ধন্যবাদ নিজের মতামত প্রকাশ করার জন্য। আমরা আপনার মতামতকে শ্রদ্ধা করি। এটা একটি ছোট গল্প। আর ছোট গল্প গুলো শেষ হয়েই শেষ হবে না। আমরা সেই দিকটাই লক্ষ্য রেখেছি। আর যদি বলি ভয়। তাহলে সেটা একান্তই নিজের স্নায়ুর উপর নির্ভর করে। ধন্যবাদ।
@munmunbasu905410 ай бұрын
@@StoryBanglaOfficial7 আসলে ভয়টা আমার মতে হওয়া উচিত surprise এর মতো। আমি ভাবছি,,কিছু হবে না.... অথচ!!!! লেখিকা নই যেহেতু তাই বোঝাতে গেলে ঘন্ট হয়ে যাবে। তবে এবার ভালো লাগেনি তো কি হয়েছে,,,best wishes for the next 👍❤️
@sharmilagain523010 ай бұрын
P @@StoryBanglaOfficial7
@mortuz10 ай бұрын
ঠিক যেমন একটা কনকনে শীতের রাত আপনি সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে বেড ওয়ার্মার চালিয়ে বিছানাটা গরম করেছেন। ব্ল্যাঙ্কেট তুলে শুতে যাবেন এমন সময় দেখছেন সেখানে কার জন্য একটা পুড়ে যাওয়া কাটা হাত রাখা আছে।
@munmunbasu905410 ай бұрын
@@mortuz sorry to say 🙏🏻 আমি পুড়ে যাওয়া জিনিস ভয় পাইনা,,কষ্ট পাই কারণ নিজের খুবই আপন জনকে পোড়া অবস্থায় কষ্ট পেয়ে চিৎকার করতে দেখেছি,, নিজের দাদা মানসিক অসুস্থ থাকায় বাবার মুখাগ্নি নিজের হাতেই করেছি,, বর চাকরির সূত্রে দীর্ঘ দিন বাইরে থাকে,,মাঝে মাঝে আসে,, ছেলের ২ বছর বয়স থেকে একাই আমার দোতলা বাড়িতে থাকি।। পাড়ার সবাই বলে,,থাকি কি করে,, কেউ কেউ সন্ধ্যের পরে আমার বাড়িতে আসতে ভয় পায়।। জানিনা কেনো আমার ভয় লাগে না।। আসলে আমি জানি কেউ তো আছে,, যিনি আমায় সব সময় সুরক্ষা দিয়ে যাচ্ছেন।। আমাদের বাড়িতে থাকা ২ জন বাস্তু 🙏🏻