পুরোনো ল্যাপটপ আর মোবাইল ফোন যেন সোনার খনি! Bijoy TV

  Рет қаралды 17,068

BIJOY TV

BIJOY TV

Күн бұрын

এমন এক খবর দেব, শুনলে চমকে যাবেন। আপনার রাতের ঘুমও নষ্ট হতে পারে। কেবলই আফসোস হতে পারে। মনে হতে পারে, নিজ হাতে পানির দামে বেঁচে দিলাম সোনার খনি! হ্যাঁ, আপনার পুরোনো অথবা নষ্ট হওয়া ল্যাপটপ, কিংবা মোবাইল ফোনের কথাই বলছি।
পাড়া-মহল্লায় যখন আপনার ঘুম ভাঙে ভাঙ্গারিওয়ালাদের নষ্ট ল্যাপটপ, নষ্ট সিপিও, নষ্ট মোবাইল থাকলে বিক্রি করতে পারেন চিৎকারে, তখনই আপনার সর্বনাশটা হয়ে যায়। আর যখন শুনবেন নামমাত্র দামে বেঁচে দেয়া আপনার ও অন্যদের ওই ল্যাপটপ কিংবা মোবাইল ফোনগুলো দিয়ে শত শত কেজি স্বর্ন তৈরি হচ্ছে- তখন তো আপনার মাথায় হাত দিয়ে বসে যাওয়ারই কথা। হ্যাঁ, বিবিসি জানিয়েছে, এমনই এক পেটেন্ট আবিষ্কার করেছে যুক্তরাজ্যের রয়্যাল মিন্ট নামের একটি কোম্পানি।
তথ্য ও প্রযুক্তির যুগে ইলেকট্রনিক বর্জ্য বেড়েই চলেছে। আর এ বিষয়টিকে কাজে লাগাতে এসব ই-বর্জ্যের ভেতরে লুকোনো মূল্যবান ধাতুগুলো বের করার পদ্ধতি আবিষ্কার করেছে রয়্যাল মিন্ট। কার্ডিফের সাউথওয়েলসের কাছে এই কোম্পানিটির কারখানায় ৩০টিরও বেশি দেশের কয়েন তৈরির জন্য বিশ্ববিখ্যাত। দুই বছর ধরে তারা যুক্তরাজ্যের সরকারি মুদ্রা নির্মাতা।
এই কোম্পানিরই রসায়ন বিশ্লেষকদের একটি দল কানাডিয়ান স্টার্ট-আপ এক্সিরের সঙ্গে এমন একটি পেটেন্ট আবিষ্কারের দাবি করেছেন- যার মাধ্যমে বাতিল হয়ে যাওয়া ল্যাপটপ, কম্পিউটারের অন্যান্য এক্সেসরিজ ও পুরোনো মোবাইল ফোনের ভেতরের সার্কিট বোর্ডগুলো থেকে ৯৯ শতাংশ স্বর্ন বের করছেন তারা। তাদের এ প্রক্রিয়া পুরোদমে চালু হলে প্রতি বছর শত শত কিলোগ্রাম স্বর্ন উৎপাদনে সক্ষম হবে।
পেটেন্টটি গোপন রাখলেও তাদের ডেমো ল্যাবরেটরির এক কর্মকর্তা জানিয়েছেন, খণ্ডিত সার্কিট বোর্ডের সঙ্গে নিজেদের তৈরি ‘ম্যাজিক গ্রিন দ্রবণ’ মিশ্রণের পরই স্বর্ন তৈরির প্রক্রিয়াটি শুরু হয়। চার মিনিটের মধ্যে ওই মিশ্রণে থাকা স্বর্ন দ্রবীভূত হয়ে তরল আকারে বেরিয়ে আসে। একইভাবে ২০ বার প্রক্রিয়াটি সম্পন্ন হলে দ্রবীভূত স্বর্নের ঘনত্ব বেড়ে যায়। স্বর্নের এই ঘন দ্রবণ ফিল্টার করার পর একটি বিশেষ চুল্লিতে গলিয়ে নাগেটের আকার দেয়া হয়- যেগুলো দিয়ে কানের দুল, নেকলেস ও অন্যান্য অলঙ্কার তৈরি করা যায়।
বিবিসির প্রতিবেদনটি আরও জানিয়েছে, টোকিও অলিম্পিকের জন্য ৫ হাজার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক তৈরি করতে ৬ মিলিয়ন মোবাইল ফোন এবং প্রায় ৭২ হাজার টন ই-বর্জ্য থেকে ধাতু নিষ্কাশন করা হয়েছিল। এখন ভেবে দেখুন- আপনার প্রযুক্তি জীবন থেকে কী পরিমাণ স্বর্ন হারিয়ে ফেলেছেন। নিশ্চয়ই আর কোনো ব্যবহৃত ই-পণ্যকে অবহেলা করবেন না, কিংবা কম দামে বেঁচে দেবেন না।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: bijoy.tv/
Facebook: / bijoytvlimited
KZbin: / bijoytvofficial

Пікірлер: 11
@EmranNasir-lw3un
@EmranNasir-lw3un 3 ай бұрын
আমরা যদি পুরাতন মোবাইলফোন রাখি তাহলে এই ফোন কোথাই বিক্রি করব সেটাতো বলেন নাই
@mdAsraful-s6z
@mdAsraful-s6z 3 ай бұрын
১ লাখ টাকায় যুক্তরাজযে পুরাতন মোবাইল বিক্রি করবেন সবাই এ🤣😂🤣😂🤣😂
@mdAsraful-s6z
@mdAsraful-s6z 3 ай бұрын
যেভাবে বলে লাগে বাংলাদেশের খবর 🤣🤣😂🤣🤣😂🤣
@Ochenaektimanush96963
@Ochenaektimanush96963 3 ай бұрын
আমি যে মোবাইলটা ইউজ করতেছি সেই মোবাইলটা রেডমি নোট 7 এটা থেকে কয় কেজি স্বর্ণ আসবো সেটা একটু বলবেন তো আপা আর না বললে আপনি আমার শালি 😂😂😂
@roksanakhan6316
@roksanakhan6316 3 ай бұрын
অনেক দিন পরে একটা স্যাটার নিউজ হুনলাম
@Tubha.
@Tubha. 3 ай бұрын
দূর শালী আমি মনে করেছিলাম বাংলাদেশে
@sani-kp4lk
@sani-kp4lk 3 ай бұрын
bal ka news
@AbirHossain-gm4wq
@AbirHossain-gm4wq 3 ай бұрын
Ki bole ei gulo😂😂😂
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Redmi Note 14 Pro & 14 Pro Plus Unboxing and First Impression 🇧🇩
14:41
ATC Android ToTo Company
Рет қаралды 14 М.
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26