৯০ দশক ছিল বাংলাদেশের মিডিয়া জগৎ এর স্বর্ণযুগ।নাটক,সিনেমা গান সব কিছুতেই।বিটিভির প্রতিটা নাটক ছিল এক কথায় অসাধারণ। কি সংলাপ,মার্জিত পোষাক,আবেগ দিয়ে অভিনয়!! আর এখনকার নাটকের কথা নাই বা বললাম..... ২৮/৬/২৩ বগুড়া।
@aungthowaimarma8367 Жыл бұрын
৯০দশকের এই নাটক গুলো আসলে জীবন থেকে নেয়া কাহিনী।।এমন সময় আর কোনদিন আসবেনা।।।
@RohimaAkthar-k6g5 күн бұрын
অনেক ভালো একটা মজার নাটক যতবার দেখি ততবারই ভালো লাগে 😊😊😊
@taslimaakther8091 Жыл бұрын
কি সুন্দর স্পষ্টভাষী অর্থপূর্ণ নাটক ও সাবলীল অভিনয়❤❤
@mohammadali6663 Жыл бұрын
সিরাজগন্জ এর জাহিদ হাসান বাংলা নাটক এর এক উজ্জ্বল নক্ষত্র
@bidduthsarker2845 Жыл бұрын
অসাধারণ,,,,, সেই শৈশব এ ফিরে গেলাম,,,, বিজরি বরকতুল্লাহ অন্যনো সাধারণ
@kamalsaha50212 жыл бұрын
আমি একজন ভারতীয় হয়ে। বাংলা দেশের হৃদয় জুরানো নাটক বার বার দেখতে চাই। আশাকরি এই রকম নাটক আরো বেশী করে দেখতে পাবো। 👍👍👍👍👍
@NotSoCoolGuy-qi7qj Жыл бұрын
এমন নাটক আর দেখতে পাবেন না দাদা। আধুনিকতার নামে আমরা এই সুন্দর সমাজটা নষ্ট করে ফেলেছি। অন্ধভাবে পশ্চিমা সংস্কৃতির পেছনে ছুটতে গিয়ে আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের পরিবার, সমাজের ধারণা তাদের থেকে উন্নত। যখন সে উপলব্ধি কিছু মানুষের হলো, ততদিনে যা হারানোর তা হারিয়ে গেছে। এখন এই প্রজন্মের কিছু সস্তা চুলকানি মূলক নাটক ছাড়া বাংলা নাটকের আর কিছু অবশিষ্ট নেই। 😕
@ashrafrony8547 Жыл бұрын
আমি নাইজেরিয়ান
@ondhokarakash Жыл бұрын
R hobena emon Director r nau shobai mara gechen r karo emon Jonmou hbena😢
@আপনিসুখিহও Жыл бұрын
❤❤❤❤
@Gobindogharame Жыл бұрын
Thanks
@arniad27988 ай бұрын
অসাধারণ নাটক! ২০২৪ সালে এসে এরকম নাট্যকার অসাধারণ সংলাপ দেখা যায় না। এই নাটক বেশ কয়েকবার দেখেছি যতবার দেখি ততবার নতুন মনে হয়।
@4zahed6 ай бұрын
Asholei, ki madhurjomondito shonglap. Er akhon...BABU KHAISO!!...JAAN!! KOI GELA..koi theke koi neme gesi amra..
@MoriumNabila3 ай бұрын
Watched 04.11.2024
@MoriumNabila3 ай бұрын
Osadaron natok
@md.majharulanwar1520 Жыл бұрын
কি অসাধারণ এক নাটক।।। ছোটবেলায় বাবা মায়ের সাথে এইসব সাপ্তাহিক নাটকগুলো দেখতাম।।। কি পরিষ্কার পরিচ্ছন্ন নাটক।। নস্টালজিক হয়ে গেলাম।।।
@dinislammonir63453 жыл бұрын
কত মার্জিত ও সাবলিল কথার ধরন। পোশাকে রহেছে রুচিশীলতার পরিচয় যা আজকাল কার নাটকে পাওয়া খুবই দুষ্কর। ধন্যবাদ সেইসব নাট্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের।
@বাংলাদেশেরহৃদয়-ব১ব3 жыл бұрын
এমন নাটক যদি বার বার দেখতে পারতাম। এ নাটকই প্রমাণ করে আমাদের বাংলাদেশে অত্যন্ত উচ্চ মানের নাটক হয় , আমরাও করতে পারি। বাংলা সাংস্কৃতিক জগতে আমরা উজ্জ্বল ।
@yummylovers20303 жыл бұрын
Hasho about to Hana Ron Murakkal Bangla
@apurbamazumder2227 Жыл бұрын
আমি ভারতীয় , আমার অবসর সময় কাটে বাংলাদেশের নাটক দেখে।কারন প্রতটি নাটকের কাহিনী, অভিনয় সবই খুবই ভাল
অসাধারণ নাটক। নাটক তো নয় যেন মধ্যবিত্ত পরিবারের জীবন কাহিনী । হাজারো ছাত্র শফিকের মতো পড়াশোনা শেষ না করেই চাকরিতে যোগদান করতে হয়, ফলে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। জীবন হয়তো চলে যা কিন্তু যে অবস্থানে পৌঁছানোর কথা সেখানে আর পৌঁছাতে পারে না। আত্মসম্মানের জন্য প্রিয় অফিসের অত্যন্ত প্রিয় চাকরিটাও ছেড়ে দিতে হয়।
@debabratabasu85013 жыл бұрын
দূর্দান্ত, দারুন, সুন্দর সামাজিক নাটক উপহার দিয়েছেন। Excellent.
@zahangiralam4825 Жыл бұрын
এমন সাবলীল কথা, গল্প, সকল কিছু মিলে এক অসাধারণ জীবনচিত্র। এ যেন নাটক নয়,এটি একটি মানুষের জীবনচিত্র।
@rabiul32-l4e3 жыл бұрын
জাহিদ হাসান ভাই,, আপনার অভিনীত নতুন কিংবা পুরোনো নাটক,টেলিফিল্ম। যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই,, অসাধারণ,,,
@atikhasan97249 ай бұрын
জাহিদ হাসানের পুরাতন নাটক গুলি যত দেখি ততই মনে হয় একটা চেয়ে আরেকটা আরো বেশি ভালো লাগে সত্যিই অসাধারণ একটা নাটক অনেক কিছু শেখার আছে এই নাটকের মধ্যে
@forhadhossain3564 Жыл бұрын
মনোযোগ দিয়ে নাটক টা দেখলাম,, এক কথায় অসাধারণ ❤
@rakibahmed9393 ай бұрын
খুবই সুন্দর নাটক
@RVBD Жыл бұрын
এগুলাই সত্যিকারের নাটক❤️👌
@SalmaSultana-ig5np2 жыл бұрын
পোষাকে, কথায়, চলনে কতো মার্জিত, কতো বাস্তব, এমন নাটক যারা ভালোবাসে তারা হয়তো কোনদিন এখনকার সিনেমা কে ঘৃনা না করে পারবেনা।
@muradurrahman1549 Жыл бұрын
যত দেখি ততই ভালো লাগে।
@dustusona852011 ай бұрын
ঠিক বলেছেন (ভারত)
@MDnayeemkhanKhan-l5e5 ай бұрын
ভুল কথা সব ছবি সমন্বয় যদি মানসম্মত হয় সেটা দর্শককের সব সময় মন করবে জয় সব সময় ভালোর পক্ষে মন্দির বিপক্ষে আমি একটা চাই ভালোলাগা ভালোবাসা এক একজনের ব্যক্তিগত বিষয়
@amazingtime66405 ай бұрын
ধন্যবাদ সুন্দর করে বলার জন্য।
@friendsagro44263 жыл бұрын
৯০ দশকের নাটক,বিষয়বস্তু আর অভিনয়ের কি দারুন কেমিস্ট্রি 😘
@asadurrahaman389610 ай бұрын
নাটক টাতে শৈশবের অনেক স্মৃতি বিজড়িত
@MdsoayibhossainNayeem-b5b26 күн бұрын
৭-১-২৫ এর পর কে কে এই নাটকটি দেখছেন সারা দিয়েন। জানি আমার মতো এমন নাটক দেখার লোক সংখ্যা কম আছে।
@mazedurrahman4713 Жыл бұрын
নিশ্চয়তা যখন কারাগার, অনিশ্চিয়তা তখন মূক্তি। সত্যিই মূল্যবান কথা।
@babumn8 күн бұрын
Very strong motivational sentence
@mdashiqurrahmanashiq8710 Жыл бұрын
এতো সুন্দর শব্দচয়ন শেষ কবে কোনো নাটকে দেখেছি মনে পরেছেনা❤️ নাটকের মধ্যে ডুবে গিয়েছিলাম। কি সুন্দর অভিনয় আর মার্জিত পোশাক।
@mdjewelrana11693 жыл бұрын
অসাধারণ বলতে পারতেসি না।।।। এইটা তার থেকে অসাধারণ
@rabinsahatherisingsun5163 жыл бұрын
প্রতিদিন আমি দুটো নাটক দেখি , একটা দুপুরের খাবার খাবার সময় , আর একটা রাত্রে খাবার খাবার সময় । অনেক ভালো ভালো নাটক দেখেছি । আজও দেখলাম , " প্রতিযোগিতা " । বেশ ভালো লাগলো । রাগ-অনুরাগের মাঝেও অনেক কিছু শিখলাম । যোগ্য শিক্ষকের কাছে তালিম ছাড়া জীবন-যুদ্ধের সংগ্রামেও জেতা অসম্ভব ।
@MrJOD-wb1fp Жыл бұрын
অসাধারণ, এক কথায় মনোমুগ্ধকর!! নব্বই দশকের নাটক মানুষ ভুলবে না
@mamunurroshidrubel2536Ай бұрын
তিন তিন বার দেখা শেষ; তারপরও দেখছি। মধ্যবিত্তদের জীবনের ভীষণ বাস্তব দিক তুলে ধরা হয়েছে। এযেনো আমার জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। যখনই ভীষণ মন খারাপ হয়। তখনই এই নাটকটা দেখি। আমার মত আর কে কে এই নাটক একাধিক বার দেখেছেন...?
@tamimurrahman4722 Жыл бұрын
নিশ্চয়তা যখন কারাগার হয়ে ওঠে, তখন অনিশ্চয়তা হয় মুক্তি 👍 29 June 2023 Eid day 🥰
@emranhossain883 жыл бұрын
যার কাছে আছে পরিশ্রম সততা সে কখনো হেরে যায়না' কথাটা একদম সত্যি।
@zakirhussain-z3 жыл бұрын
কি সুন্দর শব্দের ব্যবহার আচার-আচরণ আর বাস্তবতার সমাহার সবমিলিয়ে অসম্ভব ভালো লাগল
@shojolsap895022 күн бұрын
২৫ - সালে এসে কে কে দেখছেন,, হাজিরা দিন 😇
@zahidulislamzahid286010 ай бұрын
এসব পুরনো নাটক দেখলে মন টা জুড়িয়ে যায়... ৩১-০৩-২০২৪ এ আবার দেখলাম নাটক টা কেউ লাইক দিলে নাটক টার কথা মনে হবে❤
@jasimuddin-h7d3 жыл бұрын
কোথায় (১৯৯৫) আর এখন (২০২১) যখন আমার জন্মই হয়নি। কি অসাধারন নাটক।
@mdgishan292515 күн бұрын
Ar akhon 2025😢
@shopnopurirrajkumar3907 Жыл бұрын
কথায় আছে "Old is always Gold" নাটকটা দারুন ছিল...👌👌👌 তাং- ১২-১০-২০২৩ইং
@marufchowdhury91043 ай бұрын
১২-১০-২০২৪ 7:06
@keyapaul46883 ай бұрын
12-10-2024
@marufchowdhury91043 ай бұрын
@@keyapaul4688 ❤️
@minhazahmmed1779 Жыл бұрын
আগের নাটক গুলোর কথা আর অভিনয় কত সুন্দর, নাটকের সংলাপ গুলো আর অভিনয় দেখে চোখ সরানো যায় না ❤
@JoynalAbedin-cb8wz Жыл бұрын
নাটকটি দেখে সেই ৯০ দশকে চলে গিয়েছি অনেক সুন্দর ভাবে উপভোগ করেছি এবং দেখেছি
@raihanahamed90838 ай бұрын
২৪ সালে কে দেখেছেন...হাত তুলুন
@RakibMia-j8i6 ай бұрын
২০ বার দেখেছি এই নাটক জাহিদ হাসান আমার পছন্দের এক অভিনেতা, তার সকল নাটকেই মুগ্ধতা অনুভব করি, ধন্যবাদ অভিনন্দন জানায় কিছু সুন্দর মুহূর্ত অভিনয়ে উপহার দেয়ার জন্য আমাদের। ❤
@MehediHasan-jn9eq5 ай бұрын
সুধু হাত না একেবারে পা তুলে দিলাম
@sayedahammed60145 ай бұрын
2024
@sakibahmed-n9y3 ай бұрын
কেন রিলিপ দিবেন
@samsalsafin743 ай бұрын
আমি শর্ট ভিডিও দেখে
@RuhulAmin-em6in3 жыл бұрын
এখনো যারা এই পুরনো নাটকগুলো দেখে তাদের রুচিবোধকে সম্মান জানাই।
@Rez32239 Жыл бұрын
❣️
@Raj-bdgaming1 Жыл бұрын
😊
@MohammadHasankhan07 Жыл бұрын
Ami dekhi bhaiya....❤️
@saimurrahamanshemul3505 Жыл бұрын
Dekhlam onk valo laglo natokta
@AfasMiya-dx6kb Жыл бұрын
@@Rez32239as ji❤ Dr😮 no
@armunna2241 Жыл бұрын
কত শালীনতা ছিল আর ভাসার কি মাধুর্য অসম্ভব সুনদর
@shamimbhuiyan77573 жыл бұрын
খুঁটিতে বাঁধা হরিন শিকার করে কোন গৌরব নেই..তেমনি যোগ্য প্রতিযোগী না থাকলে লড়াই করে মজা নেই..!! অসাধারন ডায়লগ
@mdremonmiamia6388 Жыл бұрын
huuu
@nilubhaumik188211 ай бұрын
আমি একজন ভারতীয়, বাংলাদেশের রুচিশীল নাটক দেখতে ভালবাসি
@nurazad1232 ай бұрын
Apni bangali
@sanjibsarkar1081 Жыл бұрын
অসাধারণ । খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাদের সবাই কে ।
@niil0y3 жыл бұрын
কী চমৎকার কথাবার্তা- কী সাবলীল স্পষ্ট উচ্চারণ। পাঁচমেশালী শব্দের অবাধ আনাগোনাহীন। এইরকম প্রতিবেশ থেকে কী করে আমরা আজকের গাড্ডায় পড়ে এলাম!
@arupdas9336 Жыл бұрын
কি অসাধারন সংলাপ!অভিনয় শিল্পীদের কি অসাধারন ডায়লগ ডেলিভারি,চোখ মুখের এক্সপ্রেসান! এমনকি ক্যামেরাম্যানের সময়জ্ঞান ফোকাস!অসাধারন একটি নাটক।
@robinkhan6419 Жыл бұрын
'মনে করো আজকের এই শরৎ বিকেলের কটা মুহূর্ত আমাদের জীবনে আসেনি' পুরাতন নাটকগুলোর সংলাপ ছিলো অসাধারণ।
@sukashsimsang38119 ай бұрын
অসাধারণ একটি নাটক। অসাধারণ অভিনয় করেছেন জাহিদ হাসান এবং বিজরী বরকতউল্লাহ। সকলেই অসাধারণ অভিনয় করেছেন। নাটক দেখে অনেক হেসেছি আবার অনেক কেঁদেছি। নিজের অজান্তেই কখন যে চোখ দিয়ে পানি পড়ে গেল বুঝলাম না।
@mdjohnny548 Жыл бұрын
অসাধারণ নাটক। অনবদ্য অভিনয় বিজলী বরকতউল্লাহ ও জাহিদ হাসানের ২০২৩ চলে এসেও নাটকটি অসাধারণ লাগলো। ❤❤❤
@RakibHasan-ev3cq3 жыл бұрын
, সত্যিই অসাধারন ছিলো অভিমানের মধ্যে ভালোবাসার প্রকাশ ঠিক যেমন দুদের মধ্যে মাখনের আত্ন প্রকাশ। দেখলোও বুজার কোন উপায় নাই তেমনি একটা ব্যাপার।
@anamhoque5183 жыл бұрын
এই নাটকটা আমি স্কুলে থাকার সময় বিটিভিতে দেখেছিলাম। অনেক ভালো লেগেছিল। অনেক খোজেছিলাম ইউটিউবে । পায়নি । আজ দেখে অনেক খুশি হলাম। দেখে নিলাম আবার। সত্যিই অসাধারণ। Old is gold
@neelkathon3 жыл бұрын
আমার মত অবস্থা দেখি আপনার। আমার যতদূর মনে পড়ে নাটকের শেষ দেখতে পারিনি। কারেন্ট তখন ছ্যাঁকা দিতো। নাটকের শেষ হওয়ার আগেই চলে যেতো। কী যে বিরক্ত লাগতো। তখন তো আরে ইউটিউব ছিলো না যে পরে দেখে নিবো। আজ শেষ অব্দি দেখে নিলাম প্রিয় নাটক।
@mdsumon-bj3mu Жыл бұрын
আমিও দেখেছিলাম....বিটিভিতে.....!!
@allutile3 жыл бұрын
উফ্ আগের নাটকে কত অসাধারণ সংলাপ ছিলো। আমি তখনকার সময় কল্পনা করছি। মানুষ ছিলো অনেক সাধারণ, ছিলোনা অশ্লীলতা, পোষাক ছিলো সাদামাটা। আহ্ যদি অতীত ফেরানো যেত!!! "মনে কর আজকের এই শরৎ বিকেলের ক'টা মূহুর্ত আমাদের জীবনে আসেইনি।" কি অসাধারণ সংলাপ। মনটা বিরাণ হয়ে গেছে।
@MDshakilHossain-yi9ye5 күн бұрын
২৫ সালে কে কে দেখছেন,,,হাত তুলুন 😊
@RohimaAkthar-k6g3 күн бұрын
আমি
@Masud-Rana075 Жыл бұрын
সে-ই সময়ের বাংলা নাটক গুলা ছিলো অসাধারণ,,,, দেখলেই চোখ জুড়িয়ে যায় কি সুন্দর রচনা আর অভিনয় ছিলো তখন,,,,
@sadaydebnath1285 Жыл бұрын
... খুব সুন্দর একটা নাটক...! কাহিনী এবং সংলাপ অসাধারণ...! কত সুস্থ এবং সুন্দর ভাবে একটা সম্পর্ক গড়ে ওঠে তার একটা নিদর্শন সৃষ্টি করলো এই নাটক...! ... Love you Bangladesh from Kolkata, West Bengal, Indian🇮🇳🇮🇳🇮🇳
@pinkyakter8305 Жыл бұрын
কি অসাধারণ গল্প❤ কোথায় হারিয়ে গেলো সেই সোনালী দিন 😥
@mdiliah2947 Жыл бұрын
hi
@mdalihossainrobin1234 Жыл бұрын
নাটকটা সত্যি বাস্তব মনে হলো,,অনেক ভালো লাগলো।
@mahfujurrahman935610 ай бұрын
Old is gold....কি সুন্দর ডাইলগ
@badshaalamgir33619 ай бұрын
অসম্ভব সুন্দর হৃদয় ছোঁয়া মনোমুগ্ধকর অভিনয়। এত সুন্দর শব্দ চয়ন, মার্জিত পোশাক যা এখনকার নাটকে দেখা যায় না। নাটক দেখে যে সময় ব্যয় করেছি তা স্বার্থক হয়েছে।
@mdshaheenhossen99312 жыл бұрын
সত্যি! কি অসাধারণ সুন্দর একটা নাটক। কাহিনি, চিত্রনাট্য, অভিনয়। সব মিলিয়ে চমৎকার একটা নাটক দেখলাম।
@AbuBakar-pt4cy3 жыл бұрын
দুই জনের অভিনয় যে এত সুন্দর ছিল অসাধারণ খুব ভালো ছিল আফসোস এখন আর আগের দিনের মত নাটক আর পরিচালক করতে পারে না
@reniakond3 жыл бұрын
এখন কার পরিচালক গুলোতো এখন কার, এবং ববর্তমান প্রেক্ষাপট
@quamrulful3 жыл бұрын
@@reniakondIs 'prekhapot' dependent on time or on our hands?
@abirmahmud84383 жыл бұрын
এই নাটক গুলোই সেরাদের কাতারে কিন্ত বর্তমান সময়ের নাটক গুলো এই কাতারে আসতে পারবেনা।
@jeweelsmc69083 ай бұрын
আহা কি সোনালী দিনগুলো ছিল ❤❤❤❤ কত সুন্দর সাংস্কৃতিক চর্চা।।। আফসোস এখন যেমন সংস্কৃতি তেমন হয়েছে মানুষ 😢😢😢😢😢
@silviatasnim52533 жыл бұрын
এসব নাটকের কোনো তুলনা হয়না! আর কখনো ফিরে পাওয়াও সম্ভব না! ❤️❤️❤️
@HasanMahmud-oz2bx3 жыл бұрын
ji emon natok r paoya jabe na
@meuzzalhussain24483 жыл бұрын
Mah moo
@tapashmajumder50463 жыл бұрын
Ekdom
@MdApon-u7h Жыл бұрын
টিক আপু
@smkamaluddin728 Жыл бұрын
@@meuzzalhussain2448I have 7 in my car 7u
@Jack-mv7lg3 жыл бұрын
প্রতিটি মিনিট শেষ হবার সাথে সাথেই পরবর্তী মিনিটের অপেক্ষায় থাকাটাই বুঝিয়ে দেয় তখনকার নাটকগুলো কতোটা উপভোগের ছিলো।
@zabediqbal561 Жыл бұрын
অসাধারণ, চমৎকার একটা নাটক। আগের নাটক গুলো খুব সুন্দর ছিল।
@aftabuddin3259Ай бұрын
❝নিশ্চয়তা যখন কারাগার হয়ে ওঠে, তখন অনিশ্চয়তা হয় মুক্তি। ❞ কী দারুণ সংলাপ! ❤❤
@mdshamimahmed603 Жыл бұрын
অনেক পুরোনো একটা নাটক।দেখে সত্যি খুব ভালো লাগলো কমেন্ট করে যাচ্ছি আমি না থাকলেও আমার এই কমেন্ট ঠিকি থাকবে👍♥️👍
@tarapalma-uj9cn Жыл бұрын
❤❤এই অসাধারণ অভিনেতা অভিনেত্রীদের নাটক দেখে দেখে বড় হয়েছি। অসাধারণ ছিল সেই সব ৯০ দশকের সোনালি দিন গুলো।❤❤
@TrendyMon Жыл бұрын
এমন নাটক আর বানানো সম্ভব নয়। এককথায় অসাধারণ
@hmsanwar66643 жыл бұрын
এগুলোই আসলে বাংলা নাটক সাবলিল অভিনয় মার্জিত পোশাক মানসম্মত গল্প সবমিলিয়ে অসাধারণ।
@rahulhasan4033 жыл бұрын
অসম্ভব সুন্দর লাগছে নাটক টা
@protikdhar6203 жыл бұрын
Thik bt joger kothay vabte hobe....
@md.hossainali40126 ай бұрын
Nice
@MdKamalmollah-wp7ek20 күн бұрын
আল্লাহ হয় এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুর প্রেরিত নবী ও রাসূল।
@MdKamalmollah-wp7ek20 күн бұрын
মাশাআল্লাহ।
@OjanaProtibadon3 ай бұрын
সত্য কথা বলতে 90 দশকের নাটক গুলো সত্যি অসাধারণ। কোন অশ্লীলতা কোন বাজে কিছু নেই। আমি 24 সালের শেষের দিকে এসে নাটকটা দেখে মুগ্ধ। 11 Oct' 24
@susantasarker14373 жыл бұрын
সেই সময়ের dress, চাল-চলন, কথা কতো সুন্দর ছিলো। সবাই মিলে দেখার মতো। আর এখনকার নাতকের মদ্ধেও অশ্লিলতা।
@RuhulAmin-em6in3 жыл бұрын
যা বলার ইচ্ছে ছিলো সবাই তা বলে দিয়েছে,,, তাই বেশি কিছু বলবো না,,এক কথায় অসাধারণ।
@humayounrashid45833 жыл бұрын
অসাধারণ!!! যেমন লেখনি তেমনি অভিনয়।কি সুন্দর শব্দচয়ন!! হায়রে আমরা আজ আধুনিকতার নামে কোথায় যে হারিয়ে গেলাম,,,
@rasedulislamrasel78403 жыл бұрын
বর্তমান নাটকে অঞ্চলিক ভাষার কারনে বিরক্ত লাগে,
@tapashmajumder50463 жыл бұрын
@@rasedulislamrasel7840 ETA Ekdom Thik.
@babutalukdar3362 жыл бұрын
@@rasedulislamrasel7840 t
@ismayelahmedshuvo750010 ай бұрын
মনে যে জুড়িয়ে গেল,,এ আমি কি দেখলাম,,এতো সুন্দর ভাবে উপস্থাপন করা যায়,,সত্যি, অসাধারণ!
@raselahammed5744 Жыл бұрын
পুরনো দিনের যেকোন নাটক , ছবি দেখা মানে খনি থেকে অতি মূল্যবান সম্পদ আহরণ করা ❤
@omarhossain6252 Жыл бұрын
"নিশ্চয়তা যখন কারাগার হয়ে ওঠে, তখন অনিশ্চিয়তাই হয় মুক্তি "
@misteam58223 жыл бұрын
এত ভাল নাটক কিভাবে করে - স্যালুট সবাইকে।
@Naeemkhan111113 жыл бұрын
কি অসাধারণ বাচনভঙ্গি! মোহিত হয়ে গেলাম নাটকের কথোপকথন ও চরিত্রে।
@arifursjournal3036 Жыл бұрын
যেমন রোমান্টিক, ঠিক তেমনি শিক্ষনীয়। 😊😊😊
@hasansiddiqii Жыл бұрын
আমরা এখন আফসোস করি,পুরনো দিনগুলোতে ফিরে যাই কেননা আমাদের অতীতের সংস্কৃতি ভালো বর্তমানের তুলনায়।
@dewannazrulislam9413 Жыл бұрын
অসাধারণ অসম্ভব সুন্দর 💓 অতীতের সোনালী সেই দিনগুলো ফিরে আর আসবে কি???????
@sdsumonto23503 жыл бұрын
"সময় পিচ্ছিল আর তাতে আমরা হামাগুড়ি খাচ্ছি".... ইস যদি পিছনে ফিরে যাওয়া যেতো। কত সুন্দর সময় ছিল... সরলতায় পরিপূর্ন ছিল মানুষ। নাটক দেখার পর ও মনে রেস কেটে যায়,
@amarothossain54042 жыл бұрын
Zm, ,,m bv
@firozalom64372 жыл бұрын
Nice comments ❤
@alaminsardar9262 жыл бұрын
U
@RaziasultanaAngur Жыл бұрын
Picchil na. Bohoman.
@Rez32239 Жыл бұрын
💔
@JHRipon3 жыл бұрын
🌿এই নাটক গুলোর কাছেই বড় পর্দার সিনেমার হার মানতে হয়েছে। চমৎকার ছিলো নাটক গুলোর গল্প অসাধারণ ছিলো অভিনেতা অভিনেএীদের অভিনয়। 🌿
@mdsakilhossain34873 жыл бұрын
lllll
@mdkamalhossain919910 ай бұрын
অসাধারণ একটি নাটক... আমার এই ধরনের গল্প গুলো আমার কাছে খুব পছন্দের, ❤️❤️❤️❤️❤️❤️
@anwarhossain52429 ай бұрын
হ্রদয়ের সাথে মিশে যাওয়া প্রিয় একটি প্রতিচ্ছবি ❤
@MixedLifeComggn3 жыл бұрын
আগের দিনের নাটক অনেক ভাল লাগলো
@saddamsylhety27373 жыл бұрын
কি সাবলীল কথাবার্তা কি সুন্দর অভিনয় মার্জিত পোষাক আসলেই আগের নাটক গুলাই সত্যিই খুব অসাধারণ ❤️
@arupkumarmondal60443 жыл бұрын
5
@md.abdulalim53363 жыл бұрын
ঠিক তাই
@tsjjctivdty31363 жыл бұрын
Tokono onkei bolto tar ager jog ta vhalo chilo! meye hoye chele matha Nosto korche
@NurunNahidMdHabib3 жыл бұрын
@@md.abdulalim5336 ll Ll pl l
@mohamadtaffazal87953 жыл бұрын
@@arupkumarmondal6044)
@astersonfox80203 жыл бұрын
অনেক ছোটবেলায় নাটক টি দেখেছিলাম। ওই সময়ের অনেক স্মৃতি মনে পড়ে গেল। মিস করছি সেই সময়টাকে। কেন যে সময় টা কে বেঁধে রাখা যায় না? খুব আফসোস হয়। আরও বেশি করে পুরনো নাটক দিন।
@nabilahmed87303 жыл бұрын
সত্যি বলেছেন, যে সময় চলে যায় ওই সময় আর ফিরে পাওয়া যায় না। কতই না মধুর ছিল ওই সময়
@amanotali-fz6lt12 күн бұрын
সত্যি বলতে, আমি এই প্রজন্মর হয়েও এখনকার দিনের নাটক গুলো শেষ পর্যন্ত দেখতে রুচিসম্মত মনে হয় না। কিন্তু নব্বই দশকের নাটকগুলো অনেক সুন্দর ও মার্জিত। আমার অনেক ভালো লাগে। 🥰🥰
@nahidhasan2753 Жыл бұрын
বাহ্ কী সংলাপ সুন্দর ভাষা মনে হচ্ছে উপন্যাস পড়ছি, একটা সুন্দর মন আর এমন গোছানো নাটক সত্যি সুস্থ বিনোদনের উত্তম মাধ্যম , আমার খুব আফসোস হচ্ছে এমন নাটক আর হয়না।
@NewsSports523 жыл бұрын
আহা কি নাটক হতো তখনকার দিনে,কি সুন্দর সাবলীল ভাষায় অভিনয়।প্রত্যেকটা কথাই চমৎকার।ভাষার কি অপরূপ সুন্দর প্রয়োগ।
@apurbamazumder2227 Жыл бұрын
বাংলাদেশের নাটক অনেক অনেক উন্নতমানের। অপৃর্ব, ভারত
@ksrbabu9773 жыл бұрын
মনে হচ্ছে যেনো সেই ৯০ দশকের বিটিভির পর্দার সামনে বসা সাদাকালো টেলিভিশনে!
@emarathossain1168 Жыл бұрын
সত্যিই ৯০ দশকের এসব নাটকগুলো খুব ভালো লাগে ❤
@Mdmozaher-ym2dn Жыл бұрын
খুব অসাধারণ হয়েছে সবকিছু মিলিয়ে!!
@kanizfatema85852 жыл бұрын
প্রতিটি কথা কতটা মার্জিত, বিনয়ী। এককথায় অসাধারণ বাচনভঙ্গি।
@mdsaidurrahaman49373 жыл бұрын
কি সুশীল আমাদের বাংলা ভাষা আর এখন আধুনিকতার কি হাল হয়েছে আফসোস ♥