স্যার, সিলেট বিভাগ যেহেতু সি এস রেকর্ড হয় নাই তাই সিলেট বিভাগ রেকর্ড সম্বন্ধে বিস্তারিত জানাবেন কি ধন্যবাদ আপনাকে
@SalimuzzamanSalim-t9d6 ай бұрын
আচ্ছালামুয়ালাইকুম সার আমরা তিন ভাই তিন বোন আমার বাবা মারা ষাওয়ার পর ভাই বোন সবার নামে ৯২/৯৩ সনে এস এ খতিয়ান নামজারি করে নিয়েছি।৯৪ সনে বি এস রেকর্ড আমাদের তিন ভাইয়ের নামে হয়েছে। ২০০৪ সনে আমার ২ বোনের অংশ আমি এস এ খারিজ খতিয়ান মুলে দলিল নিয়ছি।তখন বি এস ফাইনাল হয় নাই। জায়গা আমার দখলে আছে। বি এস ফাইনাল হয়েছে ২০২০ সনে এখন আমার অপর ২ ভাই
@SubashChRoy-kq1wl4 ай бұрын
স্যার নমস্কার, আমার বাবার দুই টি কন্যা সন্তান আমি এবং আমার দিদি,আমার কোন ভাই নেই, দিদি 50 বছর আগে ভারত গিয়েছে, আমার বয়স যখন পাচ বছর তখন আমার বাবা মারা যান,চার বছর পরে আমার মা ও আমাকে এতিম করে দুনিয়া থেকে চলে যান তিন চার বছর পরে আমার বিয়ে হয়ে গেলে আমি শশুর বারি চলে যাই বাবার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরবর্তীতে এলাকায় মাঠ জরীপ আরম্ভ হলে জ্যাঠা তো ভাইয়েরা বাবার সম্পত্তি টুকু আত্মসাতের লক্ষ্যে বিভিন্ন নামে রেকর্ড করে নেয়, এটা আমি আগে কিছু ই জানতাম না এখন তারা আমাকে বাবার যেতে ও নিষেধ করে আমি এমতাবস্থায় কি করতে পারি এস এ রেকর্ডে বাবার নামে দুই একরের মত জমি আছে। দয়া করে পরামর্শ দানে আজ্ঞা হয়
@AnwarHossain-nv7dn2 ай бұрын
ধন্যবাদ স্যার, আমার একটি প্রশ্ন - বাদীর সিএস,আরওআর খতিয়ানে নাম বহাল আছে কিন্তু বিআরএস খতিয়ানে নাম বাদ পড়ে গেছে এবং জমিতে সে চাষাবাদ করেনা।এখন সে বাদী কি রেকর্ড কারেকশন মামলা করতে পারবে? যদি দখল না থাকে করনীয় কি?
@Dhansirilandlawandsurvey2 ай бұрын
কল মি
@Rana-xx4vv Жыл бұрын
স্যার, আমার সম্পত্তি টি অর্পিত সম্পত্তির আর এস রেকর্ডে "ক" তালিকায় আছে কিন্তু রেজিস্টার ৮ ভুক্ত না। ভুলবশত বা ষড়যন্ত করে রেকর্ড হয়েছে । আমি দেওয়ানী মামলায় দুইটি রায় ও পেয়েছি । আমার নামে নামজারির শুনানীর অপেক্ষায় আছি। আমার প্রশ্ন হলো আমি কি এখন মামলা চলাকালীন অবস্তায় নতুন বিডিএস এ রেকর্ড করতে সংশোধন পারবো কি?
@Dhansirilandlawandsurvey Жыл бұрын
Go to Advocate
@NurAlom-oq7wz Жыл бұрын
ছার আচচালামু আলসইকুম ছার আমাট ১০ শতাংশ জমিন ওনের নামে রেকড হয়ে গেচে এখন চুরাননো খতিয়ান বেরহয়নি আমি এখন কি করবো আমার ছি এচ থেকে শব কাগজ আচে
বিএস রেকর্ডে ভুল করে দাগ নং ভুল হয়ে গেছে সেক্ষেত্রে মামলা করলে খরচা পাতি কেমন হতে পারে। জানাইলে উপক্ত হবো।
@MdRakib-pk7tj2 жыл бұрын
ভূল হলে এভাবেই রেখে দিন সমস্যা নেই কিন্তু জমির দখলে রাখবেন কেউ মামলা মোকাদ্দমা করে দখল নিতে পারবে না কারণ মামলার শুরু আছে কিন্তু শেষ বলতে কিছুই নেই
@Dhansirilandlawandsurvey2 жыл бұрын
রেকর্ডে ঠিক করে নিন
@roufmia-uc1vm Жыл бұрын
দলিল ১৯৫৮ সালের ৬২ রেকর্ড হয়নি,জমি দাতার নামেই আছে,দলিলে গ্রহিতা তিন জন,১৯৭৩ সালে দাতার কাছ থেকে তিন জনের এক জন নিজের নামে দলিল করে নিয়ে ৯৪ সালের রেকর্ড নিজের নামে করে নিয়েছে এবং তার দখলে আছে,বাদ বাকি দুজন বাদ পড়েছে এখন সেটা কিভাবে মামলা করলে অন্য দুজন অংশিদার নিজের নামে আনতে পারবে।