স্যার আসসালামু আলাইকুম আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আমার ১৬৫০ শতক পুকুর অন্যের পরামর্শে দু বছরে আমার প্রায় 27 লক্ষ টাকা লস হয়ে নিরাশ হয়ে গিয়েছিলাম কিন্তু আপনার ভিডিও দেখে নতুন করে মাছ চাষের উদ্যোগ নিয়েছি ।
@skabdulrajesh42672 ай бұрын
স্যার আপনার ভিডিও যতই দেখি , আরও বেশি বেশি দেখতে ইচ্ছে করে। আপনার মুখের ভাষা খুব মিষ্টি আমি মুগ্ধ হলাম।
@tanvirhuda42143 жыл бұрын
মাশআল্লাহ, স্যার মাছের খাওয়া দেখে মন টা অনেক ভালো হয়ে গেলো, কবে যে আল্লাহ আমাকে দেবে
@bokul2202 жыл бұрын
মাশাল্লাহ এই প্রথম কোন একজনকে দেখলাম সমস্ত কমেন্ট এর রিপ্লে দিতে দীর্ঘায়ু কামনা করছি
@abeedlateef80592 жыл бұрын
আল্লাহর রহমতে চেষ্টা করি ভাই। তারপরেও অনেক সময় অনেক গ্যাপ হয়ে যায়।
@sumitsaad8864 Жыл бұрын
আমি নতুন চাষী আপনার এই মূল্যবান ভিডিও জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@abeedlateef8059 Жыл бұрын
💖💖💖
@basantanandi86133 жыл бұрын
ধন্যবাদ আপনাকে🙏। বাঙালি বাবু🙏। জলের রঙ ঠিক হিসাবে করতে, গাছের আর আকাশের প্রতিবিম্বের ছবির বর্ণনা করেছেন তাহা অতি অতি সুন্দর। আমি আশা করব আপনার ক্লাসেও এই রকম কিছু ভিডিও দিয়ে বর্ণনা করলে বিষয় গুলি আরও সুন্দর ভাবে উপস্থাপিত হবে। ধন্যবাদ🙏। বাঙালি বাবু🙏।
@abeedlateef80593 жыл бұрын
বহু কিছুই করতে মন চায় কিন্তু সুযোগ হয়ে উঠে না ভাই। উৎসাহ দানের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
@SeaFowl113 ай бұрын
স্যার বিঘা প্রতি খৈল, গোবর, ডিএপি প্রয়োগমাত্রা কতো এবং এই উপকরণ গুলো কি ফারমেন্টেশন করে পুকুরে প্রয়োগ করতে হবে তাহলে কতো ঘন্টা ফারমেন্টেশন করতে হবে ?
@MohammadAli-vb3vb4 ай бұрын
আসসালামু আলাইকুম। আমার একটি গ্যাস প্লান্ট আছে যার শ্লেষ্ট গুলি কি জৈবসার হিসেবে পুকুরে ব্যবহার করা যাবে?
@Henbabu Жыл бұрын
Amr pukur a Choto Puna ace ...tarapor o Ami ki khol gobor..Sar dite parbo
@ranadas2263 Жыл бұрын
স্যার ইন্ডিয়া থেকে বলছি উত্তর দিলে খুব খুশি হবো 🙏🙏আমাদের এখানে ট্রিপল সুপার ফসফেট পাওয়া যাই না সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যাই সেক্ষেত্রে রাসায়নিক সার সিঙ্গেল সুপার ফসফেট ২০০ গ্রাম শতকে আর ইউরিয়া ১০০ গ্রাম শতকে ১০ দিন অন্তর দিতে পারি?? আমার সিলভার কাতলা বেশি কালোর টিকিয়ে রাখা যাচ্ছে না বেশিদিন
@sheikhliza7135bxx3 жыл бұрын
স্যার আপনি আমার মনের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আপনার এ ভিডিওতে।
@abeedlateef80593 жыл бұрын
খুব খুশি হলাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।
@TouhidNoman2 жыл бұрын
স্যার,,, প্রতি মাসে পুকুরে ১০ দিন পরপর যথাক্রমেঃ খোঁল,গবর,ডিএপি. ১০ দিন পর আটা,ইউরিয়া. ১০ দিন পর ব্রান,মোলাসেস,ইস্ট প্রয়োগ করি তাহলে হবে কি ? প্লিজ একটু বলবেন।
@AabulbasarSkOfficial Жыл бұрын
و عليكم السلام و رحمة الله و بركاته. شكرا. جزاك الله خيرا
@abeedlateef8059 Жыл бұрын
আল্লাহ্ আপনাকে উৎসাহ দান এর জন্য যাজা দান করুন।
@sayidagrofisheries3 жыл бұрын
আসলামু আলাইকুম, প্রাণ প্রিয় শ্রদ্ধেয় স্যার। আশা করি সৃষ্টিকর্তার অফুরন্ত রহমতে বেশ ভালো আছেন। আমি একাদশ শ্রেণীর ছাত্র ।আপনার দেখানো পথে চলে বেশ উপকার হচ্ছে আমার ।মাছের গ্রথ আলহামদুলিল্লাহ্ ! বেশ ভালো। দোয়া করবেন মাছ চাষে যেনো সফল হতে পারি।
@abeedlateef80593 жыл бұрын
আলহামদু লিল্লাহ! ইনশাআল্লাহ কামিয়াব হবে।
@pabitramukherjee3354 Жыл бұрын
Sir ami kolkata thake bolchi. Pukura mohua khol diya pukur prostuti korchi kintu joler colour 8,10 din por sobuj thake fakhashe hoya jachaa joler ghovirota kothao 3ft kothai 4 ft. Pukure ekok chas grass carper. Thinhku
নেট ওয়ার্কের সমস্যার জন্য যথাসময়ে দেখতে পারেনি । আজ সকালে (২৫-১০-২০২১তারিখে) দেখলাম ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
@abeedlateef80593 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই।
@pinkubera1353 жыл бұрын
Sir pranam neben. India theke bolchi . Sir akta Callender korun please .jemon chun deoar kotodin pore sar debo . ba khar debo ba kotodin por g .obor sarr debo . airakom
@alaminmollamolla1459 Жыл бұрын
Sir amar pukure goldha chingri ache ami ki chun uriya dip babhar korbo
@KholilBiswas-pf7iu Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই এই ব্রান্ড মোলাসেস এই জিনিসটা কি এটা কি ধানের কুড়া অথবা গমের ভুসি এই জিনিসটা আমি বুঝতে পারছি না দয়া করে জানাবেন
@dastagirpocl5092 Жыл бұрын
ডেপ সার আমাদের এদিকে পাওয়া যায়না, এটার বিকল্প অন্য কোন সার দেয়া যায় কি?
@abeedlateef8059 Жыл бұрын
TSP+ তার অর্ধেক ইউরিয়া।
@ekrashsk55422 жыл бұрын
Salam nibn ,amar questions ta green korar method ta koto din por abar kortay hobe mane gobar ,khol, D.A.P koto din por por use kortay hobe?
@abeedlateef80592 жыл бұрын
যখন পানির বর্ন হালকা হতে থাকবে। ১২-১৫ দিন।
@bulbulsarkarbulbul16353 жыл бұрын
স্যার অনেক দিন পর আসিলেন ধন্যবাদ ।
@shahinbdj55652 ай бұрын
স্যার আমার মাছ পানির পরে চড়াত চড়াত করে বাড়ি মারছে। এর প্রতিকার কি একটু বলবেন
@anukuldab43714 ай бұрын
আসসালাম আলাইকম প্রতি শতাংশে কতটুক করে সার দেওয়া দয়া করে বলবেন
@MdNazmul-ne7js Жыл бұрын
স্যার ইউরিয়া আর আটা শতকে কতোটুকু করে দিবো জানাবেন উপকৃত হবো?,,,
@abeedlateef8059 Жыл бұрын
🤔🤔🤔🤔🤔
@babusarkar4287 ай бұрын
স্যার খাদ্য নির্ভর কার্প জাতীয় মাছ চাষে পানি সবুজ করার জন্য খৈল গোবর ডিএপি বা খড় প্রয়োগ এর দরকার হবে?
@abeedlateef80597 ай бұрын
না, দরকার নাই।
@abdulkashem3002 Жыл бұрын
আমিতো ত্রিশ শতকের জমির জন্য পনচাশ কেজি গোবর এবং দশ কেজি খৈলের মিশ্রণ তৈরি করেছি এই পরিমাণ টা কি ব্যবহার করলে কি ক্ষতির সম্মুখীন হতে পারি? দয়াকরে জনাবেন?
@successtips82023 жыл бұрын
স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুস্থ থাকুন,ভালো থাকুন
@abeedlateef80593 жыл бұрын
💖💖
@sheikhliza7135bxx3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ স্যার, জাযাকাল্লাহু খাইরান।
@mohammadsiddiqurrahman66457 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন. আমি আপনার ভিডিও মাঝে মাঝে সময় পেলেই দেখি. আমার মাছ চাষ করতে খুবই ইচ্ছা হয়. কিন্তু জানিনা. মাছ চাষ পদ্ধতি জন্য একটা ট্রেনিং নিলে আমার জন্য খুব ভালো হতো. আপনার কোন ট্রেনিং সেন্টার কিংবা আপনি নিজে শিখেন কিনা. বা অনলাইনেও ট্রেনিং করেন কিনা. এ বিষয়ে আপনি একটু রিপ্লাই দিলে আমি খুব খুশি হতাম. ধন্যবাদ আসসালামু আলাইকুম.
@abeedlateef80597 ай бұрын
ওয়ালাইকুমুস সালাম। প্রকৃতি নির্ভর মাছ চাষ Group by Kazi Abeed Lateef এর যোগাযোগ রাখতে পারলে ট্রেনিং নিতে পারবেন। আমি অনলাইন ট্রেনিং করাই। আপনার উৎসাহের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
@ashimlodh Жыл бұрын
স্যার আমি কলকাতা থাকি এখানে গোবর পাওয়া যায় না তাহলে কি varmi কম্পোজ গোবর জায়গায় দিলে কাজ করবে
@ChitraKanak3 жыл бұрын
Sir ami dorb 15 kg saros khali 20 kg ata 10 kg badam khail 10 kg molasses 10 kg east 1 kg minaral 10 kg farmented kora jus er rokom proag kori mass a ek bar. Sir eai thander som ki ata urea does doya jeba
@abeedlateef80593 жыл бұрын
পানির কালার বুঝে প্রয়োগ করবেন।
@sumandipghosh88303 жыл бұрын
Sir 10% sor porche, colour 'Greenes brown ' howa te kono pass-through joro korcha. D O problem hobe na to.? 60 dismal. 1500 pics. Wt 300-50 gm. 1:2:2:1 katla rui mregal grass crp & . 5 %golda.????
@abeedlateef80593 жыл бұрын
না, সমস্যা নাই।
@shertazhossainkhan51883 жыл бұрын
স্যার। আসসালামু আলাইকুম। এয়ারেশন ছাড়া এয়ারটাইট পদ্ধতিতে কি এফসিও তৈরী করা যায়🌷
@AshikRahman-j1i8 ай бұрын
স্যার আসসালামুআলাইকুৃৃম: স্যার আমার ২০ শতকে ৫৫ পিচ বৃগহেড ৭০০ গ্রাম সিলভার কার্প ৬০টি ২০০ গ্রাম সমস্যা হচ্ছে পানির কালার আসছে আসলেও বেশি সময় থাকছে না প্লুিজ বিষয়টি জানাবেন স্যার
@abeedlateef80597 ай бұрын
খাবার কম হয়ে যাচ্ছে। সিলভার কার্প কালার দ্রুত শেষ করে ফেলে।
@mohdsamiur3 жыл бұрын
Salaam Sir, thank you for that information. My pond the colour is light green in the morning and blooming green in the afternoon. Following all your direction as always. I'm also a new fish farmer and have started the project with all your direction.
@abeedlateef80593 жыл бұрын
May Allah bless you and you would be succeeded!!
@pialhasan8969 Жыл бұрын
ছার হাশপুকাম মাছের শতকে কতটুকু দিবো
@shajahansiraj50863 жыл бұрын
স্যার সালাম নিবেন, শীতকালে কোন সময় সার দেয়া বন্ধ রাখব।আর তাপমাত্রা কিভাবে নির্নয় করব। জানালে উপকার হতাম। ধন্যবাদ।
@abeedlateef80593 жыл бұрын
মাছ যদি খাবার খাওয়া বন্ধ করে দেয় আর পানির কালার যদি সবুজ থাকে তাহলে সার প্রয়োগ বন্ধ রাখবেন।
@AshikurRahman-ss9cs2 жыл бұрын
স্যার প্রশ্ন হল কার্প মিশ্র চাষে প্রতি শতকে কতগ্রাম ইউরিয়া টি এস পি সার দেওয়া যাবে প্লিজ জানাবেন
@abeedlateef80592 жыл бұрын
15 দিনের জন্য প্রতি শতকে 150 গ্রাম করে ডিএপি দিয়ে দিলেই হবে।
@MdYousuf-gj6tx Жыл бұрын
গোবরটা তাজা, নাকি পুরানো কোনটা ভাল হবে
@babusarkar4287 ай бұрын
স্যার ৪ মাস মেয়াদি শতকে ১২ টি মাছের ফ্যাটেনিং এ বাজার থেকে কেনা ২৮ % আমিষ সমৃদ্ধ শুধু ডোবা পিলেট খাদ্য দিলে কোন সমস্যা হবে কি? আপনার পরামর্শ চাচ্ছি?
@abeedlateef80597 ай бұрын
২৮% লাগবে না। ২৪% দিলেই হবে।
@md.raseltalukder70734 ай бұрын
স্যার এই প্রসেস টা কতদিন পর পর প্রয়োগ করতে হবে,জানালে খুবই উপকৃত হতাম।
@abeedlateef80594 ай бұрын
পানির কালারের উপর নির্ভর করবে।
@sopnoabongtumi23 жыл бұрын
স্যার দোয়া করবেন আমি পুটি মাছের একক চাষ শুরু করছি। প্রতি শতকে ১৫০ পিছ দিছি স্যার ৫০ শতক পুকুর। আমার জন্য দোয়া করবেন স্যার
@abeedlateef80593 жыл бұрын
পানির কালারটা শক্ত করে ধরে রাখবেন।
@sopnoabongtumi23 жыл бұрын
@@abeedlateef8059 ধন্যবাদ স্যার আপনার মূল্যবান পরামর্শ দেয়ার জন্য ❤️❤️❤️
@bengalboy60203 жыл бұрын
# Sir প্রনাম কাতলা মাছের কানে পোকা দেখা যাচ্ছে কি করণীয় হতে পারে
@abeedlateef80593 жыл бұрын
ছবি ফেস বুকে দিতে পারলে হয়ত কিছুটা বুঝা যেত।
@babusarkar428 Жыл бұрын
স্যার খড় দিলে কি জলের রং সবুজ হবে?
@brightgalaxy167811 ай бұрын
Assalamualaikum.sitkale ki vabe sabuj korbo janaben
@abeedlateef805910 ай бұрын
প্রয়োজনীয় পরিমাণ খাবার দিলেই পানির রং সবুজ থাকবে।
@hadisboss86423 жыл бұрын
ধন্যবাদ স্যার আললাহ আপনাকে ভালো রাখেন দোয়া রইলো ।
@abeedlateef80593 жыл бұрын
শুকরিয়া।
@golamahad5791 Жыл бұрын
স্যার, খৈলের সাথে গোবর অবশ্যই দিতে হবে কিনা? এবং সেটা কাঁচা গোবর কিনা??
@abeedlateef8059 Жыл бұрын
কাঁচা পচা বা শুকনা যেটাই হোক।
@manikmanik33237 ай бұрын
আপনার ক্যামেরাটা যদি অন্য একজনকে দিয়ে কথা বলতেন আপনার কথা বলতে আরো অনেক সুবিধা হতো
@abeedlateef80597 ай бұрын
আসলে আমি বড়ই একা!❤️❤️❤️
@malaysinharoy68583 жыл бұрын
নমস্কার স্যার..... মাসিক পরিচর্যার সময় মোলাসেস ও লবণ একসাথে একইপাত্রে জল দিয়ে গুলে কি পুকুরে ছেটানো যাবে.....না একসাথে দিলে কোনো ক্ষতিকর রিএকশন হবে.......? জানাবেন প্লিজ.......
@abeedlateef80593 жыл бұрын
আলাদা পাত্রে গুলাবেন।
@malaysinharoy68583 жыл бұрын
@@abeedlateef8059ধন্যবাদ স্যার.....
@miaoookitten43202 жыл бұрын
স্যার রেনু পুকুরে টাকি মাছের পোনা চলে আসছে ২ " সাইজ মনে হচ্ছে এখন কি করোনিও
@abeedlateef80592 жыл бұрын
তিন কোনা ঠেলা জাল বা এরকম কোন চিকন ফাঁসের জাল দিয়ে ধরে ফেলুন। তা না হলে মারা পরবেন।
@KrishTuli85853 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ স্যার,,,
@sumandipghosh88303 жыл бұрын
sir floting feed deya ki vhabe bujbo koto qnt mach accha .???
@abeedlateef80593 жыл бұрын
যে পরিমাণে খাবে তার প্রতি তিন কেজির জন্য 100 কেজি মাছ হিসাব করবেন।
@sumandipghosh88303 жыл бұрын
@@abeedlateef8059 sir otai korachi. thanks. bhalo thakben sir .
@tarasankarsarkar69522 жыл бұрын
অসাধারণ টিপস 👌👌👌👌
@abeedlateef80592 жыл бұрын
💖💖💖💖
@shahinbdj55652 ай бұрын
স্যার আমি গবর ইউরিয়া খৈল আটা একতে মিশিয়ে খাওনোর ফলে া আমার মাছ ১২থেকে১০পিচ কেজিতে ছাড়ার পর দুই মাসে ৫০০ গ্রাম হয়েছে কিনতু মাছ পানিতে খুব শব্দ করছে খুব ভয়েআছি দুই তিন পিচ মাছ মারা গেছে
@arshadulkarim18403 жыл бұрын
আমি সব সময় আপনার নতুন ভিডিও এর জন্য অপেক্ষায় থাকি
@abeedlateef80593 жыл бұрын
💖💖💖💖💖💖💖💖💖
@anwarhossain16112 жыл бұрын
স্যার আসসালামু আলাইকুম , আমার পুকুরে লোনা টেংরা ও ৫০০ রুই কাতলা আছে, এখন পুকুরে কলা পাতার মতো গাড় সর বেদে গেছে এতে কি মাছের সমস্যা হবে । ডেলি সকালে মাছ বাষে এতে কি কোন সমস্যা ,
@abeedlateef80592 жыл бұрын
খাবার কমিয়ে দিন। তলার গ্যাস বের করে দিন। চুনের ডোজ করা থাকলে লবণের ডোজ করুন।
@mdmoinul89123 жыл бұрын
স্যার আসসালামুআলাইকুম।স্যার চিংড়ির ঘেরে কি খৈল, গোবর, ডি এ পি, ব্যবহার করা যাবে?স্যার দয়া করে জানাবেন।
@abeedlateef80593 жыл бұрын
কোন মতেই নয়।
@abrohimsk12783 жыл бұрын
পেরেট পোকার লারভা খাবার হিসাবে দিয়ে বা আপনার ভিডিওদেখে মিরপুর থেকে পরীক্ষা মুলক ভাবে ভেনচুরি এরেরেটর কিনেছি তাই পাঙাস এবং গিফ তেলাপিয়া সহ কার্প মিনার কাতল মিরিগেল রুই কালিবাওস কাতল সিলভার পুঠি মাছ চাষ করতে পারবো কি
@abeedlateef80593 жыл бұрын
পারবেন।
@abrohimsk12783 жыл бұрын
ধন্যবাদ মাস্টার
@sumandipghosh88303 жыл бұрын
sir atta & urea fermentation 5-6 din thake gela kono problem hoy ke ?
@abeedlateef80593 жыл бұрын
দিয়ে দেন।
@sumandipghosh88303 жыл бұрын
@@abeedlateef8059 yes sir
@monsursikder34783 жыл бұрын
স্যার সালাম জানবেন।চমৎকার ব্লক।আপনাকে ভালবাসি।
@debasismukherjee25502 жыл бұрын
Sir আমার একটা পুকুর আছে।। পুকুরে জলটা বিভিন্ন ধরনের রং হয় ( নীল; হলুদ ; )এই সব কিছু এতে মাছের ভালো না খারাপ একটু বলবেন
@abeedlateef80592 жыл бұрын
চুনের ডোজ কভার করে রাখলে সমস্যা হবে না।
@fahimmuntasir53673 жыл бұрын
Sir, akhon sit kal portice akn ki sir,ata progog korte parbo?
@abeedlateef80593 жыл бұрын
কালার বুঝে প্রয়োগ করতে হবে।
@a.h.m.rakibulbari83283 жыл бұрын
আচ্ছালামু আলাইকুম। আমি প্রতি শতাংশে ৪০০ পিচ শিং মাছ ছেড়েছি। আমি এই মাছগুলির গড় ওজন ২৫০ গ্রাম চাই। মাছ ছাড়ার সময় গড় ওজন ছিল ৪০ গ্রাম। মাছের খাদ্যে আমিষ এবং শ্বেতসার অনুপাত সম্পর্কে জানালে উপকৃত হব।
@abeedlateef80593 жыл бұрын
৩০% আমিষ সম্বলিত খাবার দিন।
@nsportsarena81602 жыл бұрын
এখন এই শীতে কি ব্যবহার করা যাবে। আমার পুকুর ৯৫ শতাংশ মিশ্র চাষের সাথে গুলসা আছে ৩০+ হাজার৷
@abeedlateef80592 жыл бұрын
অবশ্যই কাজে দেবে।
@danishmondol86727 ай бұрын
ভাই আমার পুকুরে হলুদ শর হয়ে গেছে এটা ভালো না খারাপ আমাকে একটু বললে ভালো হতো
@abeedlateef80597 ай бұрын
খারাপ।
@sulaymannomany74923 жыл бұрын
জাঝাকাল্লাহ স্যার! ভালো থাকবেন!
@abeedlateef80593 жыл бұрын
আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে মাছ চাষে সফল করুন।
@sulaymannomany74923 жыл бұрын
@@abeedlateef8059 আমিন!
@sumonahammedapple70143 жыл бұрын
আসসালামুয়ালাইকুম স্যার,,বেকারীর কেক বিস্কুট এর গুঁড়া কি পুকুরে দেওয়া যাবে??? দেওয়া গেলে আমিষ এর পরিমাণ কত??
@abeedlateef80593 жыл бұрын
২-৩% হতে পারে
@mohammedmizan75663 жыл бұрын
আমি শুধু দুইটা আইটেম দিয়ে খাবার তৈরি করব ধানের কুড়া এবং ফিসমিল কোনটা কত কেজি দিতে হবে
@abeedlateef80593 жыл бұрын
কোনটার গুণ গত মান জানতে হবে।
@mahmudulnobisohag82422 жыл бұрын
আমি পুকুর খৈল,ইউরিয়া,ওটিএস পি দিছিলাম কিন্তু পানি সবুজ হয়নি.কারন টা কি একটু বলবেন. আমি নতুন চাষি.
@abeedlateef80592 жыл бұрын
পুকুরের পানি ঘোলা হলে করনীয় ভিডিওটা দেখুন ।
@AmitGhosh-ki3qi Жыл бұрын
স্যার আমি ভারত থেকে বলছি, আমার 200শতকের পুকুর জল আছে 5ফুট। পুকুরের জল খাবার জলের মতো স্বচ্ছ,400গ্ৰামের 600 পিস সিলভার মাছ আছে।এমত অবস্থায় আমি কি করবো বললে খুব উপকৃত হব।
@abeedlateef8059 Жыл бұрын
প্রতি শতকের জন্য আধা কেজি করে খড় এবং ২০০ গ্রাম করে ডিএপি প্রয়োগ করুন।
@mdrakibislamkhan4861 Жыл бұрын
পাংকাশ মাছের পুকুরে শ্যাওলা হয়েছে। এবং পানি কালার সবুজ হচ্ছে না।স্যার এখন আমার কী করণীয়।
@abeedlateef8059 Жыл бұрын
খাবার কমিয়ে দিন।
@bdmultifarm62722 жыл бұрын
স্যার আপনার দেখানো পুকুরের মত ভেঞ্চুরি এয়ারেটর কতক্ষন ব্যবহার করব শুধু কার্প মিশ্র চাষে ও ডিওআরবির ছবি সহ জানতে চাই ?
@abeedlateef80592 жыл бұрын
মাছের ঘনত্বের উপর নির্ভর করে 6 ঘন্টা থেকে 18 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারেন। কিংবা আরো বেশি।
@uttammondal3858 Жыл бұрын
Sir others ke food ar progon
@johnsarker9762 Жыл бұрын
স্যার আামার একটা পুকুরে বালু বেশি,কি মাছচাষ করা যায় এবং কি ভাবে প্লাংটন তৈরী করা যায়।
@@abeedlateef8059 পুকুরে খাবার প্রয়োগের সময় এয়ারেটর চালু রাখা যাবে কিনা। আমি ওই সময় বন্ধ রাখি।
@nurulkarim93233 жыл бұрын
আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? আমার ৫০শতক পুকুরে ঘবিরতা ৪ ফিট, ৯ হাজার তেলাপিয়া ও অন্যান কার্প মাছ ১ হাজার আছে।এখন তেলাফিয়া মাছের মাথার অংশ অনেকটা লালছে বর্ন হয়েগেছে, এটা কি রোগ? প্রতিকার কিভাবে নিব? প্লিজ দয়াকরে জানালে খুব খুভ উপকার হবে।
@abeedlateef80593 жыл бұрын
ফেসবুক গ্রুপে যোগাযোগ করলে হয়ত ছবি দেখে কিছু পরামর্শ দেওয়া যেত।
@MasaddaraliAhmed3 жыл бұрын
স্যার আমি আসামের কাছাড় জেলা থেকে। আমি আপনার কাছে পরামর্শ চাইতেছি যে বোরিং এর আয়রন যুক্ত জল ফিসারিতে ব্যবহার করা যায় কি না জানতে চাই।
@abeedlateef80593 жыл бұрын
একটু প্রক্রিয়া জাত করে ব্যবহার করতে পারবেন।
@MasaddaraliAhmed3 жыл бұрын
প্রক্রিয়া জাত একটু খোলাসা করে বললে বুজতে পারব স্যার
@santoshchakraborty36823 жыл бұрын
স্যার আমার নমস্কার নেবেন।আমি কোলকাতা থেকে বলছি।আমার 1 বিঘা পুকুরে রুই,কাতলা ও কিছু গুলসা আছে।আমি আপনার পরামর্শ মতন প্রাকৃতিক খাবার প্রয়োগ করি।এই বর্ষায় বাইরের জল পুকুরে ঢোকার ফলে কিছু কৈ মাছ,পুঁটি মাছ ঢুকে পড়েছে।কিন্তু দেখছি গুলশা ও কৈ মাছ,পুঁটি মাছ অসম্ভব বৃদ্ধি ঘটেছে।তুলনায় পোনা মাছ একটু কম।তেলাপিয়াও বৃদ্ধি পেয়েছে।এক্ষেত্রে আমার করণীয় কি?গতকালই বিশ কেজি গোবর এবং পাঁচ কেজি খৈল ভিজিয়ে রেখেছি।পুকুরের জল ফ্যাকাশে হয়ে যাবার ফলে।উক্ত,গোবর.খৈল,ডি.এ.পি প্রয়োগ করার পর কি আটা ও ইউরিয়ার মিশ্রণ প্রয়োগ করব?যদি একটু মতামত দেন তবে সমৃদ্ধ হব।
@abeedlateef80593 жыл бұрын
আগে খইল গোবর ডিএপির ট্রিটমেন্ট করে দেখেন পানির কালার আসে কিনা; না আসলে তখন আটা ইউরিয়ার ট্রিটমেন্ট দেবেন।
@santoshchakraborty36823 жыл бұрын
@@abeedlateef8059 আচ্ছা স্যার।ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য।
@shahanurislam407022 күн бұрын
Sir yest konta
@wakilshaikh47113 жыл бұрын
সালাম নেবেন স্যার আমি ভারত থেকে কি ভাবে আপনার পর্শিক্ষন নিবো এবং কি কি লাগবে জানাবেন প্লিজ স্যার আপনার আগের ভিডিও তে আমি একটি সমস্যার কমেন্ট করেছিলাম উত্তর দেননি স্যার আপনার আগের ভিডিও টি দেখবেন এবং উত্তর দিবেন abdul wakil india jharkhand
@abeedlateef80593 жыл бұрын
এখানে নোটিশ পাবেন facebook.com/groups/2143121362500536/?ref=share
@Nora-lr5we2 жыл бұрын
Sir 5 KG DAP ke per viga r jonno
@abeedlateef80592 жыл бұрын
জী।
@mithunmkd7616 Жыл бұрын
Sir amar pukur e carp jatio mas er sathe kisu deshi tengra mas Chara ase 3 month Holo. Pukur e color nei. Gobor khol r dap er ei dose ta ki dite parbo?
@md.rahman31043 жыл бұрын
আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক
@abeedlateef80593 жыл бұрын
আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ আপনাকে বিশেষ সম্মানে সম্মানিত করুন। 💖💖💖💖💖💖💖
@harakrisnabiswas95043 жыл бұрын
শুভ বিজয়ার শুভেচ্ছা ও প্রনাম আর আপনার পরিবার কে শুভেচ্ছা ও অভিনন্দন জনাবেন
@abeedlateef80593 жыл бұрын
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
@harakrisnabiswas95043 жыл бұрын
ধন্যবাদ স্যার
@ashikurrahman6892 жыл бұрын
স্যার আমার ২৫ শতকে কাতলা ৬০ সিলভার কার্প ৫০ বৃহেড ১০ এখন এঅবস্হায় মাছের গ্রোথে বাধা হবে সৃষ্টি হবে খাবার প্রতিদিন দিচ্ছি।
@abeedlateef80592 жыл бұрын
চালিয়ে যান।
@voiceofmoulvibazar2 жыл бұрын
স্যার ১০ দিনের রেনু পুরুরে কি খইল গুবর দিতে পারিবো?
@abeedlateef80592 жыл бұрын
না।
@MegaVbi3 жыл бұрын
Ajkal KZbin rigan nite onek alochona hoy tai apnibolen
@shahinshah93332 жыл бұрын
মাছ ছাডার পর পানির সবুজ রং করার জন্য স্যার চুন দেয়ার কত দিন পর জৈব সার দিব এবং জৈব সার দেয়ার কত দিন পর আটা ও ইউরিয়া ডোজ প্রয়োগ করতে হবে দয়া করে যদি বলতেন তাহলে উপকৃত হতাম।
@abeedlateef80592 жыл бұрын
ভিডিওগুলি একটু ভালো করে দেখে বুঝার চেষ্টা করুন তাহলে আপনার পক্ষে অনুধাবন করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে।
@mohammedmizan75663 жыл бұрын
হ্যালো স্যার আসসালামু আলাইকুম আমি এখানে কতগুলো নষ্ট সেমাই পাইছি সেই সেমাইগুলো মাছকে খাওয়ানো যাবে কি না পাংকাস মাছকে
@abeedlateef80593 жыл бұрын
আমিষ!
@mdatikullah83332 жыл бұрын
পুকুরে প্রয়োগের ফলে কোন ধরনের মিতেন গ্যাস সৃষ্টি হবে কি?
@abeedlateef80592 жыл бұрын
আইটেম ফাঁকা পড়ে গেছে।
@mdmahadihasan11963 жыл бұрын
স্যার যে পুকুরে সরপুটি মাছ আছে শীতকালীন সময় পুকুরে কি সার দেওয়া যাবে
@abeedlateef80593 жыл бұрын
প্রয়োজন অনুযায়ী।
@MonirHossain-qo3wm3 жыл бұрын
আমাদের এলাকায় কার্প জাতীয় মাছের যে খাদ্য পাওয়া যায় তার মধ্যে একটার আমিষ ২১% অন্য একটির আমিষ ২৬%। আমার মাছের সাইজ ৫-৭ ইঞ্চি। এখন কোনটি খাওয়ালে ভালো হবে,খাদ্যের অপচয় হবে। ধন্যবাদ।
@abeedlateef80593 жыл бұрын
ওরা যেটা বলেছে সেই ঘোষণা অনুযায়ী খাবারের পুষ্টিমান ঠিক আছে কিনা সেটাই আগে নিশ্চিত হোন। যদি থাকে তাহলে 26।
@MonirHossain-qo3wm3 жыл бұрын
@@abeedlateef8059 প্রভিটা ফিড।নিশ্চিত হওয়ার উপায় তো ল্যব টেস্ট করা।সেটা তো সম্ভব নয় আমাদের পক্ষে।ধন্যবাদ।
@abdussattar52522 жыл бұрын
নতুন ভিডিও কতদিন পর পাওয়া যাবে অপেক্ষায় রইলাম
@abeedlateef80592 жыл бұрын
💖💖💖
@abdussattar52522 жыл бұрын
@@abeedlateef8059 ধন্যবাদ আপনাকে
@rajkumarpal477 Жыл бұрын
পানি রং সবুজ করার জন্য গোবরের বদলে কি দিয়া যাবে ? সরষের খোলের পরিমান টা বাড়ালে কি হবে ?
@abeedlateef8059 Жыл бұрын
খড়।
@bharatchandraroy3726 Жыл бұрын
Sir DAP Bghate 5 kg
@mahmudulnobisohag82422 жыл бұрын
১বিঘা পুকুরে কত কেজি উইরিয়া ও টি এস পি দেয়া যাব জানাবেন....