Рет қаралды 947,587
সূরা বাকারার প্রথম দশ আয়েত || surah baqarah first 10 ayat bangla || সূরা বাকারাহ্ আয়াত ১-১০........
হযরত আবু হুরায়রা (রা.) বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ঘর সমূহকে গোরস্থানে পরিণত করো না।
(মুসলিম শরীফ)
ব্যাখ্যা:
হাদিসের মধ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা তোমাদের ঘরকে গোরস্থান বানাবে না।
এর উদ্দেশ্য হল যেরূপ গোরস্থানে শুধু মানুষ থাকে।কিন্তু তার মধ্যে আল্লাহর জিকির এবাদত এবং সূরা বাকারা তেলাওয়াত হয় না।
অনুরূপভাবে ঘরে শুধু তোমরা থাকবে , কিন্তু ঘরে কোন আল্লাহর জিকির এবাদাত ও সূরা বাকারা তেলাওয়াত হবে না, তোমরা করবে না।
বরং তোমরা তোমাদের ঘরে নামাজ কায়েম করবে এবং আল্লাহর জিকির ও সূরা বাকারা তেলাওয়াতে সর্বদা লিপ্ত থাকবে ।
সুতরাং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ জিনিসের দিকে দিক নির্দেশনা দিয়েছেন ,
যে ঘরে আল্লাহর জিকির এবং সূরা বাকারা তেলাওয়াত হয় ঐ ঘর সবচেয়ে উত্তম এবং সুবিধাজনক ঘর।
কেননা শয়তান ঐ ঘর থেকে পালায় এবং শয়তানের প্রতারণা থেকেও ঐ ঘর মুক্ত থাকে এবং ঐ ঘর আল্লাহর রহমত ও বরকতের দরজা খোলার কারণ হয়।
কুরআনের শীর্ষস্থান হল সূরা বাকারা
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত আছে যে তিনি বলেছেন প্রত্যেক জিনিসের একটি শীর্ষ স্থান রয়েছে।
আর কুরআনের শীর্ষ স্থান হল সূরা বাকারা এবং প্রত্যেক জিনিসের একটি সংক্ষিপ্ত সারমর্ম রয়েছে। কুরআনের সংক্ষিপ্ত সারমর্ম হল মুফাসসাল সূরা সমূহ।
(দারেমী)
ব্যাখ্যা:
সূরা বাকারা সবথেকে মর্যাদাবান সূরা। কেননা সুরা বাকারার মধ্যে আল্লাহর হুকুম আহকাম ও বিধি বিধান রয়েছে।
সূরা হুজরাত হতে কুরআনের শেষ পর্যন্ত সূরা সমূহ কে মুফাসসাল সূরা বলে এবং সমস্ত কুরআন সংক্ষিপ্ত ভাবে মুফাসসাল সূরার মধ্যে আছে।
সুরা বাকারার শেষের দিকের আয়াতসমূহ মহিলাদেরকে শিক্ষা দেওয়ার হুকুম
জুবায়ের ইবনে নুফায়ীর (রহ.) বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ্ তা’আলা সূরা বাকারা কে এমন দুটি আয়াত দ্বারা সমাপ্ত করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচে দান করা হয়েছে।
সুতরাং তোমরা তা শিক্ষা করবে এবং তোমাদের নারীদেরকে ও তা শিক্ষা দিবে কেননা তাতে রয়েছে ক্ষমা প্রার্থনা আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দোয়া।
(দারেমী মুরসালরূপে)
সুরা ফাতেহা ও সুরা বাকারা শেষাংশের ফজিলত
হযরত ইবনে আব্বাস (রা.) বলেন একসময় হযরত জিবরাঈল আলাইহি ওয়াসাল্লাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপবিষ্ট ছিলেন।
এমন সময় উপর দিক হতে একটি দরজা খোলার শব্দ শুনলেন।তিনি উপর দিকে মাথা উঠালেন এবং বললেন আসমানের এই যে দরজাটি আজ খোলা হল,
তা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। হুজুর বললেন এই দরজা থেকে একজন ফেরেশতা নামলেন।
তখন জিবরাঈল আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে ফেরেশতা জমিনে নামলেন, ইনি আজকের এই দিন ছাড়া ইতিপূর্বে আর কখনোও জমিনে নামেননি।
হুজুর বললেন তিনি সালাম করলেন। অতঃপর আমাকে বললেন দুইটি নূরের জ্যোতির এর সুসংবাদ গ্রহণ করুন।
যা আপনাকে দেওয়া হয়েছে এবং আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি সুরা ফাতেহা ও সুরা বাকারার শেষ অংশ।
আপনি সেগুলোর যে কোন বাক্য-পড়বেন না কেন, নিশ্চয়ই আপনাকে তা দেওয়া হবে।
(মুসলিম)
😀 Follow Us Socially 😀
🌐 subscriber: / @quranshikkha
🌐 My Facebook: / khalet.sayfu. .
🌐 Facebook page: / quranshikkha. .
🌐 Facebook group: / 21919. .
🌐 Twitter : / khaled48372974
🌐 Instagram: / quranshikk
#sura#sura_baqarah_bangla#সূরা_বাকারা