প্রথিতযশা পরিচালক তথা অন্যতম শ্রেষ্ঠ নাট্যস্রষ্টা মামুনুর রসিদ ও এই সময়ের স্বনামধন্য অন্যতম শ্রেষ্ঠ অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীর আলোচনা অত্যন্ত শিক্ষণীয় এবং সমসাময়িক বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক । রাজনৈতিক এবং মতাদর্শগত জ্ঞান ও সাংগঠনিক বোধ নির্মাণেও এক অতুলনীয় প্রয়াস । দুই মহান ব্যাক্তিত্ব তথা স্রষ্টা সহ আরণ্যক নাট্যগোষ্ঠী সংশ্লিষ্ট সকলকে সশ্রদ্ধ শুভেচ্ছা ও অভিনন্দন । একরাশ আন্তরিক অভিনন্দন সঞ্চালিকাকেও । সবাই ভাল থাকবেন , সুস্থ থাকবেন । সৃষ্টিকর্ম চালিয়ে যাবেন সাধারণ মানুষ তথা বৃহত্তর সমাজের স্বার্থে । আবারও সশ্রদ্ধ শুভেচ্ছা ও অভিনন্দন ।
@gopalbiswas1291 Жыл бұрын
সত্যিকারের সুন্দর আলোচনা শুনলাম, মুগ্ধ হলাম। মামুনুর রশীদ বাবু প্রকৃত জ্ঞানীও আদর্শ একজন মানুষ। সমাজ সভ্য, সুন্দর সংস্কৃতি সম্পন্ন হয় এই সব মানুষদের জন্য। চঞ্চল চৌধুরী এমন গুরু পেয়েছিলেন বলেই আজ প্রকৃত শিল্পীও আদর্শ মানুষ হিসাবে প্রতিস্ঠিত । মহান গুরুর আদর্শ শিষ্য। দুজন প্রকৃত শিল্পীকে🙏🙏💐🌹
@lipika.chumkirahabasu97172 жыл бұрын
অভিভূত হয়ে শুনছিলাম.. দীর্ঘায়ু হোন মামুনুর রশিদ,চঞ্চল চৌধুরী,বৃন্দাবন দাস,ফজলুর রহমান বাবু,মাসুম আজিজ এর মত মানুষেরা।প্রণাম জানিয়ে ধন্য হই আপনাদের।দেশের এবং সারা বিশ্বের প্রান্তিক মানুষের সার্বিক কল্যানে আপনাদের এই সংগ্রাম চিরজীবী হোক।মানুষের মনে বেঁচে থাকুন আপনারা।স্বৈরাচারী দেশনায়ক পৃথিবীতে যেখানে যত আছে তারা নিশ্চিহ্ন হোক আপনাদের মুক্ত চিন্তা চেতনার অভিঘাতে।আত্মকেন্দ্রিকতা নিপাত যাক,জয় হোক আরণ্যকের।
@apurbabhandari8455 Жыл бұрын
বাস্তব জীবনের কথা বলার জন্য ধন্যবাদ বামপন্থা শেষ হয়ে নি চঞ্চল দা এটা একটা ধারাবাহিক লড়াই আমি পশ্চিম বাংলা থেকে লাল সেলাম জানাই আপনাকে ও মামুব ভাই এবং নাটক,সংস্থা কে
@निशाचर-स3य Жыл бұрын
জ্ঞানি এবং গুণি মানুষের গুন সব ক্ষেত্রেই দেখা মেলে৷ যেমন অভিনয় ,তেমন দর্শন,তেমন বাচন ভঙ্গি,তেমনি ভাল মনের চিন্তার মানুষ৷ একই ফ্রেমে দুজনকেই দেখে খুব ভালো লাগলো ৷অবিরাম ভালবাসা৷
@gautamchaudhuri82582 жыл бұрын
মামুনুর রশিদ সাহেব অভিভূত হলাম কোলকাতা থেকে, আপনার অসাধারণ বিশ্লেষণ শুনে। যে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের কথা হৃদয়ে গেঁথে গিয়েছিল সেই সাতের দশক থেকে,তার প্রধান মাধ্যম ছিল মঞ্চের গ্রুপ থিয়েটারের নাটক এবং পথের পাঁচালীর পথ ধরে নতুন বাংলা ছবির আবাহন। আশ্চর্য্যজনক ভাবে সেই মুক্ত চিন্তার পরিসরটা বাংলাদেশ,ভারতসহ এই উপমহাদেশে ক্রমশঃ ক্ষীয়মান। তবে আপনার কথায় সত্যিই আলোর সন্ধান পেলাম,যে কাজটা করে যেতে হবে,ঋতুর মতো এ বন্ধ্যা অবস্থারও পরিবর্তন ঘটতে পারে। আপনি এবং চঞ্চল চৌধুরীকে অনেক ধন্যবাদ,এই অন্ধকারে আলো এবং আত্মানুসন্ধানের পথ দেখানোর জন্য।।
@dibyendubasu2774 Жыл бұрын
গুরু এতো ভাল বলেই শিষ্য ও ভালো হয়েছেন।
@hasanalli55352 жыл бұрын
ওনাদের দুজন কে দেখে মনে পরে গেলো সাকিন সারিসুরি নাটক। সাকিন সারিসুরি নাটক সর্ব কালের সেরা নাটক।
@waizmahmud6495 Жыл бұрын
ঠিক ভাই।মন্ডলের চরিত্রে মামুনুর রশিদ অনবদ্য
@shaharahira8600 Жыл бұрын
এই দুজনকে দেখে মনপুরার কথা মনে পড়ে গেল চঞ্চল চৌধুরীর সাথে কথা বললে সবাই শুধু কারাগার তাকদীর এগুলোর কথা বলে কিন্তু মনপুরা ও যে কত বড় একটা সাফল্য ছবি মনপুরা নিয়ে চঞ্চল চৌধুরী কেন কথা বলেন না মনপুরা ছবি টা এখনো মনের মধ্যে গেঁথে আছে
@shekharbhattacharjee7164 Жыл бұрын
পশ্চিম বাংলা থেকে বলছি অসাধারণ যুক্তি পূর্ণ আলোচনা অভিনন্দন জানাই আপনাদের সবাইকে।
@ratanchandranandi8457 Жыл бұрын
খুব ভালো লাগলো, ধন্যবাদ।
@patitpabanhalder4957 Жыл бұрын
খুব খুব সুন্দর। মামুনুর রশিদ মহাশয়ের সঙ্গে এখন চন্দননগরে আলাপচারিতায় ও নাট্য প্রশিক্ষণ শিবিরে। আমি বহুদিন ধরেই চঞ্চল চৌধুরী ও মামুনুর রশিদ মহাশয়ের একনিষ্ঠ ভক্ত। উভয়কেই আমার সশ্রদ্ধ প্রণাম।
@12malaybasu Жыл бұрын
খুব সুন্দর লাগলো। এতো সমৃদ্ধ আলোচনা কম শোনা যায়।সমাজতন্ত্রের মৃত্যু নেই, শুধু সময়ের অপেক্ষা। সমগ্র দক্ষিণ আমেরিকা তার প্রমান।
@MsSuvo2 жыл бұрын
Chanchal Da is simply superb... Respect to Mamunur Rashid Sir...
@tarunghatak26792 жыл бұрын
অনেক দিন পর মামুনভাইকে দেখলাম।মাধব মালঞ্চি কইন্যা নাটক নিয়ে ঢাকায় যাওয়া আর আরণ্যক_এর কলকাতায় আসা কি দারুন অভিজ্ঞতা।মামুন ভাই দীর্ঘজীবী সুস্থ থাকুন। তরুণ ঘটক।
@sabbirahmed1483 Жыл бұрын
এটা কত সালের ঘটনা?
@debabratadey5522 жыл бұрын
অসাধারণ লাগল এই আলোচনা। কোলকাতা থেকে। ধন্যবাদ।
@madhumitamitra58822 жыл бұрын
অসম্ভব ভালো অনুষ্ঠান।। মামনুর রশিদ স্যারের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। দুই মনের মানুষ কে Hats off
@emeducation123 Жыл бұрын
সাকিন সারিসুরি নাটকে ইনি যে মন্ডল সাহেবের চরিত্রে অভিনয় করেছিলেন তাতে একবারও মনে হয়নি যে ইনি অভিনয় করছেন। মনে হয়েছিল একদম সত্যি। অসাধারণ অভিনয় করেছিলেন।
@somnathpathak21122 жыл бұрын
YES I AM FROM KOLKATA (INDIA) Really MAMUNUR SIR IS A STALL WAT PERSON. HIS VOICE IS NO DOUBT VERY VERY SWEET.HE IS ASSET OF BANGLADEDH NATAK.MAY GOD BLESS HIM MAMUNUR SIR KHUB KHUB VALO THAKBEN. I LOVE YOU VERY MUCH.
@dhurjateekabiraj21812 жыл бұрын
Mamunur Rasid and Chanchal Chowdhury both of you hats off.🙏🙏🙏🙏
@Two_wheels7373 Жыл бұрын
সূনীল গঙ্গোপাধ্যায় এবং মামুনুর রশিদ সাহেবের চেয়ারের বসার স্টাইল এক রকম।
@কিকেনকিভাবে-ভ৯ড2 жыл бұрын
আমি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ। আর আপনি?
@shyamsundarbiswas61952 жыл бұрын
অসাধারণ। কলকাতা থেকে শ্যামসুন্দর।
@shimulbala53662 жыл бұрын
love you chancol da
@madhumitabanerjeehoneybee3882 жыл бұрын
অসাধারণ আলোচনা ❤️
@ratneswardas58772 жыл бұрын
পশ্চিমবাংলা থেকে বলছি খুব ভালো লাগলো
@dchakraborti99632 жыл бұрын
খুবই চিত্তাকর্ষক আলোচনা । ধন্যবাদ ৭১টিভি ।
@pratikmitra2608 Жыл бұрын
দুই অভিনেতাকেই salute
@samarendrabhukta97042 жыл бұрын
অসাধারণ! ঝাঁকুনি খেলাম !!! প্রকৃত শিল্পী এঁরাই!!!
@md.sazzadhossain35732 жыл бұрын
আরন্যকের হাত ধরেই সব বড় বড় স্টার এবং লিজেন্ড শিল্পী বের হয়েছে
@SultanulArefin9575 Жыл бұрын
Thank you
@msssumon64392 жыл бұрын
দেশের শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব্যদের অন্যতম একজন মামুনুর রশীদ।
@satyajitroy47592 жыл бұрын
অসাধারণ বাস্তবধর্মী আলোচনা। খুব ভাল লাগলো।
@dipannitasarkar33302 жыл бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের
@binaybhattacharya7169 Жыл бұрын
Oshadharon khoob bhalo Kolkata theke .
@UttamKumar-re7wv2 жыл бұрын
চঞ্চল দা❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@subratachakraborty7743 Жыл бұрын
Khub sundar alochona.
@hasanalli55352 жыл бұрын
সাকিন সারিসুরি নাটক এর সাহেব মন্ডল এবং জাপান ডাক্তার।
@rupachakraborty59112 жыл бұрын
অসম্ভব ভালো লাগল, কথোপকথনের অনুষ্ঠান ধর্মীয় গোড়ামিবাদ, কি,শিক্ষা শিল্প, সংস্কৃতিচর্চা গ্রাস,করে নেবে?একদিন, নাকি সংস্কৃতি শিল্প সাধনা চর্চা ই,মানুষের একমাত্র পরিচয় হবে
আদর্শ হীন নাট্যচরচা বর্তমানে পশ্চিমবঙ্গের ভবিষ্যত । বাংলাদেশের এই দুই শিল্পীর আলোচনায় নিজেকে সমৃদ্ধ মনে হচ্ছে। দূঃখ লাগে এই দেশের তৈল মর্দনকারী নাট্যগোস্টীর নাটক দেখে। অনেক এগিয়ে বাংলাদেশ।
@rupachakraborty59112 жыл бұрын
অনেক অনেক এগিয়ে বাংলাদেশের নাট্যচর্চা পশ্চিমবঙ্গ, শিক্ষা সংস্কৃতি, বর্তমানে রসাতলে, অভিনয় চর্চার,থেকে এরা রাজনীতি টাই বেশি করে, ইউটিউব এর আশীর্বাদে, বাংলাদেশের নাটকে ডুবে থাকি,,,প্রিয় শিল্পী দের, শ্রদ্ধার,সঙ্গে নমস্কার করি,
@madhumitamitra58822 жыл бұрын
ঠিক
@lemucus1314 Жыл бұрын
জাপান ডাক্তার ও সাহেব মন্ডল। মন্ডল সাহেব be like- তোমাকে দিয়ে আমার বাড়ির কুত্তা বিলাইর ও চিকৎসা করবেনা।
@tapanshah08 Жыл бұрын
🙏
@shuvromandal28062 жыл бұрын
নন্দন তত্বের চর্চাকারীগণ তথা শিল্প সাহিত্যের চর্চাকারক যারা তারাই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তাদেরকে বোঝতে গেলেও শিক্ষা দীক্ষা এবং মানবিক যোগ্যতা লাগে।
@saimonislam1778 Жыл бұрын
দুইজন ত ভাত পাইনা তাই ভাইরাল হতে এসেছে জনপ্রিয় হিরো আলম সেরার সেরা
@singlelifetv95222 жыл бұрын
Japan dr with mondol sab
@mdsalahinhossain107 ай бұрын
সাকিন সারিসুরি নাটকের জাপান ডাক্তার আর মন্ডল সাহেব
@bloggerbappi Жыл бұрын
বড় ভাই ছেলেটারে একাপেয়ে চোটপাট দেন হিরু আলম কে এটা ঠিকনা
@aldj27922 жыл бұрын
Both are assets of Bangladesh.
@nurjahanshirajee82922 жыл бұрын
সূরা আল-যুমার:45 - যখন খাঁটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন যারা পরকালে বিশ্বাস করে না, তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয়, তখন তারা আনন্দে উল্লসিত হয়ে উঠে।
@shaharahira8600 Жыл бұрын
মামুনুর রশিদ আপনি কি মুসলমান না আপনি একজন মুসলমান হয়ে অমুসলিমদের মতো কথা বলছেন কেন আপনাকে আমি অনেক পছন্দ করি কিন্তু আজকের কথা আপনার ভালো লাগলো না আমার
@rocking4joy Жыл бұрын
kon kotha ta ?
@dr.pakalupapito6015 Жыл бұрын
Tip pora’r odhikaar jemon naari’r ache-Hijab pora’r odhikaar o naari’r ache. Eita’r Kono ta ke e criticize kora “liberalism” na, it’s hypocrisy. Secularism ar ekta fundament Kintu baakshaadhinota aar dhormo-niropekhkho howar Maane ei na je Apni dhormo-birodhi hoben. Live, let live a jodi shotti believe koren, then don’t criticize Waaz Mehfil and then others won’t criticize yours.
@atikurrahaman7041 Жыл бұрын
সামনেতে হিজাব ছাড়া একজন বসে আছে
@sarderalam54712 жыл бұрын
Tip ar sathe kollankor kichu nei naujubilla
@ameerabdullah58402 жыл бұрын
🥾🥾🥾🥾
@rshahriar162 жыл бұрын
টিপে কল্যাণকর কিছু যেমন নেই, ঠিক তেমনি অকল্যাণকর কিছুও নেই। এটা ফ্যাশন; মানুষের ভালো লাগে তাই পরে। মানুষ দম দেওয়া পুতুল না যে তাকে কতগুলো কুপমুন্ডুক বিধি নিষেধ বেধে দেবে।