ওরে যে হাতের কাছে ঘুরেফিরে শিল্পী শম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলা পুরী

  Рет қаралды 55

Sb music durgapur

Sb music durgapur

Күн бұрын

ওরে যে হাতের কাছে ঘুরেফিরে তারে পাওয়া জাবেকি তীর্থ ঘুরে শিল্পী শম্পা পাগলী গানের কথা লিখেছেন উস্তাদ গুরু স্বপন শাহ্ শ্যামলাপুরী

Пікірлер: 1
@shamolapuritv3884
@shamolapuritv3884 12 күн бұрын
পোস্ট তাং ২৪/০১/২০২৫ ইং গান নং ৯৮১৭ রাধা কৃষ্ণের প্রেম লীলার গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী রাই বিনোদিনী, কাঁদে দিন-রজনী, নয়নে বহে যমুনারও ধারা।। তবু বাজায় বাঁশি, শ্যাম কালো শশী, রাধিকারও মনো চোরা।। জটিলা কটিলা দুইজন, অপবাদ দেয় সারাক্ষণ, দিয়ে রাখে যে পাহারা। ষোড়শও গোপিনী সনে, নিধুবনে বৃন্দাবনে, কৃষ্ণ রয় মাতোয়ারা। ঐ বিনোদিনী শ্যামকালা, করে আবার রাশ লীলা, খুশিতে ময়ুর হয় আত্মহারা। সকলে খেলে হোলি, কৃষ্ণ রাধা বলি, রংয়ে রঙিন হয় যে ধরা। ঐ স্বপন শাহ্ শ্যামলাপুরী বলে, প্রেম সাধিতে শ্যাম গোপালে, হলো যে ননী চোরা। মধুরা আর বৃন্দাবন, রাধা কৃষ্ণের প্রেম কানন, আয়লো সখি দেখে যা তোরা। ঐ পোস্ট তাং ২৪/০১/২০২৫ ইং গান নং ৯৮১৮ আত্মতত্ত্ব মহাসত্য ইবাদতের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী সত্য পথে চলরে মন, সরল পথে চল।। দমে দমে হরদমেতে, আল্লাহ রাসুল বলরে মন, আল্লাহ রাসুল বল।। দূর কইরা মনের শয়তানী, ছাইড়া দাও মন নাফরমানী।। মনের পশু দিয়া কোরবানী।। হইয়া যাও মন সরল। নফছ রিপু মন করে দমন, শুদ্ধ করো দেহ চিত্ত মন।। বিবেককে লও করিয়া চেতন।। ঠিক করো ঈমান আমল। রোজ হাশরে শেষ বিচারে, কাহ্হার হবেন আল্লায় ওরে।। পাপ পুণ্যের বিচার করে।। দিবেন যার যেমন কর্মফল। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, মিথ্যা ছাড়ি সত্য ধরি।। করো আল্লাহ নবীর তাঁবেদারি।। দূর করে মনের গড়ল। পোস্ট তাং ২৪/০১/২০২৫ ইং গান নং ৯৮২০ গুরু তত্ত্ব সাধন মার্গের গান লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী যদি পরিশুদ্ধ হইতে চাও মন, ছাড়ো ভবের রস ও রঙ্গ।। সাধু গুরুর সঙ্গ করে, পবিত্র করো পাপী অঙ্গ। ছাড়ো ভবের রস ও রঙ্গ, ছাড়োরে ভবের রস ও রঙ্গ।। করতে চাইলে আত্মসংশোধন, গুরুর কাছে হও সমর্পণ।। করিয়া লও আত্মসমর্পণ।। ভবের মোহ করে সাঙ্গ। পাইলে সাধু গুরুর পরশ, হইবারে মন তুমি সরস।। দূরে যাবে মনের কুরস।। পবিত্র হবে পাপী অঙ্গ। নফছ রিপু মন করে দমন, বিবেককে লও করে চেতন।। চুরাশি ক্রোশ এই দেহ ভুবন।। হবে যে মন তোমার শুদ্ধ। করো সদা নাম সংকীর্তন, আলম্বনে হবে উদ্দীপন।। নাম সুধা রস করে আস্বাদন।। কেটে যাবে মনেরও দ্বন্দ্ব। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, মিথ্যা ছাড়ি সত্য ধরি।। রাজসিক তামসিক ছাড়ি।। পাবে সাত্বিক পূজায় মনানন্দ। প্রভুর পূজার জানো আদ্য, লাগেনা যে কোনো নৈবেদ্য।। মিথ্যা নয় কথা সত্য।। কলির অবতার হয় গৌরাঙ্গ। ❤
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
8 February 2025
6:29
Sb music durgapur
Рет қаралды 46
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН