Рет қаралды 89,786
পুরান ঢাকার ঐতিহ্যবাহী দিলবাহার আজওয়া শরবত যা বর্তমান সময়ে পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় শরবত। প্রতি গ্লাস দিলবাহার আজও শরবত ১০০ টাকা। রমজান মাসে প্রতিদিন রাত ১১ টা থেকে রাত ২ টা পর্যন্ত এই দিলবাহারা আজওয়া শরবত পাওয়া যায়। রমজান মাস ছাড়া প্রতিদিন এশার নামাজের পর থেকে শুরু করে রাত ১২ পর্যন্ত পাওয়া যায়। পুরান ঢাকায় এই দিল বাহার আজওয়া শরবত এতটাই জনপ্রিয় যে যার জন্য প্রতিদিন শত শত মানুষের ভিড় হয়।
ঠিকানা: শুরিটোলা স্কুলের বিপরীতে, আলু বাজার, গুলিস্তান।
#dillbahar_ajwa #purandhaka #sharbat #shifatkhan
Page: / shifatkhanpage
Facebook: / fishifatkhan
Instagram: / fi_shifat_khan
🔎SPONSOR & BUSINESS INQUIRIES
📧 shifatkhan114@gmail.com
Keep Supporting ❤️