Рет қаралды 17,050
কোথাও সে রুক্ষ বেশে, কখনো সে নুতন কচি সবুজ পাতায় সেজে, কোথাও আবার কুসুম গাছের লাল পাতা আর শিমুল পলাশ ফুলের সাজে, দিলো ধরা আমার চোখে। সবটা কি আর ফ্রেমে ধরতে পাড়ি! ধরতে গেলেই পালিয়ে বেড়াই যেনো এক চপল নারী।।.....সত্যিই অপরূপা অযোধ্যা। তাঁর রূপের ডালি নিয়ে অতিথিদের অভ্যর্থনা জন্য প্রস্তুত। এই মুহূর্তে পলাশের রঙে রাঙ্গা সে। তাঁর রূপ আস্বাদন করে এলাম মার্চে 20 থেকে 22এই তিনদিন। ছিলাম আকাশ হিল টপের তাঁবু ঘরে। শুনেছিলাম হিল টপে পাহাড়ের অনুভূতি আসে না। কিন্তু সেটা মনে হয়নি। মনে হয়েছে দুপুরের একটুকরো উষ্ণ দার্জিলিং বা গ্যাংটোক । রাত্রে যেটা পুরোপুরিই দার্জিলিং। আকাশ হিল টপে থাকার অভিজ্ঞতা ভীষণই ভালো। মনোরম পরিবেশ।খাওয়া দাওয়া একটু দামি । অযোধ্যা রানীর রূপ ঘুড়ে দেখতে সাহায্য করে ছিলেন রামজীবন দা ওখানকার গাইড। পাহাড়ের মানুষ যে কতো সহজ সরল সেটা ওনার সঙ্গে কাটানো একটি দিনেই অনুভব করলাম।
ayodhya hill
ajoodhea hill
অযোধ্যা পাহাড়
self driving
nature
beauty
vlog
chandrani
purulia tour
spring
palash
পলাশ
polash
polas
pakhi pahar
পাখি পাহাড়
palash bon
পলাশ বন
driving
dutta
চলো হারাই
road trip