ইরান ইসরায়েলের মধ্যে কি কোন যুদ্ধের সম্ভাবনা আছে ? এখানে আপডেট পাবেন - whatsapp.com/channel/0029Va9ZOca11ulYTpYLtQ0H
@SubrataMandal2218 ай бұрын
কেমন আছেন দাদা ❤।
@birajtripurabd31248 ай бұрын
সুয়োরের বাচ্চা ভিডিও সময় নিজের ছবি হাইড কর
@enamulhaque50178 ай бұрын
😅1😅11😅11😅😅😅1
@dmmasud77378 ай бұрын
দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন, পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে।দেশীয় কোম্পানী বাঁচলে আমরা বাঁচবো।দেশের লক্ষ যুবকের কর্মসংস্থান হচ্ছে দেশীয় কোম্পানীতে।তাদের পরিবারগুলোর ভরণপোশনের ব্যবস্থা হচ্ছে। সাবান - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত,, Lifeguard, Cute বাথরুম পরিষ্কার - Shakti, Clean Master, Finis, Amana, Xtreme টুথপেষ্ট - Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste চুলের তৈল - জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute গুড়োদুধ - Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship, Danish ডিটারজেন্ট - কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet চা-ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের) Danish শ্যাম্পু-কেয়া, Cute, Revive, Meril, Select Plus সয়াবিন তৈল - পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh Petrolium Jelly - Meril, Tibet, Cute, SMC, মশা নিরোধ সামগ্রী - Xpel, Sepnil, Xtreme - Room Freshner - Spring, Basundhara ময়দা, আটা - Teer, Basundhara, Fresh নুডলস - কোকোলা, বসুন্ধরা, Foodi চাল - পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer চিনি - Teer, Fresh, আখের চিনি সরিষার তৈল - রাধুনি, পুষ্টি, Teer বিস্কুট - Radisho, Olympic. Danish লবণ- Teer, ACI, Fresh Danish পানি - Jibon, MUM টিস্যু - বসুন্ধরা, ফ্রেশ গারটেক্স এই গরমে শার্টের নিচে পাতলা গেঞ্জি কম বেশি সবাই পরে থাকে। শার্টের নিচে পাতলা গেঞ্জি ঘাম শুশে নিয়ে শার্টের চিটচিটে কালচে দাগ থেকে শার্ট কে রক্ষা করে।অনেকেই প্রশ্ন করেন। বিদেশী গেঞ্জির বিকল্প কি অনেক আছে। নিচে কয়েকটার নাম দিলাম। ব্যাবহার করুন। ভারতীয় পন্য বয়কট করুন। ১/ডবল চাবী ২/গুডলাক ৩/লন্ডন বয় বিদেশী যা যা পণ্য আমাদের দেশে আমদানি হয় তার মোটামুটি একটা লিষ্ট দিলাম.............. চাল, চিনি,গম, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, ভুট্টা, আদা, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, মাছ, গরুমাংস, শুটকি মাছ, মটরশুটি, সজনা ডাটা, নারকেল,গমের ছিলকা, গুর, পাট বিজ, সরিসা, আপেল, আঙুর, বেদানা.. তরমুজ, আনারস, কমলালেবু, কিসমিস বাদাম, চাপাতা, মধু, কাজুবাদাম, জিরা,.. এলাচ, বড়োএলাচ, মেথি, তিল, সোয়াবিন, গোলমরিচ, মুরগির খাবার, মাছের খাবার, তেতুলবিচি, ঔষধ, ব্লিচিং পাউডার, কসমেটিক, মনিহারি.. পাউডার, জামাকাপর , ব্লাঙ্কেট, বিভিন্ন যন্ত্রপাতি, ক্রেন, গাড়ি টায়ার, গাড়ি.. ট্রেন ইন্জিন, ট্রেনকোচ, বোল্ডার পাথর.. চিপস পাথর, শিলপাটা,অক্সিজেন,, আরো অনেক কিছু.. এক সময়ের সোনালী আঁশ পাটশিল্প ধবংশ হয়ে গেছে,,চামড়া শিল্প ধবংশ হয়ে গেছে।।যেগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের দেশীয় পণ্য কিনতে হবে।নইলে একদিন আমরা পুরো পরনির্ভরশীল হয়ে পড়বো।দেশের শিল্প বাঁচান নিজে বাঁচুন ইনশাআল্লাহ কিছু আদম সন্তানের চুলকানী শুরু হয়ে যায়, সাথে শ্বাসকষ্ট ও হাইপার টেনশন, বিপুল প্রতিক্রিয়া তো বাড়তি পাওনা আপনার! বিজ্ঞানীগণ বলছেন, এগুলো হইল মনস্তাত্ত্বিক বিষয় এবং এর ব্যাখ্যাও আছে। কাজেই ওদের প্রতিক্রিয়ায় মনোক্ষুন্ন না হয়ে আসেন মানবিক হই। এবার আসেন দেখা যাক চুলকানীর কারণগুলো কি। গায়ে জ্বালা-পোড়া, চুলকানী বা এলার্জী শুধুমাত্র খাবারে অনিয়ম, রক্তে ইনফেকশন বা বাহ্যিক কোন কারণে হয়ে থাকে তা কিন্তু না। গবেষকগণ বলেন, মনস্তাত্ত্বিক কারণেও চুলকানী হতে পারে। কারো কোন কথা বা বিষয় পছন্দ না হলে তার মনন ও শরীরে কেমিক্যাল রিয়েকশন হয়! ঘটনা সত্যি। ক্যাটেকোলামিনস্ নামক হরমোন ও ইন্টারলিউকিন-৬ নামক আমিষ মানব শরীরে মনস্তাত্ত্বিক কারণে চুলকানীর অনুঘটকের কাজ করে। সাম্প্রতিক সময়ে এই এলার্জী ব্যাপক ভাবে দেখা দিয়েছে সামাজিক মাধ্যমসহ রাজনীতির মাঠে বয়কট ও বর্জন ডাকের পর। এমন কি দেখা গেল, শুধুমাত্র দেশীয় পন্য কিনে ধন্য হবার আহ্বান শুনেও বেশুমার এ রোগে ধরাশায়ী হয়েছে! বাংলাদেশের মানুষ ও জাতীয় স্বার্থ বিরোধী কার্যক্রম যতদিন চলবে,। পাশাপাশি অপসংস্কৃতি-সমকামীতা প্রমোটার ব্র্যাক-আড়ং-ভড়ং সহ চুলকানিতে আক্রান্ত দেশী পন্যগুলোও ক্রয় তালিকা থেকে বাদ রাখেন। ফিলিস্তিনির বিজয় অবধারিত ইনশাআল্লাহ
@sharminshanta43338 ай бұрын
❤❤
@tanvirkkh18 ай бұрын
খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস জানতে পারলাম 🥰🥰🥰 এভাবেই ইতিহাস আমাদের সামনে তুলে ধরবেন আশা করি❤❤❤
@shariyetpur8 ай бұрын
এইটা আসলে বড় একটা প্রশ্ন ? আমরা আসলে এখন অনেক সুন্দর জমি বিক্রি করে দেই সস্তায় যদিও এটার ভবিষ্যতে এতই দাম বেড়ে যায় আর এটা আমরা বুঝতেও পারি কিন্তু পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। আসলে তখন সাইন্স এত উন্নত ছিল না ওই হিসাবে ঠিকই সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু বর্তমান সাইন্সের যুগে এটাত অবশ্য ভূল সিদ্ধান্ত
@MdNoor-iz2yh7 ай бұрын
Right
@UdjjehxRuu5 ай бұрын
❤❤❤❤❤
@AbdulHalim-u4c2 ай бұрын
@@MdNoor-iz2yh
@SumitradharBobi8 ай бұрын
অসাধারন লাগলো, অনেক তথ্য জানতে পারলাম, অনেক ধন্যবাদ ভাই।
@romanchopediamithun8 ай бұрын
Thank You
@MrthreeSixty-n2nАй бұрын
যখন ভারতীয় ইউটিউবারদের দেখি তখন খুব ভালো লাগে। কিন্তু ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে যখন ভূলভাল কথা বলে তখন মনে হয় তারা যেন তাদের দেশের ইউটিউবারদের কাছে কিছু শিখে।❤
@md.ekramulhaq4926 ай бұрын
সেইসময় আলাস্কা বিক্রি না করে রাশিয়ার আর কোন উপায় ছিলো না। তবে রাশিয়া যদি ক্রিমিয়ার যুদ্ধে না জড়াতো তাহলে হয়তো আলাস্কা বিক্রি করতে হতো না।৷ তবে রাশিয়া বিরাট ভুল করেছিলো----আর আমেরিকা৷ লাভবান হয়েছে।
@RamjanHossain-z3w2 ай бұрын
রাশিয়ার আগের সরকার শুধু মত খোর ছিলো সে রাশিয়া কে ধংস্য করেই দিয়েছিলেন কিন্তু পুতিন ক্ষমতায় এসে সব চেঞ্জ হয়ে গেছে আজ রাশিয়া উন্নয়ন কারন পুতিন ক্ষমতায় আছে এইজন্য ধন্যবাদ ।
@jrmovieclipinworld720128 күн бұрын
ভাই পুতিন কিন্তু হাসিনার থেকেও কয়েক হাজারগুণ স্বৈরাচার 😂😂😂😂😂😅😅😅😅
@shariyetpur8 ай бұрын
প্লেন আবিষ্কার হওয়ায় আলাসকার গুরুত্ব বেড়েছে
@sanowarislam28658 ай бұрын
খুব গুরুত্বপূর্ণ ইতিহাস আমি তো জানি না❤❤
@mdfrdush94128 ай бұрын
আমি আপনার সম্পূর্ণ ভিডিও দেখি বাংলাদেশ থেকে ধন্যবাদ 🇧🇩🇧🇩🇧🇩
@AMAR-uh2ol8 ай бұрын
দাদা সিপাহী বিদ্রোই নিয়ে ভিডিও চাই Love from Bankura ❤❤❤
@Ovishek19978 ай бұрын
মিঠুন দাদা কেমন আছেন বরাবরই আপনার ভিডিও সত্যি অনেক দারুণ লাগে খুব ভালো হয়েছে।
@romanchopediamithun8 ай бұрын
ei to cholche...apni ?
@Ovishek19978 ай бұрын
@@romanchopediamithun valo Dada apnar video so good or good
@ramkumarhalder8 ай бұрын
ভারতের সঙ্গে পুতিনের এত ভালো সম্পর্কের কারন কী ?
@mohammadsujon44678 ай бұрын
ব্যবসা বাণিজ্য ছাড়া আর কি!
@abdulkaiummondal91937 ай бұрын
ভারতের অস্ত্রের একটা বড়ো ব্যবসা আছে রাশিয়ার সাথে, তাছাড়া অন্যান্য ব্যবসাও আছে।
@piashbanik.97265 ай бұрын
এজন্যই তো গরুর অন্ডকোষের এতো দাম, তোদের অত্যন্ত প্রিয় খাবার
দেড়শ বছর আগে পৃথিবী এত আধুনিক ছিল না এত বিজ্ঞানী ছিল না এত গবেষণা ছিল না দেড়শ বছর আগে সিদ্ধান্ত ভুল ছিল না আমেরিকার বিজ্ঞানীরা এটা মূল্যবান করে তুলেছেন তাদের গবেষণার মাধ্যম থেকে
@sadhandadhan47975 ай бұрын
আললার ছেলেরা বিজ্ঞানী ছিল,,,,
@KaisarMunnaАй бұрын
সুন্দর কনটেন্ট 🇧🇩
@aparnaniyogi197022 күн бұрын
Very thnx, for knowing❤
@souravkar1708 ай бұрын
Respect button for মিঠুন দা👍
@rafiqulalam87458 ай бұрын
আপনার কথস গুলো খুবই ভালো লাগে তবে আর একটু Slow বললে বুঝতে সুবিধা হয়।
@mdjiarulialam50193 ай бұрын
আপনার ভিডিও গুলো অসাধারণ।
@ParimalChandra-g1w8 ай бұрын
ভাইয়া ইতালির ইতিহাস বলেন ভাইয়া please please❤😢
@krrishvai56688 ай бұрын
Bengal desh bacha ache akhno
@mr.photocrazy41968 ай бұрын
বিখ্যাত গ্রীক লেখক হোমার এর history চাই দাদা😢
@Grandrespect6198 ай бұрын
তাঁত কাপড় বূনার মেশিন আবিষ্কার এর ইতিহাস সম্পর্কে একটা ভিডিও চাই
@sunnykhorshed32187 ай бұрын
ভাল কিছু জানতে পারলাম ধন্যবাদ
@MdSofik-xx2vz8 ай бұрын
চালিয়ে যান
@S.M.AyubMiazee8 ай бұрын
আলাস্কা বিক্রিতে রাশিয়ার সিদ্ধান্ত অপরিণামদর্শী ছিল।
@MdArmanhossen-tv1gs8 ай бұрын
গুড ইনফরমেশন
@JilaniMiah-t3b8 ай бұрын
আপনার ভিডিও গুলো ভালো❤
@AajaharAli-c4c8 ай бұрын
Obosshy boro bull dhonnobad ❤❤
@diptodas26458 ай бұрын
সুন্দর ভিডিও 💣
@NayonShil148 ай бұрын
Love🥰❤️❤️🥰from BANGLADESH 🇧🇩🇧🇩🇧🇩
@mohammadneyamotullah47808 ай бұрын
তথ্যবহুল।
@romanchopediamithun8 ай бұрын
Thank You
@labbuta56578 ай бұрын
Waiting
@arpanmaity44984 ай бұрын
দাদা আমি ইতিহাসের লাদেন সম্পর্কে জানতে যায়, please একটা এই নিয়ে vedio দেবেন
@sayantan6658 ай бұрын
সুপার👌🏼👌🏼👌🏼
@pronaykhan97348 ай бұрын
Sir can you make a video on Oedipus complex. I heard that his destiny was so tragic. 😢😢
@kaziashraful58936 ай бұрын
অনেক সময় সংসার পরিচালনা করতে গেলে বিশেষ অভাব অভিযোগের মাঝে সং 10:59 সারের অনেক কিছুই বিক্রি করে অভাব মেটাতে হয় এটাকে ভুল বলা যায় না ।এটা বিপদের সময় একটু বাঁচিয়ে রাখে ।
@ovishekagarwala54578 ай бұрын
Dada ami apnar vedio dekhi🚩🚩🚩
@MajorDalim-v9v8 ай бұрын
রাশিয়া জিন্দাবাদ জয় রুশ ইম্পায়ার
@himadrimandal96978 ай бұрын
Best content❤
@mr.photocrazy41968 ай бұрын
বিখ্যাত গ্রীক লেখক হোমার এর history চাই
@engr.hassan8 ай бұрын
যে সময় অনুযায়ী, রাশিয়া সঠিক কাজ করেছিল। কারণ আলাস্কা যে এতো কিছু পাবে, তাই কি রাশিয়া আমেরিকা
@SanskritKatha8 ай бұрын
Valo lagche
@manotoshroy2048 ай бұрын
ক্রুসেডের ইতিহাস দেখতে চাই
@raneetdas8D8 ай бұрын
Love For Alipurduar ❤
@ganeshchatterjee21738 ай бұрын
Your all videos is very informative and thanks a lot to share us this type videos ❤❤❤😊😊😊😊😊😊😊😊 please reply my comment 😊😢❤❤❤ from Delhi
@Rainbow_6008 ай бұрын
আলাস্কায় বিশাল তৈল ভাণ্ডার আছে।
@ovishekagarwala54578 ай бұрын
Kasi jeanbapi temple niye vedio cai Har har Mahadev 🔱🚩
@MostakAhammad-i3u23 күн бұрын
Thanks
@EmonKhan-cu9se5 ай бұрын
রাশিয়াকে আবার ফিরিয়ে দেওয়া হোক ❤️🇧🇩💖
@Tanusri.1114 ай бұрын
Right. Ekdin Russia thik e firiye nibe.
@SabuzMiah-sv1lw2 ай бұрын
😅😅😅😅😅
@RjRaj-u3sАй бұрын
@@Tanusri.111😂😂
@kishanroy4255Ай бұрын
Mamar barir abdar chaile dibe....
@UnspecifieddestinationАй бұрын
😅😊
@rajeshbag61708 ай бұрын
❤❤DaDa
@aimandeman49937 ай бұрын
আপনার ভিডিও অসাধারণ লাগে দাদা
@MdsarwarMdsarwar-i4g6 ай бұрын
Excellent analysis
@MyTravelp8 ай бұрын
Watching
@baroque-rg1eq5 ай бұрын
"শত্রুর শত্রু বন্ধু হয়" -- এটা কথায় আছে এমনটি নয় । এটা নেতাজি প্রথম বলেছিলেন ।
@ATSCONTENTS2 ай бұрын
😀
@SubrataMandal2218 ай бұрын
কেমন আছেন দাদা।
@SimulAkter-md4nd8 ай бұрын
Super
@itsmeroky8 ай бұрын
Many AI images used.❤
@sujataroy4359Ай бұрын
6:35 Canadian flag in USA's map 😂😂😂
@Md.FoysalIslam-nb8yc6 ай бұрын
Nice History
@MdShagarahamedMdShagarbi-yu2ug7 ай бұрын
আমার প্রশ্ন হচ্ছে পূর্ব দিক দিয়ে আমেরিকা এতই কাছে তাহলে পশ্চিম দিক দিয়ে মানুষ চলাফেরা করে কেন.পূর্ব দিক দিয়ে কেন নয়..তাহলে উত্তর কোরিয়া থেকে আমেরিকা দূরত্ব দশ হাজারের কিলোমিটার হয় কিভাবে.উত্তর দিলে খুশি হব
@labuislam76366 ай бұрын
সেটা আমারও প্রশ্ন, রাশিয়ার পূর্ব দিকে রাশিয়া থেকে আলাস্কা দূরত্ব ১০০ কি মি কম এই দিকে রাশিয়া থেকে জাপান,কোরিয়া অনেক কাছে। তাহলে আলাস্কা (আমেরিকা) থেকে কোরিয়ার দূরত্ব এতো বেশি কিভাবে?
@Anafiofficial6 ай бұрын
পূর্ব দিক দিয়ে বিমান চলে না চলার কারণ প্রশান্ত মহাসাগর,মনে করেন,উওর কোরিয়া হতে আমেরিকা একবারে কাছে কিন্তু উওর কোরিয়া হতে আমেরিকার মধ্যে কোন দেশ নাই,শুধু প্রশান্ত মহাসাগর,এখন বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি হলে জরুরী অবতরন করবে কোথায় ,তাছাড়া যেকোনো দেশে বিমান গেলে পথিমধ্যে বিভিন্ন কারণে বিমান অবতরন করা হয় ,সেটা এই পথে হবে না,যার জন্য বিমানগুলো পশ্চিম দিকে অর্থাৎ বিভিন্ন দেশের উপর দিয়ে যায় ।
@Sabir_sanu6 ай бұрын
পূর্ব দিক দিয়ে গেলে এমনি দিনের থেকে 3 দিন পিছিয়ে পড়বে
@SourovSourov-w4l4 ай бұрын
Kivabe?@@Sabir_sanu
@abdulkaiummondal91933 ай бұрын
@@MdShagarahamedMdShagarbi-yu2ug প্রশান্ত মহাসাগর অনেক বড়ো, আর পশ্চিম দিক দিয়ে চলাচলের কারণ এইদিকে দেশ বেশি, তাই ব্যবসা করার জন্য জাহাজ এইদিকে চলে। আর প্রশান্ত মহাসাগর অনেক বড়ো আর এর মাঝে সেরকম কোনো দ্বীপ না থাকায় এরোপ্লেন চলে খুব কম, আর বড়ো সাগরের মধ্যে সমুদ্র ঝড় হওয়ার চান্স থাকে।
@dmmahmud8 ай бұрын
Defeat in the Crimean War further reduced Russian interest in this region. Russia offered to sell Alaska to the United States in 1859, believing the United States would off-set the designs of Russia's greatest rival in the Pacific, Great Britain.
@baroque-rg1eq3 күн бұрын
শত্রুর শত্রু বন্ধু হয় -- এই কথাটা নেতাজি বলেছিলেন ।
@md.wahidullahpatwary40198 ай бұрын
জনগনের সম্পদ বিক্রির অধিকার রাজার নাই।
@yousufsheikhmanik7 ай бұрын
আলাস্কা আবিস্কারের পর কানাডার সাথে কিভাবে সীমানা ভাগ হলো সেটা জানা হলো না।
@sujondas59554 ай бұрын
ভিডিও এর মধ্যে আপনার ছবি না দিলে হয় না।
@pritikamondal6639Ай бұрын
তখন খনিজ তেল কি জিনিস তা জানত না। এরকম টা যে হবে তা সেই সময়ে দাঁড়িয়ে কেউ বুঝতে পারেনি।
@hamidurislam40828 ай бұрын
Nepolian bonapart history
@hamidurislam40828 ай бұрын
Nepolian history
@Timir-to9lr5 ай бұрын
ভিডিও লাস্টে বুঝলাম পুতীন ভয় করে আমেরিকা কে 😢
@UnspecifieddestinationАй бұрын
😅😊
@AlupottiRajshahi8 ай бұрын
Time is very valuable
@markopolo18288 ай бұрын
You are truly brilliant, your presentation is amazing and neutral. Thanks
@romanchopediamithun8 ай бұрын
Thank You ❤️
@redwankabirshawon88658 ай бұрын
ভাই আপনার সামনের পৃথিবীর মানচিত্রের যে গ্লোব ওটা কই থেকে নিছেন?
@MizanurRahaman-x4b6 ай бұрын
Good
@MdNayeem-g2z4 ай бұрын
দাদা বাংলাদেশ নিয়ে একটা বিডিও চাই প্লিজ
@hamidurislam40828 ай бұрын
Plese give us nepolian history
@Azad-Dhaka7 ай бұрын
ইতিহাস ইতিহাস বইয়ের পাতাতেই থাকুক। আলাস্কা রাশিয়ার অংশ। রাশিয়ার রাজা যার এটা বিক্রি করেছিলেন তিনি তো আর জনপ্রতিনিধি ছিলেন না।
@labuislam76366 ай бұрын
আলাস্কা তো বিক্রি করে ফেলছে কেমনে রাশিয়ার অংশ তাহলে
@unnayonhazraАй бұрын
তোমার বাবা যদি কোনো জমি বিক্রি করে তুমি কী সেইটা ফেরত আনতে পারবে?কোনো বিনিময় ছাড়া।
@bikashchandradas71028 ай бұрын
আমেরিকার উচিত আলাসকা টাকার বিনিময়ে রাশিয়াকে ফিরিয়ে দেওয়া। ন ইলে এই নিয়ে একদিন তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হবে। আলাসকা রাশিয়ার অংশ।
@Cbfjr78 ай бұрын
এটা বিক্রি হয়ে গেছে যেটা জাতীয় সংসদ জানে এটা নিয়ে কোনও ভাবেই যুদ্ধ সম্ভব না
@Hsbsb98 ай бұрын
@@Cbfjr7 Right.
@shahadathossainrajib87108 ай бұрын
বিক্রিত মাল ফেরত নেওয়া বা দেওয়া হয়না
@biswjitdas72827 ай бұрын
নেশা কম করবেন
@niklihaor.official7 ай бұрын
মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছেন মনে হয় 😡
@sikderzito91416 ай бұрын
Alaska ekta . Gold mine
@TamimBro3668 ай бұрын
I❤U
@Shadow-KING-M8 ай бұрын
১৫০+ বছরে কোন জায়গার দাম ৩০ গুন বেড়ে যাওয়া কোন আশ্চর্যজনক ব্যাপার না। আমি এখানে খনিজসম্পদ এর কথা বলতেছিনা।
@abdurroof518 ай бұрын
Yes its
@m.zhid69927 ай бұрын
Very very much misstake
@suniladhikari34593 күн бұрын
হ্যাঁ, মহা ভুল ছিল।
@miahmannan52357 ай бұрын
Yes it was a great mistake for Russia to sell Alaska to the United States of America
@MrRohan4488 ай бұрын
❤❤❤
@SuvashChandraRoy-my7rp3 күн бұрын
it was a wrong desicission by the then Soviet Govt.because Alska has huge natural resourses and oil and minerals at present.US most pprofit from Alaska.
@mdsojn8558 ай бұрын
খুব গুরুত্বপূর্ণ ভিডিও
@DebendraNathmuktiar-dx5pb8 ай бұрын
At the time of Russian ooccupation the rich minerals was not discovered So it was burden to Russia
@mdmizanulhaque92208 ай бұрын
দাদা আপনার ব্লগ দেখি, ভালো লাগে, আমার একটা বিষয় জানার ছিল, ইজ্রায়েল বা ইহুদিদের প্রতি মানুষের এত খোভ এর কারন কি? এরা যুগে যুগে বিভিন্ন দেশে মার খেয়ে আসছে! আমি নিজে মুসলমান এবং আমি বাংলাদেশ থেকে! আমাদের এদেশেও ইহুদিদের খারাপ চোখে দেখা হয়, অথচ বাংলাদেশের মানুষের সাথে ইজ্রায়েল এর কোন খারাপ বা ভালো সম্পর্ক নাই, বাংলাদেশের বেশির ভাগ মানুষ জিবনে কোন দিন ইহুদিই দেখে নাই, আমি কিছুদিন আয়ারল্যান্ড এ ছিল কয়েকজন ইহুদির সাথে পরিচয় ছিল, যাদের সাথে আমার পরিচয় ছিল তারা বেশ ভালো মানুষ, শিখিত এবং ভদ্র! সারা দুনিয়ার মুসলিমরা এদের ঘৃনা করে, ইহুদিদের কে ইজ্রায়েল থেকে বের করে দিতে চায়, তাহলে তারা যাবে কোথায়? তাদের পুর্ব পুরুষ ত ইজ্রায়েলেরই বাসিন্দা, এর আগেও বিভিন্ন দেশ ও ধর্মের মানুষ তাদের উপর অত্যাচার করছে, কেন? তাদের প্রতি এত ঘৃনার কারন কি? তারা তবে কোথায় যাবে? অথচ পৃথিবিতে তাদের অবদান অনেক! ইহুদিদের ইতিহাস আর তাদের প্রতি এত অত্যাচার কিংবা কোন একটা জাতিকে নিয়ে এত নেগেটিভ কেন মানুষ এই বিষয়ে প্লিজ একটা ভিডিও বানান! পেলেস্টাইনের মানুষ যেমন সবার সহানুভুতি পাচ্ছে, ইহুদিরা কি একই রকম সহানুভুতি পাইছে অতিতে? মানুষ হিসেবে?
@HaramSamim-nr1xk5 ай бұрын
দেখুন ভাই জান ইহুদিদের প্রতি অতীতে করারও এই ঘৃণা ছিলো না তারা একটি হত্যা কান্ডের মাধ্যমে, এবং চরম কুটচাল ও কিছু ধর্মিও বিধিনিষেধ অমান্য করার কারণেই সৃষ্টি কর্তা কৃতক একটা অভিশপ্ত জাতি হিসেবে আজ বিশ্বব্যপী পরিচিত আরও -----------,
@GojoCurse-xl1mp28 күн бұрын
Bangladesh r manhshra ihudi manei shoytan babe because Bangladesh e ihudi nai tai. Iran, Egypt,Syria and onk arab country teh Jews ra thikoi sobar sathe santite ase. But Tara Zionist der pochondoh korena
@ahmadshakir52397 ай бұрын
সাউন্ড কোয়ালিটি খুব কম ফুল সাউন্ড দিয়ে ভালোমতো শোনা যায় না তাই আপনার কাছে আবেদন সাউন্ড কোয়ালিটি ঠিক করার জন্য
@ShatadalGoraiАй бұрын
দাদা আপনার বাড়ি কোথায়
@ShatadalGoraiАй бұрын
?
@wiseman.4448 ай бұрын
আমেরিকা সর্বদাই সেরা ।
@abiddaiyan17868 ай бұрын
Baal 😂
@MPBLOG-mq9ld8 ай бұрын
সন্ত্রাসী, চাদবাজী, আর কূটনীতির জন্য 😂
@Telond-928 ай бұрын
TA THIK BUT. BUT RUSSIA 🇷🇺 PRIME MINISTER SHA MUSLIM ☪️ DORMO KA ONEK BALO BASHA AND PALESTINE 🇵🇸 O ONEK HELP KORTASHA . ARE AMERICA 🇺🇸 ONEK KARAP VIHAIBAR 😢😅
@riverlife32888 ай бұрын
পেট্রো ডলার ধংশ হলেই আমেরিকার পতন দেখবেন। আসতেছে শীঘ্রই। ইন্টারন্যাশনাল ইকোনমি ও পলিটিক্স এ চোখ রাখেন।
@MunnaKhan-kq8lv7 ай бұрын
আমেরিকার মত বন্ধু যার আছে তার আর শত্রুর প্রয়োজন নেই।
@Mehedi-z4i8 ай бұрын
Kalka saude aroba eid
@DipakBose-bq1vv7 ай бұрын
That sales is now invalid as the USA never paid for Alaska yet. The USA gave a cheque to Czarist Russia. However because of political problem, Russia could not cash that cheque. The Soviet Union tries since 1918 but the USA refused to allow that cheque to be cashed. thus, the USA never paid anything.