ভাই, আমি একটা বিষয় জানতে চাইছি, আমি যখন গাড়ি আন্ডারগ্রাউন্ড ৪ তলায় গাড়ি পার্কিং করে রেখেছি, সেখান থেকে গাড়ি বের করা জন্য আবার উপরে যখন নিয়ে যাচ্ছি, তখন আস্তে আস্তে পিকাপ দিয়ে গাড়ি উঠাচ্ছি। কিন্তু হঠাৎ যখন পাশে আরেকটা গাড়ি পার্কিং এর জন্য পাশে দিয়ে ঢুকে যাচ্ছে তখন আমাকে এই খাড়া অবস্থায় খুব দ্রুত ব্রেক দিতে হচ্ছে , কিন্তু সেই অবস্থান থেকে যখন ব্রেক থেকে পা সরিয়ে যখন পিকাপ এ পারা দিতে যাচ্ছি ঠিক এই মাঝে মাঝি সময়ের মধ্যে গাড়ি পিছনে নেমে যাচ্ছে। তখন একটু ভয় ও লাগছে, আবার খুব দ্রুত পা পিকাপ দিয়ে পুষ করে উপরে উঠছি। আমি ১৫ দিন ধরে গাড়ি চালাচ্ছি। আমি একজন নতুন চালক। ভাই দয়া করে এই রকম একটা পার্কিং এর ভিডিও দিয়ে আমাদের মত নতুন চালকদের উপকার করবেন। বি দ্রঃ আমি আপনার ভিডিও গুলা দেখি এবং অনেক ভালো লাগে, এবং আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে অনেক অনুপ্রেরণা পেয়েছি ও শিখেছি
@manikbaibd2 ай бұрын
ওই সময় হ্যান্ড ব্রেক ব্যবহার করতে হবে।
@Mdfoyjullah-bf9fu2 ай бұрын
আসসালামু আলাইকুম
@assabbir55062 ай бұрын
ভাইজেন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করলে কতদিন সময় লাগে লাইসেন্স হাতে পেতে।
@drivingclassbd2 ай бұрын
@@assabbir5506 দুই থেকে আড়াই মাস
@assabbir55062 ай бұрын
@@drivingclassbd আবেদন করতে এবং লাইসেন্স হাতে পাওয়া পযন্ত কত টাকা খরচ হতে পারে যদি একটু বলতেন।