Рет қаралды 109
আরও হোক, আরও হোক, শ্বাসের শব্দ আরও হোক,
আরও হোক, আরও হোক, হৃদয়ে ব্যথা আরও হোক।
তুই যে আছিস, কিন্তু নেই, এই শূন্যতা ছাড়লো না,
কাছে এলেও দুরে চলে যাবি তুই, থাকবি না।
তোর ছোঁয়ার তৃষ্ণায় আমি পুড়ি,
তুই আছিস যেন আগুনের নেশায় ঘুরছি।
তোর ছায়ায় হারিয়ে আমি,
তুই আছিস, অথচ কোথাও নেই তুই।
আরও হোক, আরও হোক, চোখের জলে আরও ভিজি,
আরও হোক, আরও হোক, কষ্টে ভাঙুক আমার হৃদয়।
তোর সুরে বাঁধা আমি, তুই বাজছিস অন্তরে,
তবু কেন জানি না, এই দুঃখ পিছু ছাড়ে না।
আমি তোর, তুই আমার, তবু এই মন পায় না তোকে,
আমার মাঝে তুইই আছিস, তবু কেন তুই পাবি না আমাকে।
আরও হোক, আরও হোক, শ্বাসের শব্দ আরও হোক,
আরও হোক, আরও হোক, হৃদয়ে ব্যথা আরও হোক।
---