কলহন্তরিতা লীল কীর্ত্তন "শ্রী রাধার মান ভঞ্জন" শুনতে চাই যেখানে খুব সুন্দর গান আছে গান গুলির দু একটা লিরিক দিলাম ।যেমন, টুটল মান ধেল বিরহ তরঙ্গ গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ এবার মান গেল বিরহ এল ......তাই বলছি ও ললিতা ও বিশাখা তোরা বেধে কেন রাখলি না সই আমি না হয় মান করে ছিলাম তো মানী ছিলিস না সই....। শেষে যখন মিলন হল তখন গান ছিল চকোরে ভ্রমরে লাগিল দ্বন্দ চকোর বলে যুগল চাঁদ উঠেছে একটি কালা চাঁদ একটি সোনার চাঁদ ভ্রমর আসি কয় তা নয় তা নয় যুগল কমল ফুটে রয়েছে একটি সোনার কমল একটি নীল কমল চাতক আসি কয় তা নয় তা নয় তোমরা দ্বন্দ করিছ মিছে ভাল করে দেখ তেজরি বেষ্ঠিত নবিন মেঘের উদয় হয়েছে ছিল শ্যামের বাঁশি কহে হাসি হাসি তোমরা দ্বন্দ করিছ মিছে তোমরা যে যা চাইছ তাই রয়েছে তোমরা দ্বন্দ করিছ মিছে জলধরের জল পিয়ো রে চাতক চকোর খাও চাঁদের সুধা লুটি ভ্রমর পিয়ো চরণ পদ্ম মধু রেখ মহানামের পক্ষে চরণ দুটি....... শিল্পীর নাম আমার মনে নেই কিন্তু অসাধারণ কীর্ত্তন যদি সংগ্রহে থাকে তাহলে ইউটিউবে দিলে ভাল হয় ।