Рет қаралды 15,719
শ্রীফলতলী জমিদার বাড়ি কালিয়াকৈর । জমিদার পুত্রের মুখে জমিদার বাড়ির ইতিহাস। Kaliakair Gazipur
০১। গাজীপুরের ঐতিহাসিক শ্রীফলতলী জমিদার বাড়ি কীভাবে যাবেন:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এস্টেটে যেতে হলে হলে আপনাদেরকে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী বাজারে যেতে হবে। শ্রীফলতলি বাজার থেক রিক্সা করে যেতে হবে জমিদার বাড়ি। এখানে পাশাপাশি দুটো জমিদার বাড়ি আছে। একটি হলো শ্রীফলতলি জমিদার বাড়ি আরেকটি হলো বলিয়াদি জমিদার বাড়ি।
০২। শ্রীফলতলী জমিদার বাড়ির ইতিহাস:
রাজধানী ঢাকার খুর কাছেই গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলি জমিদার বাড়ি (Sreefoltoli Jamidar / Zamindar Bari)। শ্রীফলতলী জমিদার বাড়ী কালিয়াকৈর এর ঐতিহাসিক নিদর্শন গুলোর মধ্যে অন্যতম।
অন্যান্য বেশির ভাগ জমিদার বাড়ির মতোই এখানেও বলা হয় জমিদারির দুই তরফ। ছোট আর বড় তরফ। হর তরফের এই বাড়িতে কাঠামোগত কিছু সামান্য সংস্কার চোখে পড়ে। পাশেই ছোট তরফ, সেটাতে অবশ্য যত্ন আত্তির প্রমাণ স্পষ্ট। এখনও সেখানে উত্তর পুরুষ সৈয়দ আফজাল হোসেন চৌধুরী পরিবার নিয়ে বসবাস করছেন। ইতিহাস থেকে জানা যায়, এই জমিদারির ইতিহাস প্রায় দুইশ বছরের। মোঘল বাংলার বিখ্যাত ভূইয়া দের মধ্যে অন্যতম ছিলেন ভাওয়াল গাজী। ভাওয়াল গাজীরা চার ভাই ছিলেন - ফজল গাজী, কাশেম গাজী, সেলিম গাজী ও তালেব গাজী। ভাওয়াল গড় এ মূল রাজবাড়ী থাকলেও তালেব গাজী তাঁর বসবাসের জন্য গাজীপুর এর কালিয়াকৈর থানার শ্রীফলতলী নামক স্থানে তাঁর জমিদার বাড়ী নির্মাণ করেন। এটি সেই তালেব গাজীর জমিদার বাড়ি।
সেকালে জমিদারদের মাঝে এক অদৃশ্য প্রতিযোগিতা হত তাদের শান সাওকাত, বাড়ি ঘর, পুকুর, স্কুল কলেজ, চিকিৎসালয় নিয়ে। প্রতিযোগিতা হত কার বাড়ি কত বড় আর কি তাদের কারুকাজ। এসব বিষয়ে জমিদারদের নিরব প্রতিযোগিতারই একটা ফসল এই জমিদারী এলাকা আর জমিদার বাড়ি।
তবে ছোট তরফের বাড়ির গেটে আর বংশ লতিকায় কিংবা এই বাড়ির ইতিহাসে তালেব গাজীর উল্লেখ নেই। এখানে বলা আছে, বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খান।
এই জমিদার বাড়ির অলঙ্করণ আর শৈল্পিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই। দ্বিতল এই বাড়ির পেছনে আরও কয়েকটা একচালা পুরনো বাড়ি আছে দেখার মতো। একটাতে এখনও চিনিটিকরি করা পিলার স্পষ্ট। তবে সীমানা প্রাচীরগুলা ধ্বংসপ্রায়। সীমানা প্রাচিরের ওইপাশে ছোট তরফের আরেকটা জমিদার বাড়ি যার কথা আগেই বললাম, আর দুই বাড়ির মাঝখানে পুরনো মুঘল আমলের আদলে একটি মসজিদ।
রফিক দ্যা এক্সপ্লোরার-এর শ্রীফলতীর ভিডিওটি দেখতে নীচের লিংকটি ভিজিট করুন:
• Exploring Sreefaltali ...
#শ্রীফলতলীজমিদারবাড়ি
#sreefaltaliZamindarBariHistory
#Sreefoltoli
#কালিয়াকৈর
#গাজীপুর
শ্রিফলতলি
শ্রীফলতলি
শ্রীফলতলী
শ্রীফলতলী জমিদার বাড়ি
শ্রীফলতলী জমিদার বাড়ী
Renaissance by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
Artist: audionautix.com/
Please Connect our Different Social Platform:
Facebook-----
/ ln.tuhin
/ tuhin.otw
Instagram ID------
/ ln.tuhin
Twiter----
/ lntuhin
Linkdin----
/ mustofa-md-khairul-ala...