আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করছিলাম এই পাহাড়ে মাএ ২.৩ ঘন্টার মধ্যে ১১ জনের মধ্যে ১১ জন উপরে,, শুধু তাই নয়,,, আমরা সারা রাত ঘুমহীন হয়ে জার্নি করে সকালে পাহাড় বিজয় অর্জন করছি ❤❤❤😢😢
@Baraka-q5j Жыл бұрын
দেশের এমন অবস্থায় আপনারা কালা পাহাড়ের সুন্দর দেখছেন?
@TamimProdhan-rm5xi Жыл бұрын
Amar bari tekhe 2kilo 2:29
@hasanahmed7972Күн бұрын
দূর থেকে পৃথিবীর সব পাহাড়, পর্বতকেই দেখতে কালো মনে হয়। সব প্রাচীন স্থানেরই নিজস্ব ঐতিহাসিক নাম এবং ইতিহাস আছে। এজন্য মন চাইলেই যে কোনো পাহাড়, পর্বতকে কালা পাহাড় বলা যায় না। কালাপাহাড় বলতে সিলট বিভাগে কোনো পাহাড় বা পর্বত নেই। এই পাহাড়ের আসল ঐতিহাসিক নাম হল *লংলা দেউ পর্বত*। লংলা দেউ পর্বতটি হল সিলট বিভাগ তথা সিলট রাজ্যের হুরমা উপত্যকার সর্বচ্চ পর্বত শৃঙ্গ। সিলটীয়া এক রাণীর নাম ছিল "লংলা" এবং সিলটীয়া ভাষায় "দেউ" অর্থ হল অপদেবতা। এই পর্বতেই ছিল সেই রাণীর প্রাসাদ। রাণী লংলার কারণে উনার স্বামীর মৃত্যু হয়েছিল। রাণী লংলার মৃত্যুর পর এই পর্বতে গেলে অনেকেই রাণী লংলাকে সেখানে দেখতে পেতেন। যার জন্য পরবর্তীতে সেই রাণীর নামে নামেই নামকরণ করা হয়েছিল এই ঐতিহাসিক পর্বতের। ২০১৫ সালে কিছু মূর্খ অশিক্ষিত লেবার ক্লাস বাঙালি পর্যটকরা সিলটে ভ্রমণ করতে গিয়ে লংলা দেউ পর্বতের নাম পরিবর্তন করে কালা পাহাড় নামে ডাকা শুরু করে। আর তার পর সেখান থেকেই সব পর্যটকরা এই ঐতিহাসিক পর্বতকে কালাপাহাড় বলে ডাকা শুরু করে। সেই সঙ্গে মাটিচাপা দেওয়া হয় ৪ হাজার বছরের প্রাচীণ সেই সিলটীয়া রাণী লংলার ইতিহাস। মুছে যেতে থাকে সিলটীয়া জাতির ইতিহাস। এই পর্বতটি সিলটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থীত। সিলটীয়া জাতির সাথে বাঙালি জাতির কিসের এত শত্রুতা যে কারণে বাঙালিরা এভাবে সিলটীয়া জাতির সব ইতিহাস বিকৃত করে ধ্বংস করে ফেলার অপচেষ্টা করছে?