Prothom Bangladesh amar shesh Bangladesh। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। শাহনাজ রহমতুল্লাহ

  Рет қаралды 803

HK Songs

HK Songs

Күн бұрын

Shahnaz Rahmatullah
#prothombangladesh
#প্রথমবাংলাদেশ
দেশাত্মবোধক গান প্রথম বাংলাদেশ
বিজয় দিবসের গান প্রথম বাংলাদেশ
বাংলাদেশের গান
Bangladesh victory day song
গান: প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
কণ্ঠশিল্পী: শাহনাজ রহমতুল্লাহ
গীতিকার: মনিরুজ্জামান মনির
সুর:আলাউদ্দিন আলী
লিরিক্স: প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ,
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ,
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।।
আমার আঙিনায় ছড়ানো বিছানো,
সোনা সোনা ধুলিকণা,
মাটির মমতায় ঘাস ফসলে,
সবুজের আল্পনা,
আমার তাতেই হয়েছে
স্বপ্নের বীজবোনা।।
অরূপ জোছনায়, সাজানো রাঙানো
ঝিলিমিলি চাঁদ তলে
নিবিড় মমরায়, পিউ পাপিয়া
হৃদয়ের দ্বার খোলে,
আমি তাতেই রেখেছি
স্বপ্নের দ্বীপ জ্বেলে।
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, prothom bangladesh amar sesh bangladesh, শাহনাজ রহমতুল্লাহ'র দেশাত্মবোধক গান, prothom bangladesh amar sesh bangladesh lyrics, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ লিরিক্স, শাহনাজ রহমতুল্লাহ'র গান, দেশাত্মবোধক গান, shahnaz rahmatullah's song, patriotic song
শিল্পি পরিচিতি
শাহনাজ রহমতুল্লাহ ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এম ফজলুল হক ও মাতার নাম আসিয়া হক। শাহনাজের ভাই আনোয়ার পারভেজ সুরকার ও সঙ্গীত পরিচালক এবং আরেক ভাই জাফর ইকবাল ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও গায়ক। তিনি গান শিখেছেন গজল সম্রাট মেহেদী হাসানের কাছে।
১৯৬৩ সালে ১০ বছর বয়সে ‘নতুন সুর’ নামক চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। ১৯৬৪ সালে প্রথম টেলিভিশনে তার গাওয়া গান প্রচারিত হয়। তিনি গাজী মাজহারুল আনোয়ার, আলাউদ্দিন আলী, খান আতা প্রমুখের সুরে গান গেয়েছেন। পাকিস্তানে থাকার সুবাদে করাচী টিভিসহ উর্দু ছবিতেও গান করেছেন।
মুক্তিযুদ্ধের সময় বন্দী খালেদা জিয়াকে উদ্ধারে বিষয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার কারণে, জিয়াউর রহমানের শাসনামলে তিনি সরকারী ঘণিষ্টতা লাভ করেন। জিয়াউর রহমানের প্রিয় গান, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানে কণ্ঠ দেন তিনি। এছাড়াও এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল্ ইত্যাদি জনপ্রিয় দেশাত্মবোধক গান তিনি গেয়েছিলেন।
শাহনাজ রহমতুল্লাহর গাওয়া উল্লেখযোগ্য গানসমূহের মধ্যে রয়েছে,
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
এক নদী রক্ত পেরিয়ে
আমার দেশের মাটির গন্ধে
একতারা তুই দেশের কথা বল রে এবার বল
আমায় যদি প্রশ্ন করে
কে যেন সোনার কাঠি
মানিক সে তো মানিক নয়
যদি চোখের দৃষ্টি
সাগরের তীর থেকে
খোলা জানালা
পারি না ভুলে যেতে
ফুলের কানে ভ্রমর এসে
আমি তো আমার গল্প বলেছি
আরও কিছু দাও না
একটি কুসুম তুলে নিয়েছি
ক্ষণিকের ভালো লাগা মনেতে দোলা দিয়ে
এই জীবনের মঞ্চে মোরা কেউবা কাঁদি কেউবা হাসি

Пікірлер: 2
@trendyvideoclips
@trendyvideoclips Ай бұрын
বাংলাদেশ জিন্দাবাদ!
@HumayunKabir-j7f
@HumayunKabir-j7f Ай бұрын
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Porer Jaga Porer Jomin  || IPDC আমাদের গান || Joler Gaan
5:08
IPDC আমাদের গান
Рет қаралды 52 МЛН
Nayor Niba Niba Gori II IPDC আমাদের গান II Sandipan & Aurin
4:36
IPDC আমাদের গান
Рет қаралды 9 МЛН