আসসালামু আলাইকুম আমি লাইট থেকে হেভি করতে দিচ্ছি ফিংগার দিলাম সব কিছু ঠিক আছে এখন টাকা জমা দিচ্ছি অপেক্ষা মান দেখাচ্ছে কিন্তু বি এসপিতে লাইসেন্স ফি জমা দিতেছি ঐ অপশনটা উঠানে
@abuyousufsumon7 ай бұрын
অপেক্ষা করেন সাপ্তাহ ক্ষানিক পর অনলাইনে আবার চেক করনেব।
@muhammadferdous43487 ай бұрын
মাশাল্লাহ।
@md.shihabuddin15647 ай бұрын
ভাই 2021 সালে আমার ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করা ছিল, পরীক্ষার ডেট ছিল করোনার লকডাউনের ভেতরে। এজন্য তখন পরীক্ষা দিতে পারিনি, এখন নতুন করে রেজিস্ট্রেশনও করতে পারছি।(একটি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একটার বেশি এপ্লিকেশন করা যাচ্ছে না) কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সটা করা অত্যন্ত জরুরী। এখন আমার কি করনীয়? দয়া করে জানাবেন, উপকৃত হব।
@abuyousufsumon7 ай бұрын
আপনাকে আপনার আগের নিবন্ধনকৃত একাউন্টটি লগইন করে পুনঃপরীক্ষার জন্য আবেদন করতে হবে।
@md.shihabuddin15647 ай бұрын
@@abuyousufsumon ভাই আগের একাউন্টেই লগইন করেছি, কিন্তু পুনরায় পরীক্ষার এপ্লিকেশন করার কোন স্কোপ পাচ্ছিনা। কোথা থেকে এটা পুনরায় আবেদন করার সুযোগ থাকে একটু জানাবেন, (কোন অপশনে যেতে হবে)
@md.shihabuddin15647 ай бұрын
আর একটা বিষয় জানতে চাই সেটা হল, BSP হেল্পলাইনে ফোন দিলে কাস্টমার কেয়ার প্রতিনিধি ফোন রিসিভ করছে না কারো সঙ্গে কন্টাক করতে পারছি না।
@abuyousufsumon7 ай бұрын
@@md.shihabuddin1564 Dashboard menu section এ ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন এটিতে ক্লিক করেন।
@mohammadbabul63417 ай бұрын
ভাই স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিছিলাম 5/6 মাস হয়ে গেছে এখনো পাইনি আর কত মাস লাগতে পারে সময়
@abuyousufsumon7 ай бұрын
Apnar account login kore check koren driving licences card ready hoyese kina
@md.wadudjahan20427 ай бұрын
কৃতকার্য হওয়ার পর, ফি কি BKASH এর মাধ্যমে দেয়া যাবে নাকি ব্যাংক এ গিয়ে দিতে হবে?