শ্রী শ্রী প্রভুবন্ধুর মহা-আর্বিভাব স্মরণ মঙ্গল।শ্রীবন্ধুর জন্মযাত্রা শ্রীসীতানবমী

  Рет қаралды 28,314

শ্রীকৃষ্ণ গৌর জগদ্বন্ধু

শ্রীকৃষ্ণ গৌর জগদ্বন্ধু

Күн бұрын

শ্রী শ্রী প্রভুবন্ধুর মহা-আর্বিভাব স্মরণ মঙ্গল
===========¢¢¢¢===========
শ্রীবন্ধুর জন্মযাত্রা শ্রীসীতানবমী।
ব্রহ্মা আদির আরিধ‍্যা পবিত্রকারিণী।।
(আরাধনা করে গো) (ব্রহ্মাদি দেবতাগণে)
(মহা-আর্বিভাব স্মরণ করে)
সর্ব্বশুভ তিথি লীলা মাধুর্যসঙ্গিনী।
মহাউদ্ধারণে এল বন্ধুগুণমণি।।
(জয় সীতানবমী) (মাধুর্যলীলাসঙ্গিনী।।)
(এল বন্ধুগুণমণি)
মহাপুণ‍্য তিথি এই সর্ব্বসুমঙ্গল।
শুভলগ্ন অধিষ্ঠান মিলিলা সকল।।
(সর্ব্বসুমঙ্গল তিথি) (কর ভাই প্রণতি)
(লাভ হবে সুমতি)
পূজিলে এ তিথি হবছ দুঃখ বিমোচন।
বন্ধুমহানামে পাবে শান্তিনিকেতন।।
(সব দুঃখ দূরে যাবে) (শ্রীবন্ধুনামের উদয় হৈলে)
কি কহিব কিবা গুণ সেবিলে এ তিথি।
অবতীর্ণ প্রভু যাহে দিতে প্রেমভক্তি।।
(যে তিথিতে অবতারি) (জগদ্বন্ধু রূপধরি)
(হেন, তিথি সেবার কিবা ফল)
বন্দি ডাহাপাড়া ধাম সুরধনী তীরে।
বন্ধু চন্দ্রোদয় যথা দীননাথ ঘরে।।
(জোড় করে বন্দনা করি) (জয় ডাহাপাড়াধাম)
(বন্ধুচন্দ্র উদয় হল) (দীননাথ ঘরে আলো করে।)
সংকীর্তনারম্ভে প্রভু বন্ধু অবতার
শচীমাতা নিকটে ছিল অঙ্গিকার।।
(গৌরলীলায় শচীমা'য়ে) (আসবার কথা বলেছিল)
নিরুপম নিষ্কলঙ্ক জয় দীননাথ।
শান্ত দান্ত সুপণ্ডিত পূজ‍্য ত্রিজগত।।
(জয় হোক্ হে) (জগত পূজ‍্য দিননাথের)
জয় শ্রীবামাদেবী জয় জগন্মাতা।
শ্রীবন্ধুগোপালের যিনি হ'ল মাতা।।
(দয়া কর মা) (জয় জয় জগন্মাতা)
(যেন, তব গোপালের দাস হই মোরা)
যুগধর্ম্ম প্রবর্তন নাম সংকীর্তন।
না পূরিল সর্ব্বদেশ প্রেম প্রচারণ।।
তাই লাগি ত্বরা করি মাহেন্দ্রক্ষণ।
চন্দ্রসুধা আশ্রয়েতে মহাবতারণ।।
(অবতীর্ণ হল গো) (মোদের প্রভু জগদ্বন্ধু)
(প্রাকৃত জন্ম নয়) (অযোনী সম্ভব) (শ্রী বামাদুলাল বন্ধু)
(শ্রীদীননাথ বামাদেবী সঙ্গে লইয়া বঙ্গাধিপ ভবনে গমন করিতেছেন)-----
চলে দীননাথ বামাদেবী সাথ
বঙ্গাধিপ ভবনে।
রাজার প্রার্থনা পুরাতে বাসনা
বড় আনন্দ মনে।।
(কত করে বলেছে গো) (তোমার ব্রাহ্মণীকে লয়ে আসতে হবে)
(শুভ অন্নপ্রাশন হবে) (আমার পাপগৃহ পবিত্র হবে)
(রাজঘরে উপনীত) (ছিল রাজ চাতক তৃষিত)
(তাই দুঁহে উপনীত)
(আহা মরি , আহা মরি) (সেথা নিশা যাপন করি)
হেরি ঊষাবতী বলে ত্বরা করি
চল যাই মোরা ঘরে।
বিলম্ব হইলে জাগিবে সকলে
থাক থাক সবে কবে।।
(যেতে তো দিবে না) (যে না দেখি ওদের প্রীতি)
তবে বামাদেবী বলগ হরি হরি
চলে দুঁহে নিজ ঘরে।
আসিতে আসিতে অর্তি হর্ষ চিতে
বলে হরি প্রাণ ভরে।।
(হরিবোল হরিবোল) (আজ কেন এত আনন্দ)
(ওহে শ্রীগোবিন্দ) (মনে ভাবে বামাদেবী)
(স্মরণ হল স্বপন বাণী) (শীঘ্র আসিব আমি)
কি শুভ প্রভাতে আসি নিজালয়ে
দ্বার কৈলা উন্মোচন।
খুলিতে দুয়ার একি! হেরি চমৎকার
দিব‍্য শিশু তেজোময়।।
(আঁধার ঘর আলো করে) (কি হেরিলাম কি হেরিলাম)
(মরি মরি রূপের ছটা)
কোটি চাঁদ জিনি শ্রীঅঙ্গ লাবণী
ছটায় গেহ উজোর।
পেয়ে জগন্নাথ আজু দীননাথ
আনন্দ রসেতে ভোর।।
ব্রহ্মা শিব আদি হরষিত অতি
অলখিতে রূপ হেরে।।
অভিন্না শ্রীশচী মাতা বামাদেবী
নয়ন ফিরাতে নারে।।
নেহারি শ্রীমুখ পাসরিলা দুখ
দরশন কত আসে।।
ধন‍্য এ্য মাতা ধন‍্য ধন‍্য পিতা
ধন‍্য মোরা সবে কহে।।
(ধন‍্য ধন‍্য মাতা পিতা) (মোরাও ধন‍্য ধন‍্য হলাম)
(এমন কভু দেখি নাই) (একি বিধির নিরমান)
(মরি মরি রূপের ছটা) (চাঁদের ও সাধ লাগে)
(ও চাঁদ বদন হেরিতে)
আয়ত লোচন কটাক্ষ খরুণ জগ জন মন লোভে।
দীর্ঘ ভুজ যুগ পরিসর বুক চরণে কমল শোভে।।
(কত কমল ফুটেছে গো) (শ্রীচরণ কমলে)।
মধুর মৃদঙ্গ বাজে শুভ করতাল রঙ্গে
হরিনাম সংকীর্তন ময়।।
(আচম্বিতে বাজে গো)(কত, মধুর মধুর বাজে)
(বন্ধু হরি আগমনে)।।
ফুল্ল সব বৃক্ষলতা সর্ব্বত্র শ্রীহরিকথা
সূরধনী আনন্দে বিহ্বল।।
(বড় আনন্দ আনন্দ) (বীরহিনী সুরধনীর)
(আশাপথ চেয়েছিল)
(প্রাণনাথের শুভাগমণ) (বড় আশা মনে ছিল)
(রাতুল চরণ দরশিব) (দরশিব,সেবিব)
কত বা মধুর নৃত‍্য আর কত প্রেমোন্মত্ত
সংকীর্তন রসে নিগমন।।
(আনন্দের ধাম হল) (গোকুল রতন এল)
মঙ্গল শ্রীশঙ্খ বাজে কত কত বাদ‍্য বাজে
শুভ যাত্রার উৎসব যে হয়।
আনন্দেতে হরি বলি উচ্ছ্বাসেতে হুলাহুলি
কত বা সে নারীগণ দেয় ।।
( উলু উলু উলু দেয় ) ( কত কত।কুল বালা )
( বন্ধুর কল‍্যাণ তরে )
দূর্ব্বাধান‍্য - হরিদ্রা কুসুম চন্দন দিয়া
শুভ জন্মের মঙ্গলাচরণ ।
সুবর্ণ-রজত-মূদ্রা বহুজনে বিতরিলা
সুখোল্লাসে দীননাথ মন ।।
( কত,ধন যে বিতরে ) ( অপ্রাকৃত ধন পেয়ে) ( মহাসুখ উল্লাসে )
.................।।।।
.

Пікірлер: 22
@probirdas2295
@probirdas2295 2 жыл бұрын
জয় জয় জগদ্ধন্ধু মহাপ্রভু জয় 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subhrasen8381
@subhrasen8381 2 жыл бұрын
Joy guru...🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@sushiltripura9204
@sushiltripura9204 4 жыл бұрын
জয় জগদ্বন্ধু হরি
@jayaroy2720
@jayaroy2720 2 жыл бұрын
জয় জগদ্বন্ধু হরি 🙏 জয় মহানাম সম্প্রদায় 🙏 জয় শ্রী গুরুদেব 🙏🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🙏
@dipalisengupta5563
@dipalisengupta5563 2 жыл бұрын
JOY JOGOT BONDHU SUNDOR 🌹🌿🌸🌿
@pinkimondal3957
@pinkimondal3957 3 жыл бұрын
জয় জগৎ বন্ধু সুন্দর🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
@shukladey6619
@shukladey6619 2 жыл бұрын
Joy Jogotbondu hori
@shamirdas1107
@shamirdas1107 4 жыл бұрын
জয় গৌর জগদ্বন্ধু মহারাজের জয়।জয় গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর নিতাই।।।।।।
@skdeb2567
@skdeb2567 3 жыл бұрын
জয় জগদ্বন্ধু হরি ! 🙏🙏🙏♥️♥️♥️
@kanchanahazra2233
@kanchanahazra2233 4 жыл бұрын
Joy jogothbandhu Hori 🙏 🙏 🙏 he provu rakha koro 😢😢😢
@mr.s.gaming6593
@mr.s.gaming6593 4 жыл бұрын
joy jagatbanfhu khubvalo lagchee
@santikarmakar1339
@santikarmakar1339 4 жыл бұрын
আনন্দ আনন্দ আনন্দ শুধু আনন্দ দাও হে প্রভু তোমার নামে শুধু আনন্দ দাও
@biswanathghodh5572
@biswanathghodh5572 Жыл бұрын
9
@sudiptodutta4180
@sudiptodutta4180 4 жыл бұрын
Jai jagadbandhu Hari.. Raksha kro sbai ke Prabhu
@bivachakraborty8222
@bivachakraborty8222 5 жыл бұрын
Jai JagatBandhu hari
@mahamayadas7523
@mahamayadas7523 5 жыл бұрын
Jai Jagatbondu hari
@kajalkrisnakundu5509
@kajalkrisnakundu5509 5 жыл бұрын
Joy Jogodbondhu hari
@bipashadas5842
@bipashadas5842 5 жыл бұрын
Joy Jagadbandhu Hori❤❤❤❤❤❤❤
@dulalbiswas1876
@dulalbiswas1876 2 жыл бұрын
P
@rockstpro8535
@rockstpro8535 5 жыл бұрын
Joy gojhat boundhu....
@schoolfriends8521
@schoolfriends8521 5 жыл бұрын
Jai jagadbondhu hori
সম্পূর্ণ রূপে চন্দ্রপাত কীর্তন
54:29
শ্রীকৃষ্ণ গৌর জগদ্বন্ধু
Рет қаралды 239 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,9 МЛН
Shani Amritwani By Anuradha Paudwal [Full Video Song] I Shri Shanidev Amritwani
19:57