দিদি তুমি নিজেও ভাবতে পারবেনা আমাদের এই ভারতীয় দের কাছে তোমার আলাদাই একটা ভালোবাসার জায়গা। তোমার ভিডিও দেখার জন্য বেশিরভাগ সবাই অপেক্ষায় থাকি। তোমার হাসি তোমার বিদেশে বাংলার উপস্থাপনা সব কিছুই আমাদের মন কেরে নিয়েছে। তুমি ও তোমার পুরো পরিবার সবাই খুব আনন্দে থাকো ভালো থাকো ❤
@srabanipaul83936 ай бұрын
Ekdom sothik kotha
@moumitabanerjee39866 ай бұрын
Tao.dekhben ei valo manush tar pechoneo lagar loker ovab nei.. Fb r ekta chanel e ki na aje baje katha cmnt kore onake nie... Onara naji bidedher sukh khuje niechen.. Taka rojgarer dhnada etc... Jataa osovyo kichhu manush ache.. Edike sob bideshi vlogger ra kintu Mohua di r porei suru koreche r kom besi nokoo e kore didid k.. Keu manbeina
@Nowshinmushfiq22226 ай бұрын
Bangladesh Eo didi onek jonoprio❤
@DustuSonarFamily6 ай бұрын
Didi tumi amader barir anek kache asecho,khub valo lagche,amar babar bari udaynarayanpur,ar ami tomar choto mama ke chini,ar mama amar dadake chene,onar sathe porichoy ache
@DustuSonarFamily6 ай бұрын
Koto kache tumi didi kintu kivabe je dakha kori
@arpitadebsingha23936 ай бұрын
বেশিরভাগ প্রবাসী বাঙ্গালীদের কে দেখেছি প্রবাসের চকচকে ঝকঝকে জীবন দেখার পর নিজের দেশের গরিব মানুষ নিজের দেশের জিনিস যেন খুব নোংরা বলে পরিচয় দিতে, নিজের মাটি নিজের ভিটে নিজের দেশকে এত সুন্দরভাবে বর্ণনা করতে তোমার কাছে শুনে খুব ভালো লাগে গর্ববোধ হয় যে তোমার মত মানুষের সাথে একসাথে বসবাস করতে পারছি।
@Sanchari_lifestyle6 ай бұрын
সবকিছু ই সুশিক্ষার পরিচয়। এমন একজন ভারতীয় যিনি বিদেশে থেকেও দেশের কোনো কিছুই ছেলে মেয়েদের শেখাতে ভুল করেন নি। একমাত্র এই মহুয়ার ভিডিও গুলোই স্কীপ না করে দেখি❤❤
@rupamdutta11375 ай бұрын
😢😢😢
@sulakshanachatterjee98685 ай бұрын
ETA apnar bhul dharona.nijer desh k sobai bhalo bashe
@ABHIRUP6635 ай бұрын
Khub khub valo thakuk ora
@arpitadebsingha23935 ай бұрын
@@sulakshanachatterjee9868 nijer chokhe ja dekhechis tai bolechi didivai
@lopamudradey90406 ай бұрын
আমার বাড়ির লক্ষ্মী, এই কথা টা এত সুন্দর এত আন্তরিক ভাবে বলছিলে মনে হচ্ছিলো এমন ননদ পাওয়া ও ভাগ্যের
@user_3jlfyiew5 ай бұрын
Sotti
@RimpaMaity-yl1ye6 ай бұрын
সত্যি দুজন যেন দুজনের জন্যই তৈরি । মুখের মিলটা পুরো এক। দুজনের চেহারাটা দুজনেই স্লিম বডি। রাজ জোটক❤
@indranilayak19996 ай бұрын
অবুঝ দুটি সবুজ প্রাণ ছুটছে প্রেমের সন্ধানে এক করে দাও প্রভু তাদের হলুদ সূতোর বন্ধনে। ❤❤❤❤❤❤❤
@ramapaul49486 ай бұрын
মহুয়া আপনার সঙ্গে প্রথম পরিচয় এই প্ল্যাটফর্মে। আর প্রথম সাক্ষাৎ বাবা তারকনাথ মন্দির প্রাঙ্গনে। এই পবিত্র তীর্থ ভবনে আমার মত তুচ্ছ মানুষকে মনে রেখে আপনার 'ব্লগে' নিজেকে আর আমার বোনকে দেখা,.... এ আমার পরম পাওয়া। আপনার আন্তরিকতার প্রতি গভীর সম্মান জানাই। ভালো থাকবেন। পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকবেন।
@Anuvlogs-fg5qi6 ай бұрын
❤❤
@TrainLoverSusanta6 ай бұрын
দিদি এই বছরে এই রেজিস্ট্রি অফিস দিয়ে আমিও বিবাহ করেছি আমারও সশুরবাড়ি ওখানে, আপনার ভিডিও তে তারকেশ্বর নাম শুনে আমি তহ পুরো দমে অবাক হয়ে গেছি। সত্যিই দেখুন সবই বাবা ভোলেনাথের কৃপা আপনার ভাইয়ের সাংসারিক জীবনে মঙ্গল হয় এটাই কামনা করি।❤😊
@sonalichatterjee34916 ай бұрын
' মা বোধ হয় এখনো দাম মেটাতে পারেনি,ও এখন থেকেই খেলা শুরু করে দিয়েছে,একেই বলে ছেলেবেলা ' মন ছুঁয়ে গেল,খুব সুন্দর উপলব্ধি কে খুব সুন্দর ভাবে ব্যক্ত করলে। ওদের জন রইল অনেক অনেক শুভেচ্ছা💐
@mostarialo34414 ай бұрын
adab didivai ami Bangladesh theke Tomar notun subscriber oshadharon tomar sob video pran chuye gelo eto din kno dekhi ni ami usa sob vlogger der video dekhi tomar sob video kal raat theke dekhchi ek kothai khub osadharon r pranobonto
@somasen17966 ай бұрын
যেমন সুদর্শন তোমার ভাই তেমন মিষ্টি তোমার ভাইয়ের বৌ। ভালো থাক ওরা ওদের জন্য শুভ কামনা রইলো
@রিয়াবিশ্বাস6 ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@user-joyo3mo7o6 ай бұрын
ভাইও খুবই সুন্দর বটে
@Pankajkmsr7996 ай бұрын
bramhin community sudorson ei hoy
@maame79035 ай бұрын
তাহলে ভাই টাকে আপনার পছন্দ?? মহুয়া কে সেই কথা টা জানাতে পারতেন তাহলে ওই মেয়েটার জায়গায় আজ আপনি হতেন ❤️❤️❤️❤️❤️
@manishadutta82896 ай бұрын
রাজা ও মিতুনের জন্য জানাই আমার প্রাণ ভরা আর্শীবাদ ও ভালোবাসা, ভোলানাথের কাছে প্রার্থনা করি ওদের দাম্পত্য জীবন অনেক সুন্দর হোক
@juinpanja52946 ай бұрын
দিদি আমার বাবার বাড়ি তারকেশ্বর। আর শ্বশুর বাড়ি নদীয়ার রানাঘাটে। আমাদেরও অ্যারেঞ্জ ম্যারেজ। আর তোমার ভাইয়ের যেখানে রেজিস্ট্রি হলো আমাদেরও সেই খানেই হয়েছিলো। আজ এই ব্লগটা দেখে চার বছর আগের সব কিছু সুখ স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো। এতো দূরে শ্বশুর বাড়ির জন্য খুব একটা যাওয়া হয় না। তোমার জন্য আমর প্রিয় শহরটাকে একবার প্রান ভরে দেখে নিলাম। ভালো থাকুক ওরা দুই পাখি।
@joysamanta37076 ай бұрын
আমাদের প্রাণের শহর তারকেশ্বর এ আমাদের সকলের প্রিয় মহুয়া দি.........❤🎉😊 জয় বাবা তারকনাথ 🙏🌺🔱
@dhritimukherjee76586 ай бұрын
তোমার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। দারুণ লাগছে। বড় ননদ বলে কথা।সুস্থ থেকো আর সাবধানে থেকো ,আর অনেক অনেক আনন্দ উপভোগ কর। সুন্দর ও শুভ হোক ভাইয়ের নতুন জীবন ।❤❤❤
@indraniguha38366 ай бұрын
খুব ভালো লাগলো সবাই কে দেখে।সব চেয়ে ভালো ছেলে মেয়ে দুটিকে এতো সুন্দর করে মানুষ করে তুলছো দেখে। এই গরমে ওদের মুখে কোনো কষ্ট নেই,আনন্দ করছে সবার সাথে মিলে কি সুন্দর! সবাই ভালো থেকো,তোমাদের সবার ভালো হোক।
@theaitrymaker4946 ай бұрын
নব দম্পতির জন্য অনেক শুভেচ্ছা রইল। ওদের দাম্পত্য জীবন মধুময় হোক🎉
@tafsiazadanit188817 күн бұрын
দিদি, আপনি একদম আমার মায়ের মতোন করে সবাই কে আপন করে দেন,আমার মা আজকে বেঁচে নেই.আপনাকে এরকম আন্তরিকতা দেখে মায়ের কথা মনে পড়লো চোখে জল আসলো❤
@modhumitaghosh39456 ай бұрын
মহুয়া দি তোমার ভাই আর ভাই এর বৌ, চেহারা,চাল চলন প্রায় একি রকম, ভগবান ওদের জুটি বেঁধে রেখেছিল, সময় হলো এখন শুভ বিবাহের বন্ধনে আবদ্ধ হলো,রেষ্টি মানেই তো বিয়ে, দুজনের বিবাহিত দাম্পত্য জীবন সুখের হোক এই কামনা করি। এবার তোমার দেশে আশা পুরো সার্থক হলো,এনজয় করো,আর পুরো পুরি বিস্তারিত আমাদের দেখাও। ভালো থেকো তোমরা, অনেক আনন্দ করো।
@keyamajumder19706 ай бұрын
কথাটা "রেজিস্ট্রি", ঠিক করে নিন।
@RATANSardar-l5l6 ай бұрын
Tumi jokhon sobar গায়ে হাত দিয়ে ছবি তুলছিলে তখন আমার চোখদুটো জলে ভরে উঠলো 😢 সত্যি তুমি খুব ভালো মানুষ ❤❤
@ankitabanerjee26456 ай бұрын
Ekdom❤❤
@shovashova9036 ай бұрын
Anit e aro vlog deban tartari e
@priyankasvlog41686 ай бұрын
আমারও তাই
@moviescollection10066 ай бұрын
সত্যিই তাই
@amiribu26476 ай бұрын
Amio tulechi
@SnehaPal31156 ай бұрын
আমি অনেক মাস ধরে আপনার ভিডিও দেখছি, কোনো দিন comment করি নি , তবে আজ ভিডিওটা দেখতে দেখতে রাস্তার বাচ্চা গুলোকে দেখে খারাপ লাগলো, তারপর যখন ওদের কথা ভেবে মিষ্টি দিলেন ওদের আলাদাই মাধুর্য এলো ভিডিওতে ❤
@sudeshnamukherji7596 ай бұрын
Baccha gulo ke misti khawano holo..khub bhalo holo..sobar mongol hok..bhalo thakbn❤
@trishanbhaigamer52846 ай бұрын
❤❤❤❤ anek valobasa ar suvechha roilo tomar vai o tar bou er jonno
@baishakhidey61546 ай бұрын
Congratulations ❤❤
@putulmondal2486 ай бұрын
Sotti khub valo laglo johkon rastar bacchader o misti khwalen,subho kamona roilo tomar aro subscriber hok
@ashokroul34896 ай бұрын
Exactly...এই কথা টা আমিও বলতে চাই ছিলাম..
@amalendubikashdas93026 ай бұрын
দারুন লাগলো। ওদের ভবিষ্যৎ জীবন খুব ভালো হোক । প্রভুর কাছে এটাই প্রার্থনা।
@ashimaroy83426 ай бұрын
তোমার ভাই ভাইয়ের বউ দুজনই ভারি মিষ্টি. আহা ওরা দুজন খুব সুখে থাকুক আনন্দে থাকুক এই আশীর্বাদ করি।
@suvankargangulyreelvideos68116 ай бұрын
তোমার মতো একজন ভালো দিদি আছে যার জীবনে সেই ভাই এর জীবন নিশ্চই খুব ভালো কাটবে , ভালো থেকো দিভাই
@sushmitaroy13346 ай бұрын
রাজা আর মিতুর জন্য রইলো একরাশ শুভেচ্ছা ও ভালবাসা, সুন্দর হোক ওদের আগামীর পথচলা 🎂🍰🧁🍭🍮🍬🍫🍫🎈🎈🎉🎉👟🌹🌹
@bandanaadhikary17085 ай бұрын
অনেক আশীর্বাদ নবদম্পতিকে, সারা জীবন সুখে থাকুক ওরা, খুব ভালো লাগলো দিদি ভিডিওটা
@nilimachowdhury28316 ай бұрын
অনেক অনেক আশির্বাদ ওরা খুব সুখী হোক সকলকে নিয়ে আনন্দে থাকুক ।ইশ্বর যেন ওদের সকল বাসনা পূরন করেন 🙏
@SumitChakraborty-d8e6 ай бұрын
খুব ভালো লাগলো। নবদম্পতিকে বলি এক ছাদের নিচে সারাটা জীবন একে অপরের পরিপূরক হয়ে জীবনটা সুন্দর ভাবে কাটুক। আমার শুভেচ্ছা রইল।
@PETSLOVERSB6 ай бұрын
" এই যে বাচ্চা গুলো কে মিষ্টি খাওয়ানো " এই ছোট ছোট জিনিস গুলোর জন্যই তোমার ভিডিও গুলো এত্ত বেশি ভালো লাগে ❤❤❤
@ArunimaDas-c8e6 ай бұрын
Mohua di amader sokoler ee khub Priya hoye uthhechen.Tobu Amar mone holo,bachha guloke 1 pack meal er sathe du-ekta misti dile hoyto aro valo hoto.Khub ee osohay bachha to Ora, r Mohua dir jehetu samortho ache...Tai bollam.Tobe ja korechen,seta kono ongshe kom noy.👏
@soumyakumar37906 ай бұрын
রামার আদো আদো বাংলা শুনতে আমার বেশ দারুন লাগে । দুজনকে অনেক অনেক congratulations ❤❤❤
@elloraroy83016 ай бұрын
পরিপূর্ণতা পাক রাজা ও মিতুর জীবন।সুন্দর ও সুখময় জীবন হোক ওদের,এই আশীর্বাদ করি।ভালো থেকো তোমরাও।
@anuradhaduari46756 ай бұрын
এই ব্লগ টা দেখার জন্য,, মনটা অস্থির হচ্ছিলো 😂 বলতে পারেন ছটফট করছিল। বার বার notification দেখছিলাম । যাই হোক দূর্দান্ত আজকের ব্লগ।❤❤❤❤
@mamataadak6536 ай бұрын
একদম তাই
@ManidipaDasMandal-dt5he6 ай бұрын
ভগবানের কৃপা যেন তোমাদের ওপর সবসময় থাকে।❤❤❤❤❤
@RumaGhosh-p2q6 ай бұрын
নব দম্পতির জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা মহেশ্বর তাদের আগামীর দিন গুলি সুন্দর ও মসৃণ করে তুলুক।❤❤❤❤❤
@swarnalirranna-banna17986 ай бұрын
আমাদের তারকেশ্বর আর সেখানে তুমি এসেছ.... আমাদের বাবাকে দর্শন করছো .......দেখে মনটায় যে কি আনন্দ হচ্ছে.....যেন মনে হচ্ছে তুমি আমাদের বাড়িই এলে❤
@sonalidas21446 ай бұрын
"আমাদের তারকেশ্বর","আমাদের বাবা" কথাটার মানে বুঝলাম না।এ বাবা তো সকলের।ধন্যবাদ।
@ishabera91726 ай бұрын
@@sonalidas2144 tai jonnoi amader boleche amader manei sobar !
@tirthangkarsadhukhan57836 ай бұрын
রাজা আর মিতুনের জন্য রইল অনেক ভালবাসা আর আর্শীবাদ।ওদের বিবাহিত জীবন সুখে ভালবাসায় পরিপূর্ন হয়ে উঠুক।
@hitasishnath52346 ай бұрын
নব দম্পতির জন্য অনেক শুভকামনা রইল। ওদের দাম্পত্য জীবন মধুময় হোক। ওদের দুজনকে দেখতে খুব মিষ্টি লাগছে। মহুয়া তোমাকেও খুব মিষ্টি লাগছে। রামা মেহুর দুষ্টুমি দেখতে পেলাম না। ব্লগ টা খুব ভাল হয়েছে, আন্তরিকতায় ভরা।
@gindianboss27605 ай бұрын
আমি এত বাইরে থাকি দেখতে পাই না ভিডিওটা দেখতে পেলাম অনেক দিন পর দেশের রাস্তাটা দেখে মন ভরে গেল ❤❤❤আমার এই রাস্তা গুলোকে কত স্মৃতি জড়িয়ে আছে ❤কতবার সাইকেল চালিয়ে গেছে রাস্তা দিয়ে বাসে করে ❤❤
@MrBapanghosh6 ай бұрын
অসম্ভব সুন্দর একটা ব্লগ, ভাইয়ের আগামী নতুন পথ সূচনার অনেক অনেক শুভেচ্ছা ❤️
@rumuchatterjee14186 ай бұрын
সশরীরে না থেকেও মনে হল অনুষ্ঠানটির অংশ হয়ে গেছি। চমৎকার ভাবে ভালো থাকুক ছেলে মেয়ে দুটি। ঈশ্বর ওদের আশীর্বাদ করুন। ভালো থাকবেন সবাই ।
@nibeditamaji78786 ай бұрын
Akdom tai ..amaro mone holo
@sucitaakhter73576 ай бұрын
একটা মানুষ এত সুন্দর করে কিভাবে বর্ণনা করতে পারে!!! অসাধারণ ❤
@HoldingSpaceCo6 ай бұрын
সত্যিই দিদি তোমার উপস্থাপনা সবার থেকে আলাদা মাত্রা এনে দেয়, খুব ভালো লাগলো সবাই কে দেখে।সব চেয়ে ভালো ছেলে মেয়ে দুটিকে এতো সুন্দর করে মানুষ করে তুলছো দেখে। এই গরমে ওদের মুখে কোনো কষ্ট নেই,আনন্দ করছে সবার সাথে মিলে কি সুন্দর! আমার বাড়ি নৈহাটীতে, যদি থাকতাম আমি নিশ্চই হালিশহরে আপনার সঙ্গে একবার দেখা সুযোগ খুজতাম
@menokaroy85416 ай бұрын
আপনার পুরনো ভিডিওগুলো সব দেখছিলাম একের পর এক।তারই মাঝে এই নতুন ভিডিওর নোটিফিকেশন। বড্ড ভালো লাগে ভিডিওগুলো দেখতে।ভালো থাকবেন।
ওদের দাম্পত্য জীবন সুখের হোক এই প্রার্থনা রইলো সৃষ্টিকর্তার কাছে 🙏❤️🙏
@anasuyadasgupta99696 ай бұрын
খুব ভালো লাগলো । মিতুন ভারী মিষ্টি , হাসিখুশি একটি মেয়ে । রাজাও খুব সুন্দর । আগামী জীবন খুব সুখের হোক ওদের ।
@TATHAI.MONDAL6 ай бұрын
জানো দিদি এই দুধপুকুর খুব ভালো আমি একবার ছোটবেলায় গিয়ে আমার খুব শরীর খারাপ হয়েছিল আমি দুধ পুকুরে স্নান করে আমার শরীর খারাপ একদমই ঠিক হয়ে গেছিল জয় জয় বাবা তারকেশ্বরের জয়🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@koushiksaha87826 ай бұрын
Joy Baba Tarakeshwar 🙏🏻🙇🏻♂️❤️
@ajoydas57716 ай бұрын
@@koushiksaha8782তারকেশ্বর জাগাটার নাম ওখানে বিরাজ করেন বাবা তারকনাথ
@sudiptamondal84386 ай бұрын
সত্যি বলতে কি তুমি ব্লগ গুলো এমন ভাবে উপস্থাপনা করো যে, আমাদের কখনও মনে হয় না যে তুমি বাইরের মেয়ে , সবসময় মনে হয় তুমি আমাদের ঘরের-ই মেয়ে, দিদি ,বোন কখনও মায়ের স্বরূপ,,,,,তাই তোমাকে সবার এত কাছের মনে হয়❤❤❤
@indranilayak19996 ай бұрын
অবুঝ দুটি সবুজ প্রাণ ছুটছে প্রেমের সন্ধানে এক করে দাও প্রভু হলুদ সূতোর বন্ধনে। ❤️❤️❤️❤️❤️❤️❤️
@LIPIKABAG-ip4yy6 ай бұрын
তোমার ভাই আর ভাইয়ের বউ এর জন্য অনেক শুভ কামনা ও অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে।ওদের আগামী দিনের একসাথে পথচলা যেনো খুব সুন্দর ও সুখময় হোক ভগবানের কাছে এই প্রার্থনাই করি...তার সাথে তুমি ও তোমার পরিবার খুব ভালো থেকো।সুস্থ থেকো,সাবধানে থেকো❤❤❤
@ManameeBhattacharjee-mm1yo6 ай бұрын
সত্যি বলতে এই বিয়ের ব্লগটার জন্য অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম ভালো থেকো সুস্থ থেকো❤
@asimbiswas10856 ай бұрын
তোমার জন্য দিদি ভাই বাবার মন্দিরে দর্শন পেলাম,জয় বাবা তারকনাথ
@dolabiswas55146 ай бұрын
ভীষন ভাল লাগল আপনার সাথে আবার তারকেশ্বর দর্শন হয়ে গেল নব দম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️❤️
@gindianboss27605 ай бұрын
ভিডিওতে তারকেশ্বর নামটা শুনে মন ছুয়ে গেল তারকেশ্বরে আমাদের বাড়ি তো ওই জন্য। যখন নিজের দেশে নাম গ্রামের নাম শুনি কারো ভিডিওতে খুব ভালো লাগে ❤❤❤❤
@priyankachatterjee5296 ай бұрын
তারকেশ্বর আমাদের খুব কাছেই।আগে জানলে দিদি তোমার সঙ্গে দেখা করতে যেতাম।আমরা 1 মাস আগেই ঘুরে এসেছি তারকেশ্বর।❤️❤️।অনেক জন্য শুভ কামনা রইলো।❤️❤️
@KhurshidHasan-b3n6 ай бұрын
রামার সাথে রাজা দার চেহারার অনেকটাই মিল আছে😊😊 অনেক শুভেচ্ছা নতুন দম্পতির জন্য ❤❤❤
@sarmisthabiswas96416 ай бұрын
বাবা ভোলানাথ তোমার ভাই আর ভাইয়ের বৌ কে অনেক সুখী করুন। তোমাদের সবাইকে ভালো রাখুন।
@MdShamim-gr2jj6 ай бұрын
আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা
@Radha9616 ай бұрын
ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন তোমার ভাই আর ভাইয়ের বউ সারা জীবন যেন সুখী সংসার করে
@mousumidas6376 ай бұрын
তোমার ভাই এর বউ খুব মিস্টি ভাই ও বেশ সুদর্শন বেশ লাগল ভিডিও টি ওদের জন্য রইল অনেক শুভকামনা ❤জয় বাবা তারকেশ্বর 🙏🙏🙏🙏
@sajidhossain66406 ай бұрын
Ke ke vlog dekhar jonno wait korchilo
@SushmitaGhosh-m8e6 ай бұрын
Ami.
@rinkisingha93006 ай бұрын
Ami
@ratnapravamaiti94166 ай бұрын
KZbin khullam r samne ❤❤tomer vlog khusi hoye galam onek❤❤❤
@Mehuljana-bw4dp6 ай бұрын
Ami ... Kal search o korechilm😊
@mayurichattopadhyay24396 ай бұрын
Ami ami
@Talk_Story_With_Rimpa6 ай бұрын
দিদি আপনার ব্লগ এত ভালো লাগে আর আপনার দাদার সঙ্গে দেখা থেকে একসাথে পথ চলার ব্লগ টা কিছু কিছু কথা মন ছুঁয়ে নেবার মত। আমি আপনার থেকে অনেক টাই ছোট অনেক কিছু শেখার জন্য আপনার ব্লগ দেখা। খুব ভালো থাকবেন আপনার পরিবারকে নিয়ে। অনেক ভালবাসা দিদি❤
@asimbera17896 ай бұрын
কী সৌভাগ্য যারা তোমার সাথে একটিবার দেখা করতে পেরেছে।তোমার কথা গুলো শুনে কি ভালোলাগছে।
@umapaul72816 ай бұрын
এই বাড়িতে কুড়ি বছর আগে ইনি আমাদের রেজেস্ট্রি করে ছিলেন আমি তারকেশ্বরের মেয়ে, এখন কোলকাতায় থাকি। যাকে এতদিন বিদেশে দেখতাম আজ তাকে আমার বাপের বাড়ির জায়গায় দেখে খুশিতে মনটা ভরে গেল।
@kaberidutta37916 ай бұрын
বাংলাদেশ থেকে দেখছি। কাঁসার থালা ব্যবহার আমাদের শৈশবে প্রচুর প্রচলন ছিল এখন কাঁচের প্লেট এবং অধুনা ওয়ানটাইম প্লেটের রাজত্বে কাঁসা বিলুপ্ত হতে চলেছে । তোমার ভাইয়ের রেজিষ্ট্রি উপলক্ষে আয়োজিত ভুরিভোজে কাঁসার থালা দেখে খুব ভালো লাগলো । আরেকটি কথা না বললেই নয় । তুমি নিশ্চয়ই শুনেছো যে, “!ঠাকুর না টানলে দেব/ দেবী দর্শন হয় না ? “ স্বয়ং বাঁবা তোমায় টেনেছিলেন বলেই তুমি মন্দির দর্শন করলে । তোমার ভাইয়ের শুভ কাজ সুন্দর ভাবে সম্পন্ন হোক এই শুভ কামনা করছি ।🌹একবার বাংলাদেস আসার পরিকল্পনা করো ।
@prakritichatterjee36676 ай бұрын
বাংলাদেশের কোথায় থাকেন?
@kaberidutta37916 ай бұрын
@@prakritichatterjee3667 আমার নাম কাবেরী দত্ত । আমি ঢাকায় থাকি । চট্রগ্রামের মেয়ে , শ্বশুরবাড়ী ইলিশের দেশ চাঁদপুরে ।
@e.t.cchannel70926 ай бұрын
😊@@prakritichatterjee3667
@MITAGhosh-ly3xb6 ай бұрын
রাজা ও মিতুনের নতুন জীবন সুখের হোক তারকনাথের কাছে এই প্রার্থনা করি।
@soumenmazumdar90056 ай бұрын
ম্যাম নিজের দেশের ব্যাপার ই আলাদা, চাহে আমরা পৃথিবীর যে কোনোই জায়গাই থাকি, বাংলার মাটি আমাদের জন্য প্রথম আর শেষ ভালোবাসা......
@MistyRoy-dy4nf6 ай бұрын
আর কিছুদিন পর দিদি নিজের দেশে ফিরে যাবে,, আবার কতদিন পর আসবে তার ঠিক নেই কার কার মন খারাপ হবে দিদি দেশের চলে গেলে আবার ।❤❤
@nabanitasinha25946 ай бұрын
নব দম্পতির জন্য অনেক শুভকামনা রইলো,, খুব মিষ্টি দেখতে নতুন বৌ
@papiadey33576 ай бұрын
মহুয়া কোমার পোস্ট গুলো এত ভালো লাগে যেমন তুমি নিজে , মানে তোমার মতন সুন্দর ! প্রবাসী বাঙ্গালীর মুখে এত নিন্দা শুনতে হয় আর অথচ তুমি বিদেশে থেকেও এত পজিটিভ আর নিজের জন্ম স্থান ও নিজের দেশবাসীর প্রশংসা করো সেটা আমায় বেশী করে মুগ্ধ করে ❤❤
@monikadas23646 ай бұрын
নব দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা রইল।আগামি দিনগুলো খুব ভালো কাটুক ওদের।আমার ছেলের ও রেজেষ্ট্রি হয়েছিল তারকেশ্বরে।তারপর আমারা সবাই মন্দিরে গিয়েছিলাম বাবাকে দর্শন করতে।
@ChaitaliGhosh-m1v6 ай бұрын
আজকের ভ্লগ টা দেখার অপেক্ষায় ছিলাম,এর পরে ভাইয়ের বিয়ের সমস্ত রিচুয়াল এর ব্লগ দেখার অপেক্ষায় থাকলাম🙏ভাই আর ভাইয়ের বউয়ের বিবাহিত জীবন আনন্দ আর খুশীতে ভরে উঠুক ভগবানের কাছে এই প্রার্থনা করি 🙏❤️🙏
@bengaldrawingbook2846 ай бұрын
দিদি আপনি ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন। আমি চৈত্র মাসের বাবা তারকনাথে গিয়ে ছিলাম। হাওড়া থেকে হৃগলি টেন করে। খুব সুন্দর বাব তারকনাথে মন্দির। আমি ও প্রথম বার বাবা তারকনাথে গিয়ে ছিলাম।
@aparajitachakraborty28745 ай бұрын
খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।রাজা ও মিতুল। কে নবজীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।।
@parthasarkar26936 ай бұрын
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো নবদম্পতির জন্য খুব খুব ভালো থাকুক সারাজীবন..
@bonisup81576 ай бұрын
সব থেকে প্রিয় একটা মানুষ তুমি❤
@Saikatjana20236 ай бұрын
দিদি এই 2 দিন আমি যে কত বার আপনার চ্যানেলে এসেছি নতুন ভিডিওর জন্য।খুবই খুশি আপনার জন্য।❤🎉
@firojali78306 ай бұрын
Ami o bar bar astam
@SoniyaDas-x4s6 ай бұрын
Same amio tai
@Chandan-j5g2v6 ай бұрын
Same here 😂
@ramishakhatun80556 ай бұрын
আচ্ছা ছেলেরাও কি মহুয়া দির ফ্যান😂❤
@sanjibnandy48276 ай бұрын
Heartiest Congratulations For Raja & Mithun. GOD BLESS THEM.
@jhumagoswami79666 ай бұрын
রাজা মিতুন ওদের সম্পর্ক দৃঢ় হোক দাম্পত্য জীবন সুখের হোক। তোমরাও বিয়ে খুব এনজয় করো।
@mitadutta-ol2iz6 ай бұрын
আপনার ভাই ও ভাইয়ের বউ এর বিবাহিত জীবন সুখের হোক। ঈমানের কাছে এই কামনা করি।
@SuklaGhosh-iu2kj6 ай бұрын
দিদি আমার বাড়ি তারকেশ্বরে... তোমার ব্লগে সব কিছু তুলে ধরেছো আমাদের পরিচিত গ্ৰামটিকে... আমাদের ও ঐ রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়ে ছিল 💞💞এত কিছু দেখে খুব আনন্দ হচ্ছে কিন্তু একটাই আফসোস থেকে গেল যে তোমার সাথে দেখা হলো না 😢😢
@mousumidas65056 ай бұрын
আমাদেরও নতুন জীবন শুরু হয়েছে কয়েক মাস হল।। এই মুহুর্তগুলো খুব সুন্দর।। রাজা দাদা ও মিতুনের জন্য অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল ।। ভালো থেকো।। ❤❤
@chaitalidas68706 ай бұрын
খুব আফসোস হচ্ছে আমার তারকেশ্বর এ বাপের বাড়ি আগে জানলে চলে যেতাম দিদিভাই তোমায় দেখতে।❤️❤️❤️❤️❤️❤️❤️
@moumitasantra97756 ай бұрын
আমার ও তো বাপের বাড়ি এই সব জায়গাগুলো তো জানি।
@prantickghosh75896 ай бұрын
Sei onnyei to janayni, sobai chole gelei bipod.
@mouliduttapal58386 ай бұрын
অনেক শুভেচ্ছা ভাই আর ভাইয়ের বৌ কে। দিদি তোমাদের পরিবারে তোমার আর তোমার ভাইয়ের পরিচিত পরিবারে বিয়ে, কিন্তু তোমার বোনের বিয়ের কাহিনী টা যদি একদিন সময় করে বলো , শোনার ইচ্ছা থাকলো 😊
@ankurmondal97956 ай бұрын
নব দম্পতির বৈবাহিক জীবন সুখের হোক❤❤
@daliachoudhury23596 ай бұрын
অপূর্ব লাগলো আজকের ব্লগ। নব দম্পতির জন্য অনেক শুভ কামনা আর মহুয়া তোমারা সকলে এই বিয়ে দুর্দান্ত এনজয় কর। তুমি নিজের দেশের রিচুয়ালস পুজো আর মানুষের কথা এত আন্তরিকভাবে তুলে ধরলে যে বড় ভালো লাগল। আর মিষ্টি খাইয়ে বাচ্চাদের যে আনন্দ দিলে তার কোনো তুলনা নেই। তোমরা সব্বাই খুব ভালো থেকো
@amiavijitbolchi6 ай бұрын
খুব সুন্দর দিদি অপেক্ষা করছিলাম।
@prithaporel51706 ай бұрын
আমরা কাল গিয়েছিলাম তারকেশ্বর সেদিন যদি যেতাম😢... তোমার সাথে দেখা হওয়ার ইচ্ছে কবে পূরণ হবে বাবা তারকনাথ ই জানেন🥺
@mahisworld206 ай бұрын
Eta onek ager video 😂
@maitreyeedey4486 ай бұрын
একদমই ঠিক কথা বলেছেন আপনি
@prithaporel51706 ай бұрын
@@mahisworld20 ha ami jni.. onara esechilen 2 tarikh r amra 19 tarikh
@millistable6 ай бұрын
দিদি আমি তারকেশ্বরের মেয়ে l তুমি তারকেশ্বরে এসেছ দেখে খুব ভালো লাগছে l ওই রেজিস্ট্রি অফিসে আমারও ম্যারেজ রেজিস্ট্রি হয়েছিল l নতুন দম্পতীর জন্য অনেক শুভ কামনা রইল....❤❤
@ManashiBhattacharjee6715 ай бұрын
মহুয়া কথায় মিষ্টি ছড়ানো আর প্রতি মুহূর্তে কথার যাদু। মুগ্ধ হয়ে শুনি।
@mitapaul41256 ай бұрын
কতো দিন পরে তোমার ভিডিও দেখছি। তোমাকে ও তোমার বোন কে খুব ভালো লাগছিল। তবে বাবা তারকনাথ তোমাদের সঙ্গে আছে কি সুন্দর সহজেই দর্শন পেলে। তোমার ভাইকে ওর নতুন জীবনের জন্য অনেক আশীর্বাদ।পরের ভিডিও অপেক্ষায় রইলাম ❤️❤️❤️❤️
@happyindia226 ай бұрын
রাজা ও মিতুন এর .....নতুন জীবনের শুরু ও পথচলা যেনো খুব মসৃণ ও শুভ হয়। অনেক অনেক শুভেচ্ছা রইলো....আমার পরিবারের তরফ থেকে 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Akashroy983706 ай бұрын
দীর্ঘজীবী হও বৎস বৈবাহিক জীবন সুখে শান্তি তে কাটুক আর দুটি বাচ্চার পিতা হও 🤚
@debasissarkar62876 ай бұрын
Khub bhalo lagche sobaike dekhte. Hali-shohorer barita dekhe khub santi pelam. Ki sundor uthon kuo amgach sob mile mise ekakar.
@suparnachattaraj5626 ай бұрын
নব দম্পতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক শুভকামনা❤❤❤❤❤❤❤❤❤
@Jhumpasfamilyvlog5 ай бұрын
নতুন KZbinr রা কে কে আছো একটু সারা দাও গো 🥰🥰❤
@SherajulIslam-sl4od6 ай бұрын
পাখির জোড়া দুটি বেশ মানিয়েছে। পাখি জোরা দুটির জন্য শুভকামনা রইল।
@mousumighosh71986 ай бұрын
মহুয়া,রাজা ও মিতুনের বিবাহিত জীবন সুখের হোক....আপনজনদের সাথে নিয়ে জীবন পথে এগিয়ে চলুক ওরা....আপনার শাশুড়ি-মা এবং আপনার মা-বাবাকে নমস্কার জানাই....বিয়ে বাড়ির আনন্দে মেতে থাকুন....এই আনন্দ অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক❤❤❤
@panchalimondal1416 ай бұрын
রাজা আর মিতুনের আগামী সুন্দর হোক 💐💐💐❤❤❤আগেও বলেছি, আবার বলি,মেহাকে দেখে আমার সুপ্ত মাতৃত্ব জেগে ওঠে বারবার ❤❤❤তোমার ব্লগ আমার কাছে একরাশ আনন্দ আর জীবনের প্রতি ভালোলাগা ফিরিয়ে আনে❤❤❤
নতুন দম্পতি কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম তোমার এই ব্লগটা ভীষণ ভালো লাগলো তোমার কিছু কিছু কথা ভাইয়ের উদ্দেশে যা বলেছো তাতে হাঁসি ধরে রাখতে পারছিলাম না তোমার ভাই রাজা বিয়ের জন্য খুবই একসাইটেড দুইজন কে দারুণ মানিয়েছে মিষ্টি পুঁচকে দম্পতি ❤❤❤
@pritammondal73496 ай бұрын
অনেক দিন তোমার ভিডিও দেখা হয় না ।মন খারাপের মাঝেও ভিডিও টা দেখা শুরু করলাম কিন্তু এতো সাদা মাটা ভিডিওটা এত সুন্দর মন টা বেশ উৎফুল্ল লাগছে।❤