আরণ্যক করতে গিয়ে অনেক কিছু নতুন শিখেছি, বিভূতিভূষণ কে আরও ভালো করে চিনেছি। আপনারা বলুন আগামী দিনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর আর কোন উপন্যাস আমরা করবো? সবশেষে বলবো 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 𝗘𝘀𝗼 𝗚𝗼𝗹𝗽𝗼 𝗞𝗼𝗿𝗶 𝗣𝗿𝗶𝗺𝗲 !!
@souvikfilmreviewanalysis2 жыл бұрын
ইছামতী, দেবযান
@subhasnayak87302 жыл бұрын
Obviously
@sohansardar62982 жыл бұрын
ইছামতী
@rootroy22812 жыл бұрын
একটু শরদিন্দু করুন...
@hasnatpranta59412 жыл бұрын
বাংলাদেশি লেখক জহির রায়হান এর উপন্যাস শুনতে চাই
@indranildey8900 Жыл бұрын
আমার মতে নোবেল টা আমাদের প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ ববন্দ্যোপাধ্যায় মহাশয়ের একমাত্র প্রাপ্য,কারণ এরকম উপন্যাস তিনি ব্যাতিত আর কোনো কবির পক্ষে সম্ভব নয়।অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই❤❤,ও অনেক গর্বিত আমি সেই বিদ্যালয়ে পঠন পাঠন সম্পন্ন করেছি যেখানে আমাদের আদর্শ বিভূতিভূষন বাবু পড়াশোনা করেছেন🥰❤️🙏
@souvikfilmreviewanalysis2 жыл бұрын
যতো শেষ হচ্ছে ততো যেনো চোখে জল এসে যাচ্ছে। এই গল্পে আছে অনেক অনেক সুন্দর মুহূর্ত আর অফুরন্ত ভালোবাসা। ❤️🙂
@nilenduguha863 Жыл бұрын
ওনার নোবেল পুরুস্কার পাওয়া উচিৎ ছিল এই অনবদ্য সৃষ্টির জন্য।
@randomtubebangla48672 жыл бұрын
কেনো চলে গেলো গল্প কথক? প্রকৃতি কে ভালোবেসে ভানুমতির সাথে কেনো বাঁধলো না ঘর? এই উপন্যাস সারাজীবন আমার মনে ছাপ ফেলে রাখবে। কেনো জানিনা সমগ্র উপন্যাস শেষ করার পর আমাকে সবুজ বনানী যেনো ডাকছে। মনে হয় শ্রীমান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়েছি। ধন্যবাদ এরম একটা উপহারের জন্য "এসো গল্প করি প্রাইম" আমি অন্য কোনও চ্যানেল বা কণ্ঠশিল্পীদের সাথে তোমাদের তুলনা করতে চাই না। তোমরা একেবারে স্বতন্ত্র। তোমাদের জায়গায় তোমরাই শ্রেষ্ঠ। এগিয়ে যাও মা সরস্বতীর আশীর্বাদধন্য হয়ে।
@swajalgiri255 Жыл бұрын
কী যে বলিব খুঁজে পাচ্ছি না, চোখের সামনে যেমন সব ভাসছিল, সত্যিই এই ধরিত্রী মাতার শান্ত স্নিগ্ধ বনভূমি গুলোকে বাঁচিয়ে যে রাখতেই হবে , একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান💚🌼
@kuntalpanda42762 жыл бұрын
সত্যি Mirchi এর পর কেউ যদি বাংলা গল্প গুলো কে এত সুন্দর ভাবে তুলে ধরতে পেরেছে তারা এসো গল্প করি। অনেকের মনেই ধারণা আছে যে গল্প মানেই Sunday suspense আর তার জন্য এসো গল্প করি কে তারা এড়িয়ে যাচ্ছে, তাহলে তারা ভুল করবে। আমার মনেও এই এক ধারণা ছিল। তবে সেই ধারণা পরিবর্তন করেছে এসো গল্প করি। আর আজ আরণ্যক এর মতো একটা উপন্যাস এই ভাবে উপস্থাপন করে সত্যি প্রমান হয়ে গেলো যে এসো গল্প করি কারুর থেকে কম নয়। নিয়মিত 2 টা channel এ গল্প upload করা, সত্যি সেলাম জানাই তোমাদের পরিশ্রম কে। এক কথায় দারুণ লাগলো এই উপন্যাস টা শুনে। ভবিষ্যতে আরও অনেক উপন্যাস ও গল্প চাই ❤❤
@EsoGolpoKoriPrime2 жыл бұрын
অনেক ধন্যবাদ ❤️❤️
@somkarak26322 күн бұрын
আরেকটা কোন্ চ্যানেল?
@kuhelidas17482 жыл бұрын
এমন কালজয়ী উপন্যাসের এত সুন্দর সাবলীল উপস্থাপনা সত্যি প্রশংসনীয়। দুদিন ধরে সাতটি পর্ব একবারে শুনে শেষ করলাম, ফলে মনের মধ্যে যেন আদিম সেই অরণ্যের স্নিগ্ধতার নেশা লেগে গেল। অসাধারণ উপস্থাপনা । আবার এরমই কোনো কালজয়ী উপন্যাস শোনার অপেক্ষায় রইলাম ।
@prantoshmaji1727 Жыл бұрын
পড়েছি আগে দুবার। প্রকৃতিকে এত নিখুঁতভাবে পর্যবেক্ষণ ও বর্ননা করার ক্ষমতা একমাত্র বিভূতিভূষণ এর ই ছিল।
@saidmolla48392 жыл бұрын
এরপরে আরো উপন্যাস চাই এরকম , ক্লাসিক গল্প আর অ্যাডভেঞ্চার গল্প শোনার মজাটাই আলাদা, তান্ত্রিক ভুত-প্রেত এসব শুনে শুনে আর ভালো লাগে না ❤️❤️❤️
@protapmondal51802 жыл бұрын
গল্পের কথক যতবার বলছে এটাই শেষ আর আসা হবে না, তখনই নিজেকে ওর জায়গায় দেখতে পাচ্ছি। মনটা হু হু করে উঠছে, মনে হচ্ছে কিছু একটা জিনিস জীবনের জন্য হারাতে চলেছি। 😥😥😥
@Mandal_priyanka11 ай бұрын
শুনতে-শুনতে শেষ পর্বে চলে এলাম মনটা সত্যি খুব খারাপ করছে। আপনাদের অনবদ্য উপস্থাপনা। মুগ্ধ হয়ে গেলাম। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে আমার সশ্রদ্ধ প্রণাম।
@Asadsoil110 ай бұрын
সোনার পাহাড় , রেডিও মিরছির ঐ গল্পের পর এটাই আমার শোনা সেরা গল্প❤❤ খুব ভালো হচ্ছে . প্রশংসনীয় কাজ
@shantanudey4945 Жыл бұрын
আমি আজ এই গল্প শোনা শেষ করলাম,গত তিন দিন ধরে শুনলাম, অপূর্ব ,অসংখ্য ধন্যবাদ আপনাদের মীর বা দীপ এর পর এত দীর্ঘ গল্প শুনলাম ভালোবেসে, রীতম ধন্যবাদ, শেষ টায় মনে হচ্ছিল যে আমিই বোধয় কুন্ত, ভানুমতির দের ছেড়ে,ওই বনানী ছেড়ে কলকাতায় চলে যাচ্ছি,কষ্ট হচ্ছিল, বলার আরও অনেক কিছু ছিল, ভাষা পেলামনা, জল ভরা চোখে বিদায়
@EasypaintwithBiswanath2 жыл бұрын
আমার প্ৰিয় উপন্যাস। সময় পেলেই বই খুলে এটা পড়তাম। উপন্যাসটি এতো সুন্দর ভাবে অডিও তে তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর লাগলো আপনাদের উপস্থাপনা। পর্ব গুলো আসতে একটু দেরি হতো বলে একটু রাগ হতো বটে, তখন পুরোনো পর্বগুলোই শুনতাম 🙂। এই চ্যানেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং সেই সঙ্গে এই ধরণের উপন্যাসেরও অডিও শোনার অপেক্ষায় রইলাম। 🙏🙏🙂🙂
@joydeeppodder30362 жыл бұрын
পরিবেশনার জন্য থাকলো অফুরন্ত ভালোবাসা সকলের জন্য
@protapmondal51802 жыл бұрын
উপন্যাসটি শেষ হতেই খুব কান্না পাচ্ছিল, কিন্তু সবার সামনে কাঁদতেও পারছি না।
@savetheworldagainАй бұрын
😂😂😂
@sunnymondal13472 жыл бұрын
ক্লাসিক ক্লাসিক ক্লাসিক। ❤️ যার পুরনো হওয়ার সম্ভবনা নেই।❤️
@radharanidas3302 Жыл бұрын
আহা মন টা জুড়িয়ে গেল....মনে হয় অক্সিজেন পেলাম জীবনে ❤আর নিজেকে ...সেই ভানুমতী মনে হল.....❤
@naturewarriors29912 жыл бұрын
এতদিন কোনো কমেন্ট করিনি। গল্পের শেষে করার ইচ্ছা ছিল। তাই আজ করছি " ধন্যবাদ এসো গল্প করির সবাই কে" ইংরেজি কথার ওই অনুভূতিটা আজ আবার হলো যখন ম্যানেজার বাবু চলে গেলেন " goosebumps"। অসাধারণ লাগলো। আর কথাসাহত্যিক বাবু কে নিয়ে কিছু বলার যোগ্যতা আমার নেই। উনি বিরাজ করেন আমাদের বাঙালিদের হৃদয় জুড়ে।❤️❤️❤️❤️❤️❤️❤️
@anjankumarmukherjee1416 Жыл бұрын
বিভূতিভূষন মহাশয়ের লেখার মতনই সুন্দর আপনাদের গল্প পাঠ এবং উপস্থাপনা। আবহসঙগিত অত্যন্ত সুন্দর। আপনাদের প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালবাসা।💖⚘️🙏👍
@tonusarker13052 жыл бұрын
একে একে সাতটি পর্ব খুব ভাল করে চোখ বন্ধু করে শুনলাম ।অসাধারণ ছিল ❤️ সত্যি,, পৃথিবী টা মায়ার পৃথিবী 😍
@BROWNGIRL-gt1sx7 ай бұрын
4 din dhore sunchi besh mon khrp hocche 😔😔😔🥺❤️🧿
@santanudebnath57822 жыл бұрын
একটি কথাই বলব.... অদ্ভুত। ❤🙏💐💐 আপনার কন্ঠে এইরকম আরও উপন্যাস ও গল্প শোনার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।
@theduspeech4241 Жыл бұрын
আহা! ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুনলাম। অসাধারণ হয়েছে, শুভকামনা রইল টিমের জন্য, নিয়মিত আপলোড করুন বিখ্যাত উপন্যাসগুলো, বাংলায় উপন্যাসের জন্য এমন একটি চ্যানেলও নেই।
@subhadeeprana496311 ай бұрын
এই বিশাল আয়তন উপন্যাসকে সুন্দর রূপ দিয়েছেন। শ্রোতা হিসাবে অনেক ব্যাস্ততায় আপনারা আমাকে একরাশ শান্তি দিলেন কয়েকদিন। ধন্যবাদ আপনাদের
@arindambanerjee61432 жыл бұрын
অসাধারণ ❤️।মুগ্ধ হয়ে শুনে গেলাম শুধু। এত ভালো কাজ যে কোন প্রশংসা ই যথেষ্ট নয়।বাংলা সাহিত্যের সর্বকালের সেরা এক ক্লাসিক কে এভাবে উপস্থাপনা করার জন্য বাংলা অডিও স্টোরির শ্রোতারা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে।অডিও স্টোরির জগতে আপনাদের এই কাজ চিরকালীন হয়ে থাকল।বাজার চলতি তন্ত্র ভুত গোয়েন্দার বাইরেও যে কাজ করা যায় সেটা আশা করি এবার অন্য রাও বুঝবেন।আমি বিশ্বাস করি একদিন পাঠক শ্রোতারা বাংলা সাহিত্যের মণিমুক্তা দের কাছে ফিরবে,ফিরবেই।আর তখন এই কাজের প্রকৃত মূল্যায়ন হবে। ভালো থাকবেন আপনারা। আগামী দিনেও অনেক প্রত্যাশা রইল❤️
@shafalybegum5110 Жыл бұрын
শেষ পর্বটা শুনে এতো কষ্ট লাগলো... নিজের বুকের ভেতরটাই কেমন যেনো হু হু করে উঠলো... কেমন অনুভূতি বলে বোঝাতে পারবো না... নিজেকেই ঐ জায়গাতে মনে হচ্ছিলো... সত্যিই আমরা ভালো নেই যেই অনাগত প্রজন্মের কথা বলা হয়েছিলো গল্পে... আমাদের উন্নতি হলেও হারিয়ে গেছে আনন্দ... হারিয়ে ফেলেছি আরণ্যককে... বাতাস এখন বিষাক্ত... মন ছুটে যেতে যায় ঠিক লেখকের মতোই কোনো আরণ্যকে.... ❤
@sipradas45238 ай бұрын
Katabar parechi ghat sila 4 bar gechi gata 4/4/24 ogechi mane ha dektepabp unake
@RabiPramanik-d1r8 ай бұрын
সত্যিই যেমন সুন্দর উপন্যাস, তেমনি সুন্দর উপস্থাপন, গভীর ও নিবিড় ভাবে উপন্যাসটি শুনেছি মোহাচ্ছন্নের মতো❤❤, অবশেষে ভানুমতির স্নিগ্ধ মনে মন মিলতে চায় লেখকের মতোই।❤
@soumyasadhukhan83232 жыл бұрын
প্রত্যেকটা পর্ব আবার শুনবো । খুব সুন্দর কণ্ঠ, অসাধারণ উপস্থাপনা। যখনই শুনতে বসি মনটা অদ্ভুত আনন্দে ভরে যায়। অনেক ধন্যবাদ গোটা টিমকে।
@rebasarkar19482 ай бұрын
আজ থেকে কত বছর আগে কালজয়ী এই লেখক আজকের বর্তমান আমাদের পরিস্থিতির কথা বলে গেছেন তাঁর উপন্যাসের মধ্যে দিয়ে, অরন্য সত্যিই হারিয়ে যাচ্ছে...…আমরা বুঝেও বুঝতে চাইছি না। ধন্যবাদ জানাই প্রীতম কে ফুলকিয়া,নবডুলিয়া,নাড়া...... চোখের সামনে তুলে ধরার জন্য। অপূর্ব উপস্থাপনা।
@subhashdey8420 Жыл бұрын
Durdanto golpo path. Mon vore gelo
@zmtmamun41632 жыл бұрын
এত সুন্দর সাবলীল উপস্থাপনা আগে কখনো কোন উপন্যাসে শুনিনি, আপনার কন্ঠে উপন্যাস যেন পরিপূর্ণতা পেয়েছে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে🇧🇩🇧🇩🇧🇩 রিদম মুখার্জি ভাইকে🥀🖤
@artpencil5144 Жыл бұрын
Ei uponnas ti jokhon prothom bar porechilam Ami hariye giyechilam kalponik oronno rajir majhe,amar ghorer dewal e ekechilam Saraswati kundo r chobi.dhonnobad eto sundor uposthaponara jonno❤❤
@Art_with_Pratyasha Жыл бұрын
এই প্রৌঢ় বয়সে গতি দ্বিগুণ করে বার বার শুনে নিলাম। সত্যি ই অসাধারণ লাগলো।
@arpitamukhejee7622 ай бұрын
প্রথম থেকে শেষ পর্যন্ত সব গুলো পর্ব শুনলাম। অদ্ভুত সুন্দর উপস্থাপনা। মনে থাকবে। অনেক ধন্যবাদ সবাই কে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।
@moumitasamanta41222 жыл бұрын
খুব ভালো লেগেছে ঋজুদার অভিযান কাহিনি শোনার ইচ্ছে রইল
@somnathbanerjee33392 жыл бұрын
আরণ্যক ও চাঁদের পাহাড় শেষ হলেই মন খারাপ হয়। মনে হয়, এ যদি দীর্ঘকাল ধরে চলতো, তাহলে বেশ হতো।
@RATNADEEPSINHA-xx2ry2 күн бұрын
অপূর্ব সুন্দর। Ritam কে অনেক ভালোবাসা, সত্যই সে প্রশংসার যোগ্য। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@harpriyasarkar2342 Жыл бұрын
আমি প্রতি টা পার্ট শুনেছি আমার ভীষণ ভালো লাগলো ❤❤❤
ধাতুরিয়ার অংশটুকু শুনে নিজেকে ধরে রাখতে পারি নি।অনেকদিন পর আমি এত কেঁদেছি।
@dipankarbhattacharjee24092 жыл бұрын
এই সাতটি পর্ব শুনতে শুনতে বারবার গল্পের জগৎ এ হারিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি কে আরো একবার অমর করে তুললেন। আগামীতে যদি কখনো অরণ্যের দিনরাত্রি পরিবেশনা করেন তাহলে খুব খুশি হব।
@sukhenduchakraborty2 жыл бұрын
শেষে চোখে জল চলে এলো... শেষের background music টার জন্য বলি... "এমন গল্প শুনলে রাজা আমাদের ছেড়ে দিতো গো"
@kasemahamed58602 жыл бұрын
সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। শেষের পর্বটি শোনার সময় খুব মন খারাপ করছিলো । এসো গল্প করি টিম কে অসংখ্য ধন্যবাদ। এবং রিতম দার গলার আওয়াজ যেনো এখনও কানে লেগে আছে। সত্যিই অসাধরন। ভাবছিলাম রিতম দাই কি তাহলে পরবর্তীকলে মির দার জায়গা নিতে চলেছে ??
@sadmansakib42952 жыл бұрын
অসাধারণ লেগেছে। আপনাদের পরিশ্রমগুলো সার্থক হোক। এভাবেই সাহিত্যের প্রসারে অগ্রণী ভূমিকা রাখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।
@golperasor56982 жыл бұрын
ক্লাস 9 এ থাকতে উপন্যাস টি পড়েছিলাম সেই সময় এর সেই বারবার গলার কাছে দলা পাকিয়ে আসা কষ্টটা আবারও ফিরে ফিরে আসলো 7টি পর্বে। একেই বলে যুগান্তকারী সৃষ্টি। সৃষ্টি আরও জীবন্ত হয়েছে পাঠকের পাঠে । অনেক শুভকামনা টিম কে।
@subhadeeprana496311 ай бұрын
ভানুমতি পরিবেশনা অসাধারণ লেগেছে সব থেকে পুরো উপস্থাপনায়
@mohimasarkar1994 Жыл бұрын
এই কদিনে আমরাও যেন পুরোনো বাসিন্দা হয়ে এই অরন্যের। প্রতিটি মানুষ যেন কত আপন। আজ এই শেষ দিনে ফিরে যেতে যেতে বারবার পিছু ফিরছি আমরাও। মন খারাপ বাসা বাঁধছে মনের গভীরে
@rajendrasen9305 Жыл бұрын
অসাধারণ.. মনে হচ্ছিল চোখের সামনে পুরো বিষয়টি উপস্থাপিত হচ্ছে
@mallikasarkar31695 ай бұрын
অপূর্ব সুন্দর... এত সুন্দর আপনাদের উপস্থাপণা!! আমি তো ভেবেছিলাম এটি মির্চির দীপের গলা.. ভীষণ সুন্দর উচ্চারণ ও কন্ঠস্বর!!
@Ruhi___9246 Жыл бұрын
একদম শেষ অবধি শুনলাম গল্পঃ গুলো এতো ভালো লাগলো এতো ভালো উপস্থাপনা সত্যিই অতুলনীয় আরো উপন্যাস upload করুন দাদা যদি সম্ভব হয়....শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এর উপন্যাস দিন দাদা ❤❤❤
@pronobmondal772810 ай бұрын
আপনাদের উপস্থাপনা অসাধারণ ও অনবদ্য। কবি বিভূতিভূষন বন্দোপাধ্যায় এর "আহ্বান, "দুই বাড়ি" এবং "আদর্শ হিন্দু হোটেল" এই তিনটি নাটক আপনাদের এমন চমৎকার উপস্থাপনা সহিত শোনার ইচ্ছা আছে। অনেক কমেন্টের ভিড়ে এই কমেন্ট হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু এই তিনটি উপন্যাস সত্যি অসাধারণ। অপেক্ষায় রইলাম আপনাদের গল্পের.........❤️❤️❤️❤️
@jubairhossain19116 ай бұрын
অসাধারন। উপস্থাপনা। মনে হয় যেন সেই কাল্পনিক আরন্যকে হারিয়ে গেছি।
@keyachatterjee43192 жыл бұрын
তোমাদের পুরো টীমের জন্য রইলো আমার শুভ নববর্ষের অফুরন্ত ভালবাসা ও শুভকামনা ❤️❤️❤️❤️ , এতদিন ধরে তোমাদের পরিবেশনা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেছি , আজ তার পরিসমাপ্তি ঘটল , রেখে গেল একরাশ মুগ্ধতা ও মনখারাপের ডালি , কি অপার আগ্রহ , ভালোলাগা আর বিস্ময় নিয়ে যে শুনেছি তা ভাষায় বর্ণনা করা যাবে না , কি সুন্দর গল্পপাঠ , আর অভিনয় আর আবহসংগীত , আহা , আহা ! ঋতমের কন্ঠস্বরে যে কি যাদু আছে , কি স্নিগ্ধ বাচনভঙ্গি যা মনকে শেষপর্যন্ত আবিষ্ট করে রাখে , অনেক ধন্যবাদ তোমাদের এরকম একটি পরিবেশনা আমাদের উপহার দেবার জন্য , আরো একটি অতি সুন্দর পরিবেশনার জন্য অপেক্ষায় রইলাম ❤️❤️❤️❤️
@skycreation89256 ай бұрын
উপন্যাস টা শোনা জাস্ট শেষ করলাম। গল্পের এইবারে শেষের অংশে এসে চোখের কোণ দিয়ে দুফোটা জলও যেনো বেরিয়ে গেলো। এতো সুন্দর উপস্থাপনা করেছেন আপনারা যে কখনো মনে হয়নি লেখক একা অরণ্য ভ্রমণ করছেন, মনে হয়েছে যেনো আমি নিজেই লেখকের সফরসঙ্গী ছিলাম । বিভূতীভূষণ একটাই, বিভূতীভূষণ অদ্বিতীয় । 💚💚 #Aranyak অনেক ধন্যবাদ আপনাদের
@milanpal405111 ай бұрын
আহা রে, খুব সুন্দর ভয়েস। খুব আকর্ষণীয় পাঠ। মুগ্ধ হলাম আরণ্যক শুনে।।
@goutamsamanta4533 Жыл бұрын
দারুন উপবেশনা,,,,দারুণ ।। এরকম আরও লম্বা গল্পঃ চাই।।
বিগত কয়েকটা দিন ধরে শুনলাম আরণ্যক …..একটা সুন্দর অভিজ্ঞতা হয়ে রইল , অনেক চ্যানেল এর ভিড় এ আপনারা স্বতন্ত্র, পাঠ অসাধারণ রকমের সাবলীল…. শ্রীবৃদ্ধি কামনা করি।
@indraji012 жыл бұрын
Ek odvut sundor jatrar sakhi chilam etodin ja ses hoe gelo aj 💔💔 moner moni kothae omolin thakbe ei kahini bohudin ❤❤
@mayukdasgupta5 ай бұрын
Asadharan. I felt like walking in the jungle and experiencing the entire Aaranyak. Spell bound experience. Thank you so much for this spectacular show.
@mitalibhattacharya92772 жыл бұрын
মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এত সুন্দর উপন্যাসটি।বন জঙ্গল, গাছপালার প্রতি এত ভালবাসা ,ভাবা যায় না।আমরাও গল্পটি শুনতে শুনতে গাছপালাকে ভালবাসতে শিখেছি।আপনাদের সবার দুর্দান্ত উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে।এগিয়ে যান। ভাল থাকবেন। শুভ নববর্ষ।
@rabindey2471 Жыл бұрын
এগুলো গল্প নয় এক সময়ের সত্যি ঘটনা জীবনের কাহিনী সেই সব দিনগুলো ছিল আরন্যকের 😍😍😍😍 মতো সত্য
সত্যি অসাধারণ। বিশেষ করে যারা প্রকৃতি মায়ের সৃষ্টি দেখতে দেখতে বার বার মুগ্ধ হয়ে যায়।যারা নিজেদের ইট বালি ঘরের কাছে ছোট ছোট অরন্য তৈরি করে প্রকৃতি মাকে শ্রদ্ধা নিবেদন করেন তাদের কাছে বিভুতি ভূষণ যেন ঈশ্বর এর দূত।
@rajeshswain25543 ай бұрын
Osadharon Ekta Journey Korlam..Thank You Team 'Eso Golpo Kori'
@tapasroy6932 Жыл бұрын
অপূর্ব, দারুন ভালো লাগল
@patwaryh70907 ай бұрын
This is awesome story not story this is natural life we’re missing this time.. thanks bebhuty bushon.. also thanks rithom
এককথায় অনবদ্য অসাধারণ…❤️ আমাদের উপস্থাপনাই - আরণ্যক সত্যিই জীবন্ত… সমস্ত কলাকুশলীদের জানাই অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা…🙏
@Ebongsubhadip2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ESO GOLPO KORI PRIME, এইটি মনের খুব কাছের একটি উপন্যাস, তার শ্রুতি নাট্য রূপ যথাযথ ভাবে উপস্থাপনার জন্য Ritam ভাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও
@rintupramanik51542 жыл бұрын
অনেক ধন্যবাদ এমন অমূল্য সম্পদ উপহার দেবার জন্য। আগামী দিনে আরো অনেক অমূল্য সম্পদ উপহার দেবেন আমাদের কে। অনেক শুভ কামনা রইলো ❤️।
@PapiyaMandal-m4h11 ай бұрын
খুব ভালো লাগলো ইচ্ছে করছে একবার ওই জায়গায় যদি আমিও ঘুরে আসতে পারতাম সেই সত্যচরণের সাথে ভানুমতির পাশে, অরণ্যের নিবিড় শান্ত প্রেম মনকে উতলা করে দিলো। আমিও ওই গল্পের জগতেই নিজেকে হারিয়ে ফেলতে চাই, সত্য চরণের চোখ দিয়ে আমিও দেখতে চাই সেই আরন্যক
@PapiyaMandal-m4h11 ай бұрын
❤
@srimatimaiti57392 жыл бұрын
এতো ভালো লাগলো বহু দিনপর বীভুতীভুষনের লেখা শুনলাম আমি যেমুহূত্ শুনেছি শেষ না করা পযর্ন্ত থামতে পারিনি অসংখ্য ধন্য বাদ বীভুতিভুষনের মত কেউ এত সুন্দর করে অরন্য কে পাঠকের কাছে পোঁছতে পারেনি…..
@TanvirKhanLemon-m3m6 ай бұрын
New south wales এ বসে শুনলাম পুরো টাই।বাংলাদেশী! অনেক ভালো একটা কাজ করছেন! মনে হচ্ছে আপনাদের মতো ভালো মানুষ ও আছে!ভাবা যায় না😊
@SkNuruddin00169 Жыл бұрын
আমি কোনো কমেন্ট করতে চাই না তবে এই 7 টি পর্ব শুনে আমার মন হূ হু করে উঠছে
@saadmohammedkawsar11325 ай бұрын
এতো সুন্দর করে গল্প পাঠ করা যায় অকল্পনীয়
@sharmisthasur238 Жыл бұрын
সম্পূর্ণ উপন্যাস টি শুনে মন মুগ্ধ হয়ে গেল। অপূর্ব কথন ভঙ্গিমা খুব ভালো লাগলো।
Khub khub bhalo laglo, thank you eto sundor poribeshon koror jonno
@krishnathandar9209 Жыл бұрын
উপন্যাস বা ছোটো গল্প শোনার উপযুক্ত কন্ঠস্বর আপনার। একটা যেন গভীর ভাব রয়েছে আপনার কন্ঠে।
@mallikasarkar31695 ай бұрын
অসম্ভব ভাল বললেও কিছুই বলা হয় না। উপন্যাসের মান নিয়ে কিছু বলা তো ধৃষ্টতা মাত্র.. আমার মতে “আরণ্যক” বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ! কিন্তু উপস্থাপণাও অনবদ্য, বিশেষ করে ঋতমের পাঠ ও বাচনভঙ্গী। সব মিলিয়ে একেবারে মুগ্ধ হলাম। ঘোর কাটতে সময় লাগবে।
@bimalchowdhury36692 жыл бұрын
Khub valo laglo...aro eicrokom golpo chai
@golporkothakothargolpo46985 ай бұрын
Apurbo ami golpo ta ekhon sunlam . Sotti khub sundor. Ekta onno duniyay chole gechilam mone hochhilo. Sotti sundor poribesona.
@sagarpaul98492 жыл бұрын
eto darun laglo bolar moto na eto sundor thik jeno sei bonei puro golpo ta karor mukhe sona darun emoni aro kichu pawar asa roilo
@sukamalchatterjee23782 жыл бұрын
'Goosebumps' word tar mane ta aj prottokkho korlam. Dhonnobad team eso golpo kori ke. Koti koti pronam lekhok sotta ke. ❤❤❤🙂
@arunbhattacharya5688 Жыл бұрын
গল্প সোনার অভ্যাস শৈশবের দিন গুলো মনে করে।দুর্দান্ত পরিবেশন ।আপনাদের সাফল্য কামনা করি ।ধন্যবাদ
@mithunbatabyal50142 жыл бұрын
অসাধারণ একটি সৃষ্টি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাদেরকে।
@koushiksaha95112 жыл бұрын
Khub sundor Finishing.... Ekdom The End of Classical Bengali Movie
@sayansamanta47212 жыл бұрын
Khub valo presentation. Last part ta best. My all time favourite..
Aj ses porbe mon ta kharap hoye gelo..golpo tai akta alada maya ache...onk onk dhonnobad eso golpo kori eso sundor uposthaponar jnno..Bivuti bhusan k pronam arkm akta upponas lekhar jnno 🙏
@anupamgarai70342 жыл бұрын
অনবদ্য 🧡🧡....দারুন। শেষটাই মন খারাপ হয়ে যায়।
@trishitabanerjee12202 жыл бұрын
অসাধারণ অসাধারণ।। এত সুন্দর উপস্থাপনা। আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর উপন্যাস উপহার দেওয়ার জন্য।।
@akuza70762 жыл бұрын
সত্যি দাদা আরণ্যক শুনতে শুনতে লবটুলিয়ার মায়ায় পরে গিয়েছি ।। আজ শেষ করলাম অজান্তেই কেন যেন চোখের কোনে জল চলে এলো ।। সত্যি অসাধারণ
@moments25342 жыл бұрын
বাংলা অনার্স পড়ার সময় আরণ্যক পড়েছিলাম.....আবার সেই স্মৃতি ফিরে আসলো মনে৷ অসম্ভব সুন্দর উপস্থাপনা!
@rajanandan50542 жыл бұрын
Dhonobad.. erokom ekta uposthapona upohar debar jonno. Aro valo valo golpo uponaas er opekkhay thaklam