আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রতিধ্বনি পৌঁছে যাক আল্লাহপাকের আরশে আজিমে এবং বিজয় শুরু হোক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের Amin
@tarteelulquranacademy3322 жыл бұрын
ধন্যবাদ, সমাজের বাস্তব কথা তুলে ধরার জন্য।
@MSazedurRahmanLiku2 жыл бұрын
ভালোবাসা অবিরাম প্রিয় কবির ভাই🥰🥰
@bayizidmd34432 жыл бұрын
মাশাআল্লাহ অসাধাররন সমাজের বাস্তব চিএ তুলে ধরা হলো।আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক।যারা এ কাজ করে।
@mdrabbihasan76682 жыл бұрын
সমাজের বাস্তব রূপ তুলে ধরেছেন। ধন্যবাদ
@Shomadhantvpress2 жыл бұрын
শুকরিয়া
@shabuddinshaheen58142 жыл бұрын
Allah tumi Rojar usilay Amader Pap kaj theke Hifajot koro,,,kabir bin samad tomader dhonnobad,,,,
@alhajjmuftimuhibbullahmiazi2 жыл бұрын
খুবই শিক্ষণীয়।এভাবেই রশিকতার মাধ্যমে হিদায়াতী নাটক চাই। ধন্যবাদ।
@omehasan2 жыл бұрын
ভাই আপনার ভিডিও গুলা দেখে যেমন মজা পাই তেমনি সামাজিক অনেক কর্মকান্ড শিখা যায়।
@CineFunComedy2 жыл бұрын
এটা একেবারেই সত্যি কথা। রোজার মাসে যে সব ব্যবসায়ী ভাই রা পণ্য মজুত করে ব্যবসা করে, রোজার মাসে কিছুটা লাভ হয় সত্যি, কিন্তু বাকি ১১ মাসে আল্লাহ কিভাবে যে তাদের পেছন দিয়ে সেই অর্থ নিয়ে যায় সেটা তারা বুঝতেও পারে না। রিজিক বরাদ্ধ, কেউ কম ও খাবে না, কেউ বেশি ও খাবে না। সুবহানআল্লাহ - আলহামদুলিল্লাহ ।
@laijubegum76362 жыл бұрын
এগুলো আহাম্মকরা বোঝে না
@MdShamim-bm7ok2 жыл бұрын
ভালোবাসা অবিরাম প্রিয় কবির ভাই।
@mdrumon44772 жыл бұрын
অসাধারণ
@naserhossain-ld2nc2 жыл бұрын
ওরে আল্লাহ ওরে ভালো মানুষ
@mdsamsul2687 Жыл бұрын
পাগল 😂
@mdjosim90312 жыл бұрын
অনেক কিছু বুঝার আছে,, দোয়া রইলো
@habibabid53502 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা প্রিয় কবির ভাই।
@AyubKhan-xu2sb2 жыл бұрын
প্রিয় কবির ভাই আসসালামু আলাইকুম, আমি ভোলার মনপুরা থেকে, আমি আপনার ব্লক গুলো নিয়মিত দেখি কিন্তুু কমেন্ট বেশিরভাগ সময় কমেন্ট করতে পারিনা, কারন দোকানের কাজে,,,ভালোবাসা অভিরাম প্রিয়,,, 🇧🇩🇧🇩
@BagerhatHVision2 жыл бұрын
মাশাআল্লাহ
@usmanitv38652 жыл бұрын
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
@mdmahdihassan2 жыл бұрын
ভালোবাসা অবিরাম 💞💞💞
@RSkitchenbd0092 жыл бұрын
#verynice 👍👍🌹👍
@acl70042 жыл бұрын
💝💝💝💝💝💝💝আসসালামুয়ালাইকুম
@skmoshiurramahanac83312 жыл бұрын
খুব ভালো হয়েছে কবির ভাই
@mdsamsul2687 Жыл бұрын
❤❤❤❤
@mdsamsul2687 Жыл бұрын
অসাধারণ সামদ ভাই, ❤❤❤❤
@MokkaMedia2 жыл бұрын
আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট পরিবারের সাথে থাকার অনুরোধ রইলো সকল কে ধন্যবাদ
@Bangladesh-sh4xe2 жыл бұрын
nice
@HamimTvBagerhat2 жыл бұрын
অসাধারণ হাসি পেলাম
@fbdpoint13332 жыл бұрын
ভাই কেমন আছেন 😃🔥
@Shomadhantvpress2 жыл бұрын
সঠিক কথা একদম সঠিক
@mdfazlulhuq14562 жыл бұрын
ভালোবাসা ওবিরাম
@imran49232 жыл бұрын
দোয়া ও ভালোবাসা অবিরাম 🥰🥰
@manikmiah66512 жыл бұрын
অনেক অনেক ভাল ভিডিও করেছেন ।
@Shomadhantvpress2 жыл бұрын
শুকরিয়া
@mahmudmahmud39282 жыл бұрын
ছোটবেলায় নুনু কাটিলি না? 😂
@otithitv18982 жыл бұрын
ভাই প্রথমে সাউন্ড অফ করে দিতেন। কথা উঠেগেছে।
@mahadikabirmirzababu17682 жыл бұрын
Khub vlo laglo via
@hassanalvi4432 жыл бұрын
❤️💛💚
@Islamicyoutubrasel2 жыл бұрын
سُبْحَانَ اللهِ، اَلْحَمْدُ ِللهِ، اَللهُ أَكْبَرُ، لآ إلهَ إلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ- বাংলা উচ্চারণ:সুবহা-নাল্লা-হ (৩৩ বার)। আলহাম্দুলিল্লা-হ (৩৩ বার)। আল্লাহু-আকবার (৩৩ বার)। লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহু; লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলা কুল্লে শাইয়িন ক্বাদীর (১ বার)। অর্থ :আল্লাহ্ তায়ালা পূতপবিত্র। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ্ সবার চেয়ে বড়। নেই কোন উপাস্য একক আল্লাহ্ ব্যতীত; তাঁর কোন শরীক নেই। তাঁরই জন্য সমস্ত রাজত্ব ও তাঁরই জন্য যাবতীয় প্রশংসা। তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী। (মুসলিম, মিশকাত হা/৯৬৬, ৯৬৭, ‘ছালাত’ অধ্যায়-৪, ‘ছালাত পরবর্তী যিকর’ অনুচ্ছেদ-১৮)।
@laijubegum76362 жыл бұрын
বেশির আশায় থাকে বলেই তো পোকে ধরে,নষ্ট হয়ে যায়।
@anwarhossen73462 жыл бұрын
মুসলমান হিসাবে আমাদের উচিৎ কম লাভে বেশি পন্য বিক্রি করা।
@Shomadhantvpress2 жыл бұрын
সঠিক মূল্যায়ন
@otithitv18982 жыл бұрын
#বাটপার_পাটপার_ঘরে_ঘরে_বাটপার
@sadiquzzamanshormo2 жыл бұрын
🎉
@maroupmaroup73482 жыл бұрын
Al hamdulillah
@tariksardarsardar3522 жыл бұрын
Very good
@MRFIslamicTV2 жыл бұрын
আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্..🌹🌹🌴
@MdNasimMalaysia2 жыл бұрын
🥰🥰
@bdjonysr68062 жыл бұрын
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
@dmmasud77372 жыл бұрын
আল্লাহ্ যেভাবে সন্ধ্যার পরিচয় দিয়েছেন মাগরিবাশ শামস- সুর্যাস্তের স্থান ১৮:৮৬অবশেষে যখন সে পৌঁছল সুর্যাস্তের স্থানে।আশ শাফাক সন্ধ্যা লালিমা,লাল আভা- সন্ধ্যকালীন গোধূলি,রক্তজবা.৮৪:১৬অত:পর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার।আছাল সন্ধ্যা১৩:১৫আর আল্লাহ্'র জন্য আসমানসমূহ ও যমীনের সবকিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদাহ্ করে সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও২৪:৩৬সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবীহ্ করে।আশীয়্যাহ সন্ধ্যা১৯:১১ তোমরা সকাল ও সন্ধ্যায় তাসবীহ্ পাঠ কর।তুমছুম সন্ধ্যায় উপনীত হওয়া৩০:১৭অতএব তোমরা আল্লাহ্ তাসবীহ্ কর,যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে।তুরীহুন সন্ধ্যা১৬ঃ৬আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আন এবং সকালে চারণে নিয়ে যাও।আরও দেখুনঃ১৯:৬২(৪০:৪৬)২৫:৫(৩৩:৪২)৪৮:৯)৭৬:২৫)৫০:৩৯ ২:১৮৭ অত:পর তোমরা সওমগুলোকে রাত পর্যন্ত পূর্ণ কর। এবার দেখব সু'মহান আল্লাহ্ কি ভাবে আমাদের'কে রাতের সংঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।কসম রাতের যখন তা অন্ধকারে ঢেকে যায়।৯২:১ কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছান্ন হয়।৯৩:২ কসম রাতের যখন উহাকে তথা সূর্যকে অন্ধকারে আচ্ছন্ন করে দেয়৯১:৪ আর আমিই রাত'কে করেছি অন্ধকারাচ্ছন্ন আবরণ-পোশাক হিসাবে।৭৮:১০ shura baqara আয়াত183 হে মুমিনগণ ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেয়া হয়েছিল যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পার আয়াত184 এগুলো গোনা কয়েক দিন। অতঃপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করে নিতে হবে আর যাদের জন্য সিয়াম কষ্টসাধ্য তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদ্ইয়া- একজন মিসকীনকে খাদ্য দান করা যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করে তবে তা তার জন্য কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণের যদি তোমরা জানতে।আয়াত185 রমাদান মাস, এতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে। কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে সিয়াম পালন করে তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করবে । আল্লাহ্ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সে জন্য তোমরা আল্লাহ্র মহিমা ঘোষণা কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। আয়াত186 আর আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, (তখন বলে দিন যে) নিশ্চয় আমি অতি নিকটে। আহবানকারী যখন আমাকে আহবান করে আমি তার আহবানে সাড়া দেই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুকযাতে তারা সঠিক পথে চলতে পারে আয়াত187 সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী-সম্ভোগ বৈধ করা হয়েছে । তারা তোমাদের পোষাকস্বরূপ এবং তোমরাও তাদের পোষাকস্বরূপ। আল্লাহ্ জানেন যে, তোমরা নিজদের সাথে খিয়ানত করছিলে। সুতরাং তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে মার্জনা করেছেন। কাজেই এখন তোমরা তাদের সাথে সংগত হও এবং আল্লাহ্ যা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তা কামনা কর। আর তোমরা পানাহার কর যতক্ষণ রাতের কালোরেখা থেকে উষার সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রকাশ না হয় । তারপর রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ কর। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে সংগত হয়ো না। এগুলো আল্লাহ্র সীমারেখা। কাজেই এগুলোর নিকটবতী হয়ো না এভাবে আল্লাহ্ তাঁর আয়াতসমূহ মানুষদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তাকওয়ার অধিকারী হতে পারে।
@realreal76052 жыл бұрын
কবির দাদা আপনে কেমন আছেন কাদের তো দেশে আসেনি
@InternationalIslamicTelevision8 ай бұрын
এই পর্বের প্রথমেই.....দেবো.....একশন কি সজল ভাই বললো?
@AminTechBangla2 жыл бұрын
very funny
@AminTechBangla2 жыл бұрын
watching from #satkhira
@shamimaakter67512 жыл бұрын
😂🤣🤣🤣👋👋👋
@abidraj8722 жыл бұрын
Niomito video chai
@foridhossain47232 жыл бұрын
👌👌👌👍👍👍
@MdAlAmin-hx2bf2 жыл бұрын
তরমুজ আবার কেজিতে ভিডিও চাই
@kayumbro2 жыл бұрын
তুই ছোটোবেলায় নুনু কাটিসনি!😜
@bdjonysr68062 жыл бұрын
👳🧕
@bdjonysr68062 жыл бұрын
😫😰👲🧕👳
@HafezaSharminAkter2 жыл бұрын
আলহামদুলিল্লাহ ইসলামিক ভিডিও বানাই। আপনাদের ভালোবাসায় আজ আমাদের ৯০০ পরিবার। এই ছোট্ট বোনটার পাশে থাকবেন সবাই প্লিজ!
@Shomadhantvpress2 жыл бұрын
শুভকামনা
@হাবিবটেইলার্স2 жыл бұрын
আমরা খেজুর আর পানি দিয়ে ইফতার করব ইনশাআল্লাহ ! ছোলা চিনি কিনবো না তখন বুঝবে ' মজা কারে বলে বুইছো চাচা!