Interview টা দেখা শেষ করেই comment করছি। কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু বিষয় টা নিয়ে বুঁদ হয়ে থাকতেও আরো বেশি ইচ্ছে করছে। শেষে গান টি শুনে এতো respect জাগলো যে সেই ভালো লাগা থেকেই লিখে ফেললাম । ধন্যবাদ আপনাকে আপনার podcast গুলোর জন্য ।ধন্যবাদ নিজেকে । নিজেকে enriched করা শিখছি আপনার প্রোগ্রাম এর মাধ্যমে।
@ndy65 ай бұрын
স্বচ্ছ, স্পষ্টবাক, সৎ এবং ঝরঝরে এই মানুষ অম্বরীশকেই আমার ভীষণ ভালো লাগে। ওনার অভিনয় খুব সামান্য দেখলেও ভালো লেগেছে।
@chandranathchatterjee90293 ай бұрын
অম্বরীষ যে বললেন আপনি একা একা ভাবতে পছন্দ করেন।এটা আমার খুব ভালো লাগলো। ভাবনার ওপর আপনার মনের বিশ্ববিদ্যালয়ে আপনি পি এইচ ডি করেন আপনার উচ্চতর ভাবনার নব দিগন্ত উন্মোচিত হবে আপনার কাজের জন্য। শুভেচ্ছা ও শুভকামনা ও সাধুবাদ জানাই। ভালো থাকবেন।🎉🎉🎉🎉
@sunandasen51195 ай бұрын
এতো প্রাসঙ্গিক কথাগুলো যে মনে হয় সব মানুষ যদি শুনতো তাহলে বোধয় খানিকটা আশার আলো মিলতো। মোবাইলের ছোঁয়া মানুষের চিন্তা চেতনা ধ্বংস করে দিয়েছে। এই শো খুব খুব জরুরী। অনেক ভালোবাসা ❤❤❤❤
@MedhatithiGuha3 ай бұрын
ei video ta dekhe amaro ei kothatai prothom mone holo .. ar shei "manusgulo" r modhye amio ekjon
@pallabmalakar4 ай бұрын
আমার খুব প্রিয় পডকাস্ট অনুষ্ঠান। অসাধারণ বললে হয়ত কিছুই বলা হয় না।
@iel-instituteofenglishlear5515 Жыл бұрын
এত ভালো সাক্ষাৎকার শুনলাম, মনটা এক রাশ ভালো লাগায় আচ্ছন্ন হলো। আসলে এই রকম খোলামেলা মানুষ কে দেখলেই খুব ভালো লাগে। অম্বরীশ দার জীবনদর্শন মুগ্ধ করার মতো। অরুণাভ বাবু আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। মানুষের ভিতরের অন্তরনিহিত সত্য গুলোকে তুলে আনছেন ,যা বহু মানুষের মনে নিশ্চিত ভাবেই গভীর ছাপ ফেলবে।
@Sondeshtv Жыл бұрын
অনেক ধন্যবাদ। ❤️❤️😌😌
@lalimachatterjee8890 Жыл бұрын
অম্বরীশ ভট্টাচার্যের অসাধারণ গানের গলা । আমি গানটি শুনে কিছুক্ষণ কোনও কথা বলতে পারিনি। উনি গানের জগতেও প্রচুর নাম করবেন আমার বিশ্বাস। আর উনি এত অকপটে নিজের মনের ভাব প্রকাশ করলেন যে এই সাক্ষাৎকারটি একটি অন্য মাত্রায় পৌঁছে গেল।
@AnweshaMaiti-s3m Жыл бұрын
আমি বয়সে অনেক ছোটো (17) । সত্যি বলছি এই অস্থির পরিস্হিতির মধ্যেও খুব ভালো লাগলো আপনাদের কথোপকথন । একটাই অনুরোধ করবো একটা নারী চরিত্র represent করলে খুশি হবো যেহেতু আমি একজন মেয়ে । তাহলে একটু সাহস পাই । কারণ যতই বলি আমরা স্বাধীন কিন্তু সম্পূর্ণ স্বাধীন নই বলে আমি মনে করি এখনো পুরুষ স্বাসিত ....... আজও আমাদের স্বনির্ভর হতে গেলে পিতার সাহায্য নিতে হয় কিনা ..... সুতরাং অনুরোধ রইলো কাকু/uncle .....
@ajantabhattacharya45943 ай бұрын
খুব ভালো উদ্যোগ। এই আলোচনা র মাধ্যমে আমরা যারা শিখতে ভালো বাসি, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবদান।
@mousumibasu54166 ай бұрын
উনি যে সত্যিই অন্তর থেকে শিক্ষিত কথা শুনলেই বোঝা যায়।কি সুন্দর করে বিশ্লেষণ করলেন অজিত চরিত্রটা।
@subhomoybhattacharje3891 Жыл бұрын
Mon bhore galo❤
@ishaani14 ай бұрын
Ambarish is an embodiment of a priceless time capsule ❤️ Onar kothaye chotobelar shei Kolkata Kay ki darun bhabey phirey pelam oshombhob warmth niye..
@souravbasak798128 күн бұрын
Manushtike thik jatota pachondo kortam onar acting er jonno, aj valobashlam manush hisebe. Podcast is a blessing in today's life.
@AnirbanJisshuGhosh Жыл бұрын
অবশ্যই! এই ধরনের অনুষ্ঠান অনেক অনেক বেশী প্রয়োজনীয় (!)
@ipsitaghoshdutta8376 Жыл бұрын
Thank dada ae prio manus ti ke invite kore anar janno, anek kichu janlam khub valo laglo. Onake jei character diye prothom chinechi seta holo Raja goja. Tokhon to class 6 a portam amar dida amai bolten goja holo amar dada karon ami onar moton golu molu chilam, Khub khusi hotam katha ta sune. Uni amar kache Goja da roye gechen. Goja dada tumi jadi ae comment ta pore ja hok reply diyo tahole vison khusi hobo. Ar amar dida onake amar dada bolechilen karon amar nijer dada onar moton e sundor chilo amar jonmer aagei mara jai accident a tai. Valo thakben dada. Ae tumio valo theko goja dada. Love from Paschim Medinipur
@aparajitachakraborty28743 ай бұрын
খুব খুব ভালো লাগলো ভাই। অমবরীশ ভট্টাচার্য কে আমার খুব ভালো লাগে। কারণ ওনার কথা বার্তা যতক্ষণ বলুন না কেন আমি মন দিয়ে শোনার চেষ্টা করেছি।। যেনো মনে হয় উনি আমার ভাই বা আমার পরিবারের একজন সদস্য।। ওনাকে আমার কখনো পর মনে হয় না, জানিনা কেন। অভিনয় তো অবশ্যই ভালো লাগে।। একটি বার ওনাকে কাছে গিয়ে দেখার ইচ্ছা আছে।। আপনার এই সাক্ষাৎকার টি দেখতে পেয়ে ভালো লাগলো।। ওনাকে আমার এতো ভালো লাগার কথা মনে হয় এজন্য যে, ওনার কথাগুলো তে কখনো কোনো অহংকার ঝরে পড়ে না।।।। ঠাকুর ওনার সর্বাঙ্গীন মঙ্গল করুন।। আমি আরও জানতে চাই ও শুনতে চাই।। উনি সর্বদা নিজেকে খুব সাধারণ একজন মানুষ মনে করেন, এটা ও আমার ভালো লাগার আরও একটি কারণ।। ওনার কাছে আমার এইটুকু আবেদন উনি যেনো চিরদিন এই ভাবেই থাকেন।। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
@provanjanmondal9046 Жыл бұрын
আপনাকে অনেক কিছুই বলার থাকে যা এইভাবে তো আর বলা যায় না, তাই যেটা না বললেই নয় সেটি হল "এই অস্থির ব্যস্ততার মাঝেও ১ ঘণ্টা ২৮ মিনিটের অনুষ্ঠানটা বিশেষ করে আমার কাছে কম লাগলো,.. আর একটু বেশি হলেও বোধ হয় বেশ ভালোই লাগতো " যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো..🙏🏻❤ আর অম্বরিশ বাবু যা বললেন তার উপর আর কিছু বলার থাকে বলে আমার মনে হয় না..., Really unbelievable...🔥🙏🏻
@manjushreedas1332 Жыл бұрын
মন , বিশ্লেষণ, বোধ, মানুষ , নিজে ----- এই সমস্ত শব্দ গুলো র নিজস্ব একটা মানে আছে আর আছে ওজন । অম্বরীশ বাবুর সমস্ত ব্যাক্তিত্ব ই এই সুরে বাধা। একজন চমৎকার মানুষ। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ । ❤🙏❤
@byruby1967 Жыл бұрын
আমি যখন রেডিও তে নাটক শুনতাম .... চরিত্রদের কিন্তু দেখতে পাচ্ছি না,তবুও অভিনয় শুনে কখনও কান্না পাছে,আবার কখনও ভয়ে শিহরিত হচ্ছি... এই দিনও দেখেছি .... তবুও টিভি কে বোকা বাক্স আখ্যা দিই না.... তোমাদের আলোচনা শুনে অনেকটা সমৃদ্ধ হলাম.... আমি এখন 73.... অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে শিখছি... হ্যা, বই পড়া খুব খুব কমে গিয়েছে.... নতুন বইয়ের গন্ধ এখনও আমার খুব ভালো লাগে.....
@thekolkatabazar Жыл бұрын
অরুনাভ দাদা অম্বরিশ দাদার এই পডকাস্ট টা শুনতে-শুনতে সকাল ছটা বাজতে চলল... এত শান্ত আর এত সুন্দর একটা পডকাস্ট আমাদের ইউটিউব এ অনেক আগেই দরকার ছিল হয়তো.. আর আপনি এত সুন্দরভাবে এত গুছিয়ে এটা তুলে ধরছেন জাস্ট অনবদ্য.. আর সব থেকে বড় কথা বাংলা ভাষার উপর জ্ঞান ও দক্ষতা বেড়ে যাচ্ছে.. এরকমও আরো অনেক এপিসোডের আশায় থাকলাম..
@swapanroy8223 Жыл бұрын
দাদা পুরো আলোচনা শুনলাম। খুব ভাল লাগল। এইরকম পরবর্তী ভিডিও অপেক্ষা করব।
@Sondeshtv Жыл бұрын
অনেক ধন্যবাদ! ❤️❤️🙏🏼🙏🏼
@Dr.A_B119 ай бұрын
Ei podcast ta shotti khub valo hoyeche. Anirban Bhattacharya r podcast ta shune eta shunte elam. Ki sundor alochona
@keyasarkar60945 ай бұрын
Osadharon legeche Ambarish ke nia sakhatkar ta . Ambarish ar gan & sakhatkar duto milia sunte chai.
@paromitakar3634 Жыл бұрын
Bhison bhalo laglo Ambarish dar oi kotha ta..manush aj ar karor sathe kotha bole na..sarakhon mobile niye pore thake.. Satti ajkal keu noi pore na..keu karor sathe kotha bole na.. Khub khub bhalo laglo..
@bandanadatta6027 Жыл бұрын
এতো ভালো লাগলো।অনেক কিছু মিলে গেল নিজের চিন্তা সাথে। একা থাকতে ভীষণ ভালো লাগে।অনেক পেলাম
@krishnabhattacharya7605 Жыл бұрын
ভীষণ ভালো লাগলো। অম্বরিশ আমার খুব প্রিয় অভিনেতা। আমার ওর সাথে কথা বলতে পারলে খুব ভালো লাগবে। আমি মনে হয় ওর মায়ের বয়সী হবো
@prodipchakraborty8788 Жыл бұрын
নিজের ভিতরে নিজে শান্তি তে থাকা টা এক্কেবারে নিজের মনের উপর নির্ভর করে, এই সহজ ব্যাপার টা বলা বেশ সহজ, কিন্তু নিজের জীবনে যাপন করাটা বেশ শক্ত। আপনি করতে পারছেন যেনে খুবই ভালো লাগলো।
@lekha5636 Жыл бұрын
অম্বরিশ একজন অসাধারণ অভিনেতা ও চমতকার মানুষ।❤❤❤ প্রত্যেকটি আড্ডায় আমি অম্বরিশ কে শুনেছি এবং শুনি,তার অভিনয় গুণ পুরনো বাঙলা লেজেন্ড দের কথা মনে পড়িয়ে দেয়। নিজের সম্বন্ধে তার ধারণা এতো স্পষ্ট ভাষায় বলতে পারে , বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা মনে পড়ে যায়। নিখাদ সত্য কথা বলতে দম লাগে ভাই। ❤ আপনাকে অনেক অনেক ভালোবাসি মানুষ হিসাবে আর অভিনেতা হিসাবে তো বটেই ❤ অশিক্ষিত সমালোচোক দের মুখে ছাই চাপা দিয়ে আরও বহু দিন আপনি অভিনয় করে যান আমদের জন্য । অভিনন্দন 🎉❤🎉❤ ভালোবাসা অবিরাম
@doremon12345-l4 ай бұрын
ভীষণ ভালো লাগলো। অস্থির সময়ে এই আলোচনা অনেক শান্ত করে মনকে।আশার আলো পেলাম।
@mriduladawn6414 ай бұрын
Amboriser ai sahaj saralkotha khub valo laglo.aro ai rakam dekhte chai. Ami ak75 years old lady.anek asirbad nio.
খুব ভালো লাগলো যেখানে অম্বরিশ দাদা বললেন তার একা থাকতে দারুন লাগে, আমার একটা জিনিস বরাবর ই মনে হয় যে পাঁচ জনের সাথে মিশে প্রচুর বিষয় জানা যায় আর একা থাকলে সেই সমস্ত বিষয় উপলব্ধি করা যায় ...দিন শেষে নিজেকে সময় দেওয়া আমার মনে হয় খুব জরুরি যেখানে বিভিন্ন বিষয় আমরা উপলব্ধি করার অবকাশ পাই...
@9477143864 Жыл бұрын
খুব ভালো লাগলো । ভাবনাটা ,যোগাযোগ করার ইচ্ছে রইলো ।
@Shokunin_Spirit Жыл бұрын
অরুণাভ বাবুর এই প্রয়াস কে সাধুবাদ জানাই। এরকম সুন্দর, স্বাভাবিক, শান্ত আলোচনা অনেকদিন শুনিনি। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
@Sondeshtv Жыл бұрын
Thank you so much! 🙏🙏❤❤
@suchitabhattacharjee56515 ай бұрын
Bes koto gulo episode por por dekhe fellam.. neshar moto lage.. darun laglo...sikkhito holam.. nijer mon k sikkhito korar jonno ei channel r sob episode gulo dekha sobar uchit❤❤..
@parthabhattacharyya47429 ай бұрын
অম্বরীশ বাবু নিজেই একটি প্রতিষ্ঠান। আমি নিজেই ওনার ভীষণ ভক্ত।।অসাধারণ এই আসাবক্তব্যখুব খু ভালো লাগলো।খুব খুব ভালো থাকুন।
@aviksengupta1195 Жыл бұрын
Ambarish dar golae gaan ta shune khub choto belae Babar golae ei gaan ta shonar kotha mone pore gelo... Thank you so much Ambarish da.. And thank you Arunava da eirokom ekta show amader kache anar jonno...❤❤
@Sondeshtv Жыл бұрын
অনেক ধন্যবাদ! 🙏🙏❤
@kobitaamarswapna3330 Жыл бұрын
অসাধারণ এক সাক্ষাৎকার শুনলাম ও ঋদ্ধ হলাম। শিল্পী অম্বরিশকে তার শৈল্পিক গুণে আগে থেকেই চিনতাম আজ মানুষ অম্বরিশকে কাছ থেকে জানলাম । তার বাগ্মিতাকে শ্রদ্ধা জানাই।আর একটা কথা না বললেই নয় সঞ্চালক অতুলনীয় । এতো সুন্দর করে তিনি বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছেন তাতে তাঁর প্রতি ও অনেক শ্রদ্ধা রইল। এই চ্যানেলের জন্য শুভেচ্ছা রইলো 🙏🙏
@subhaskundu60720 сағат бұрын
Amr gaan ta suney eto mon vorey gelo,bar bar,bar bar korey sudhu gaantai suney gelm,ufff ki sanghatik,ei dhoroner jatra r gaan amra r psina
@storytellersoum5731 Жыл бұрын
ki asombhob bhalo akta interview dekhlam. Ambarish sir er kotha shunle mone hoe koto diner chena. ki sundar explanation.
@neeldipsaha4265 Жыл бұрын
শেষের গান টায় গায়ে কাঁটা দিয়ে উঠলো। সত্যি মনে হলো আমরা ওই সময় দাঁড়িয়ে শুনছি গান টা। কি জীবন্ত গলা অম্বরিশ বাবুর। অপূর্ব একটা শিক্ষামূলক সাক্ষাৎকার এর সাক্ষী হয়ে রইলাম ❤
@amitJadoo Жыл бұрын
Shesher gaan ta just icing on the cake. Ambarish babu eto bhalo gaan koren jana chilona, sadhu sadhu..
@mizanusa Жыл бұрын
দাদা,আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি podcast দর্শকদের উপহার দেওয়ার জন্য,আমি একজন বাংলাদেশী,সুদর আমেরিকাতে বসে অনুষ্ঠানটি উপভোগ করছি thank you so much! আমরা দর্শকরা এরকমই নতুন নতুন কোন গুণী ব্যক্তিকে আপনার অনুষ্ঠান দেখতে চাই! অনেক শুভকামনা থাকলো!
@soma505 Жыл бұрын
অসাধারণ একটা কথোপকথনের অনুষ্ঠান শুনলাম। অবশ্যই সমৃদ্ধ হলাম। অনেক ধন্যবাদ আপনাকে অম্বরীশ বাবু কে ডাকার জন্য। শেষে অনবদ্য গান টি শুনে রোমাঞ্চিত হলাম।
@biplabdasgupta Жыл бұрын
অসাধারণ লাগল, কোনও ভনিতা নেই, গতানুগতিক প্রশ্ন নেই। ঋদ্ধ হলাম। সঙ্গে subscribe ও করলাম।
@Sondeshtv Жыл бұрын
Thank you so much! 🙏🙏❤
@tamalihalder337 Жыл бұрын
ভীষণ ভাবে relate করলাম, specifically ঐ জায়গাটা, আমি একজন loner, সত্যি তো সারাক্ষন যে ফোনের দিকে তাকিয়ে আছে তার সাথে কি কথা বলবো? আর ওই মোবাইলে টাইগার হিল দেখার ব্যাপারটা.. আমারও ভারী অদ্ভুত লাগে!
@nirmalseal8579 Жыл бұрын
Ambarish অসাধারণ, as usual.... খুব ভালো লাগলো পুরো আলোচনার topic.... খালি, গায়ক অম্বরীশকে আরও একটু বেশী পেলে ভালো লাগত। আমার মনে হয়, ও গায়ক হিসেবে ভীষণই unexplored & underrated। overall, পুরো অনুষ্ঠানটি খুবই সুন্দর।
@utpalkumardas5669 Жыл бұрын
আপনি দারুন Angker. আপনার এই অনুষ্ঠান খুব ভালো লাগলো। অম্বরিশ বাবুর আমি Fan. উনি অপূর্ব অভিনয় করেন। খুব স্বাভাবিক অভিনয় করেন। আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
@srutiban Жыл бұрын
এতো সম্বৃদ্ধ আলোচনা এ যাবত কালে আর শুনেছি বলে মনে হচ্ছে না। সাধুবাদ জানাই নির্মাতাকে। বিভিন্ন বিষয়ে কত খানি জ্ঞান থাকলে তবেই এমন আলোচনা এত গভীরে চালিয়ে নিয়ে যাওয়া যায় তা কল্পনা করে সত্যি অবাক হচ্ছি। জ্ঞান, পডাশোনা ও তীর অনুধাবন ক্ষমতার তীক্ষ্নতা অনুভব করলাম ভীষন ভাবে। অনুপ্রানিত হলাম । আরো শোনার অপেক্ষায় রইলাম
@Sondeshtv Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। এরকম কমেন্ট সত্যি দারুণ আনন্দ দেয়। সঙ্গে থাকবেন। ❤❤
@Saswata-e6k9 ай бұрын
অনেক দিন অপেক্ষার পর এক মন ভরাট করা ও ভাবনাকে সমৃদ্ধ করা অনুষ্ঠান। ভাষায় প্রকাশিত করা সম্ভব নয়।দুজনকেই ধন্যবাদ। আরও শুনতে চাই, জানতে চাই ❤
@mallikapal66566 ай бұрын
অনন্য সব জীবনদর্শন---সমৃদ্ধ হচ্ছে মন---ধন্য ধন্য তুমি--podcast SOUL connection🙏
@sudakshinabasu92139 ай бұрын
এটা যে কী অপরিসীম ভালো একটা আলাপচারিতা হলো!! নিজেকে গুছিয়ে নেওয়ার অনেক কিছু পাওয়া গেল।❤🙏🏽
একদম, যেমন আমি প্রকৃতির কোলে গিয়ে ছবি তোলা বন্ধ করলাম, খুব কম তুলতাম, সেটাও বন্ধ করলাম, সত্যি তো, কটা ছবি দেখি, দুচোখ ভরে দেখার সাথে কোনো তুলনা নেই, ধন্যবাদ অম্বরিশ
@31madhumita10 ай бұрын
এরকম ভালো সময় খুব কম আসে!অসাধারণ মানুষ দ্বয়!খুব ভাল গান শুনলাম!অসাধারণ প্রতিভা!
@somnaththakur5152 Жыл бұрын
দুজনেই ভীষণ প্রিয়। অরুনাভ দা, তোমার শান্ত, নম্র, মার্জিত ভঙ্গিতে কথোপকথন খুব পছন্দের। অনেকেই অবান্তর প্রশ্ন করেন। তোমার প্রশ্নগুলো সবসময় এমন উত্তর খোঁজে যেগুলো জানলে আমরা সমৃদ্ধ হই। খুব আন্তরিক ও নিজের বলে মনে হয় তোমাকে ও তোমার টিমকে। অম্বরীশ দা কে ছোট থেকে দেখছি টিভি তে। এমন সরল বিনয়ী মানুষ। ওনার কথা শুনলে মনে হয় এই দৌড়ঝাপ ওলা জীবনে একটু থেমে বিশ্রাম নেওয়া বড় দরকার। প্রত্যেক টা এপিসোড এমন ভাবেই উপভোগ করি। শেষের গানটি নিয়ে কিছু বলার নেই।
@Sondeshtv Жыл бұрын
অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। 🙏🙏❤
@somnaththakur5152 Жыл бұрын
@@Sondeshtv thank you so much dada
@koushikdas58923 ай бұрын
Ashadharon podcast..... hyto joto ta valo laglo Totota bolte parchina vasay.... Kintu moner doloner anuronon e onno mon ke janan dear ek anonno madhyam ble mne hy.... Tai Asa kri erkm podcast aro sunte pabo... Onek suvecha apnake.....
@shalinidatta1889 Жыл бұрын
নিছক আড্ডা নয়, দুই মননশীল মানুষের জীবনবোধ ও পর্যবেক্ষন। সমৃদ্ধ হলাম আমরা শ্রোতারা।
@Sondeshtv Жыл бұрын
অনেক ধন্যবাদ! আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা 🙏🙏❤❤
@HafizurRahman-cl5vt6 ай бұрын
এতদিন কোথায় ছিলে সোল কানেকশন , লজাওয়াব পডকাস্ট। অম্বরিশ ভালো অভিনেতা, মানুষও। নবেন্দু চ্যাটার্জীর ইন্টারভিউ নিতে গিয়ে অবনী বাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পরে জানলাম উনি অম্বরিশের বাবা। পডকাস্ট ভালো চিন্তার সলতে উসকে দেয়। a
@barunneogi985 Жыл бұрын
অসাধারণ একটি সাক্ষাৎকার শুনলাম । খুব ভালো লাগলো।
@kaushikchoudhury60629 ай бұрын
আমিও basically একজন loner, আমি ভীষন ভাবে enriched হৈ, এই program টা দেখে.... অম্বরীশের সম্পর্কে এই ধরনের imaginetion-ই আমার ছিলনা। ভীষন ভালো লাগলো অনুষ্ঠানটা।
@melodykumarswapan51369 ай бұрын
Excellent podcast
@swarnavosinha4572 Жыл бұрын
onoboddyo ruchishil eki episode...eirokom aro chai....best wishes to Soul Connection
@kalyaniroy66854 ай бұрын
অম্বরীশের এই সাবলীলতা ওর অসাধারণত্ব। আমার পছন্দের এক অভিনেতা
@sharmishthadutta447 Жыл бұрын
অসাধারন আড্ডা মনের ভাব সাগরে ডুবে গেলাম নমস্কার
@arpitasreemany4218 Жыл бұрын
শেষের গানটার সময় রীতিমত গায়ে কাঁটা দিল..এমন আলোচনা শুনতে পাওয়া সত্যি সৌভাগ্যের..সব পডকাস্ট দেখছি..ভীষন ভালো লাগছে..আরো হোক..যদিও slow interview style বেশি ভালো লেগেছে..তবু এই পডকাস্ট গুলো ও মন ছুঁয়ে যাচ্ছে❤
@Sondeshtv Жыл бұрын
Thank you so much! 🙏🙏❤❤
@ritabiswas6582 Жыл бұрын
Amborish gan shune Mone vore galo.ae gan Manna Dey r pore tomer golae shunlam.osadharan.
@baneesundari Жыл бұрын
সাক্ষাতকার টা ভীষণ ভালো লাগলো...... Ambarish আপনি অনেক দূর যাবেন এ বিষয় কোন সন্দেহ নেই........
@gargibandyopadhyay4013 Жыл бұрын
আজ প্রথম এই চ্যানেলটি খুঁজে পেলাম হঠাৎ, দেখলাম, কি যে ভাল লাগলো বলে বোঝানো যাবেনা। অসংখ্য ধন্যবাদ।
@bonkabava Жыл бұрын
কিছুবছর পর এইরকম Podcast session পড়ানো হতে পারে । অসাধারণ একটি session দেখলাম ।
@Sondeshtv Жыл бұрын
Thank you so much!! Means a lot!🙏🏼❤️
@dipannitabanerjee38954 күн бұрын
ভীষন পছন্দের একজন অভিনেতা, খুব খুব ভালো লাগে ওনাকে
@chayanmitraful Жыл бұрын
অনেকদিন পর আবার বাংলা ফিরে এলো গায়ে মনে চেতনা তে মাখামাখি করলাম. অনেক ধন্যবাদ
@sudeshnasengupta1751 Жыл бұрын
ভীষণ ভালো লাগলো পুরো আলোচনা।। অম্বরিশ আমার খুব প্রিয় শিল্পী।গান তো অসাধারণ গায় ❤
@ClinicalpsychologyIOP Жыл бұрын
Khub Bhalo ekta interview. Omborish babur somporke notun kichhu disha pelam, ekjon hingse korar mato manush. Thanks a lot
@anindyamukherjee7160 Жыл бұрын
Amar apnar ei podcast darun lage. Regular dekhi ei bideshe bose. Chalie jaan. Amra achi❤
@swatibanerjee9352 Жыл бұрын
Ei rokom lok jonder please ante thakun. Ambarish Sir darun bollen, very original
@dipannitabanerjee38954 күн бұрын
ভীষন ভীষন পছন্দের একজন অভিনেতা। খুব ভালো লাগে ওনাকে
Apurva episode, Ambarish bhi tomar chinta -bhana ta khubi sundar laglo, ar tomar gaan montake bhoriye dilo, tomar gasn abarsunte chi. Tomader onek dhonnyobad.
@suvamadhikary4910 Жыл бұрын
Ei manush tar opekhay chilam mone mone ! Jibon ke khub sohoj vabe dekhate sekhay prottek ta Katha ! Sunte Suru korei comment korlam ! ❤️
@shubhadeepnag4271 Жыл бұрын
Khub sundor lagche sunte.. kolkata nie sunte sunte mone hoche jeno duto manush kolkata nie premalap korche.. ekjon tilotomma premik hisebe ki je opurbo lagche shunte ki bolbo.. ❤❤
@avijitsaha2322 Жыл бұрын
এত সুন্দর একটা এপিসোড! সাহিত্যের সাথে কল্পনার যে কথাটা অম্বরীশদা বললেন, তার সাথে পুরোপুরি একমত। এরকম অন্তর থেকে তুলে আনা কথাসমগ্র দিয়ে পডকাস্ট এপিসোড আরো চাই!
@Sondeshtv Жыл бұрын
Thank you so much! Keep listening to the Soul connection podcast!
@ashifalam7993 Жыл бұрын
এরম podcast আনতে থাকুন। পুরোটাই মন দিয়ে শুনেছি কারণ খুব mesmerizing লাগছিল শুনতে। পরবর্তী episode এর অপেক্ষায় রইলাম। ❤
@Sondeshtv Жыл бұрын
Thank you so much! 🙏🏼❤️
@Subhendu1992 Жыл бұрын
@@Sondeshtv kindly invite legendary Amit kumar son of iconic kishore kumar he is last link of golden age music
@supratimdutta9901 Жыл бұрын
কোনও button আছে যেটা টিপলে একটা নয়, একশো like পড়ে, সেরকম কিছু দিন না! অম্বরীশ দা অসাধারণ জানতাম, কিন্তু এই ইন্টারভিউটা ও অসাধারণ হয়েছে। ফুটবলের পরিভাষায় পুরো মাঠ জুড়ে খেলার সুযোগ দিয়েছেন। এরকম content এর জন্য অপেক্ষায় থাকবো। অজস্র ধন্যবাদ।
One of the very few channels for which I actually wait for . Khub bhalo laagche ei conversation gulo .
@Sondeshtv Жыл бұрын
Thank you so much!! Means a lot! 🙏🏼❤️
@AnisHomeKitchen Жыл бұрын
দূর্দান্ত লাগলো। অম্বরীশ বাবুকে এমনিতেই খুব ভালো লাগে। ওনার কাজ ছাড়াও মোটামুটি ওনার সব interview, যেগুলো সামনে আসে, দেখি। তবে হ্যাঁ, আজকের এই interaction টা একদম অন্যরকম ছিল। আর শেষের মেসেজ টার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি, হতাশ তো লাগেই মাঝেমধ্যে। নানান কারনের জন্য। কখনো পরিবার, কখনো সমাজ, কখনো কাজ, ব্যর্থতা & what not! তবু নিজের জীবনকে সর্বোত্তম পর্যায়ে উৎযাপন করতে পারার তাগিদ , এটাই বোধহয় আমাদের সুস্থ মননে, সুস্থ চেতনায় বাঁচিয়ে রাখার প্রধান চাবিকাঠি। ❤❤❤
@Sondeshtv Жыл бұрын
অনেক ধন্যবাদ! 🙏🙏❤
@chandanabhattacharya9527 Жыл бұрын
অসাধারণ লাগলো ۔۔এভাবেই চালিয়েযান ۔۔অম্বরীষ আমার একজন প্রিয় অভিনেতা ۔۔۔
@subhradas4879 Жыл бұрын
Asadharon ekta alochona r sakhkhi hote pere khub samridha holam.
@samriddhaartmusicanddance3590 Жыл бұрын
অম্বরীশ বাবুর প্রত্যেকটি কথার সাথে আমি সম্পূর্ণ একমত, বহু বছর পর নিজের মনের মতো কথাগুলো শুনতে পেলাম।
@rimaghosh799510 ай бұрын
Apnar podcast er ami ekjon niyomito srota.....khub valo lage....er age kakhno comment kora hoini....tobe aj na kore parlam na.......eto chorom sotti kotha gulo Amborish dada bollen...... khub valo laglo.....emon r o r o podcast sunte chai 🙏🙏
@Sondeshtv10 ай бұрын
Onek dhonyobaad! ❤❤
@sukantagupta97414 ай бұрын
আমেরিকায় বসে শুনলাম।অসাধারণ।
@chanchalmitra2362 Жыл бұрын
অরুনাভ ও অম্বরিশ দুজনকে জানাই শুভসন্ধ্যা 🙏 আজ প্রথমাবার দেখছি এই পরিবেশনা, একটাই কথা বলি সত্যিই অসাধারন অভিজ্ঞতা
@Sondeshtv Жыл бұрын
Thank you so much! 🙏🙏❤❤
@rangan12 Жыл бұрын
Podcast টা দেখে খুব ভালো লাগলো।
@sajaladhikari8024 Жыл бұрын
অম্বরিশ বাবুর বর্তমান জীবন দর্শন I like it. এবং সহমত।
@AparajitaMallick7 ай бұрын
অনেক গভীর দর্শনের কথা বললেন অম্বরীশ বাবু মজার ছলে .. অরুনাভ বাবু আপনকেও অনেক ধন্যবাদ এই সবটুকুর জন্য ..
@rituparnasinharoy93534 ай бұрын
Just Osadharon. It is important for people from other professions as well. Onar simple living and high thinking philosophy ta khub bhalo laglo. Apnar aae program ta bhison bhalo.
@arka21thesun9 ай бұрын
Enar interview/ podcast sunte sob somoi vlo lage.
@bhaskarsanyal9664 Жыл бұрын
একদম মনের কথা বললেন "এত কথা কেন ?"
@prasntadebnath5687 Жыл бұрын
অসাধারণ একটা পর্ব । শেষের গানটা শুনে সত্যি গায়ে কাটা দিয়েছে।অম্বরীশ দা যে এতো সুন্দর গান গাইতে পারে জানা ছিলো না।
@Sondeshtv Жыл бұрын
Thank you so much! 🙏🙏❤❤
@TJoyeta.Official Жыл бұрын
ওনার কথা শুনলাম পুরোটা। সমৃদ্ধ হলাম। অনেক কথার সাথে সহমত হলাম। আর শেষে গান টা মনটা ভরিয়ে দিল। এরকম আরও পডকাষ্ট আনুন। অনেক ধন্যবাদ।