আপনার একটা জিনিস খুব ভালো লাগে সেটা হলো কমেণ্ট করলে উত্তর পাওয়া যায়৷আপনি হয়তো ভুলে গেছেন অনেক দুঃখ পেয়ে আপনাকে একটা সমস্য নিয়ে কমেণ্ট করেছিলাম যেটার উত্তর আপনি দিয়েছিলেন সেটা হলো ফুল হওয়ার ছয় সাত দিন পর হলুদ হয়ে ফুল ঝড়ে যাচ্ছে আর আজ মনে হলো আমার সমস্যাটা নিয়েই ভিডিও বানালেন৷আমি বুঝতে পারছি আমার গাছটি stanes এর সমস্যায় ছিল৷গাছের কান্ড হলদে হয়ে গিয়েছিল৷এখনো একই সমস্যা হচ্ছে তবে গাছ অনেকটা সবুজ হয়ে গেছে আপনি বলার পর আমি একদমই জল দেওয়া বন্ধ করে দিয়ে ছিলাম৷অনেক ধন্যবাদ৷আর একটা কথা আমার তিনটি জামবো, তিনটি রেড ভেলভেট আর দুটি হলুদ ড্রাগনের চারা লাগবে আমার ছাদে দুটি পোলে লাগাবো পাঠাতে পারবেন কিনা জানাবেন
@realFRIENDSBengali2 жыл бұрын
আমি অনেক খুশি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাহায্য করতে পেরে । আপনি লিখেছেন চারা প্রয়োজন আপনার , আর তার জন্য আমাকে দয়াকরে Whatsapp করুন ।
@ansar4617 Жыл бұрын
@@realFRIENDSBengali ❤
@jahangirbhuiyan20492 жыл бұрын
অনেক ধন্যবাদ। আমি মাসাধিক কাল হবে আপনার চ্যানেল দেখছি। আপনার উপস্থাপনা, উচ্চারণ ও টেকনিক্যাল জ্ঞান উঁচু মানের। আপনার চ্যানেলের সাফল্য কামনা করি।
@realFRIENDSBengali2 жыл бұрын
ধন্যবাদ ।
@shamsuddinnasim21572 ай бұрын
Good discussion
@utpalpaul6857 ай бұрын
দাদা আপনার থেকে অনেক কিছু যানার আছে গাছ সম্পদে। আপনাকে অনেক ধন্যবাদ
খুব ভালো।লাগলো, আমার অনেক প্রশ্নের উত্তর পেলাম, যেগুলির কিছু আপনাকে প্রশ্ন করেছি। তবে একটি প্রশ্নের উত্তর অনুত্তরিত রয়েই গেছে । যথা :- এর মার্কেট কোথায় ? সাধারণ প্রজাতির অল্প বিস্তর মার্কেট সর্বভারতীয় স্তরে রয়েছে, কিন্তু অলঙ্কারসমৃদ্ধ প্রজাতির বাজার কোথায় ? স্বাস্থ্য সচেতন কিছু সমৃদ্ধশালী ব্যক্তিগণের রুচি এই সব নতুন ফলের প্রতি ঝুঁকেছে বটে কিন্তু সেটা অস্থায়ী, আম, জাম, কাঁঠাল, কলার বিকল্প এখনও নেই।
@K1LL3RQU33_N2 жыл бұрын
খুব ভালো লাগলো ৷ অনেক উপকারে লাগবে ধন্যবাদ |🐉👍
@mstmim89572 жыл бұрын
Thanks via ati sundor kora reply dibar jonno niomito video dakbo in sha allah
@realFRIENDSBengali2 жыл бұрын
Thanks
@easydrawingbytaqrim2 жыл бұрын
খুব ভালো লাগছে 🌹🌹❤️❤️
@ashimbiswas75592 жыл бұрын
খুবই সুন্দর বলেছেন
@jiyarulmolla11416 ай бұрын
ধন্যবাদ দাদা সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
@realFRIENDSBengali6 ай бұрын
😊
@greenbangla4842 жыл бұрын
ধন্যবাদ দাদা এভাবে হেল্প করার জন্য
@suchitrakumarsaha24792 жыл бұрын
অনেক কিছু জানার আছে, তবে আমি ছাদ বাগান করি, তাই ছাদ বাগান, বিশেষ করে শখের টব নিয়ে বাগান করি, তাদের নিয়ে একটু বললে ভাল হয়।
@realFRIENDSBengali2 жыл бұрын
আমি যা পরিচর্যা করি তেমনি করুন । তবে টবের গাছের Dose একটু কম দেবেন ।
@sabyasachidasexp35862 жыл бұрын
ধন্যবাদ দাদা যে সমস্যার মধ্যে ছিলাম exactly সেটার সমাধান পেলাম। ঠিক এই উত্তরের অপেক্ষায় ছিলাম। আমার অনেক গুলো ভুল ধরিয়ে দিয়েছেন 😁💝
@gouravdas63212 жыл бұрын
দাদা হাফ ড্রামে করবো ভাবছি তো কোন মাসে রোপন করলে সবথেকে ভালো হবে?
@realFRIENDSBengali2 жыл бұрын
March পর্যন্ত প্রতিস্থাপন করার time
@Robiulislam-g8o7 ай бұрын
আমি বাংলাদেশ থেকে দেখছি গাছে পিপড়া লেগেছে ❤❤❤❤❤❤
@mohasinalikhan25512 жыл бұрын
Market price nia aktha vedio banan
@mstmim89572 жыл бұрын
New frand new subscriber
@salehabegum9949 Жыл бұрын
Good afternoon বাবা অর্ঘ্য, টুপিও (ব্যাগ) পরাতে হয় কি কারনে।
@realFRIENDSBengali Жыл бұрын
পাখি বা সাদা মাছির জন্য
@salehabegum9949 Жыл бұрын
@@realFRIENDSBengali অনেক ধন্যবাদ। কিন্তু বাবা ঈশ্বর তো ওদের খাবারের ব্যবস্থা ওভাবেই করে রেখেছেন! খেতে দাও দুয়েকটা, ওতে কমবে না , ওরা আশীর্বাদ দেবে, তাতে ভাল ফলন হবে বাবা🙏🏼🇧🇩
@salehabegum9949 Жыл бұрын
@@realFRIENDSBengali অনেক ধন্যবাদ। কিন্তু বাবা ঈশ্বর তো ওদের খাবারের ব্যবস্থা ওভাবেই করে রেখেছেন! খেতে দাও দুয়েকটা, ওতে কমবে না , ওরা আশীর্বাদ দেবে, তাতে ভাল ফলন হবে বাবা🙏🏼🇧🇩
@shyamsundarjana5022 жыл бұрын
Super
@shamsuddinnasim21572 ай бұрын
চাপাতা ব্যবহার করা যাবে ?
@realFRIENDSBengali2 ай бұрын
হ্যাঁ
@jesminakter44502 жыл бұрын
ুআজকে দেখলাম সেই যে গাছটি সাদাকি যেন সাদা সাদা মাদার গাছটিতে হয়েছে।এখন কি করা উচিৎ। বলবেন ভাইয়া
@realFRIENDSBengali2 жыл бұрын
photo পাঠাবেন ।
@morshedmia70492 жыл бұрын
আসসালামু আলাইকুম। ভাইয়া আমার একটি ড্রাগন এর ছাদ বাগান আছে। বাগানের বয়স ২ বছর। আমার এই গাছ গুলাতে অনেক ফুল আসে কিন্তু ফুল ফুটার ৪-৫ দিন পর হলুদ হয়ে পচে পড়ে যায়।এখন এই সমস্যা সমাধানের উপায় কি??
@realFRIENDSBengali2 жыл бұрын
কি খাবার দেন ?
@morshedmia70492 жыл бұрын
@@realFRIENDSBengali ইউরিয়া সার পিপরার ঔষধ
@realFRIENDSBengali2 жыл бұрын
সব বন্ধ করে শুধু জৈব পদ্ধতিতে চাষ করুন । রাসায়নিক সার ও ওষুধ সম্পূর্ণ বন্ধ করুন । আর আমার সার দেওয়ার ভিডিও দেখেনিন ।
@jonaidbinasad93572 жыл бұрын
ফাঙ্গি সাইটের জন্য কি ব্যবহার করব?
@realFRIENDSBengali2 жыл бұрын
Tricodarma .
@mstmim89572 жыл бұрын
Via ami harar guru diasy atatake gasar somossa hoba aktu janaban
@realFRIENDSBengali2 жыл бұрын
না ।
@mstmim89572 жыл бұрын
Via ami baranday lagiasy 2ta full asasa fol ke hoba?
দাদা, আমার গাছে বছরে ৪ বার সার দেই।জৈব রাসায়নিক। দ্বিতীয় ধাপে এখন ১২ টি ফুল টিকে আছে।তার সাথে আরো ৫ টি কুড়িঁ আসে।একটা আছে এখন।কুড়িঁ আসার পর আমি বোরণ ও জিংক দিয়েছি। পিপড়েঁ ও ছিলো।ক্লোরফাইরিফস দিলাম।তার পরেও ঝরে কেন?
@realFRIENDSBengali2 жыл бұрын
এতো কিছু দিলেন বলেই ঝরে গেছে । Camical নাম টাই ড্রাগনের জন্য ক্ষতি কারক ।
@mdriad73704 ай бұрын
Verits prise list chai
@realFRIENDSBengali4 ай бұрын
WhatsApp করবেন ।
@dilipkumarroy31012 жыл бұрын
👍👍👍👍
@suchitrakumarsaha2479 Жыл бұрын
বাজার মে,ই আমার গাছে একসঙ্গে প্রায় 40 টা ফল তোলা হয় কিন্তু বিক্রী করা যাচ্ছে না। এটাই বড় বিপদ। একটা যদি সংগঠন থাকতো তাহলে এই সমস্যা মনে হয় মিটত, ভেবে দেখা উচিত।
@realFRIENDSBengali Жыл бұрын
এত কম ফল লোকাল মার্কেট ছাড়া বিক্রি করতে পারবেন না । আর একটু বড় ফল ছাড়া মার্কেটে বিক্রিও করা প্রায় অসম্ভব ।
@অবসরেবাগানচরচা6 ай бұрын
কাকা ,তাহলে পিঁপড়ে তারাব কি করে?
@realFRIENDSBengali6 ай бұрын
হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এক সাথে মিশিয়ে বারে বারে দেবেন ।
@hamidurrahman71382 жыл бұрын
গাছে ফুল হলে হ্যান্ড পলিনেশন করার পর ফুলের গোরা হলুদ হয়ে পড়ে যায়। কেন?
@realFRIENDSBengali2 жыл бұрын
আমার মনে হয় ভ্যারাইটি এর সমস্যা
@roshniskitchen48252 жыл бұрын
Ful asar por jhore jacca .
@RatnasDuniya2 жыл бұрын
Amar to ektai gach cross polination korbo ki kore karon amar dragon gacher ful polination korar por holud hoe jai
@realFRIENDSBengali2 жыл бұрын
Ki variety ?
@greenbangla4842 жыл бұрын
পেস্টিসাইড ইউস না করলে পোকার হাত থেকে বাচবো কিভাবে
@realFRIENDSBengali2 жыл бұрын
আমার মনে হয়না এমন কোন পোকা আছে যে ড্রাগনের মারাত্মক ক্ষতি করতে পারে । তবে Camical Pesticides সাংঘাতিক ক্ষতি করতে পারে আমি Guarantee দিচ্ছি । নিম তেল আমি ব্যবহার করি তাও ভুলে যাই 2-3 মাসে মনে পড়লে দেই । Camical Pesticides বা Camical সার ড্রাগনের কখনই প্রয়োজন হয়না । এগুলো সম্পূর্ণ মনগড়া পরিচর্যা ।
@greenbangla4842 жыл бұрын
দাদা আমার বাগানে একাধারে ৬/৭ মাস এমামেকটিন বেনজয়েট ইউস করার পরেও ড্রাগন ফলের মধ্যে লেদা পোকা হইছে পরে ছাইপারমেথিম ইউস করার পরে কন্ট্রোলে আসছে
@greenbangla4842 жыл бұрын
দাদা আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখছি প্রতিনিয়ত। কিন্তুু আপনি যে ঔষধের নামগুলো বলেন সেগুলো প্রায়ই আমরা পাইনা।
@Nutritionist.krishnapada2 жыл бұрын
Rare variety তোমার কাছে যখন আছে তখন আমাদের আর চিন্তা কি
@faria84932 жыл бұрын
অনেক দিন পড় একটা কলি এসে জড়ে গেছে,,, 😭😭😭😭
@sanatasarkar5792 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻🇮🇳
@salmasultana9172 жыл бұрын
আপনার what's app নাম্বার দিন। আগের বার ৩৬ টি ফুল পরাগায়নের পর ঝরে গিয়েছিল। সেই গাছে আবার প্রায় ২২টির মত ফুল বড় হয়ে গেছে এবং এর মধ্যে গত তিন দিনে ১৫টি ফুল পরাগায়ন করে দিয়েছি কিন্তু একটা ও টিকবে বলে মনে হচ্ছে না।
@realFRIENDSBengali2 жыл бұрын
ভিডিওতে বা Video Description এ Whatsapp no পাবেন ।
@nonigopalrajkhowa66232 жыл бұрын
আপোনাৰ vdo টো ভাল লাগিল । phone no টো দিবছোন ।
@realFRIENDSBengali2 жыл бұрын
Check video Description or watch till end
@FoodForest192 жыл бұрын
ওস্তাদ ব্যবহার করলে ফুল ঝরে যায়
@mdmuktar73932 жыл бұрын
আপনার বাড়ি কোন জায়গায়
@realFRIENDSBengali2 жыл бұрын
S 24 pgs
@salehabegum9949 Жыл бұрын
একটু জল পান করে নাও , আমার গলা শুকিয়ে গেছে তোমার কথা বলার স্পীড দেখে। আমার তো উপবাস চলছে, তাই তোমাকে জল পান করাতে পারছি না, স্যরী বাবা! (আবারও শাইজ বললে?) সাইজ=size বলবে কিন্তু! তা না হলে আমি পাস নাম্বার দেবো না বাপজান 🙄🇧🇩
@lolyear36172 жыл бұрын
ফল ধরে এমন koyti poll আছে আপনার
@realFRIENDSBengali2 жыл бұрын
এখন 22 টাতে ফল আছে ।
@lolyear36172 жыл бұрын
@@realFRIENDSBengali wah💝
@salehabegum9949 Жыл бұрын
আমি হলুদের গুঁড়ো স্প্রে করে থাকি, রাসায়নিক কিছুই স্প্রে করি না।
@rharun269 Жыл бұрын
দাদা ফলে সাদা পলিথিন কতদিন বয়সে দিয়েছেন এবং পলিথিন দেবার কারন কি বিষয়টা জানালে উপকৃত হবো
@realFRIENDSBengali Жыл бұрын
ওটা পলিথিন নয় । নেট এর cover । ফুল ফোটার এক সপ্তাহ পরে পরিয়ে দিতে পারেন । পাখি, পোকা মাকড় এর জন্য দেওয়া । তবে cover দিলে ফলের রং খুব ভালো থাকে । সঙ্গে Shining ও বাড়ে ।