Рет қаралды 187
রাজা দেবী সিংহরে কাহিনী // নাশিপুর রাজবাড়ী // Nashipur Rajbari। Murshidabad
⭐.......... নবাবী আমলের পর ব্রিটিশ শাসনকালে যে সব ব্যক্তি জমিদারিত্ব লাভ করেছিলেন তাদের অন্যতম ছিলেন রাজা দেবী সিংহ। তিনি বৃটিশ অধীন বাংলার রাজস্ব বিভাগের একজন দেওয়ান ছিলেন। তার উৎপ্রীরনে রাজস্ব আদায় বৃদ্ধি পেলে ইংরেজ কোম্পানি খুশি হয়ে তাঁকে জমিদারিত্ব প্রদান করেন। ১৭৭৬ খ্রীষ্টাব্দে দেবী সিংহ এই প্রাসাদ নির্মাণ করেন এবং পরবর্তী কালে তার উত্তর পুরুষ রাজা কীর্তিচাঁদ বাহাদুর ১৮৫৬ সালে এই রাজপ্রাসাদ হাজারদুয়ারির আদলে নির্মাণ করেছিলেন। এই প্রাসাদে বিভিন্ন দেবদেবীর মুর্তি রয়েছে। আজকের আমাদের ভিডিও এই নসিবপুর রাজবাড়ী কে নিয়ে। আমার আজকে নসিপুর রাজবাড়ি ইতিহাস সম্পর্কে এবং দেবী সিং এর কাহিনী সবকিছু শুনতে চলেছে এই ভিডিওতে। আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি নসিবপুর রাজবাড়ী ভিতরে কি আছে।
⭐..... আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে।
⭐... আমাদের চ্যানেলটিকে subscribe করার অনুরোধ রইল আপনাদের কাছে।
⭐..... আমাদের আরো মুর্শিদাবাদের ভিডিও আসতে চলেছে সেগুলো আপনাদের ভালো লাগবে আশা করি । আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে।
#obaidulvlog #banglavlog #murshidabadtour #murshidabad #nasirpurRajbari #history #historycalvideo #travelvlog