ওরে সত্য বললে চায় রে প্রমাণ শিল্পী শম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলাপুরী

  Рет қаралды 27

Sb music durgapur

Sb music durgapur

Күн бұрын

ওরে সত্য বললে চাইরে প্রমাণ মিথ্যা গুজবে হয় খুশি শিল্পী শম্পা পাগলী গানের কথা লিখেছে ওস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলাপুরী

Пікірлер: 1
@shamolapuritv3884
@shamolapuritv3884 4 күн бұрын
পোস্ট তাং ০৪/০২/২০২৫ ইং গান নং ৯৮৩৯ নাম সংকীর্তনে সাত্বিক পূজার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে, রাজসিক তামসিক ছাড়ি, হওরে সাত্বিক পূজারী।। যে পূজাতে খুশি হন হরি, ও মন বেপারী, যে পূজাতে খুশি হন হরি। দেহ মন চিত্ত হলে শুদ্ধ, প্রভুর পূজায় লাগেনা নৈবেদ্য।। প্রভুর লাগেনা ভোগ খাদ্য।। দেখো মন চিন্তা করি। কলির যুগে নাই মূর্তি অর্চন, করো সদায় নাম সংকীর্তন।। খুশি হবেন প্রভু নিরাঞ্জন।। বলো সদায় হরি হরি। বলো হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ষোলো নাম বত্রিশ অক্ষরে।। যাওরে মন জঁপ তপ করি। একজন সাধু গোসাঁই ধরে, বীজমন্ত্র লও দীক্ষা করে।। মুক্তি মন্ত্র লও কর্ণকুহরে।। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী। পোস্ট তাং ০৩/০২/২০২৫ ইং গান নং ৯৮৩৮ মানুষ হওয়ার উপাসনার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ও মন করে সোজা, করো পিন্ডদান প্রার্থনা পূজা, হজ্ব কোরবানি নামাজ রোজা, হইতে যদি চাও মানুষ। জাগাইয়া লও বিবেক বুদ্ধি হুশ, হওরে হও মানুষ।। সাধু গুরুর সঙ্গ করো, সত্য সরল পথ ধরো।। কামেল পীরের হাত ধরো, মুছিয়া লও স্বভাব দোষ। অতীত ভুলের তওবা করে, লওরে আত্মশুদ্ধি করে।। মরার আগে যাওরে মরে।। থাকবেনা ভবের হায় আফসোস। নিয়ত নিরিখ ঠিক করে, যাওরে মন জেহাদ করে।। নফছ রিপু মন দমন করে, করিয়া লও দিলখোশ। মনের পশু কোরবানি দিয়া, যাওরে মন পবিত্র হইয়া।। হারাম ছেড়ে হালাল খাইয়া।। বাদ দাও মন সুদ ঘুষ। সৎ কর্মে মন হওরে ব্রত, মন অন্তর করে পবিত্র।। প্রভুর স্মরণে থাকো মত্ত, দাসত্ব করো হররোজ। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আল্লাহ ঈশ্বর গড হরি।। করো মন তাঁর তাঁবেদারি।। হইবা মন পবিত্র মানুষ। পোস্ট তাং ০৩/০২/২০২৫ ইং গান নং ৯৮৩৭ মরণ কথা স্মরণে ইবাদতি গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী ওরে মন,,,,, পাপ মুক্ত থাকতে চাইলে, মরণ কথা স্মরণ করো।। ও মন পরকালে চাইলে মুক্তি, সত্য সরল পথ ধরো।। ও মন ছাইড়া দিয়া নাফরমানী, মনের পশু দাও কোরবানি।। বাড়াও মন শক্তি ঈমানী।। পারলে মরার আগে মরো। নফছ রিপু মন করে দমন, করোরে মন সীয়াম সাধন।। বিবেককে মন করিতে চেতন।। কামেল পীরের সঙ্গ করো। হরদমেতে জিকির করে, লও দায়েমী সালাত কায়েম করে।। ধৈর্য্য সহ্য সবর শোকরে।। সংযম মন পালন করো। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, মিথ্যা ছাড়ি সত্য ধরি।। করো আল্লাহ নবীর তাঁবেদারি।। আত্মদর্শনে হজ্ব করো।
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
8 February 2025
6:29
Sb music durgapur
Рет қаралды 58