রাষ্ট্রক্ষমতা ছাড়া আল্লাহ কেন আহকাম নাজিল করেন না? Allama Mozammel Haque New Tafsir

  Рет қаралды 24,566

Tahjib Center

Tahjib Center

Жыл бұрын

সূরা দুখান এর ধারাবাহিক তাফসীর, পর্ব-২, আয়াত : ১৬-৫৯ শেষপর্ব || Sura Dukhan tafsir : 16-59 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
আলোচ্য বক্তব্যে যে আয়াতগুলোর তাফসীর রয়েছে
يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى إِنَّا مُنتَقِمُونَ
যেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই। [সুরা দুখান - ৪৪:১৬]
وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاءهُمْ رَسُولٌ كَرِيمٌ
তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসূল, [সুরা দুখান - ৪৪:১৭]
أَنْ أَدُّوا إِلَيَّ عِبَادَ اللَّهِ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
এই মর্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরীত বিশ্বস্ত রসূল। [সুরা দুখান - ৪৪:১৮]
وَأَنْ لَّا تَعْلُوا عَلَى اللَّهِ إِنِّي آتِيكُم بِسُلْطَانٍ مُّبِينٍ
আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি। [সুরা দুখান - ৪৪:১৯]
وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ
তোমরা যাতে আমাকে প্রস্তরবর্ষণে হত্যা না কর, তজ্জন্যে আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরনাপন্ন হয়েছি। [সুরা দুখান - ৪৪:২০]
وَإِنْ لَّمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ
তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তবে আমার কাছ থেকে দূরে থাক। [সুরা দুখান - ৪৪:২১]
فَدَعَا رَبَّهُ أَنَّ هَؤُلَاء قَوْمٌ مُّجْرِمُونَ
অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়। [সুরা দুখান - ৪৪:২২]
فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ
তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে। [সুরা দুখান - ৪৪:২৩]
وَاتْرُكْ الْبَحْرَ رَهْوًا إِنَّهُمْ جُندٌ مُّغْرَقُونَ
এবং সমুদ্রকে অচল থাকতে দাও। নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী। [সুরা দুখান - ৪৪:২৪]
كَمْ تَرَكُوا مِن جَنَّاتٍ وَعُيُونٍ
তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন, [সুরা দুখান - ৪৪:২৫]
وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ
কত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান। [সুরা দুখান - ৪৪:২৬]
وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ
কত সুখের উপকরণ, যাতে তারা খোশগল্প করত। [সুরা দুখান - ৪৪:২৭]
كَذَلِكَ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ
এমনিই হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে। [সুরা দুখান - ৪৪:২৮]
فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاء وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنظَرِينَ
তাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি। [সুরা দুখান - ৪৪:২৯]
وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ
আমি বনী-ইসরাঈলক ে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি। [সুরা দুখান - ৪৪:৩০]
مِن فِرْعَوْنَ إِنَّهُ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِينَ
ফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়। [সুরা দুখান - ৪৪:৩১]
وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَى عِلْمٍ عَلَى الْعَالَمِينَ
আমি জেনেশুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। [সুরা দুখান - ৪৪:৩২]
وَآتَيْنَاهُم مِّنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاء مُّبِينٌ
এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য। [সুরা দুখান - ৪৪:৩৩]
إِنَّ هَؤُلَاء لَيَقُولُونَ
কাফেররা বলেই থাকে, [সুরা দুখান - ৪৪:৩৪]
إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَى وَمَا نَحْنُ بِمُنشَرِينَ
প্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না। [সুরা দুখান - ৪৪:৩৫]
فَأْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ
তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এস। [সুরা দুখান - ৪৪:৩৬]
أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ أَهْلَكْنَاهُمْ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ
ওরা শ্রেষ্ঠ, না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ওরা ছিল অপরাধী। [সুরা দুখান - ৪৪:৩৭]
আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। [সুরা দুখান - ৪৪:৩৮]
আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই বোঝে না। [সুরা দুখান - ৪৪:৩৯]
নিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়। [সুরা দুখান - ৪৪:৪০]
যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। [সুরা দুখান - ৪৪:৪১]
তবে আল্লাহ যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়। [সুরা দুখান - ৪৪:৪২]
নিশ্চয় যাক্কুম বৃক্ষ [সুরা দুখান - ৪৪:৪৩]
পাপীর খাদ্য হবে; [সুরা দুখান - ৪৪:৪৪]
গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে। [সুরা দুখান - ৪৪:৪৫]
যেমন ফুটে পানি। [সুরা দুখান - ৪৪:৪৬]
একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, [সুরা দুখান - ৪৪:৪৭]
অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও, [সুরা দুখান - ৪৪:৪৮]
স্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত। [সুরা দুখান - ৪৪:৪৯]
এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে। [সুরা দুখান - ৪৪:৫০]
নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে- [সুরা দুখান - ৪৪:৫১]
উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে। [সুরা দুখান - ৪৪:৫২]
তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে। [সুরা দুখান - ৪৪:৫৩]
এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব। [সুরা দুখান - ৪৪:৫৪]
তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে। [সুরা দুখান - ৪৪:৫৫]
তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। [সুরা দুখান - ৪৪:৫৬]
আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। [সুরা দুখান - ৪৪:৫৭]
আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে। [সুরা দুখান - ৪৪:৫৮]
অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে। [সুরা দুখান - ৪৪:৫৯]

Пікірлер: 24
@mbrchyjontu4194
@mbrchyjontu4194 6 ай бұрын
মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন,,,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,,,
@arvlog3079
@arvlog3079 Жыл бұрын
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।
@rafikulislam3880
@rafikulislam3880 Жыл бұрын
আলহামদুলিল্লাহ্‌
@mainulhasan7208
@mainulhasan7208 Жыл бұрын
আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান
@mdzohirul3803
@mdzohirul3803 Жыл бұрын
আলহামদুলিল্লাহ
@mdimranmdimran8583
@mdimranmdimran8583 Жыл бұрын
Alhamdulilla ❤️
@mohammednazmulhasan6993
@mohammednazmulhasan6993 Жыл бұрын
Thanks for your new lecture
@abdussalam-vd6qt
@abdussalam-vd6qt Жыл бұрын
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ
@maudrana5719
@maudrana5719 Жыл бұрын
Masaallah onek balo waj
@identityofallah
@identityofallah 2 ай бұрын
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ অ- অস্বীকার করি সকল তাগুত, আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি। ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে, ঋষিত্বের স্থান নেই ইসলামে। এ - এবাদত করি শুধু এক আল্লাহর, ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর । ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা//////////////////////////////
@user-fg6kk5fd8t
@user-fg6kk5fd8t Жыл бұрын
জাজাকাল্লাহ খাইরান,,, আল্লাহুম্মাগফিরলী ঝুনূবী।
@mdmohibulislam9090
@mdmohibulislam9090 Жыл бұрын
মাশাআল্লাহ খুব সুন্দর আলচনা
@Habiburrahman-gt4vm
@Habiburrahman-gt4vm Жыл бұрын
Assalamoalikum wa
@MizanurRahman-lx3te
@MizanurRahman-lx3te Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ you from Singapore
@md.shajalal700
@md.shajalal700 Жыл бұрын
পাশে থাকবেন সবাই
@sajugazi4315
@sajugazi4315 Жыл бұрын
এডমিন ভাই আমি মোজাম্মেল হক সাহেবের তাফসীর নিতে চাই, কি ভাবে পেতে পারি দয়াকরে জানাবেন।
@arvlog3079
@arvlog3079 Жыл бұрын
দেখেন নাম্বার দেখা যাবে নাম্বারে ফোন দিয়ে কথা বলে নিবেন
@sajugazi4315
@sajugazi4315 Жыл бұрын
@@arvlog3079 স্ক্রিনে যে নাম্বার দেওয়া?
@shamsunnahar2593
@shamsunnahar2593 Жыл бұрын
আস্সালামুআলাইকুম। ঈসা আ, আসার আগ পর্যন্ত আমরা কি করবো। কেভাবে দ্বীন কায়েম hobe।
@osmangoni8176
@osmangoni8176 Жыл бұрын
আমার একটি প্রশ্ন হুজুরের নিকট শেষ বিচারের পূর্বে কি শাস্তি আরম্ভ হয়ে যাবে।
@surovisultana7521
@surovisultana7521 Жыл бұрын
Zz
@islamicnasheed2461
@islamicnasheed2461 Жыл бұрын
আলহামদুলিল্লাহ
@user-cu7hv5hc5l
@user-cu7hv5hc5l 3 ай бұрын
আলহামদুলিল্লাহ
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 9 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН