আপনাকে আটক করার পেছনে ফরাসী এমব্যাসির সাথে যোগাযোগের বিষয়ে তুলে নেওয়া হয়েছিল বলেই আপনার বন্ধুদের কাছে শুনেছি। তবে আজ আপনি অন্য কথা বলছেন। শুনেছিলাম আপনি ফ্রান্সে চলে গিয়েছিলেন। এখন কোথা হতে উদয় হলেন সেটি বুঝছি না।আমার মনে হচ্ছে আপনি সাজানো কথা বলছেন। আমাকে কি আপনার মনে আছে? আপনাকে তো আমি চিনি। খুব খারাপ কথা দাদা।