আবারও ধন্যবাদ ডি.বি.সি কে আজকের এই দিনে স্যার ড.সলিমুললাহ কে ডাকা জন্য।কারণ ওনার মত বাংলা ভাষা নিয়ে কথা বলার লোক নেই।
@saadtawhid55924 жыл бұрын
মানুষ নাকি লাইব্রেরী উনি?
@KawsarAhmed-dp2qn4 жыл бұрын
ধন্যবাদ শ্রদ্ধেয় মোহাম্মদ আজম স্যার!
@romanraees36275 жыл бұрын
ধন্যবাদ ড সলিমুল্লাহ খাঁন
@atikrahman90915 жыл бұрын
ধন্যবাদ ডাঃ সলিমুল্লাহখান স্যার কে।
@joynalabedin48284 жыл бұрын
ধন্যবাদ প্রিয় আজম স্যার❤
@md.billalhossain80415 жыл бұрын
ডঃ সলিমুল্লাহ 😍
@notunkontho35844 жыл бұрын
আগামী ৫০ বছরে মধ্যে আমাদের রক্তে অর্জিত বাংলা ভাষা থাকবে কিনা সন্দেহ করছি।যে ভাবে ইংরেজী চর্চার প্রতি আগ্রহ দেখছি।
@Dr_strange_26524 жыл бұрын
Dr salimullah khan is very gentle man,always love to hear from him.. ❤️❤️❤️❤️❤️
@ThisMahmood5 жыл бұрын
Thank you Sir Dr Salimullah Khan
@abdulhaipathan12225 жыл бұрын
DBC ..Thanks for D.Solimullah
@suvodipmondal76255 жыл бұрын
খুব সুন্দর! সলিমুল্লাহ স্যার তো ভালই আজম স্যারও অতুলনীয়। উনি ঠিকই বলেছেন ভারতীয়দের অনেকেরই ইংরেজি মাতৃভাষা, যা বিশ্বের মধ্যে দ্বিতীয়। আর আমরা ভারতীয়রা নিজেদের মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষাকেও সমান ভাবে গুরুত্ব দিই।
@eftakharnahian93275 жыл бұрын
ড.সলিমুললাহ is such a name which doesn't have any alternative.
@RajuKhan-nt4hc3 жыл бұрын
ওনি এমন একজন শিক্ষক যার বিকল্প ওমনি নিজেই
@rafiulmahmudofficial7143 Жыл бұрын
ড.সলিমুল্লাহ খান এমন একজন বুদ্ধিজীবী যার সমকক্ষ বাংলাদশে একজনও নেই
@nahidbadsha7623 жыл бұрын
আজম স্যার অসাধারণ ব্যাক্তিত্ব।
@voice4943 жыл бұрын
Thank you DBC
@Aditya-te7oo2 жыл бұрын
ভালো লাগল।
@furqanafrad57563 жыл бұрын
আজম স্যার ❤️
@saharakhatun20105 жыл бұрын
আমাদের ভারতে আগামী ৫০ বছরের মধ্যে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যাবে। আমরা হিন্দি, উর্দু, ইরেজি ভাষা গুরুত্ব দিই।
@mdshahinalom13977 ай бұрын
আপনাদের চ্যানেলের নাম বাংলায় করেন নাই কেন?
@mdnabiruddin79413 жыл бұрын
বিরক্তিকর। সঞ্চালক আলোচকগণের চেয়ে বেশী কথা বললে বিরক্ত না হয়ে উপায় আছে কি?
@mhab0175 жыл бұрын
তুরস্কে কামাল আতাতুর্ক ১৯২৪ সালের পরপরই তাদের ভাষা পালটিয়ে ফেলে নতুন ভাষা চালু করেছিল। আর আমারা নিজেদের ভাষাও চালু করতে পারলাম না।। হায়রে বাঙালি!!!
@saiyedkashefshahbazi88444 жыл бұрын
30:29
@emranhossainpotwory35125 жыл бұрын
all higher study book in english.teachers busy with politics,they don't have time for writing book in bangla.its true budget problem but still have some space to write if bad political Competition stop at UV.
@shahjahansaju98024 жыл бұрын
খুব ই দুঃখজনক!
@আমিঅবিশ্বাসী5 жыл бұрын
বাংলায় যে অনুবাদ করবেন প্রশ্ন হলে যেসব দেশ গুলার উদাহরন দিলেন ঐসব দেশের মত আমাদের শব্দ ভান্ডার কি পর্যাপ্ত?? অনুবাদ করার মত অনুবাদক কি আমাদের রয়েছে? জিডিপির ২.১% ব্যয় করেন শিক্ষায়। এই টাকা দিয়ে কি হবে? অুনাবাদের পিছনেই তোহ অনেক টাকা চলে যাবে? অাবিষ্কারের সাথে কি তাল মিলিয়ে অনুবাদ করা সম্ভব হবে?
"বিদেশি যেকোনো দিবস নিজেরা পালন করলেও, আমাদের বাংলা ভাষার দিবস পালন করে না প্রবাসী"। ভাই! বানান ভুল ছিল। আপনার এভাবে লেখা উচিত ছিল। ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন।
@suvodipmondal76255 жыл бұрын
😂😂😂😂😂 আগে বাংলা বলতে, লিখতে শিখুন তারপর মন্তব্য করবেন।
@saiyedkashefshahbazi88444 жыл бұрын
03:45
@apon45604 жыл бұрын
আজম স্যার
@Sourabh-1920 Жыл бұрын
বাঙালিতো বাংলার চেয়ে হিন্দি || ইংরেজি বেশি বোঝে ! ১৯৫২ তে পূর্ব পাকিস্তানে যে রাষ্ট্র ভাষা আন্দোলন হলো তাকে মাঝে মধ্যে এক অঘটন মনে হয় আবার এই রাষ্ট্রের নাম যে বাংলা-দেশ তাতেও মাঝে মধ্যে অবাক হই। এই দেশে যেভাবে উচ্চস্বরে হিন্দি গান বাজানো হয় তাতে কি মনে হয় এটি বাংলাদেশ ? বাংলাতে দুএকটা কঠিন শব্দ বললে না বোঝা মানুষের অভাব হবে না কিন্তু হিন্দি তারা খুব ভালো বুঝবে ! অনেকে নিজেকে আধুনিক (কুল) বোঝাতে এমনভাবে কথা বলেন যে তা বাংলাও নই আবার ইংরেজিয়ো নই। আসলে আমরা কখনো বাংলা কে মন থেকে ভালোবাসিনি ২১ শে ফেব্রুয়ারি সহ যত কিছু দেখানো হয় তা চোখে ধুলো দেওয়া ছাড়া কিছু নই।
@abdulawal-sg8yh7 ай бұрын
ঠিক বলেন নাই জনাব আজম সাহেব। যারা ভার্সন পড়ে তারা উচ্চ শিক্ষায় বাংলা বই না থাকায় পড়ে।
@emranhossainpotwory35125 жыл бұрын
who solve it!!!
@nursammy20772 жыл бұрын
যে দেশের সংবিধান রচিত হয় পরভাষায় অতঃপর বাংলা ভাষায় অনুবাদ করা হয় সেই দেশেই নাকি ভাষা আন্দোলন হয়েছিল!!!!
@nazninnaher68173 жыл бұрын
বাংলা একাডেমি ইইইই একটা ইংরেজী নিয়ে বসে আছে!!!!!!!!
@nursammy20772 жыл бұрын
তোমার পুঁজার ছলে তোমায় থাকি ভুলে....
@emranhossainpotwory35125 жыл бұрын
UV teachers neither know English nor bangla!
@kazishahriarazhar81834 жыл бұрын
আযমকে বলার সুযোগ কম দেয়া হল।সঞ্চারণার দূর্বলতা
@shahalam74655 жыл бұрын
অাপনার ছেলে মেয়ে রা তো ইংরেজি ভার্সনে পড়ে
@PeacefulMan-ms3ow Жыл бұрын
The hostess has no power to understand the guests
@mojibulhoque56074 жыл бұрын
বিচার বিভাগ আর আমলা তন্র আর কত দিন দেশের ভিতর মাছি মারা কেরানির মত কাজ করবেন ?
@joyguru77004 жыл бұрын
বাংলা ভাষা কে উন্নত করতে হলে, একটি রবীন্দ্রনাথ, একটি নজরুল, একটি মাইকেল, একটি জসিমুদ্দিন দরকার
@minhazmaruf44082 жыл бұрын
🙄🙄🤔???
@ashfaquen2 жыл бұрын
জয় গুরু 💪 নাম বাংলায় লেখেন নি কেন?😁
@mraa-y4l4 жыл бұрын
শিক্ষার মাধ্যম হওয়া উচিত ইংলিশ, কারন বাংলা ভাষা এখন অচল, বাংলাদেশের বেশির মানুষ বাংলার চেয়ে হিন্দি ভাল বুঝেন, আগামি ৫০ থেকে ১০০ বছরের মধ্যে বাংলার মত আনেক ভাষা হরিয়ে যবে, বাংলা ভাষার পিছনে গুরে আমরা আমাদের জীবন নষ্ট করেছি, ইংলিশ ছারা ভাল চাকির ও উচ্চ স্তরের শিক্ষা নেওয়া যায় না, মানুষের উপকার করতে না পারেন তাতে খতি নাই কিন্ত মানুষ্কে ভুল পথে ঠেলে দিবেন না, বাংলদেশের এক কোটি মানুষ বিদেশে থাকেন, এই প্রবাসি মানুষ গুলোর প্রধন সমস্যা এরা ইংলিশ ভাল বলতে পারেনা, তৈয়রি পোসাকের ক্ষেএে ও একই আবস্তা , যারা রপ্তানির সাথে জড়িত তারাও ভাল ইংলিশ বলতে পারেনা, বিলাসির চরিএ বিশ্লেষণ করে আমাদের কোন উপকারে লাগে নাই , এই সকল বস্তা পচা জিনিস ছাএ দের পড়াবেন না, ইংলিশ ভাষাকে শিক্ষার মাধ্যম করুন, আবেগ দিয়ে জিবন চলে না
@imranhasan41093 жыл бұрын
হাহাহা, বাংলা শুধু আবেগ না, এটার তাৎপর্যও আছে। বাংলা মাতৃভাষার দিক থেকে পৃথিবীতে চতুর্থ। পৃথিবীতে আড়াই হাজারের বেশি ভাষা আছে। তাদের মধ্যে বাংলার অবস্থান অনেক উপরে। এটা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা (ইউনেস্কো কর্তৃক স্বীকৃত)। এটা অত সহজে হারিয়ে যাবে না। যেমনটা সহজে হারিয়ে যাবেনা স্প্যানিশ, ল্যাটিন,গ্রিক ইত্যাদি। বাংলা ভাষাও অত্যন্ত শক্তিশালী। আর ইংরেজির কথা বলছেন তো? চাইনিজরা কিন্তু ইংরেজি ছাড়াও এগিয়ে গেছে। ইংরেজির অভ্যুত্থান আগে এতটা ছিল না। আগে যেমন ল্যাটিন ছিল,এখন ইংরেজি, ভবিষ্যতে হয়তবা চাইনিজ ভাষার গুরুত্বও ইংরেজির মতো হবে। ভাষা ব্যাপার না, দক্ষতাই বড় কথা।অবশ্যই ইংরেজির প্রয়োজন আছে। তবে, আমরা যেমন হিন্দি টিভি চ্যানেলগুলোর প্রভাবে হিন্দি শিখেছি, তেমনিভাবে যদি ইংরেজি চ্যানেল প্রচার ও অন্যান্য ব্যাবস্থার মাধ্যমে ইংরেজি শেখাকে সহজ করতে পারি, কিংবা উচ্চ শিক্ষায় ইংরেজির বদলে বাংলাকেই ব্যাবহার করা শুরু হয়, তবে অবশ্যই পরিবর্তন আসবে। আমাদেরকে শুধুমাত্র পদ্ধতি পাল্টাতে হবে। বাংলা ভাষাকে কুরবানি দিতে হবে না।
@anindyapal57324 жыл бұрын
অপরাধ নেবেন না, এত আরবি ভাষার প্রবেশ কি আপনাদের আহত করে না?
@subconscious96354 жыл бұрын
আপনিও অপরাধ নেবেন না, বাংলা ভাষায় সংস্কৃত এবং ইংরেজীর প্রবেশ(সংগত কারণে) আপনাকে কি আহত করে? আমি জানি না আপনি কোন দেশের অধিবাসী, তবে ভারতীয় বাঙালিদের চেয়ে আমরা কম আরবি-ফারসি শব্দ ব্যবহার করি(টেলিভিশন এবং চলচ্চিত্র দেখে তাই মনে হয়) উদাহরণঃ ভারতীয় বাংলাঃ হাওয়া(প্রচলিত) বাংলাদেশী বাংলাঃ বাতাস(প্রচলিত)
@subconscious96353 жыл бұрын
@nil umma আলাদা বলেই ভাষার নাম আলাদা(জোর করে করা হয় নি) , আপনার বাংলা পছন্দ না হলে সংস্কৃত ব্যবহার করুন, বাংলা বাদ দিন। আমার কোন আপত্তি নেই।
@jannatulhira52703 жыл бұрын
বাংলা ভাষার উৎপত্তি ইন্দো-ইউরোপীয় ভাষা বংশ থেকে। এই ভাষা বংশ থেকে আরো অনেক ভাষার উৎপত্তি। শব্দ বিবেচনায় বাংলা ভাষায় ৫ রকমের শব্দ আছে, এগুলো হল- তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশী, বিদেশী। ১। তৎসম=তার(সংস্কৃতের) সম/সমান। সংস্কৃত ভাষার অনেক শব্দ সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাই বাংলা ভাষায় সংস্কৃতের একটা শক্তিশালী অবস্থান আছে। একসময় ভাষাবিদরা মনে করতেন সংস্কৃত ভাষা বাংলা ভাষার মা। তবে এই ধারণাটি পরবর্তিতে ভুল প্রমাণিত হয়। ২। অর্ধ তৎসম=তার(সংস্কৃতের) অর্ধেকের সমান। এগুলো অর্ধেক পরিবর্তন হয়ে এসেছে। ৩। তদ্ভব=তার(সংস্কৃতের) থেকে উদ্ভব। এগুলো সংস্কৃত ভাষা থেকে পুরোপুরি পরিবর্তন হয়ে এসেছে। ৪। দেশী=অস্ট্রিক/দ্রাবিড় ভাষা থেকে আগত শব্দ। বাংলা ভূখন্ডের আদিমতম অধিবাসীরা ছিলেন দ্রাবিড় জাতিগোষ্ঠীর। আমরা তাদের বংশধর। ৫। বিদেশী ভাষা=বিভিন্ন সময়ে বিভিন্ন ভূখন্ড থেকে ব্যবসা কিংবা অন্য কারনে বাংলা ভূখন্ডে বিদেশীরা এসেছেন। তাই আরবী, তুর্কি, চাইনিজ, ফারসি, ইংরেজী, ওলন্দাজ সহ আরো অনেক ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। তবে বর্তমানে বেশীরভাগ মানুষ বাংলা কথার মধ্যে ইংরেজী এবং আরবী ভাষা ববহার করে। কিন্তু সেই শব্দগুলোর সুন্দর বাংলা প্রতিশব্দ আছে। তারপরও তারা বাংলা শব্দগুলো ব্যবহার করে না। এটা দুঃখজনক। যেমন 'পরিশ্রম' আরবীতে 'মেহনত' ইংরেজীতে 'হার্ড ওয়ার্ক'। যারা মাদ্রাসায় পড়াশুনা করেছে তারা আরবী প্রতিশব্দ ব্যবহার করে। যারা ইংরেজী মাধ্যমে পড়াশুনা করেছে তারা ইংরেজী প্রতিশব্দ ব্যবহার করে(সবাই না)। সমস্যাটা এই জায়গায়।
@Aditya-te7oo2 жыл бұрын
Anindya Pal একটা ভাষা যদি জীবন্ত হয় তাহলে তাতে বিদেশি শব্দ আসবেই, কারণ আপনি ব্যবহার না করলেও অন্য একজন সেগুলোকে ব্যবহার করবে। বাংলায় যেমন আরবি, ফারসি, তুর্কি শব্দ আছে তেমনই সংস্কৃত শব্দও আছে। গুগালে 'বাংলা শব্দভাণ্ডার' বা 'Bengali vocabulary' লিখে সার্চ করেন পেয়ে যাবেন।