হ্যামার ফিনিশের সাথে রং না মিশিয়ে সরাসরি এপ্লাই করা যায়? আমি সিলভার কালার হ্যামার ফিনিশ কিনেছি
@Sharif1109 Жыл бұрын
সরাসরি কেউ ব্যবহার করে না সাধারণত, ওটা রং না তাই দীর্ঘদিন লাস্টিং না ও পারে, তাই যে কালারের রং দিতে চান ওটার সাথে পরিমাণ মতো মিসিয়ে নিবেন, যতটুকু হলে আপনার চোখে ছিটা ছিটা ভাবটা সুন্দর লাগবে।
স্লামালাইকুম আমি পুরনো আর আলমারি কিনতে চাই পুরনো আলমারি কিনতে চাই প্লিজ কিভাবে কিনবো কমেন্টে জানাই আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো পুরনো আলমারির দাম কত মানুষ মানে সহ আমি অত বাজেট নেই এই কারণে পুরনো আলমারি কিনতে চাই
@takereelzz7399 Жыл бұрын
Vai rong korte Spray lage ki..?spray cara brush diye rong kora zabe ki
@Sharif1109 Жыл бұрын
স্প্রে দিয়ে করতে হবে এটা কথা নয়, হ্যান্ড রোলার কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে করতে পারবেন ভালো মতো, ব্রাস দিয়ে করলে স্মোত হবে না এতো। রোলার দিয়ে ভালো হবে।
@takereelzz7399 Жыл бұрын
@@Sharif1109 আচ্ছা ভাই মেইন রঙ যেটা ইউস করছেন সেটার নাম কি,,? স্টিল বা গ্রিলের জন্য যে রঙ ইউস হয় সেটা কি,,? আর হেমার ফিনিশ ইউস করলে মেইন রঙ এর কালার কতটা পরিবর্তন হয়,,?
@Sharif1109 Жыл бұрын
@@takereelzz7399 হ্যা স্টিল এর জন্য যেটা ব্যবহার হয় সেটাই, হ্যামার ফিনিস ইউস করলে প্রায় ৪০% পরিবর্তন হয়ে যাবে। কালারটা একটু হালকা হবে, তবে এটা করলে আসল কালারের একটা ভাব আসে যেমনটা দোকানে করে থাকে। রং করার জম্য ব্রাস দিয়ে না করে হ্যান্ড রোলার দিয়ে করলে স্মোত হবে বেশি। করা ও যাবে তারাতারি।
@salmaakterbethi8068Ай бұрын
দোকানের মতো করা যায় না?
@auntorhossain7474 Жыл бұрын
assalamualaikum Vai apni aikhane kon color bebohar korsen?
@Sharif1109 Жыл бұрын
ওয়াআলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ, কোন কালার বলতে? ব্যান্ড? নাকি কোয়ালিটি?
@auntorhossain7474 Жыл бұрын
@@Sharif1109 brand
@Sharif1109 Жыл бұрын
@@auntorhossain7474 সঠিক মনে নাই। ভালো একটা হলেই হবে।
@shimakhan7766 Жыл бұрын
@@Sharif1109 ami akta almari colour korte cai.. apnara ki bashai asi korte parben??
@Sharif1109 Жыл бұрын
@@shimakhan7766 না আপু, আমি তো প্রফেশনাল মিস্ত্রি না, আমি নিজেরটা করছি শখের বসে জাস্ট আর শেয়ার করলাম যে বাসায় বসেও করা যায় চাইলে।
এগুলা কি আপনি সব জিনিস দোকান থেকে কিনেছেন শুধু আলমারি রং করার জন্য? নাকি আপনার ব্যবসা এগুলা রং করার? দোকানে নিয়ে রং করাতে চাইলে কেমন খরচ হবে বলতে পারবেন?
@Sharif1109 Жыл бұрын
হ্যা এগুলো রং করার জনই কিনা শুধুমাত্র, আমার ব্যবসা নেই কোনো আর আমি প্রফেশনাল ও না, নিজের অভিজ্ঞতা আর মিস্তিরি দের থেকে দেখে করা, তাই শেয়ার করলাম, দোকান থেকে করতে গেলে ৪০০০+ লাগবে বড় আলমারি, আমার খরচ হইছে ১২০০ এর মতো।
@ratnaakter2597 Жыл бұрын
@@Sharif1109 একটু লিস্ট দেওয়া যাবে সব কিছুর? আর এগুলা কিসের দোকানে সব একসাথে পাওয়া যাবে?
@ratnaakter2597 Жыл бұрын
@@Sharif1109 সামনের পার্টস যে আলাদা করেছেন এগুলা বাসায় করা সম্ভব? আলাদা না করে হবে না?
@Sharif1109 Жыл бұрын
@@ratnaakter2597 পুরাতন রং তোলার জন্য ১) স্ক্যামার অথবা ছাচুনি যাই বলেন, এটা লাগবে ২) হ্যান্ড রোলারে ফিনিশিং ভালো হয় আর তারাতারি করা যায় তাই হ্যান্ড রোলার নিবেন একটা। তারপর) ৩)৩২০ নং সিরিস কাগজ লাগবে ময়লা আর জং তুলতে। ৪)প্রাইমার লাগবে আর ৫) চক এর গুড়া লাগবে, এগুলো এক সাথে মিসিয়ে ঘন একটা আবরন করা লাগবে, ওটা দিয়ে উঁচু নিচু যায়গা আর গর্ত বা স্ক্রু যেখানে আছে ওসব যায়গা ভরাট করতে হবে। কিবাবে পুটিং লাগাবেন তা আমার ভিডিওতে দেখাতে পারি নি, kzbin.info/www/bejne/bX7YepZoi9yDfqc এই ভিডিওটা দেখে নিয়েন। করার পর ৩২০ নং সিরিস কাগজ দিয়ে ঘসে সমান করে নিতে হবে। তারপর প্রাইমার ব্যবহার করবেন সামান্য থিনারের সাথে, তাহলে প্রাইমার পাতলা ও হবে হালকা আর শুকাবে ও তারাতারি। ২ কোট দিতে হবে প্রাইমার। ২য় কোট দেয়ার পর শুকিয়ে গেলে ৬)হ্যামার ফিনিস লাগবে, হ্যামার ফিনিসের কাজ হলো ছিটা ছিটা টকটা ভাব আনা, যেটা আলমারি বা স্টিলের জিনিসে দেখা যায়। হ্যামার ফিনিসের সাথে একবারে ৭) রং মিসিয়ে দেয়া লাগবে যেমন কালার চান। রং বা হ্যামার ফিনিস আলাদা আলাদা দিলে হবে না, ২ টার পরিমান এক সাথে মিসিয়ে দেয়া লাগবে। পরিমান ঠিক আছে কিনা বুঝার জন্য আলমারির পিছন সাইড ব্যাবহার করতে পারেন। ওখানে দিয়ে দিয়ে দেখবেন কেমন লাগে। আর সর্বশেষে যদি রং বাচে তাহলে পিছনেও মেরে দিবেন তাহলে আর কারাপ দেখাবে না। আয়না তে রং দেয়ার আগে অবশ্যই চারদিকে কস্টেপ অথবা কাগজ দিয়ে ধরে নিবেন যেনো আশেপাশে রং না লাগে। আমিও তাই করছি একটু খেয়াল করলেই বুঝবেন। আয়নাতে রং এর যে বর্ডার টা দেখা যাচ্ছে ওটা কসটেপ এর উপর, পরবর্তীতে কসটেপ খুলে ফেল্লে রং টা আর দেখা যায় না, তবে কস্টেপ এর আঠা লেগে থাকে, ওটাকে আবার ডলে ডলে উঠাতে হতে পারে। তাহলে ১) স্ক্যামার ২) হ্যান্ড রোলার ৩) ৩২০ নং সিরিস লাগজ ৪) প্রাইমার ৫) চকের গুরা ৬) হ্যামার ফিনিশ ৭) রং যে কালার করতে চান। আমার সাজেশন হলো রং হালকা কালারের করবেন, বেশি গাড় কালার করলে বস্তি বস্তি লাগে🥴 তাও যার যার ইচ্ছে আরকি। kzbin.info/www/bejne/f2rGY6qcg5ZmsNk এই ভিডিওটা ও দেখে নিয়েন, অনেক কিছু বুঝবেন আশাকরি, ওরা এই ভিডিওতে শুধু স্প্রে ব্যবহার করছে আর আপনি হ্যান্ড রোলার ব্যবহার করবেন, বাকি সব ই আছে বলতে গেলে টিউটোরিয়াল। আর এসব জিনিস একসাথেই পাবেন বড় হার্ডওয়্যার এর দোকানে গেলেই। ধন্যবাদ
@Sharif1109 Жыл бұрын
@@ratnaakter2597 হ্যা বাসায় করা সম্ভব। আমি বাসায় ই করছি সব কাজ A to Z. সামনের পার্টস আলাদা করে নিতে পারলে ভালো, না করলে সাইড দিয়া দিতে সমস্যা হতে পারে। খুলে নিলে সম্মুখে আসে তখন ভালো করে রং করা যায়।
@tanvirraihan1020 Жыл бұрын
vai main j colour ta ai colour er name ki?
@Sharif1109 Жыл бұрын
দোকানে যেয়ে বল্লেই হবে আলমারির রং দেন, আমার নাম টা মনে নাই ঠিক।
@bristymoni6883Ай бұрын
Baiya akta kotha chilo plz taratari ans ta din
@Sharif1109Ай бұрын
@@bristymoni6883 জ্বি বলুন
@bristymoni6883Ай бұрын
@@Sharif1109 baiya ami akti puraton Almirah kinte cacci choto setar rong korte koto Tk khoroc porbe
@Sharif1109Ай бұрын
@@bristymoni6883 আপু, আমিতো আসলে প্রফেশনাল রং মিস্তিরি না, আমি শখের বসে নিজের ঘরের টা করেছিলাম আর আমার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, আমার এই বড় আলমারি করতে ১২০০ টাকার মতো লেগেছিলো, তো ১০০০ টাকার মধ্যেই হয়তো কমপ্লিট করতে পারবেন আশাকরি।