ! ওনাকে বড়ো ভাল লাগছে !কাছে যতদিন থাকেন আমাদের ও আনন্দ ! সব্বাই খুব ভালো থাকো !
@amalmallick57302 ай бұрын
ম - মহুয়া, ম - মা, ম - মাটির গন্ধ ❤❤
@chamelisatapathy37592 ай бұрын
মহুয়াদি যেভাবে মাসিমার পান্তা ভাতের জল খাওয়াটা দেখে জলটা খেলো কি ভালো লাগলো কি মিষ্টি সম্পর্ক সন্তানরাএভাবে মায়ের কাছে চিরকাল ছোটো ই থাকে এই সুন্দর ব্লগটি মন ভরিয়ে দিল ❤❤❤
আপনি এত down to earth! কি ভালবেসে পান্তা ভাত খেলেন। খুব ভাল লাগল।
@binapaul33292 ай бұрын
মেয়ের মনের কথা মা ছাড়া কেউ বোঝে না, যেমন দিদি তার মা কে কাছে পেয়ে সব আবদার মেটাচ্ছে, ভিডিও টা দেখে ভীষণ ভালো লাগলো
@ankitapaul42472 ай бұрын
আমরা বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন পান্তা ভাতের প্রতি প্রেমটা মনে হয় সবার থাকে, আমি আর আমার মা ঠিক এমন করেই দুজনে মিলে বসে পান্তা ভাত খেতাম, আমার বাবা খেত না আমার মা আজ 4 বছর হলো মারা গেছে, তোমাদের দেখে ভীষণ মনে পড়ল মার সাথে কাটানো পান্তা ভাত নিয়ে স্মৃতি
@BISWAJITBOSE-h6n2 ай бұрын
দিদি তোমার প্রতিটা ভিডিও মন ছুঁয়ে যায়, কিন্তু এই ভিডিওটি অনবদ্য ভীষণ আবেগপ্রবণ মনে হচ্ছে আমি আমার মায়ের সঙ্গে বসে আছি। দিদি ভীষণ সুন্দর একটা ভিডিও উপহার দিলে।
@Ranumajumder-n1u2 ай бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ একটি ভিডিও দেখলাম। খুব ভালো লাগলো যেমন তেমনি চোখে জল চলে আসলো। আমার মাকে খুব মনে পড়ছিলো। আমার মা মারা গেছে আজ উনিশ বছর হয়ে গেল। তবুও সবসময় মনে পড়ে খুব। তোমরা সবাই খুব ভালো থেকো।
@moumitaghosh3842 ай бұрын
তোমাদের পান্তা ভাত খেয়ে মনে ভরল আর আমাদের খাওয়ায় এই সুন্দর প্রস্তুতি টাই মন ভরিয়ে দিল। তার কারণ নিজেদের জন্য কিছু করবার সময় ই হয়ে ওঠে না।
@mitapaul41252 ай бұрын
পান্তা ভাত দারুন খেতে সেটা যদি হয় মায়ের হাতে। তোমাদের দুজনকে একসাথে গল্প করতে দেখে নিজের মায়ের কথা মনে পড়ে গেল। খুব ভালো থেকো এইভাবে মা ও মেয়ে ❤❤❤❤
ব্লগ দেখে ক্ষিদে পেয়ে গেল, খুব ভালো লাগলো তোমার পান্তা ভাত এর আয়োজন, ভালো থেকো তোমরা সবাই
@modhumitaghosh39452 ай бұрын
মহুয়া দি আজকের ভিডিও টা সত্যিই তোমার ব্লগের প্লাস পয়েন্ট,এটা একটা বিশাল স্মৃতি হয়ে থাকলো চিরদিন। ভালো থেকো তোমরা, মায়ের সাথে থাকো,কতো দুরে থাকো মায়ের কাছ থেকে,যে কদিন থাকো মন খুলে এনজয় করে নাও ।😊
@sharmilaray62762 ай бұрын
ভীষণ enjoy করলাম। মা মেয়ের পান্তা ভাত খেতে খেতে গল্প খুবই মন ছোঁয়া। তোমার মা এত সুন্দরী আর dignified মহুয়া।
@vgsharmila072 ай бұрын
খুব সুন্দর একটা স্মৃতি করে রাখলে তোমার ব্লগের মাধ্যমে মা মেয়ের পান্তা খাওয়া ❤❤❤
@susmetadas-sm5uz2 ай бұрын
অনেক সুন্দর একটা ভিডিও এতো ভালো লাগলো কিছু বলার ভাষা নেই
@chayanbindai2 ай бұрын
পান্তা ভাত কার কার খেতে ভালো লাগে ???
@maitreyeedey4482 ай бұрын
আমি পান্তাভাতের পাগল কিন্তু এখন শরীর বুঝে খেতে হয় তাই আর খাওয়া হয়ে ওঠে না গো
@shampachakraborty37922 ай бұрын
Amar
@mahuyamajumder16122 ай бұрын
Amio panta bhat khete khub bhalo basi ❤
@aniketmondal63082 ай бұрын
Amar o bhalo lage
@poulomibhattacharjee8562 ай бұрын
আমার খুব প্রিয়
@taronkesehermain36992 ай бұрын
Maa meyer ei adda.. sotti.... Biyer por meyera j koto ta dur hoye jai....khub sundor muhurto
@pampachowdhury38932 ай бұрын
মাকে বহুবছর হলো হারিয়েছি, আজ তোমাদের মা মেয়ের একসঙ্গে বসে খাওয়া দেখতে দেখতে একাধারে মহুয়া তোমাকে খুব হিংসা হচ্ছিল, আবার একাধারে চোখটা জলে ভিজে যাচ্ছিল....এরকম করে বহুবছর মায়ের আদর খাও এই প্রার্থনা করি❤❤
@SudhaDey-g9v2 ай бұрын
যেমন পান্তা ভাত মাখা তেমনি তোমাদের মা মেয়ের আড্ডা দুর্দান্ত লাগলো মা যতদিন ওখানে আছে খুব মজা করে কটাও ❤️❤️❤️❤️❤️
@somashreenaskar18412 ай бұрын
এই জন্য আপনার ভিডিও দেখতে এত বেশি ভালো লাগে, আপনি বিদেশে থকলেও দেশের কোন কিছু ভুলে যান না, আজ এত ভালো লাগলো কমেন্ট না করে করে থাকতে পারলাম না❤
@PallabiBarik-f4p2 ай бұрын
খুব ভালো লাগলো দিদি।মা আর বাবার মতো বন্ধু এই পৃথিবীতে আর কেউ নেই। দিদি তোমাদের পান্তা খাওয়া দেখে জিভে জল এসে গেল।
@ananyadutta65252 ай бұрын
তোমার মায়ের খুব শিক্ষা ভালো। তাই তুমি এত ভালো
@niveditabanerjee8918Ай бұрын
খুব মায়া তোমার মায়ের সবার উপর। খুব ভালো মানুষ ।
@KoyalDutta-xf6qh2 ай бұрын
তোমার ব্লগ দেখতে খুব ভালোলাগে মহুয়া দি। ❤ পৃথিবীর প্রত্যেক মা মেয়ের জন্য ঠিক এরকমই মিষ্টি মধুর সম্পর্ক আজীবন অটুট থাকে। ❤ পান্তা ভাত খেতে তো সবার খুব ভালো লাগে। দেশে যে প্রান্তেই থাকুন না কেন পান্তা ভাতের প্রতি প্রেম কিন্তু বাঙালি মনে সারা জীবন থেকে যাবে। ❤ খুব ভালো থেকো সুস্থ থেকো। ❤
জিভে জল চলে এলো যে, আর এর সাথে কাসুন্দি আর মুসুর ডালের বড়াও খুব ভালো লাগে খেতে
@sutapamukherjee97352 ай бұрын
মায়ের সাথে বসে পান্তা খাওয়ার মজাই আলাদা। আমাদের বাড়িতে মা , মামনি কাকীমনি, পিসিমণি ভাই বোনেরা অনেক জন মিলে গোল হয়ে বারান্দায় বসে গুছিয়ে পান্তা খাওয়া হোতো। খুব ভালো লাগলো আজকের ভিডিও টি।
@SrijoniKhan-e5m2 ай бұрын
Ajke ai vlog ti ai niye 2 bar dekhlam ki je sundor laglo ajke video to ta mukhe bole prokash kora jabe na vison sundor ❤❤❤❤❤❤❤
@ramishakhatun80552 ай бұрын
আজ খুব তারাতারি আসলাম ভিডিও দেখবো বলে আসলাম আর এসেই আগে লাইক তারপর ভিডিও দেখা শুরু ।
@My_cup_of_tea112 ай бұрын
দিদি তোমাদের প্রান্ত দেখে আমার তো জিভে জল চলে এলো ,হা হা হা কি অপরূপ স্বাদ। যারা এই স্বাদ পেয়েছে তারাই জানে, এ স্বাদের ভাগ হবে না
@mis_heart2 ай бұрын
আপনার ভিডিও দেখে আমার পান্তা ভাত খেতে এখন ইচ্ছে করছে বাড়িতে সব রান্না হয়ে গেছে আমি এখনই গিয়ে দুটো পেঁয়াজি ভাজবো আলু সেদ্ধ মাখবো ডিমের অমলেট করবো দিয়ে পান্তা ভাত খাব গরম ভাতের জল ঢেলে ঠান্ডা করে পান্তা ভাত করে আমি এখন পান্তা ভাত খাব আপনার দেখে আমার যে ইচ্ছে হলো বাড়িতে চিকেন হয়েছে মাছ হয়েছে ওগুলো একটাও আমি ছোবো না আমি এখন বাড়িতে গিয়ে পান্তা ভাত খাব😁😁
@SathiDutta-d5t2 ай бұрын
প্রতি মূহূর্তে আমাদের সাথে মিল।শেষে যখন ভাজা লনকা বললেন তখন ভীষন ভালো লাগল ।আমি আর আমার ছেলে ভীষন ভালো বাসি।
@MousumiKarmakar-n4yАй бұрын
পান্তা ভাত এভাবে কতদিন খাই নি।তোমাদের মা মেয়ের পান্তা ভাত খাওয়া দেখে মনে পড়ে গেলো আমরাও ভছোটবেলাতে উঠানে বসে এইভাবে পান্তা ভাত খেতাম।❤❤❤
@keyasantra13502 ай бұрын
এই ভিডিওটা আমার সব থেকে সেরা লেগেছে 😊 এক মুহূর্তের জন্য আমি আমার দেশের বাড়িতে থাকা হারিয়ে যাওয়া শৈশবের কথা মনে পড়ে গেল, ঠিক শীতকালে এইরকম মা ঠাকুমার সাথে দুপুরে ভাত খেতাম
@poulomibhattacharjee8562 ай бұрын
ঠিক বলেছেন
@marmitabs19882 ай бұрын
খুব ভালো লাগলো দিদি মা মেয়েতে বসে এই যে দুপুর বেলায় একসাথে খাওয়া তাও আবার পান্তা ভাত অপূর্ব সত্যিই এর কাছে অন্য কোন খাবার আসে না😊
@Pappudas-o1g2 ай бұрын
Sotyi e Tai khub valo laglo
@pujabiswas66822 ай бұрын
আমরা দেশে থেকে নিজেদের মধ্যে বাঙালি সত্ত্বা বজায় রাখতে পারিনা কিন্তু আপনি বিদেশে থেকেও কী সুন্দর বজায় রেখেছেন সত্যিই আপনি অতুলনীয় স্মৃতির খাতায় যোগ হলো আরেকটি নতুন পাতা ♥️
Ajker sera blog. Ato sundor laglo tomader Maa meyeke panta khete khete galpo korte dekhe. Valo theko tomra..
@arpitaghoshpal71472 ай бұрын
ঠিক কথাই বলেছো দিদি পান্তাভাত একমাত্র মা ই খাওয়া তে পারে।। তোমাদের দেখে আমার ও মায়ের কাছে পান্তা খাবার কথা মনে পড়ছে।।।এই বছর আমার আর পান্তা খাওয়া হলো না।
@PapiyaBhunia-zr9mm2 ай бұрын
ঠিক কথা পান্তার সাথে একটু মুড়ি দিয়ে খেলে সেটাও দারুণ লাগে। আমারও দারুণ লাগে পান্তা।❤❤ সত্যিই অসাধারণ ❤
@rinabanerjee27892 ай бұрын
অসাধারণ খাবার খেলে মায়ের হাতে অন্যান্য কোনো খাবারের সঙ্গে তুলনা হয়না তাও আবার মায়ের হাতে।❤❤❤❤
@beassinha82772 ай бұрын
মা যেন জীবনের সব থেকে বড়ো আশীরবাদ। যাদের মা আর নেই তারাই বোঝে
@somamajumdar92592 ай бұрын
ওহ আজ তোমাদের পান্তা খেতে দেখে আমার তো লোভ লেগে গেল। আমরা গরমে প্রায়সই খেয়ে থাকি। কিন্তু তবুও খুব টান। আমি তো যে কোনো ভাজা দিয়েই খেতে পারি এই ভাত। আমিও মেদিনীপুর এর তাই ওমর মা একটা কথা ঠিক বলেছেন যে ভাত কম পরলে মুড়ি মেখে নিলেও খুব ভালো লাগে।
@Jayato-7252 ай бұрын
এ যেন এক স্নেহভরা শুধু আলাপচারিতা ❤ আবেগপ্রবন হয়ে গেলাম ❤
@chaitalidas68702 ай бұрын
দিদিভাই মা এর হাতের সমস্ত রান্নাই যেন অমৃত লাগে।আজকের vlog টা খুব ভালো লাগলো।❤
@bonglazygirl38632 ай бұрын
আমি ভিডিও টা দেখছিলাম কিন্তু তোমাদেরকে দেখে এত লোভ লাগলো ভিডিও বন্ধ করে দুটো পান্তা ভাত খেয়ে এসে আবার ভিডিওটা দেখতে বসেছি😊
@jayamukherjee75512 ай бұрын
ঘরে ঘরে এমন মা মেয়ে জুটি তৈরি হোক ❤❤
@sampabhattacharjee37892 ай бұрын
তোমার পান্তা ভাত খাওয়া দেখে আমার ও খেতে ইচ্ছে হচ্ছে. তোমার মা কে দেখে আমার মা কথা মনে হচ্ছে. উনি আগস্ট মাসে ভগবান এর রাতুল চরণ এ আশ্রয় নিয়েছেন. তোমরা সবাই খুব ভালো থেকো
@mousumikar50902 ай бұрын
Maa meyer sajiye panta vat khaoya ta eto sundor lagche lagche j mon ta valo hoye gelo ❤
@minudebnath66262 ай бұрын
কি ভালো লাগলো ভিডিও মা মেয়ের গল্প পান্তা খাওয়া খুব ভালো❤❤❤❤❤