স্যারকে দেখে বুঝা যায়,কতটুকু ন্যায়-নিষ্ঠা ও জন বান্ধব.স্যারের জন্য অভিরাম ভালবাসা ও শুভ কামনা রইলো💖💖
@minerakib5707Ай бұрын
আপনি পুলিশ পরিবারের সদস্য।
@shajjadhossein1282Ай бұрын
Sir sir ki bhai?
@ballalhossain73932 ай бұрын
পুলিশকে রাজনীতি মুক্ত এবং দলীয়মুক্ত করণ করা হোক
@rakibchowdhury57142 ай бұрын
Right 😊
@Rabani8090Ай бұрын
পুলিশ যদি নেয়ের পক্ষে থাকে অন্যায়কে প্রশ্রয় না দেয় অপরাধীদের সাথে ভাগবাটোয়ারা না করে তাহলেই কেবল পুলিশ গ্রহণযোগ্যতা পাবে
@Independence007Ай бұрын
পুলিশের মোরাল যদি ঠিক না করা হয় তাহলে কোনো কিছুই মুক্ত হবে নাহ। এই পুলিশ তো নিজেই বলতো গলা ডাকায়ে যে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে শুধুই পুলিশের উপরে।
@busyBuzz2564Ай бұрын
👍🏽
@YeaminTalukdar-p8r2 ай бұрын
স্যার মামুনুল হকের সময় একটা পুলিশ অফিসার খুবই ভালো লোক ছিল উনি প্রতিবাদ করছিল জন্য চাকরিটা চলে গিয়েছিল যদি পুনরায় ওই ভালো লোকটাকে চাকরিটা ফিরিয়ে দিতেন তাহলে খুব খুশি হতাম, লোকটার মুখে দাড়ি ছিল ইসলামের প্রতি টানছিল স্যার।
@Monsurahamod2 ай бұрын
একটা চাওয়া পুলিশ শুধু জনগণের বন্ধু হয়ে পাশে থাকবে,আর আমাদের জনগনের উচিত সর্বোচ্চ সম্মান করা পুলিশদের
@RousonaAkter-s1y2 ай бұрын
স্যারের জন্য শুভ কামনা রইল।
@Vividintense2 ай бұрын
স্বাধীন, নিরপেক্ষ এবং জবাবদিহিমূলক পুলিশ কমিশন গঠন করতে হবে।
@shamimahmed9516Ай бұрын
দূর্ণীতি দমন ব্যুরোকে "কমিশন" করা হয়েছিলো। দূর্ণীতি কি কমেছে?
@rafsanariff2 ай бұрын
আমরা চাই পুলিশদের কয়েকগুণ বেতন বেশি দেওয়া হোক তবুও আইন-শৃঙ্খলা বাহিনী দুর্নীতিমুক্ত থাকুক।
@tazrianalamjitu2 ай бұрын
আওয়ামী সরকারের যথেষ্ট বেতন ও সুযোগ সুবিধা দিয়ে গেছে তবুও লোভি পুলিশের গর্ত কখনো পুরন হয় না। আরো চায়। এর উপরি কখনো ছাড়তে পারবে না।।
@NurMohammad-r5q2 ай бұрын
সেনাবাহিনী কি ৫০ হাজার করে বেতন পায় নাকি তারা তো ঘুষ খায়না তারা পারে কিভাবে সবটা সামলাতে
@khorshedalam-vz8tr2 ай бұрын
Right 👍🏼
@Afrin-7772 ай бұрын
ঘুষ দিয়ে চাকরি পেলে সেই পুলিশ ঘুষখোরই হবে।যারা টাকার উপর শুয়ে আছে তাদেরও টাকার লোভ শেষ হয় না।যারা খারাপ তাদেরকে টাকা দিয়ে মুরে রাখলেও টাকার লোভ যাবে না।
@mdreduankhan6092 ай бұрын
Apnara je boltacen police er baton hasina sorkar barea cen ,, Apne ki janen police constable er baton Kato ,, akhon constable er job ee dokar por baton hoy 14,000 tk ,.. ai tk dea ki akhonker samoy ee akta family Cole , apnara balon ,
@Afrin-7772 ай бұрын
উন্নত দেশগুলোর পুলিশ যেমনভাবে দায়িত্ব পালন করে বাংলাদেশের পুলিশও তেমনভাবে দায়িত্ব পালন করুক এটাই আমরা চাই
@md.shahjalalsarkarsakil64222 ай бұрын
Amraw chai. Mor e mor e faw bosay rakhe
@RaihanAhmed-ud7cpАй бұрын
আমাদের দেশের জনগনকেও উন্নত দেশের দেশের মানুষের মতো সভ্য হতে হবে
@mdjalil-k1oАй бұрын
উন্নত বিশ্বে একটা সাধারন পুলিশের বেতন ৯০,০০০ থেকে ১০০,০০০ টাকা।
@accessordenied6844Ай бұрын
স্যার অনেক ক্রিটিকাল মুহুর্তে দায়িত্ব নিয়েছেন দোয়া করি আল্লাহ আপনার মাদ্ধ্যমে পুলিশকে পরিবর্তন করুক,
@শিফাউলকোরআনমিডিয়া2 ай бұрын
পুলিশ কে আগের অবস্থায় ফিরে যাক,জনগনের বন্ধু হোক
@Hamif4302 ай бұрын
কই ভাই পুলিশ কখনোই জনগনের স্বার্থে কাজ করে৷ তারা সবসময় সরকারের আন্ডারে কাজ করত৷
@alksdjfkasdf2 ай бұрын
ভাই পৃথিবীতে আপনি নতুন নাকি? কবে পুলিশ জনগনের বন্ধু হিসেবে কাজ করেছে। যখন যে দল এসেছে তাদের হয়ে কাজ করেছে। এবার পুলিশকে ও সরকারকে জনগনের স্বার্থে কাজ করাতে হবে। পুলিশ জনগনের সেবক রাজনীতিবিদদের সেবক নয়।
@yasinimonАй бұрын
কবে বন্ধু ছিল ?
@ibrahimkhalil91502 ай бұрын
এই আই, জি, পি সাহেবের কথা ও চেহারা দেখে মনে হয় তিনি ভালো মানুষ, দোয়া রইল আপনি সফল হওয়ার জন্য। ধন্যবাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ।
@nusratkhan9950Ай бұрын
মাইনুল ভাইকে অনেক অনেক শুভকামনা। আশা করি আপনার তত্ত্বাবধানে পুলিশ বাহিনী দুর্নীতিমুক্ত ,স্বচ্ছ গণ মানুষের পুলিশ বাহিনী হিসেবে এগিয়ে যাবে। ( উনি আমার হাসবেন্ডের কলেজ ফ্রেন্ড )। অত্যন্ত ভালো মানুষ।
@fuadhasan12702 ай бұрын
স্যার অত্যান্ত ভাল মানুষ,, স্যারকে আল্লাহ রহম করুক আমিন
@marufkhan84542 ай бұрын
গণহত্যার দায়ে পুলিশের বিচার করা হোক।
@Md.NaimHasanTusarАй бұрын
যারা বিনা কারণে পুলিশকে মেরে ফেলেছে তাদেরও বিচার হবে ইনশাআল্লাহ,,,
@শিফাউলকোরআনমিডিয়া2 ай бұрын
পুলিশকে দলীয়মুক্ত, রাজনীতি মুক্ত হোক
@Alihsanideal2 ай бұрын
❤️
@MonMon-yo5ojАй бұрын
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আসা করবো আমাদের পুলিশ বাহিনী ন্যায়ের পক্ষে এবং জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন ইনশাআল্লাহ ।
@saif7k2 ай бұрын
আমরা অতি দ্রুত সংস্কার চাই✅
@Sarjis-Alam102 ай бұрын
অনেক গোলো কথা সুনলাম হ্য আমরাও চাই আপনরা সাদিন বাবে কাজ করেন দেশ ও জনগনের জন্য তা হলেই মানুষের দোয়া এবং ভালোবাসা থাকবে
@mohammadshahidulislam2889Ай бұрын
পুলিশকে ১০০+% রাজনীতি মুক্ত ও দলীয়মুক্ত করে জনগণের বন্ধু বানাতে হবে আর অপরাধী পুলিশদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে ইনশাহ আল্লাহ 😭🤲
@Md.AktaruzzamanAktar-gq7fvАй бұрын
দোয়া ও শুভ কামনা রইলো পঞ্চগড়ের গর্বো জনাব ময়নুল স্যার এর জন্য। আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক এবং সঠিক পথে থাকার তৌফিক দান করুক।
@IsmailHossain-pn6wd2 ай бұрын
উনি একজন অসাধারণ সৎ মানুষ
@ziaurrahmanteacher82772 ай бұрын
স্যারের জন্য শুভকামনা রইলো।
@Alihsanideal2 ай бұрын
❤️
@NayeemIslam-c1e2 ай бұрын
An honest, educated and a professional individual. A high rated officer. Keep up your good work.
@mahmudsujon5926Ай бұрын
রাজনিতি থেকে পুলিশকে সম্পুর্ন আলাদা করে ফেলতে হবে, সাথারন মানুষের বিপদে আপদে অসাধারণ কাজ করবে আমাদের পুলিশ
@lokmantalukderАй бұрын
Allhamdulillah. More happy listening ur opinion. May Allah long live you.
@mdjahangirhossainkhan5903Ай бұрын
আল্লাহপাক এই পুলিশ প্রধানকে সৎ সাহস, যোগ্যতা, সততা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার শক্তি ও মন মানসিকতা দান করুন এবং উনার মান, সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিন।
@jmfashion22432 ай бұрын
ঘুষ মুক্ত পুলিশ 👮👮 চাই
@lalbabusekh5245Ай бұрын
স্যার খুব ভালো মানুষ এটা তার কথা শুনে বুঝা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে
@enamulhaquemanik76622 ай бұрын
আপনার কাছে অনুরোধ গত ১৫ বছরে যাদেরকে চাকুরীচূত করা হইছে তাদের চাকুরী ফেরত দেওয়া হোক এবং বৈষম্য দূর করা হোক
@mdjahangirreja5075Ай бұрын
স্যারের কথাগুলোতে নীতি নৈতিকতা,জনবান্দব বুঝা যায়,তবে প্রতিটি থানার সামনে একটি অভিযোগ বাক্স রাখা প্রয়োজন,যাতে নিরাপরাদ ও সহজ সরল মানুষরা সুবিচার পাই।
@jahidsaifullah65702 ай бұрын
বর্তমান আই জি স্যার মইনুল সাহেব অত্যন্ত নীতিবান মানুষ। জনগণের পুলিশ বাহিনী গড়ে তোলতে স্যারের উপর আস্থা আছে আমাদের পুলিশ বাহিনীর।
@MdApu-sy6if2 ай бұрын
পরকালের চিন্তা করে বিবেককে জাগ্রত করে সাথে পুলিশের আরো কিছু পরিবর্তন দরকার।যারা খারাপ পুলিশ তাদের সৎ ভালো মনমানসিকতার মানুষ হতে হবে,ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে,যারা ভালো হতে চায়না তাদের চাকরি করার দরকার নেই,কেননা তাদের দারা দেশ ও দেশের মানুষের ক্ষতি হবে।আর যেই সকল পুলিশ সৎ ভালো তাদের প্রতি অবিরাম ভালোবাসা শুভকামনা দোয়া রইলো।
@Alihsanideal2 ай бұрын
W
@Alihsanideal2 ай бұрын
❤️
@mahinurrahman4238Ай бұрын
Respect Bangladesh Police
@humairachy6481Ай бұрын
মাননীয় নব নিযুক্ত আই জি পি মহোদয়কে অভিনন্দন। ওনার কাছে আকুল আবেদন পুলিশ বাহিনীকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে। গঠন মুলক বক্তব্য খুব ভাল লাগল। সরকারের কর্মকর্তা এবং কর্মচারী সকলের উচিত দলমত নির্বিশেষে নিরপেক্ষ দায়িত্ব ও কর্তব্য পালনে সর্বদা সতেষ্ট থাকে তা নিশ্চিত করা।
@shahjantu19392 ай бұрын
আই জি পি স্যার, একটু শুনবেন কি। আপনার কাজ এবং ইচ্ছা আন্তরিক। আপনি এখন প্রতিদিন একটি করে জেলায় সফর করেন। সেখানে প্রয়োজনীয় আদেশ নির্দেশ দিয়ে তাদের মনোবল বৃদ্ধি করেন। এখন ঢাকায় বসে থাকবেন না। টিভির বক্তব্যের থেকে পিজিক্যাল বক্তব্য অনেক কার্যকর। পুলিশ কমিশন গঠন করেন। যদি প্রয়োজন মনে করেন তুরস্কের সহযোগিতা নিতে পারেন। (এখন প্রতিদিন একটি জেলা পারলে দুটি) দয়া করে মেসেজ টা উনাকে পৌঁছে দেবেন।
@mdshamim-no6yd2 ай бұрын
আমরা সাধারণ মানুষ এই আইজিপি কে নিয়ে অনেক আশাবাদী আশা করি তিনি পুলিশে অমূল পরিবর্তন আনবেন
@riponkhanriponkhan63982 ай бұрын
কয়লা দুইলে কখনো ময়লা যায়না কখনো যাবে কি না জানিনা।
@RoksanaChowdhury-jg2py2 ай бұрын
পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলা উচিত। মানুষের প্রয়োজনে ডাকলেই যেন কাছে পায়।
@ShadinIslam-xb2ehАй бұрын
Ñishad 🥰🥰💐💐💐💝💝💝👈💖💖
@salehahamed1718Ай бұрын
Thank you sir
@obaydulhoque78192 ай бұрын
৯০ ভাগ পুলিশ কে চাকুরিচ্যুত করে নতুন পুলিশ নিয়োগ দেওয়া উচিত, এদের বিচার না হলে এই স্বাধীনতা ম্লান হবে
@moshiuremon85922 ай бұрын
তোর এতো ক্ষমতা থাকলে তুই বাদ দে
@md.zahurulhaque1097Ай бұрын
আপনি কেমনে বুঝলেন ৯০% পুলিশ খারাপ। আপনি নিজে কতটা ভাল নিজেকে প্রশ্ন করে দেখেন। কিছু পুলিশ অবশ্যই খারাপ, স্বীকার করতে হবে। তবে সেটা ১% এর বেশী হবে না। আর পুলিশকে খারাপ করেছে কারা, সেটা চিন্তা করেন। রাজনৈতিক নেতৃত্ব যাদের চরিত্র সব সময় ফুলের মতো পবিত্র বলে আমরা চিল্লাই সেই ধরনের জনগন আর সেই ধরনের ক্ষমতালিপ্সু নেতৃত্ব দায়ী।
@DrRezaAliRumi2 ай бұрын
He is a nice man
@taponshikdar60642 ай бұрын
পুলিশের কাছে নিরাপত্তা চাইতে যেন না যাওয়া লাগে। বরং কোন নাগরিক নিরাপত্তাহীনতায় পড়লে পুলিশ নিজেরা গিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন।
@RaihanAhmed-ud7cpАй бұрын
দেশের যে জনসংখ্যা সেই হিসাব করলে একজন পুলিশের কাধে প্রায় ৯০০ জনের নিরাপত্তার দ্বায়িত্ব পরে।তাহলর এখন বলেন একজন পুলিশ একসাথে কিভাবে ৯০০ জনের বাড়ি গিয়া নিরাপত্তা দিবে।আগে আমিদের দেশের জনগনকে জাতি হিসাবে সভ্য হতে হবে।তাহলে পুলিশও দেশর জনগণের জন্য কাজ করতে উৎসাহিত হবে।
@Iswargurung2 ай бұрын
We hope in this time police is vary honestly work❤❤❤
@rikusatoru60542 ай бұрын
বেতন বেশি বৃদ্ধি দাবি করুন, পুলিশের দুর্নীতি বন্ধের ব্যবস্থা করুন।
@foodfine87362 ай бұрын
তারা হচ্ছে ড্রাম যত দিবেন ততই নিবেন।
@hridoyhassan21152 ай бұрын
টাকা কি মারিয়ে আসে?
@wazislamicmratv2 ай бұрын
যাদের অতীতে অনেক বেতন ছিল তারাও তো দুর্নীতি করেছে
@wazislamicmratv2 ай бұрын
পুলিশের গুয়াম কোন গোষ এবং অনৈতিক আচরণ এর কি শাস্তি হবে সেটার আমরা নমুনা জানতে চাই দেখতে চাই। এত বকবক করে লাভ নেই
@rokonzaman2850Ай бұрын
বেতন যতই বাড়ানো হোক ঘুষ খাবেই।
@MdShami-k8mАй бұрын
I❤Bangladesh I❤d.younus
@MdSirajulIslam-vi6tsАй бұрын
Sar your toking is write your ar thaks and vare vare thaks god is kind
@delowerhossain3726Ай бұрын
মাননীয় মহাপুলিশ পরিচালক, দেশ ও জনগনের পাশে আপনি থাকবেনা এ কামনাই করছি।
@mdakhterfaruque54032 ай бұрын
আল্লাহ এই পুলিশ ভাইকে তুমি সৎ পথে পরিচালিত হওয়ার তৌফিক দাও। আমিন
@anamahmed75672 ай бұрын
We have lot of expectation to present IGP of Bangladesh.
@VipVip-fj1fhАй бұрын
পুলিশের কাছে আমাদের অনেক বড়ো আশা সেটা হলো শান্তি সঠিক আইনের শাসন, ঠিক তেমনি ও আমরা জনগনের কাজ হলো রাষ্ট্রের সকল বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী কে অনেক সম্মান করা এবং আইন মানা।
@Dhruband2 ай бұрын
এখন পুলিশ-ছাত্র ভাই ভাই।সবাই মিলেই একত্রে দেশ ঠিক করবো।
@ইন্টারনেট-py2cb2 ай бұрын
ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ ❤
@darknessecstasy2110Ай бұрын
আল্লাহ স্যারকে সৎ পথে থাকার তৌফিক দান করুন!
@nayansheikh53842 ай бұрын
মেধা ভিত্তিক নিয়োগ চাই
@Alihsanideal2 ай бұрын
❤️
@mdjasiam4266Ай бұрын
প্রতি পুলিশের সাথে লাইভ কেমরা থাকতে হবে, উন্নত বিশ্বের মত,
@NaymulHasan1432 ай бұрын
অনেক ভারী ভারী কথা বললেন, স্যার। বাস্তবে যদি এসব করতে পারেন তাহলে জণগন ভালো থাকবে। আগেও পুলিশের অনেক আই জি পি অনেক বড় বড় কথা বলেছে কিন্তু কাজের কাজের কাজ কিছুই করেনি।
@mdshafinulislam9174Ай бұрын
দেশ ও জাতির পাশেই আপনাদের কে দাঁড়াতে হবে। এটাই আপনাদের দায়িত্ব।
@MdKamrul-wq1jqАй бұрын
চেষ্টা চললে হবে না আমরা চাই চুরান্ত সমাধান। আর এটাই আপনাদের পুলিশ ভাইদের সম্মান পাওয়ার মূল উৎস
@ABMANNANGAZI2 ай бұрын
বাংলাদেশ পুলিশ কে যদি রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পারিলে, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, ইনশাআল্লাহ পুলিশ কে দলিও করন থেকে মুক্ত রাখতে হবে, তাহলেই পুলিশের প্রতি সাধারণ মানুষের সম্মান ও ভালোবাসা ও শ্রদ্ধা বোধ বেড়ে যাবে
@oneummah_channel2 ай бұрын
আমার মতে অধিকাংশ পুলিশের রক্তের ডায়ালাইসিস করতে হবে পুরাতন রক্ত ফেলে দিয়ে নতুন রক্ত ভরতে হবে, যে রক্তে থাকবে সততা, দেশপ্রেম, এবং জনগণের ভালোবাসা।
@md.rayhanulislam95162 ай бұрын
সেই বলেছেন ভাই
@Mamun-f8x2 ай бұрын
রাজনৈতিক প্রভাবমুক্ত হইলেই সব ঠিক হয়ে যাবে , কিন্তু আপনার রাজনীতিবিদরা তা তো চায় না যারা ক্ষমতায় এসে তারাই ব্যবহার করতে চায়
@mdjahedulislam4969Ай бұрын
স্যার পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারলে খুব ভালো হতো সে কারণে পুলিশের স্বাধীন কমিশন গঠন করাটা অত্যন্ত জরুরি প্লিজ স্যার এটা আপনি করলে খুব ভালো হয় পুলিশ বাহিনী সারাজীবন আপনার কথা স্মরণ করবে এবং কি আপনার জন্য দোয়া করবে
@md.kamruzzaman42442 ай бұрын
বাংলাদেশের পুলিশ মদিখানার দোকানদার সেজেছিল প্রতিটি থানায় 30 জন যাত্রী এ্যারেস্ট করতে হবে বাধ্যতামূলক এই প্রথা বাতিল করতে হবে।
@ruhulaminripon61232 ай бұрын
আমাদের পঞ্চগড়ের গর্ব পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্যার।
@HasanIqbal-k7eАй бұрын
বাংলাদেশের গর্ব না ?
@masumbillahmcpАй бұрын
Reform much needed
@shafiulhaque91152 ай бұрын
দেশপ্রেমিক, পেশাদার ও দায়িত্বশীল পুলিশ চাই ❤️🇧🇩
@mashiurrahman75672 ай бұрын
IG is a good man this is not the question, service delivery system of the police must be improved in Bangladesh .we should have the idea from the welfare state,how they work for the benifit of the people.Police must have backbones to protect themselves and protect the right of the people.
@md.abdurrahman90702 ай бұрын
Assalamu alaykum wahrahmatulliaha ALHAMDULILAH Congratulations to everyone 🎉
@rifat10562 ай бұрын
আইজিপি সাহেবকে জানাই অনেক অনেক দোয়া এবং ধন্যবাদ আমাদের দেশকে আইন শ্রিংকোলা টিক করবেন
@Mujahid70603Ай бұрын
❤❤❤❤❤❤
@MdFaisal-ux6er2 ай бұрын
স্যার ❤ নতুন জেনারেশনকে বেশি বেশি সুযোগ দেন.. পুলিশের নাম বদলে যাবে😀
@Gane_diggerBD-uo7yi2 ай бұрын
Sir aponake asole ekjon sot manus mone kore..anek asa rakhlam aponer upor
@MDMASUMBHUIYA-g6hАй бұрын
আসলে কি ভালো মানুষের চেহারার মধ্যে ছাপ থাকে ধন্যবাদ মাননীয় পুলিশ প্রধান মহোদয় কে❤
@aziz-bd822 ай бұрын
Gentle man
@muradshikder2265Ай бұрын
If our police can be reformed, it will be another wonder of the world.
@everythinghere7617Ай бұрын
স্যারের কাছে একটাই অনুরোধ কিছু দেশপ্রেমিক ছাত্রদেরকে পুলিশে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া দরকার,
@erfanacct003Ай бұрын
How u can post in your channel ? It was from DW, right ?
@MdRishead2 ай бұрын
পুলিশ সারা জীবনের জন্য রাজনীতি মুক্ত থাকবে ইনশাল্লাহ তাদেরকে কোনো রকম ক্ষমতার অপব্যবহার করতে দেয়া যাবে না আর ক্ষমতা দেখিয়ে তাদেরকে দিয়ে কাজ করা যাবে না জোর করে
@mdarifbilla8375Ай бұрын
ট্রাফিক কাজ করছে না রাস্তায় দারিয়ে আছে কিলো পর কিলো রাস্তা জ্যাম হচ্ছে😢
@sabov51782 ай бұрын
Shubo kamona sir apnar jonno❤
@Alex-lx1qo2 ай бұрын
পোশাক, লোগোর চেয়ে গুরুত্বপূর্ণ হল টিমে শুদ্ধি অভিযান পরিচালনা করা। একই সাথে নাগরিক বান্ধব পুলিশদেরকে গুরুত্বপূর্ণ থানায় পদায়ন করুন!
@Alihsanideal2 ай бұрын
❤️
@Samiul-f502 ай бұрын
কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত সাধারণ সদস্য এর উপরের পুলিশরা অসাধারণ সদস্য
@abdurrab21942 ай бұрын
মেধা ও যোগ্যতাকে সম্মান দিতে শিখুন। পরীক্ষায় যারা ভালো করে,, তাদের আপনি উচ্চ পর্যায়ে বসাবেন না?
@mirzanahian222Ай бұрын
Thank you sir❤
@md.anwaruddin5971Ай бұрын
এই আইজিপির মনোভাব স্বচ্ছ এবং জনকল্যাণমুখী মনে হচ্ছে। আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করুক আমিন
@ahmedshinthi93862 ай бұрын
বদলি করার সময় কোনো ঘুষ চলবে না।
@rashidmia4181Ай бұрын
রশিদ মিয়া আলহুমদুলিলাহ সঠিক ভাবে দেশের মানুষের জন্য কাজ করেন স্যার ধন্যা বাদ সামনের দিকে এগিয়ে জান সত ভাবে
@GolamMostafa-ms6ldАй бұрын
জনাব মইনুল সাহেবের কাছে বাংলাদেশের জনগণের আকুল আবেদন রইল আমি যেন পুলিশকে মানুষের আস্থার প্রতীক হিসাবে ঘরে তোলা হয়।
@AminulIslam-o8f2 ай бұрын
ধন্যবাদ আইজিপি মহদয়কে, তার কথা শুনে মনে হলো তিনি খুব ভালো ও ভদ্রলোক সে আগের বেনজির এর মতো দলিয় ক্যাডার হয়ে কাজ করবে না, বাকিটা তার পেশাদারিত্বর মাধ্যমে তিনি তাকে প্রমান করবেন❤❤ তার জন্য শুভকামনা রইল। বাংলাদেশ চিরঞ্জীবী হোক
@atv82902 ай бұрын
বর্তমান আইজি স্যার একটা অনুরোধ ট্রাফিক পুলিশের এক ধরনের পোশাক ডিউটি পুলিশের আর এক ধরনের পোশাক,
@ShomikRoy-zb8ip2 ай бұрын
এই সরকার আসার পর পুলিশের আগের মত চাংগা করার জন্য তাদেরকে সকল বিভাগূয় শহরে সকল থানা থেকে একে একে ধারাবাহিক ভাবে পশিক্ষন এ আবারও এক সপ্তাহ করে মানসিক ও শারিরীক training দেয়া উচিত ছিল।তারপর তারা সাহস পেত কাজ করতে মাঠে। এই ডিসিশন না নেয়ায় আজও পুলিশ ভয়ে আছে।সো এখনো চাইলে করতে পারে।
@muradshikder2265Ай бұрын
Dear IGP sir, Please build a online platform to complain against police to ensure accountability.
@drsiraz9619Ай бұрын
আসসালামু আলাইকুম স্যার আমরা বাংলাদেশ পুলিশে নন পুলিশ যারা আছি তাদের দিকে একটু তাকাইয়েন যেমন আমি স্যার বিগত ৩৮ বছর তিন মাস বাংলাদেশ পুলিশ বাহিনীকে যথেষ্ট পরিমাণ শ্রম মেধা দিয়েছে বর্তমানে আমি নার্সিং সহকারী হইতে PRL ছুটিতে আছি যদি কোন সুযোগ সুবিধা করেন স্যার তাহলে পাঁচ আগস্ট ২০২৪ সাল থেকে কার্যকর করিবেন আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক সঠিক সহজ সরল পথে চালিয়ে দেব
@abulkashemuzzaman18942 ай бұрын
Are police independent and presently autonomous institutions for the people
@doc.mashraf2 ай бұрын
সাক্ষাৎকারে কি দুই ব্যক্তির মাঝে জাতীয় পতাকা এবং কোনো প্রতিষ্ঠানের পতাকা থাকে? আরে ভাই এটাতো পতাকা বৈঠক না, এটা সাক্ষাৎকার কোনো সাংবাদিক দ্বারা।
@abdullahmahmud12982 ай бұрын
ভাই আগে পুলিশের ইউনিফর্মটা পরিবর্তন করেন।
@mdshamim-no6yd2 ай бұрын
পুলিশের ইউনিফর্ম একেবারে খারাপ নয় শুধু লোগোটা চেঞ্জ করলেই হবে
@MdFaruk-wd7iw2 ай бұрын
@@mdshamim-no6ydএই ইউনিফর্মটি ২০০৩ সালে পরিবর্তন করা হয় নেভী ব্লু অনেক সুন্দর একটা কালার।
@MuhsinaBintejalalАй бұрын
পুলিশ বাহিনীর সকল সেক্টরে নৈতিকতা, আখিরাতের জবাবদিহিতার তীব্র অনুভূতি তৈরীর বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হোক! তাহলে সবাই আনন্দ নিয়ে কাজ করবে আশা করি, ইনশা আল্লহ্!
@JisanKhan-d6dАй бұрын
পুলিশ আর জনগণ বন্ধু হোক সেটা চাই
@Hi-SahariyaАй бұрын
Onake dekhlei valo lage
@shobujabdulalim8331Ай бұрын
মনটা সান্তি লাগলো! মনে হয়েছে একজন রাষ্টের পুলিশ কথা বলেছে!