ঠিক এই জন্যই তুমি অন্যান্যদের থেকে স্বতন্ত্র। তোমার সততার জন্যই আমরা অনেকে তোমাকে অনুসরণ করি। প্লিজ তুমি আমাদের ভরসার মর্যাদা রেখো। ❤❤❤
@md.sadidulislam7339 Жыл бұрын
এই বিষয় টা কতটা যে সাধারণ মানুষের জানা জরুরী সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু তুমি আমাদের জন্য যা করছো সেটার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ।
@tuhinsubhramandal80 Жыл бұрын
সত্যিই দাদা আপনি অনবদ্য।ভালো থাকুন।মানুষকে এইভাবেই সঠিক পথ দেখাতে থাকেন।প্রণাম নেবেন।🙏🙏🙏
@utpalmondal5177 Жыл бұрын
Exactly, এটা অনেকবার মনে হয়েছে, ১) প্রতিটি ট্রেডে লাভ হতে পারে না, যেমন অনেকে প্রচার করে। ২) যদি একজন ট্রেড করে এত লাভ করেন তাহলে শুধুই কি নিজের জ্ঞ্যান অন্যকে দিয়ে সামাজিক উপকার করার জন্য নিয়মিত KZbin ভিডিও করেন !! ৩) কোর্স যারা বিক্রি করেন পপাশাপাশি নিজের ট্রেডের শুধুই লাভের অংশ দেখান তাদের নিয়ে সব থেকে বেশি সন্দেহ হওয়া উচিত। এটা ঠিক যে KZbin থেকে আমরা free তে অনেক কিছুই শেখা যায়। যারা সৎ ভাবে শেখান তাদেরকে অনেক ধন্যবাদ। তবে অসৎ কে খুঁজে বের করা প্রাথমিক ভাবে একটু কঠিন। এই ভিডিও থেকে অনেক কিছু শিখছি। ধন্যবাদ 🙏
@samidhbhattacharyya1116 Жыл бұрын
একদম ঠিক বছরে ১৫-২০% লাভ ই লক্ষ্যমাত্রা থাকা উচিত। বেশি লোভ করে এদিক ওদিক মানে intraday, option এ হাত বাড়ালেই capital খোয়াতে হবে। প্রথম লক্ষ্য হওয়া উচিত capital protection।
@ramhorimojumder9728 Жыл бұрын
সঠিক কথাই বলেছেন ৷ এই জন্য বলে জানার চেয়ে বোঝাটা বেশি কাজ করে ৷ ধন্যবাদ ভালো থাকুন স্বপরিবারে ৷
@ramhorimojumder9728 Жыл бұрын
এখনও দেখছি আপনার দেওয়া ভিডিও ৷
@rajarshibanerjee968 Жыл бұрын
Apni thik bolechen. Onek channel ekhon graphics change kore loss ke profit dekhachhe. They are asking huge money to join their channel. Apnar ei video ta dekhe amader lov samboron Kora uchit. Na holei bipod. Karon magic kore poisa bana no Jai na. Jodi Tai jeto to sobai market e invest korto sob kaj chere diye. Thank you.
@amitabhachatterjee7321 Жыл бұрын
অর্ণব ভিডিও টা অসাধারণ লাগলো। খুব কম মানুষ আছে যারা এতো সহজে নিজের সত্যি টা প্রকাশ করে।তোমার এই সৎ মানুসিকতার জন্যই তোমার সব ভিডিও গুলো ফলো করি।আমি ও ভাবছিলাম অপসন ট্রেডিং এ যাবো। কিন্তু তোমার ভিডিও দেখার পর বুঝলাম সেটা না করাই ভালো। অনেক ধন্যবাদ তোমাকে।
কে কী করবে জানি না তবে আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক গুন বেড়ে গেল। ভালো মানুষের এই দুনিয়ায় খুবই অভাব । তবে হৃদয় থেকে বলছি আপনার সাক্ষাৎ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি ।❤❤❤❤❤
@gonisarkar5335 Жыл бұрын
সত্যি ই My Biniyog আলাদা,সারা ইউটিউব দেখে এটাই উপলব্ধি। শুভেচ্ছা রইলো ভালো থাকুন।
@sahadebsamanta5660 Жыл бұрын
শেয়ার বাজারে লস ছাড়া লাভ হয় না।সঠিক যুক্তি দেবার জন্য ধন্যবাদ।
@sabnamsultana0748 Жыл бұрын
লাভও হয়
@sudiptochandra7829 Жыл бұрын
শেয়ার সংক্রান্ত অনেক ভিডিও ইউটুবে দেখি, কিন্তু তোমার মতো এতো সহজ সরল ভাবে কাউকে বলতে দেখিনি। তোমার চিন্তা ভাবনা খুব সচ্ছ, যেটা অনেকের মধ্যে নেই। ভালো থেকো আর আমাদের এইরকম ভিডিও প্রদর্শন করো।❤❤❤
@subhendumukherjee9024 Жыл бұрын
খুব স্পষ্ট ভাষায় একদম সত্যি কথা বলেছ। শেয়ার বাজার টা যে জুয়া খেলার জায়গা নয় সুন্দর ভাবে সেটা বলা হয়েছে। বাজার একটা শাস্ত্র অনুযায়ী চলে এবং সেটা শিখে ধৈর্য্য সহকারে কাজ করতে হয়। ঠিক যেমন একজন মেছুরে একটি বড় মাছ ধরার জন্যে ঘন্টার পর ঘন্টা ধৈর্য্য ধরে বোসে থাকেন।ভাল ভাবে মন দিয়ে ভিডিও টা শুনলে, মানুষ অন্যের কথায় ফকির হওয়ার হাত থেকে বাঁচবে। আমার থেকে বয়সে অনেক ছোট তাই তুমি বললাম। ❤
@krishnaghosh9296 Жыл бұрын
আপনি একদম ঠিক বলেছেন । আমি চেষ্টা করতাম ট্রেডিং করা ট্রেডিংয়ে লসও করেছি । কিন্তু আপনার ভিডিওটি দেখে মনে হল ট্রেডিং থেকে সরে আসাই উচিত আমি আপনার প্রতিটি ভিডিও দেখি। ভালো থাকবেন ধন্যবাদ।
@arundey5757 Жыл бұрын
সবাই যদি এই ভিডিওটি দেখার পর তোমার কথা মতো চলার চেষ্টা করে তাহলে লাভবান ই হবে । আমি অনেক দিন বাজারে র সাথে যুক্ত আছি কিন্তু বুঝি খুবই কম । তুমি ভিডিওতে যা বলেছ একদম সমপয়োযোগী বক্তব্য ।
@prabhatrajbanshi9424 Жыл бұрын
স্যার এই ভিডিওতে যতগুলো কথা আপনি ব্যাবহার করেছেন সেয়ার বাজারে ১০০% গুরুত্বপূর্ণ | আমার মনের কথা ❤ 🎉 ধন্যবাদ
@amirulhoque8954 Жыл бұрын
Dada apni amar theke boyos e onek ta choto kintu apnake mon theke pronam korte ichcha kore karon apnar ai vabe khub sahaj sarol vabe somosto bisoy ta tule dhoren abong sobai ke ai vabe socheton koren Thanks Dada ❤❤
@madanmondal4291 Жыл бұрын
সত্যি দাদা, আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আপনার মতো মানুষও এখন হয়! আপনি, আপনি ঠিক গাছের মতো! অন্তর থেকে অজস্র শ্রদ্ধা আর ভালোবাসা ।
@debasispan4401 Жыл бұрын
খুবই স্পট বক্তা। আজকের দিনে বিরল। May God bless you.
@surisong5176 Жыл бұрын
বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ দাদা।
@ayanghosh5262 Жыл бұрын
Khoob bhalo laglo... tumi bhai amader moto sadharon investors er jonno bhabo...thank you very much.👍👍👍💯
@choudhury3 Жыл бұрын
খুব ঠিক কথা। option buy করে টাকা loss ই হয়। এই অভ্যাস থেকে বের হয়ে আসা দরকার। ধন্যবাদ।
@sorbottommushroom761 Жыл бұрын
আজকে আপনি যে ভিডিও টা করলেন এটা খুবই গুরু্বপূর্ণ। কারণ আমরা অনেকে কম কাজ করে বেশি বেশি ইনকাম করতে চাই। যেটা কখনো সম্ভব নয়। এই ভিডিও টা বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
@manasbiswas243 Жыл бұрын
তাড়াহুড়ো করে বাঁচতে চাওয়ার অর্থ, জীবন থেকে খুব দ্রুত ফুরিয়ে যাওয়া ! With Lots of ❤.Be wel.
@RSPlus15 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ দাদাভাই।আজকের ভিডিওটি খুবই মূল্যবান।সকলের জানা উচিৎ।
@DipankarDas-qq3px Жыл бұрын
দাদা আপনি যে কথাগুলি বলেছেন একদম বাস্তব সত্য । আমি ও ভাবতাম এইরকম ই l কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছি ৷ ধন্যবাদ❤❤❤
@abhijitkutti Жыл бұрын
এই কারণেই তুমি সকলের থেকে আলাদা- স্বতন্ত্র।।। সকলেই তাদের ভিউয়ারদের নিয়ে ব্যবসা করে, তোমার বিষয়টা সম্পূর্ণ উল্টো।।। তুমি সকলকে ব্যবসায় উৎসাহিত করো।।। খুব ভালো থেকো।।।
@308847391 Жыл бұрын
Dada আপনার শেখানো box theory থেকে আজ একটা share e ৮% profit korechi। Nijer thekei stock select korechilam। Dhire apnar শেখানো process apply korchi। And confident e barche diner diner din। Evabei apnar theke shikhe jete chay। Thanks a lot।
@Mastimoment02 Жыл бұрын
অনেক ধন্যবাদ দাদা এমন একটা ভিডিও দেওয়ার জন্য। আমরা যত তারাতারি তোমার এই কথা গুলো বুঝতে পারবো ততটাই আমদের জন্য ভালো। খুবই গুরত্বপূর্ণ ভিডিও এটা।
@subratachakraborty5329 Жыл бұрын
আজকের ভিডিওটা শিক্ষামূলক এবং ভালো হয়েছে ❤
@ayanbanerjee8995 Жыл бұрын
দাদা তোমার ভিডিও র কথা খুব সুন্দর একদম সঠিক বলেছো। আমি অনেক মানুষ কে এই ভিডিও শেয়ার করে দেবো যাতে মানুষ সচেতন হয় শেয়ার মার্কেট সম্পর্কে জানতে পারে। আর আমরা ও তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি। অনেক ধন্যবাদ দাদা এই রকম ভিডিও বানানোর জন্য।।। 🙏🙏🙏 😊😊😊
@mahadebsaha2012 Жыл бұрын
তোমার বক্তব্যের মূলকথা প্রত্যেক অপশন ট্রেডার এর ভীষণ মনোযোগী হয়ে অনুধাবন করা উচিত বলেই আমার ধারণা। আমি নিজে ও কিছু অপশন ট্রেডিং করি ঠিকই, কিন্তু দেখা যায় যে ,অনুপাতিক হারে তেমন ( সুইং ট্রেডিং এর তুলনায়) সুখকের নয় । তোমার বক্তব্যে আমি নিজেই আজ থেকেই অপশন এর দিক থেকে নিজেকে যথাসম্ভব গুটিয়ে নেওয়ার চেষ্টা করব। ভীষণ দরকারি ও সময়োপযোগী আলোচনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ অনুরোধ আমাকে একটু বিশেষ গাইডলাইন যদি তুমি দিতে পার তাতে আমার উপকার হবে বলে আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
@jayantasahu9450 Жыл бұрын
আপনার এই সচেতনা মূলক ভিডিও পোস্ট করে আপনি আমাদের চোখ খুলে দিলেন আপনি ।আপনার সব পোস্ট আমি ফলো করে ।আপনি এই রকম আরো সচেতনা মূলক ভিডিও পোস্ট করুন যাতে আমাদের মত সাধারণ মানুষ কিছু জানতে ও শিখতে পারে। ধন্যবাদ দাদা ।
@rohanghosh5393 Жыл бұрын
What a humble man you are.❤❤❤❤🎉... আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।❤❤❤😊
@sumantasom5647 Жыл бұрын
তোমার সততা নিয়ে আমাদের কোনোদিন কোনও সন্দেহ ছিল না আর কোন দিন হবে না তোমার নিজের পোটফোলিও সকল কে যেন এই ভাবে দেখানোর দরকার নেই ❤#mybiniyog গুরু
@sandiproychowdhury7587 Жыл бұрын
Absolute true. খুব সত্যি টা তুলে ধরেছেন। ❤❤
@daskmd Жыл бұрын
দাদা, আপনি আজকে যা বললেন, এত কড়া বাস্তব কথা , সত্যের জয় হোক। এটার দরকার ছিল। option করে বহু মানুষ শেষ হয়ে যাচ্ছে। আমার মতে সাধারণ মানুষের জন্যে f&o বন্ধ হওয়া উচিত। প্রত্যেকের longterm নিয়ে ভাবনা করা উচিত ঠিক fixed deposite এর মত। বাংলায় আপনি আর হিন্দিতে share academy এর Ayan sir, অনবদ্য। আপনারা একদম এক, চিন্তা ও option থেকে দূরে থাকা খুব দরকার।
@prasantajana4760 Жыл бұрын
Honestly সত্যটাকে তুলে ধরে মার্কেটের আচরণগুলো কেমন হয় তা পরিষ্কার করে দিয়ে খুব উপকার করলেন দাদা। মার্কেট থেকে পেতে গেলে যা যা করনীয় তা সবিস্তারে অকপটে আলোচনা করেছেন দাদা। ভালো থাকবেন দাদা।
@dupley100 Жыл бұрын
Amar dekha Most Honest and transparent Bengali Trader / Investor / Analyst on KZbin. God Bless you Brother. Keep Growing and help others ❤
@samiranmaity5947 Жыл бұрын
Dada thanks এত সহজে পুরো বাস্তব চিত্র বুঝিয়ে দেওয়ার জন্য।
@tanmaychattopadhyay3572 Жыл бұрын
আপনার প্রতিটা ভিডিওই আমি দেখি। যত ভিডিও দেখেছি তার মধ্যে আজকেরটা খুব ভালো লাগলো। আপনার ভিডিওতে লাইক প্রতিটিতেই করি কিন্তু কমেন্টে করা এত হয় না। খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা।
@AnimeshBis Жыл бұрын
আজকে আলোচনার বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক। খুব ভালো লাগলো।
@avikdutta1474 Жыл бұрын
আমাদের মত যারা F&O অসম্ভব রিটার্নস এর আশায় খুব কম knowledge নিয়ে মার্কেটে লস করেছেন তারা আপনার এই ভিডিওটির মূল্য সব থেকে বেশি বুঝবেন। খুব ভালো লাগলো। সাবস্ক্রাইব শুধু নয় follow করা শুরু করলাম
@chatarijit6783 Жыл бұрын
খুব খুব মূল্যবান পরামর্শ। অনবদ্য ও অকৃত্রিম আলোচনা। শুভেচ্ছা ও অভিনন্দন আনন্দে থাকো, সুস্থ থেকো ....❤❤❤
@santudas66 Жыл бұрын
ধন্যবাদ দাদা🙏🙏🙏🙏 এই জন্যই তো আমরা তোমার সাথে আছি। খুব ভালো লাগলো কথা গুলা খুব মন দিয়ে শুনলাম এবং বুঝলাম। সেই জন্যেই আমি প্রত্যেকটা Comment এ বলি যে তুমি সব সময় এইভাবেই আমাদের পাশে থাকো,আমাদের আর কিছু চাই না।❤
@iamchayanbiswas Жыл бұрын
যা শিখলাম জন্ম জন্মান্তরেও ভুলব না। ধন্যবাদ দাদা ❤
@S.Adhikary_sir Жыл бұрын
Dada ami tmr video last 1year dhore continues dekhe aschi 😊 Ank kichu Sikechi apnar theke 😊 thank you dada❤
@banglasolution2949 Жыл бұрын
অসাধারণ ভিডিও, কিছু জানতে পারলাম, আজ লাভের উদ্দেশ্যে 3টে Stock buying করেছি, অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও এর জন্য 💐🙏🇮🇳
@ronitpramanik6229 Жыл бұрын
অত্যন্ত সত্যি কথা টাকে তুলে ধরেছো দাদা ❤️অনেক হেল্প হবে আসা করি Future এ
@imranmondal6718 Жыл бұрын
বাস্তব সত্যি কথা বলেছেন দাদা ❤ অসাধারণ ❤❤ Thank you
@chanchalmitra2362 Жыл бұрын
এই মানসিকতা টা ধরে রেখো জীবনে অনেক অনেক উন্নতি করবে আর বট গাছের ছাওয়ায় আমার মত তৃণ রা বেচে থাকবে। ধন্যবাদ গুরুজী 🙏🙏
@samirbarai4787 Жыл бұрын
বাহ্ দারুন দারুন ,,,,এটাই সাধারন আমাদের ভিত্তি,,ভালো থাকুন।
@kaberibhattacharyya2072 Жыл бұрын
Khub bhalo laglo apnar alochona gulu.sobar jonno yeta dorkar chilo sotti kotha gulur sona.Thank you so much
@Sryt__00 Жыл бұрын
দাদা তুমি খুব ভালো করে বোঝাতে পারবো অন্যদের থেকে অনেক আলাদা তুমি 😊
@sk.azharuddin3466 Жыл бұрын
দাদা আপনি একজন খুব ভালো মানুষ,,,আপনার সুস্থতা কামনা করি
@chandanmallick915 Жыл бұрын
তোমার প্রতি ভিডিও থেকে অনেক শেখার আছে। তোমার কথা শুনেই আমি কেবলমাত্র সুইং ট্রেডিং করি। তাতে লাভ খারাপ হচ্ছে না। আমি এতেই খুশি। সুইং ট্রেডিং এর জন্য মোটামুটি কতটা ক্যাপিটাল দরকার?
@pradipsen4252 Жыл бұрын
খুব সুন্দর একটা আলোচনা শুনলাম এবং অনেক উপকৃত হলাম।
@skazabul890 Жыл бұрын
তুমি আমাদের এভাবেই helf করলেই হবে।তবে প্রত্যেক ভিডিওতে একটা করে সুইং ট্রেডিং নিয়ে আলোচনা করো যাতে আমরাও কিছু শিখতে এবং income করতে পারি
@sanjoynandi9462 Жыл бұрын
ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটা শিক্ষামূলক ভিডিও দিয়ে আমাদের সমৃধ্য করার জন্য।
@Pinaki893 Жыл бұрын
Dada tumi khub sundor kore bujhiyecho. Ami nije akjon student. Boro capital build korbo ei asay amio amar capital loose korechi. Tarpor asa chere diyechilam, vebechilam ei market amar jonno noy kintu aj tomar video ta dekhe onek kichu sikhlam. Thank you dada.
@akshaykrdhar Жыл бұрын
অর্ণব দা ভিডিও টা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম এবং তোমার সাথে আমি একদম একমত শেয়ার মার্কেট নিয়ে যাইহোক এতদিন তোমার টেলিগ্রাম চ্যানেল এ জয়েন ছিলাম না কারণ আমি টেলিগ্রাম টা ইউজ করতাম না যাই হোক আজকে আমি টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাচ্ছি❤❤❤
@kalyanroy1058 Жыл бұрын
তোমার video দেখে share bazar a সামনে এগোনোর সাহস আর ও বেড়ে যায়। Keep it up,
@sumanghosh7484 Жыл бұрын
আপনি একদম সঠিক তথ্য আমাদের কে দিয়েছেন। প্রথমে আমি নিজে বিভিন্ন ভিডিও আর নিউজ চ্যানেল দেখে আমার ক্যাপিটেলের প্রায় 40% লস করেছিলাম। এখন ইনভেস্টমেন্ট ও সুইং করে তার সবটাই কভার করেছি। আর এটা আপনার অমূল্য গাইডেই সম্ভব হয়েছে। ❤
@souvikpodder7241 Жыл бұрын
Video ta lomba bole dekhi ni, teligram r voice message ta peye aj dekhlam. Nijeke nije darun expose korecho❤❤ agamidiner jonno shubha kamana roilo🎉🎉
@somnathdas7007 Жыл бұрын
আপনার জন্যই আমারা এই market এ কিছু শিখতে পারছি এবং তার সঙ্গে কিছু লম্মী লাভ হচ্ছে। আপনি সাহস যোগানোর কাজ করছেন।
@gourangabiswas1767 Жыл бұрын
প্রদীপের নীচে অন্ধকার, তার বাস্তব চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ দাদা । খুব ভালো লাগলো , আপনার ভিডিও আসার অপেক্ষায় থাকি ...
@arijitchowdhury1905 Жыл бұрын
Khubi honest discussion..khub bhalo laglo..future option sotti marattok..ami nije boro bhuktobogi...aste aste sei bod obbhes theke bar kore enechhi..Akhon swing er invest korei abarcsob loss dhire dhire sodh korchhi
@nakuldebnath9158 Жыл бұрын
দাদা একটা ছোট্ট অনুরোধ ছিল যে , market থেকে income টাকার কীভাবে নিজে থেকে tax ভরতে হয় , তার উপর যদি একটা detail video বানাতে ...😊
@amritabaroi38 Жыл бұрын
Eto sundor laglo je vasay bojhano jacche na....just osadharon...... ❤❤❤❤
@abcpurulia5426 Жыл бұрын
আপনি অন্য দের থেকে আলাদা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤
@dibyendubhandari4476 Жыл бұрын
Dada ami apnar video last 6mas dhore dhekhchi । Karon aponar prothom prothom ৩/৪ video dheke apnake khub bhalo moner manush mone hoye chilo । Tumi aj ei video ta kore amar mon aro jite nily ।🙏
@protivabirbanshimajhi7398 Жыл бұрын
Apner matamat 80% satti, ami 2year marketa achi, apner video dekhi, Swing trading best, toba ami dekhachi expery din opsion seeling kora jeta pata, puro premium ta paya jai, Thanks🌹🙏
@monimoyroy1632 Жыл бұрын
খুব ভালো ভাবে ব্যাপারটা বুঝিয়েছো, সব কিছুতে ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করেছো, অনেক কিছু জানতে পেরেছি, এইভাবেই তোমার পোস্ট গুলো আরো ইনফরমেটিভ হোক এই আশা রাখি, ভালো থেকো
@kishormalakar2883 Жыл бұрын
Dada apnar honesty er jonno lockdown theke suru kore ami regular apnar video dekchi ar kharap market er samay apnar thekei invested thakar sahos peyechi tai ajke ekta bhalo profit e achi,thank you dada.
@মনেরমাঝেতুমিকৃষ্ণ Жыл бұрын
❤❤❤ একদম ঠিক বলেছেন দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে 💐💐
@suvendumondal4165 Жыл бұрын
I have made 8.5% in this financial year. This is my 2nd year in the market. I learned a lot from you
@truthseeker0005 Жыл бұрын
Apni ki swing treding koren ?? Ami vabchi treding start korbo
@suvendumondal4165 Жыл бұрын
@@truthseeker0005 both swing & long term
@SHAIM9206 ай бұрын
এক্কেবারে বাস্তবের মাটিতে দাড়িয়ে কথা বলার জন্য তোমার উপরে বিশ্বাস ও ভরসা করি এগিয়ে চলো পাশে আছি পাশে থাকবো
@JiaulSekh-ry4qy Жыл бұрын
খুব সুন্দর আলোচনা দাদা❤
@nature2.531 Жыл бұрын
✍️আপনার ভিডিও দেখে স্টোক market থেকে প্রফিট করেছি |🙏Thank you very much.
@goutammahata4094 Жыл бұрын
দাদা আপনার সুইং ট্রেডিং এর সাজেশন থেকে উঠে দাঁড়িয়েছি। অনেক ভালোবাসা দাদা ❤
@palashdas7999 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ এই সত্যটা তুলে ধরার জন্য। নতুন করে আবার তোমাকে আবিষ্কার করলাম।
@pranabpaul6132 Жыл бұрын
Awesome video...lots of love for your true effort...nijer pnl check korlam April to Aug....swing kore jeta eseche option kore seta geche...kodin dhorei vabchilam option trading bondho korbo...vogobaner kripai,tomar guidance a swing kore monthly 3-4% chole ase...tarporeo 5 yr a 1 cr er prolovon a nijeke dobachchi....thank you Arnab Da,for your true guidence...kolkatai please ekta webinar koro...opeckhai achi..😍😍
@kalyanhalder5601 Жыл бұрын
অর্ণব দা তোমাকে শত কোটি প্রণাম 🙏🙏🙏❤❤❤। God bless you Dada. I love short term, mid term and long term. I hate option trading .
@sukantadas4876 Жыл бұрын
অসম্ভব আন্তরীক কথা ভাই। অনেক বড়ো হও।
@JAYANTADAS-dz4ed Жыл бұрын
100% agreed to your suggestion that swing trade is the best strategy to earn from the share market. Awaiting for your better videos in future.
@sahebsadhukhan4957 Жыл бұрын
বা দারুন। এইজন্য মার্কেট অনেক কিছু বুঝতে পারলাম।
@nadirshossaininformation Жыл бұрын
দাদা আমি KZbin অনেকে জোনে র video dekhec6e but apnar moto ato sundor explain. ❤❤❤❤
@goutamdebnath1670 Жыл бұрын
দাদাভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য, ভাই আমি প্রচুর টাকা লস করেছি অপশন ট্রেডিং করে কিন্ত আজ তোমার এই ভিডিও দেখে বাস্তবতা শিখলাম, ঈশ্বর তোমাকে মঙ্গলময় করে রাখুক প্রার্থনা করি
@satyabratadatta325 Жыл бұрын
This video confirmed that you belong to a good and honest family. Your fundamental education which you learn form family is very rich. I pray to almighty for your long live and keep this mindset forever. Thank you very much.
@biswajitmanna8216 Жыл бұрын
Darun laglo apnar discussion, honesty.Ami sudhu long term r kichu swing trade kori,fut& option kori na, apni khub valo manush, sarajibon ai rakom thakben.❤❤I respect your opinion.
@apurbamata9220 Жыл бұрын
আপনার stategy বেস্ট stategy। কোনো কথা হবে না। নিসার্থ ভালোবাসা আপনার জন্য। ❤
@baidyaenterprise8352 Жыл бұрын
আপনার ব্যাখ্যার সাথে সম্পূর্ন একমত এবং আমি ভূক্তভোগী বটেও ৷৷ আমি অপশন করতাম এবং এখন ছেড়ে দিয়েছি- তাই এখন একটু শান্তিতে ঘুমোতে পারি ৷৷ কেন, শুধু শুধু টেনশন নেবো ??
@satadrupatra9392 Жыл бұрын
Dada valo laglo. Khub sundor ❤❤❤ 100 - 200 ® share niye ekta video korle valo hoy... ami apner video daily dekhi.. FO trading 😂😂❌❌ khub dangerous ami jani.... dada goooo ...
@imamhasan8312 Жыл бұрын
Option trading a 30k loss kore aj swing trading করছি। আর এটাই করবো। অল্প হলেও profit এ থাকছি
@kumardebnath17126 ай бұрын
Dada apni honesty blchen...thank u dada...asa rakhbo erokom vabe apni guide korun....thank u dada...apni valo thakben..
@prosenjitdebnath1041 Жыл бұрын
Khub valo dada.. Tomar theke sob somoy pupokar e peyechi. R onek ta vorsha kori. R ei jonnoi kori vorsha, je tumi sothik ta bolo r dekhao.. Sompuno video ta dekhechi.
@Surojitsarkar-z3l8 ай бұрын
সাধারন মানুষের কাছে ভগবান তুমি
@prankrishnamallik9374 Жыл бұрын
Thank you so much sob kichhu kholamela amader song e alochona korar jonyo ei jonyo my biniyog amader febarit❤🎉
@mahfuzmiajee3662 Жыл бұрын
I am from Bangladesh, helpful ur all video before invest. Thanks from heart ❤️.