Bangala Sahityer Bikhato Pronommo Sahirtik Dar Golpo Niye Aser Jonno Team Addabaz Ke Kurnish Janai.Tomader Ei Udyog Jothesto Posongsoniyo . Addabuzz Er Ajker Nibedan Bisistro Lekhok Sree Bibhutibhushan Bandhyapadhyay Er Lekha Ramsoron Darogar Golpo.Golpota Obosoi Sunbo.👍👏👌♥️♥️♥️
@prasantabarmanroy7219 Жыл бұрын
পরিশেষে বলি, প্রায় প্রত্যেকের অভিনয় খুবই প্রশংসনীয়।। এক সময়ের পেশাদারি মঞ্চ নাটকের ও কলকাতা বেতার কেন্দ্রের অনেক অভিনেতার কাছেও এহেন অভিনয় শৈলী রীতিমতো শিক্ষনীয় ❤ চ্যানেলের সকল কলাকুশলীদের জন্য আন্তরিক ভালোলাগা ছড়িয়ে দিলাম ।।
@pratikroysarkar Жыл бұрын
আপনাদের পরিবেশনা অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার, মানে অযথা আওয়াজ নেই বলা চলে…আমি আপনাদের প্রায় নিয়মিত শ্রোতা তবে জানানো হয়ে ওঠেনি কখনও! আগামী কাজের জন্য অনেক শুভেচ্ছা রইলো…🙏🏻❤️
@addabuzzbengaliaudiostory Жыл бұрын
Asankhya Dhonnobad
@dipikachakrabarty8290 Жыл бұрын
অসাধারণ মন ছুঁয়ে যাওয়া গল্প
@subasishchakraborty6781 Жыл бұрын
নমস্কার খুবই ভালো লেগেছে এই রকম বা লোম হরষʼক গল্প চাই ধন্যবাদ I
@pritammondal83218 ай бұрын
অসাধারন উপস্থাপন
@bikighosh7566 Жыл бұрын
Bhalo,,, একদম বাস্তব
@shyamalbiswas5210 Жыл бұрын
খুব ভালো হয়েছে।
@intentcredence8 ай бұрын
Addabuz is a emotion❤
@sumonsorker9694 Жыл бұрын
অপেক্ষায় রইলাম
@anweshadas2002 Жыл бұрын
খুব সুন্দর❤️
@kalyansamaddar7653 Жыл бұрын
অসাধারণ উপস্থাপনা
@prasantabarmanroy7219 Жыл бұрын
মাননীয় মলয়বাবু, আবার বলি , পিশাচ ভূত তান্ত্রিক গোয়েন্দা তো অনেক হল। কিঞ্চিৎ ধারণা থেকে বলি : ইউটিউব চ্যানেলে মাননীয় প্রদীপ্ত, শুভদীপ, দীপক, মলয়, শুভ দীপ্তবাবুর মত আরও অনেক ভালো ভালো অভিনেতা আছেন।। সব ফেলে সব ভুলে এক একটি জমজমাট ঐতিহাসিক ঘটনা উপহার দিন না ! বিশ্ব সাহিত্যের আঙ্গিনায় এহেন গল্প গাঁথার তো অভাব নেই !! 🎉 সামান্য অনুরোধটুকু মস্তিষ্কের কোষে ঠাঁই পেলে খুশি হব।।
@addabuzzbengaliaudiostory Жыл бұрын
দাদা, মলয় বলছি। এত ভালো মানুষের মাঝে আমার নাম টুকু থাকায় , আমি আপ্লুত।🙏🙏। সেটা ভাষায় প্রকাশ করার নয়। আশাকরি পুজো ভালো কেটেছে। বিশ্ব সাহিত্যের ভাণ্ডারে অনেক ঐতিহাসিক গল্প আছে। অবশ্যই copyright free গল্প আনার চেষ্টা করবো। আরো ভালো হয় আপনি কোন গল্প suggest করুন। আমরা সেই গল্পটিই আনার চেষ্টা করবো। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।ভালো থাকবেন।
@prasantabarmanroy7219 Жыл бұрын
@@addabuzzbengaliaudiostory মাননীয় মলয়বাবু , এক সময়ের পেশাদারি মঞ্চ নাটকে অভিনয়, বেতার নাটক, ও বিভিন্ন শ্রুতি নাটকে সামান্য অভিনয়ের ধারণা থেকে বলছি , আপনি একজন অন্যতম দুর্দান্ত ভার্সেটাইল অভিনেতা। অসাধারণ ভয়েস মডিউলেশনের দক্ষতা। যেকোনো টাফ্ চরিত্রে মাননীয় মলয়বাবু খেলে দেবেন। অন্যান্য উল্লেখিত অভিনেতাদের জন্যও একই কথা খাটে। ভয়ঙ্কর নেগেটিভ চরিত্রে শুভদীপবাবু ( নেগেটিভ সিচুয়েশনে প্রয়াত অজিতেশ বন্দোপাধ্যায়ের পর এমন অট্টহাসির প্রয়োগ বা ঝিলিক সচরাচর শোনা যায় না, যা একজন সফল অভিনেতার কাছে মহা সম্পদ) এবং শুভ দীপ্তবাবু তো অসাধারণ ! শুভ দীপ্তবাবুর ভয়ের মিশেলে ব্যারিটোন ভয়েসের জবাব নেই। শুনলেই গায়ের রক্ত হিম হয়ে যায়। যেন এলাকার একজন ভয়ঙ্কর মাফিয়া বা ডনের গলা। কলকাতা বেতার নাটকের প্রয়াত ভানু চট্টোপাধ্যায়ের বা চলচ্চিত্রের কমল মিত্রের কথা মনে পড়ে যাচ্ছে। আর পজ্ acting এ প্রদীপ্তবাবু তো মাস্টার পিস্। বেতার নাটকে প্রয়াত রামকৃষ্ণ রায় চৌধুরী, সত্য রায়, এবং চলচ্চিত্রের মহান অভিনেতা শ্রদ্ধেয় ছবি বিশ্বাস রা ছিলেন পজ্ acting এর এক একজন পথিকৃৎ। আর প্রদীপ্ত বাবুর কন্ঠস্বর সম্পূর্ণ অন্য ঘরাণার। ইটস্ আ রেয়ার ভয়েস। প্রকাশ্য দিবালোকে অতি সজ্জন, আদতে রাতের অন্ধকারে একজন ঠান্ডা মাথার অপরাধী। আর একটু বয়স্ক চরিত্রে দীপক বাবু খুবই বুদ্ধিদীপ্ত অভিনেতা। শুধু মেরিট দিয়ে অভিনয় করার অসাধারণ ক্ষমতা। আর প্রিয় অভিনেতা মলয় বাবুকে অভিনয়ের পরতে পরতে মনে হয় খুবই খোলা মনের মানুষ। দুর্দান্ত কন্ঠস্বর। স্পষ্ট উচ্চারণ। অভিনয়ের উপর খুবই কন্ট্রোল। সুলতান রাজা বাদশা বা যেকোনো বীরোচিত চরিত্রে , বিশেষ করে একজন সফল ডিটেকটিভের চরিত্রে অবশ্যই অটোমেটিক চয়েজ। তাছাড়া যেকোনো চরিত্রে খুবই স্মার্ট অভিনেতা।। 🇭🇺 আফসোস একটাই। আমাদের পোড়া দেশে কত গুণী শিল্পী আছেন। যারা শত কর্ম কান্ডের মাঝেও নিরলস পরিশ্রম পূর্বক শিল্পের চর্চার করে থাকেন। এহেন অস্থির সময়ে কে তাদের যোগ্য সমাদর করে !! 🤔
@prasantabarmanroy7219 Жыл бұрын
মাননীয় মলয়বাবু , এবারে মূল প্রসঙ্গে আসি।। শ্রীপারাবত, অমরেন্দ্র দাস, নিগুড়ানন্দ, বারীনদ্র কুমার দাস, কর্ণ শীল, অমর মুখোপাধ্যায়, দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত ঐতিহাসিক গল্প সমগ্র, ' আলো দিয়ে গেল যারা ' এক গুচ্ছ গল্পের সংকলন, ' অমর বীর গাঁথা বা কাহিনি, ইত্যাদি ঐতিহাসিক থ্রিলার গুলির বেশ কিছু নিজস্ব সংগ্রহে আছে। এহেন অজস্র গ্রন্থ আশাকরি বিভিন্ন সরকারি বা বেসরকারি লাইব্রেরীতে পাওয়া যাবে। 🎉 এছাড়া ম্যাকলিন, ফ্রেডারিক ফরসাইথ, সেক্সপিয়র, এক গুচ্ছ গোয়েন্দা দীপক, মোট ছটি পর্বে মিত্র ঘোষ থেকে প্রকাশিত প্রয়াত শশধর দত্ত রচিত এক সময়ের আলোড়ন সৃষ্টিকারী থ্রিলার বাংলার দস্যুমোহন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি অজস্র দুর্লভ গ্রন্থ ( সাকুল্যে তিন শতাধিক) নিজস্ব সংগ্রহে আছে।।
@prasantabarmanroy7219 Жыл бұрын
আডডা বাজের বিভিন্ন এপিসোড প্রায়শই শুনে ( মূলতঃ কলাকুশলীদের অনবদ্য অভিনয়ের গুণে ) থাকি। মাঝে মধ্যেই বাছাই করা অডিও স্টোরি গুলি এক মাত্র কন্যার মাধ্যমে প্রবাসী বাঙ্গালীদের মধ্যে শেয়ার করে থাকি। বেশ কিছু রোমাঞ্চকর থ্রিলার গুলি সেখানে খুবই জনপ্রিয়। অবসরের সঙ্গীও বটে 😢 কিন্তু দুঃখ একটাই , আডডা বাজের হাত থেকে ঐতিহাসিক থ্রিলার তেমন ভাবে বেরুচ্ছে না। দূর থেকে মতামত দেওয়া সহজ বটে। বাস্তবে যে এক একটি এপিসোড নির্মাণ করা যে কতটা পরিশ্রম ও হেডেকের বিষয় , সে কথা বুঝি বৈকি। কিন্তু এক একটি রোমহর্ষক ঐতিহাসিক থ্রিলার বা ডাকাত পর্ব যে কবে থেকে রাত গভীরে কানে কানে জমিয়ে শুনবো, আগামী দিনে অপেক্ষায় থাকবো 😮 অপেক্ষায় থাকবো 😮 ।।
@agrybird2137 Жыл бұрын
জুলভার্নের রহস্যময়ী দ্বীপ গল্পটা হাইড করলেন কেন? গল্পটা এখনো পুরোটা শুনতে পারিনি। পর্ব ১২ পর্যন্ত শুনেছি। দয়া করে গল্পটা দিন।
@noorabdullah2810 Жыл бұрын
শুধু অডিও গল্প ইউটিউবে আপলোড করলে মনিটাইজেসন চালু হবে কি?? একটু জানাবেন প্লিজ। 🙏🙏
@debasismitra8173 Жыл бұрын
নাহ। বিভূতিভূষণের কথা মাথায় রেখেও, গল্পের মাথামুণ্ডু বুঝতে পারলুম না! অনুরোধ করলেই পুলিস তা'র স্বামীর কাছ থেকে নিয়ে মায়ের কাছে দিয়ে যাবে?
@RabbitRain23 Жыл бұрын
*মেয়েটিকে দিয়ে তার মা অসৎ কাজ করিয়ে পয়সা রোজগার করাতো, তাই সে যায়নি।*
@jhumlisa5 ай бұрын
আমি ছোটবেলা থেকে উপন্যাস, গল্প প্রচুর পড়েছি , এখন রোজ অডিও স্টোরি শোনাটা নেশা হয়ে গেছে আগে যেমন ছিলো বই পড়া, বহু ইংরেজী-বাঙ্গালী লেখক লেখিকার উপন্যাস গল্প আমি সেই ছোটো থেকে এখনও পর্যন্ত পড়ি,শুনি। বিভূতিভূষণ স্যার আমার ছোটো থেকে অত্যন্ত প্রিয়, ওনার খুব কম গল্প আছে যা আমি পড়িনি বা শুনিনি, তবে আজ এই গল্পটা শুনে ওনার মস্তিষ্কের সাথে , অতুলনীয়তার সাথে মেলাতে পারলামনা ! ভাবতেই পারছিনা ওনার মতো একজন ধুরন্ধর লেখক এমন ফালতু গল্প লিখতে পারেন! গল্পের লিংক টা দেবেন প্লিস? বা কথা থেকে গল্পটা নিয়েছেন জানাবেন?
@Creativity-z7c Жыл бұрын
😅
@thearindamab Жыл бұрын
এটা কেমন তারা গল্পঃ হলো?
@sanumajumder51015 ай бұрын
জানিনা। কেন ভালো লাগলো না
@suvoda9031 Жыл бұрын
কি বিশ্রী গল্প। শুধু শুধু সময় নষ্ট করলাম। এরকম বাজে গল্প দিবেন না। প্রথম কেউ আসলে এরকম গল্প শুনে ই চম্পট দেবে। কি ভয়ংকর বাজে গল্প। 😡😡
@malaydebnath5309 Жыл бұрын
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর গল্প, আমাদের ভালো লেগেছে, আমরা তাই প্রেসেন্ট করেছি। আপনার পছন্দ না হলে শুনবেন না। যারা ওনার গল্প শুনে চম্পট দেবেন। ওনাদের জন্য আড্ডাবাজ নয়। আমরা খুব খুশি এবং খুব গর্ব বোধ করি, যে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর গল্প করার সুযোগ পেয়েছি। আপনার কথায়, প্লিজ চম্পট হয়ে যান।
@suvoda9031 Жыл бұрын
ভিডিওটার ভিউস এবং কমেন্ট এর পরিসংখ্যান বলে দিচ্ছে, কতটা বিশ্রী গল্প। আর শ্রোতা আছে বলেই চ্যানেল আছে।সুতরাং শ্রোতার মতামত খুবই গুরুত্বপূর্ণ। এরকম মাথামুণ্ডু ছাড়া গল্প আর আনবেন না।
@umaprasadchakraborty46286 ай бұрын
গল্প লেখে বর্তমান সাহিত্যিকরা। সিনেমা সিরিয়ালগুলো দেখলেই সেটা বোঝা যায়। কিন্তু বিভূতিভূষণ মাণিক বন্দোপাধ্যায়ের মতো সাহিত্যিকরা তাদের নিজেদের জীবনবোধ আর জীবনের অভিজ্ঞতাগুলো দিয়ে সাহিত্য সৃষ্টি করে গেছেন। এগুলো তো বাজারি সাহিত্য না তাই অনেকেরই ভালো লাগার কথা না।